সুখী মানুষ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর -PDF

সুখী মানুষ বহুনির্বাচনী প্রশ্ন

এই পোস্টে সুখী মানুষ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর গুলো দেওয়া আছে। এই ধরনের বহুনির্বাচনি বিভিন্ন পরীক্ষায় দেওয়া থাকে। মূল বইয়ে এই mcqগুলো দেওয়া নেই। তাই যারা যারা সুখী মানুষ গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর পড়তে চান , এখান থেকে পড়ে নিবেন।

সুখী মানুষ বহুনির্বাচনী প্রশ্ন

১. কবিরাজ মোড়লকে কী বলে সম্বোধন করেছেন?
ক) নিষ্ঠুর
খ) বদমেজাজী
গ) অসহায়
ঘ) ভীতু

সঠিক উত্তর: (ক)

২. সুখ একটা আপেক্ষিক ব্যাপার-কথাটি দ্বারা কী বোঝা যায়?
i. অনেক সম্পদে সুখী হওয়া
ii. অনেক সম্পদ না থেকে সুখী হওয়া
iii. ক্ষেত্রবিশেষে সুখের বৈচিত্র্যধর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii

সঠিক উত্তর: (গ)

৩. ‘সুখী মানুষ’ নাটিকার প্রথম সংলাপ কার?
ক) হাসুর
খ) কবিরাজের
গ) রহমতের
ঘ) মোড়লের

সঠিক উত্তর: (ক)

৪. মোড়ল ছিল-
i. সৎ
ii. অত্যাচারী
iii. পাপী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii

সঠিক উত্তর: (গ)

৫. কোথায় অন্ধকার রাত?
ক) বনের ধারে
খ) নদীর তীরে
গ) পুকুরের পাড়ে
ঘ) মাঠের ধারে

সঠিক উত্তর: (ক)

৬. কবিরাজ রাতের মধ্যেই কী সংগ্রহ করতে বলেছে?
ক) শার্ট
খ) গেঞ্জি
গ) লুঙ্গি
ঘ) ফতুয়া

সঠিক উত্তর: (ঘ)

৭. জামা এনে দিলে মোড়ল কত টাকা বখশিশ দেবে বলে ঘোষণা দিয়েছে?
ক) শত টাকা
খ) হাজার টাকা
গ) লাখ টাকা
ঘ) কোটি টাকা

সঠিক উত্তর: (খ)

৮. জামার জন্যে মোড়ল কত টাকা বকশিশ দিতে চেয়েছে?
ক) এক শ
খ) পাঁচ শ
গ) হাজার
ঘ) লাখ

সঠিক উত্তর: (গ)

৯. আয়ুর্বেন শাস্ত্র মতে যিনি চিকিৎসা করেন তাঁকে কী বলা হয়?
ক) ডাক্তার
খ) কবিরাজ
গ) ফকির
ঘ) দরবেশ

সঠিক উত্তর: (খ)

১০. ‘সুখ কোথায় পাব?”-কার উক্তি?
ক) হাঁসু
খ) রহমত
গ) মোড়ল
ঘ) কবিরাজ

সঠিক উত্তর: (গ)

১১. ‘সুখী মানুষ’ নাটিকায় সুখী মানুষটির বয়স কত?
ক) পঞ্চাশ
খ) ষাট
গ) চল্লিশ
ঘ) ত্রিশ

সঠিক উত্তর: (গ)

১২. মোড়ল কোন গ্রামের মানুষকে বড় জ্বালিয়েছিল?
ক) নেয়ামতপুরের
খ) বকুলপুরের
গ) সুবর্ণপুরের
ঘ) হাফিস নগরের

সঠিক উত্তর: (গ)

১৩. ‘স্বাধীনাত আমার স্বাধীনতা’ কোন ধরনের রচনা?
ক) প্রবন্ধ
খ) উপন্যাস
গ) ছোটগল্প
ঘ) নাটক

সঠিক উত্তর: (ঘ)

১৪. মোড়লের আত্মীয় কে?
ক) কবিরাজ
খ) হাসু মিয়া
গ) রহমত
ঘ) সুখী লোকটি

সঠিক উত্তর: (খ)

১৫. ‘সুখী মানুষ’ নাটিোটিতে কে বিছানায় শুয়ে অসুখে ছটফট করছে?
ক) মোড়ল
খ) কবিরাজ
গ) হাসু
ঘ) রহমত

সঠিক উত্তর: (ক)

১৬. ‘হাস্য লাস্য ভাস্য’ কোন ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) কাব্যগ্রন্থ
গ) ছোটগল্প
ঘ) নাটক

সঠিক উত্তর: (ঘ)

১৭. রহমত আলী কে?
ক) হাসু মিয়ার ভাই
খ) মোড়লের বিশ্বাসী চাকর
গ) কবিরাজের সহকারী
ঘ) মোড়লের ঘনিষ্ঠ আত্মীয়

সঠিক উত্তর: (খ)

১৮. কয় গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ

সঠিক উত্তর: (ঘ)

১৯. শুদ্ধ বানান চিহ্নিত করো-
ক) নিস্তাড়
খ) আত্মিয়
গ) বিশ্বাসী
ঘ) পরিক্ষা

সঠিক উত্তর: (গ)

২০. মোড়ল জোর করে মানুষের মুরগি জবাই করে খেয়েছে কেন?
ক) অসুস্থ বলে
খ) অধিকার বলে
গ) ধনী বলে
ঘ) ক্ষমতাবলে

সঠিক উত্তর: (ঘ)

সুখী মানুষ MCQ প্রশ্নের উত্তর

২১. মোড়ল কোন গ্রামের মানুষকে বড় জ্বালিয়েছে?
ক) কুতুবপুরের
খ) হরিপুরের
গ) মেহেরপুরের
ঘ) সুবর্ণপুরের
সঠিক উত্তর: (ঘ)

২২. রহমত আলী মোড়লের কেমন চাকর?
ক) বিশ্বাসী
খ) নিমকহারাম
গ) তোষামুদে
ঘ) ধুরