সপ্তম শ্রেনীর ৫ম সাপ্তহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর
আজকে এখান থেকে ৫ম সাপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরের সমাধান করতে পারবেন। আমরা বিজ্ঞানের সুন্দর সহজ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে উত্তর লেখার আগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন অথবা এখান থেকে দেখে দেখে শিখে তারপর লেখবেন। করন আপনি যদি এভাবে লিখে ফেলেন তাহলে আপনার পড়াশুনার ক্ষতি হবে। কথা না বাড়িয়ে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইমেন্টের উত্তর দেখে নিন।
সপ্তম শ্রেনীর ৫ম সাপ্তহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
সপ্তম শ্রেনীর ৫ম সাপ্তহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর
ক) তাপ সঞ্চালন কাকে বলে?
ক উত্তরঃ তাপ সঞ্চালন হলো তাপের স্থান পরিবর্তন, যা সর্বদা উচ্চ তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট স্থানে প্রবাহিত হয়।
খ) তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন?
খ উত্তরঃ আমরা জানি কোন বস্তুর চাপ তার আয়তনের উপর নির্ভরশীল । যে বস্তুর আয়তন বেশি তার চাপ কম আর যে বস্তুর আয়তন কম তার চাপ বেশি ।
বাতাসের তাপমাত্রা বাড়লে বাতাসের আয়তন বাড়ে । এরফলে বাতাসের চাপ কমে যায় ।
তাপমাত্রা বাড়লে যেহেতু বাতাসের বেড়ে যায় তাই চাপ কমে যায় ।
গ) দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর?
গ উত্তরঃ দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর হল-
দেওয়া আছে
দণ্ডের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ।
আমরা জানি
C /5=F-32/9
50/5=F-32/9
90=F-32
F= 90+32=122 f
ঘ) উদ্দীপকের আলােকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ কর
ঘ উত্তরঃ উদ্দীপকের লাবিৰ একটি লৌহ দন্ত নিয়ে তার একপ্রান্তে মােমবাতির সাহায্যে উত্তপ্ করল। কিছুক্ষন পর সে দেখল দস্তাটার অপর প্রাপ্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।
তাপ সঞ্চালন পদ্ধতি তিনটি । তাপ পরিবহন, পরিচলন , বিকিরণ ।
তারমধ্যে উদ্দীপকের বস্তুটিতে তাপ পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়েছে ।
কঠিন বস্তুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাপ সঞ্চালিত হওয়ার প্রক্রিয়াকে তাপ পরিবহন বলে ।
উদ্দীপকের লাবিব এর বস্তুটিকে লাবিব মোমবাতি দিয়ে এক প্রান্তে তাপ দিয়েছে এবং অপর প্রান্তে এটা আস্তে আস্তে সঞ্চারিত হয়েছিল । তাই বলা যায় এটি তাপ সঞ্চালন এর তাপ পরিবহন প্রক্রিয়া ।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন?
উত্তরঃ গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় । কারণ
কাচ একটি তাপ অপরিবাহী পদার্থ । যখন এটি গরম করা হয় তখন এর আয়তন তাপমাত্রা বৃদ্ধির কারণে বেড়ে যায় । কিন্তু যখন এর মধ্যে ঠান্ডা পানি ঢালা হয় তখন দেইখেন ঠান্ডা পানি ঢালা হয় তাপমাত্রা কমে যায় এবং কাচ সংকুচিত হয় । কিন্তু কাচ তাপ অপরিবাহী হোয়াই অপর পাশে তাপমাত্রা কমে না ।একপাশে আয়তন সংকুচিত হয় আর অপর পাশে আয়তন সংকুচিত না হোওয়ায় কাঁচের চিমনির ফেটে যায় ।