শিক্ষা ও মনুষ্যত্ব mcq, বহুনির্বাচন প্রশ্ন উত্তর (PDf File)

শিক্ষা ও মনুষ্যত্ব mcq

শিক্ষা ও মনুষ্যত্ব mcq প্রশ্নের উত্তর আজকের পোস্টে দেওয়া আছে। অনেক শিক্ষার্থী গুগল থেকে শিক্ষা ও মনুষ্যত্ব mcq  উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চায়।  তাই আপনাদের জন্য এই পোস্টে শিক্ষা ও মনুষ্যত্ব  গল্পের  বহুনির্বাচনি প্রশ্নের উত্তর পাবলিশ করা হয়েছে। আপনারা চাইলে সেগুলো অনুশীলন করতে পারেন।

এই mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর সহকারে দেওয়া আছে। এগুলো আপনারা চাইলে পরীক্ষার প্রস্তুতির জন্য অনুশীলন করতে পারবেন। আর এই প্রশ্ন গুলো আপনারা পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

শিক্ষা ও মনুষ্যত্ব mcq

এখানে শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের mcq  গুলো দেওয়া আছে। এই বহুনির্বাচন প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সাথে শেয়ার করেছি। mcq গুলো সংগ্রহ করতে অথবা পড়তে নিচে দিকে চলে যান।

১। লোভের ফলে মানুষের –

i. দৈহিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়

ii. আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে ফতুর হয়

iii. আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে জীবন পায়

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ খ

২। আপ্রান প্রচেষ্টার ফলে শিক্ষা দ্বারা জীবনের কোনটি সম্ভব ?
ক. অবচেতন
খ. চেতন
গ. অবনয়ন
ঘ. উন্নয়ন

উত্তরঃ ঘ

৩। ‘ শিক্ষার মাধ্যমে’ কিসের বিকাশ ঘটে?
ক. মূল্যবোধের
খ. মনুষ্যত্বের
গ. জ্ঞানের
ঘ. নৈতিক মূল্যবোধের

উত্তরঃ খ

৪। জীবসত্তাকে টিকিয়ে রাখতে আমাদের কী চাই?
ক. শিক্ষা
খ. অন্নবস্ত্র
গ. সংস্কৃতিচর্চা
ঘ. জীবন সাধনা

উত্তরঃ খ

৫। মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ গ্রন্থের নাম কী?
ক. সংস্কৃত কথা
খ. সবুজ পত্র
গ. প্রবন্ধ সংগ্রহ
ঘ. সংস্কৃতি কথা

উত্তরঃ খ

৬। কোন বাঁধনের ফলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছে না?
ক. প্রাণিত্বের
খ. জীবসত্তার
গ. বাণীর
ঘ. মানবাত্মার

উত্তরঃ ক

৭। জীবসত্তাকে টিকিয়ে রাখতে আমাদের কী চাই?
ক. শিক্ষা
খ. অন্নবস্ত্র
গ. সংস্কৃতিচর্চা
ঘ. জীবন সাধনা

উত্তরঃ খ

৮। মুক্তির জন্য মানুষকে কয়টি উপায় অবলম্বন করতে হয় ?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি

উত্তরঃ ক

৯। ‘নিগড়’ শব্দের অর্থ কী?
ক. তিমির
খ. নির্মাণ
গ. নীচ
ঘ. শিকল

উত্তরঃ ঘ

১০। লোভের ফলে যে মানুষের আত্নিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে –
ক. সে ফতুর
খ. সে অশিক্ষিত
গ. সে চতুর
ঘ. সে শিক্ষিত

উত্তরঃ ক 

শিক্ষা ও মনুষ্যত্ব বহুনির্বাচন প্রশ্ন উত্তর

অনেক শিক্ষার্থীরা শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো পড়তে চায়। তো তাদের জন্য এখানে কমন কিছু বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া আছে। নিচে থেকে প্রশ্ন গুলো সংগ্রহ করেনিন।

১১। কোন বাঁধনের ফলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছে না?
ক. প্রাণিত্বের
খ. জীবসত্তার
গ. বাণীর
ঘ. মানবাত্মার

উত্তরঃ ক

১২। মোতাহের হোসেন চৌধুরী কত সালে এম.এ. পাশ করেন?
ক. ১৯৪১
খ. ১৯৪৫
গ. ১৯৪৩
ঘ. ১৯৩৯

উত্তরঃ ঘ 

১৩। মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাস করেন ?
ক. কলকাতা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উত্তরঃ খ

১৪। ‘ শিক্ষা ও মনুষ্যত্ব ‘ প্রবন্ধের মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি ?
ক. শিক্ষা
খ. জ্ঞান
গ. যুক্তি
ঘ. চিন্তা

উত্তরঃ খ

১৫। ‘অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়’-এ বোধটি কিসের পরিচায়ক?
ক. মূল্যবোধ
খ. শিক্ষার
গ. মনুষ্যত্বের
ঘ. সচেতনতার

উত্তরঃ ক

১৬। ‘দানাপানি’ শব্দটির গঠন হিসেবে নিচের কোনটি সমর্থন করা যায়?
ক. সন্ধি
খ. উপসর্গ
গ. সমাস
ঘ. প্রত্যয়

উত্তরঃ গ

১৭। মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটি ?
ক. অর্থ উপার্জন
খ. ক্ষমতার শীর্ষে আরোহণ
গ. মুক্তির বোধ
ঘ. শিক্ষা সম্পূর্ণ করা

উত্তরঃ গ

১৮। শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
ক. প্রয়োজনীয় দিক
খ. অপ্রয়োজনীয় দিক
গ. হালকা দিক
ঘ. বিশেষ দিক

উত্তরঃ খ 

১৯। মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি?
ক. অর্থ
খ. জ্ঞান
গ. চিন্তা
ঘ. শিক্ষা

উত্তরঃ খ

২০। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়,  এই বোধটি কিসের পরিচায়ক ?
ক. মূল্যবোধের
খ. স্বাধীনতার
গ. মনুষ্যত্বের
ঘ. জীবন সাধনার

উত্তরঃ গ

২১। ‘শিখা’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো?
ক. রাজশাহী
খ. কুমিল্লা
গ. যশোর
ঘ. ঢাকা

উত্তরঃ ঘ

২২। দ্বন্ধ সমাসের উদাহরণ হিসেবে নিচের কোন পদগুলো সমর্থনযোগ্য?
ক. অন্নচিন্তা, স্বর্গতুল্য
খ. স্বর্গতুল্য, দানাপানি
গ. দানাপানি, অন্নবস্ত্র
ঘ. অন্নবস্ত্র, অর্থচিন্তা

উত্তরঃ ঘ

২৩। ‘ সুখ’  রচিত কোন ধরনের গ্রন্থ?
ক. প্রবন্ধ
খ. অনুবাদ
গ. উপন্যাস
ঘ. মৌলিক

উত্তরঃ গ

শিক্ষা ও মনুষ্যত্ব mcq পিডিএফ

২৪. শিক্ষার প্রয়োজনের দিক ব্যতীত অপর দিকটির নাম কী?
ক. বিশেষ দিক
খ. অপ্রয়োজনীয় দিক
গ. আর্থিক দিক
ঘ. সরল দিক

উত্তরঃ গ

২৫. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
ক. প্রয়োজনীয় দিক
খ. অপ্রয়োজনীয় দিক
গ. হালকা দিক
ঘ. বিশেষ দিক

উত্তরঃ খ

২৯. মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ গ্রন্থের নাম কী?
ক. সংস্কৃত কথা
খ. সবুজ পত্র
গ. প্রবন্ধ সংগ্রহ
ঘ. সংস্কৃতি কথা

উত্তরঃ ক

৩১। আত্মার পতন হয় কীসে?
ক. আলস্য ও অসাধুতায়
খ. অমনোযোগ ও কুঁড়েমিতে
গ. দৃষ্টিহীনতায় ও অমনোযোগে
ঘ. উদ্দীপনা ও প্রত্যয়হীনতায়

উত্তরঃ  খ

৩৩. ‘শিখা’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো?
ক. রাজশাহী
খ. কুমিল্লা
গ. যশোর
ঘ. ঢাকা

উত্তরঃ  ঘ 

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি এই পোস্ট থেকে শিক্ষা ও মনুষ্যত্ব  mcq ও বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন।  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।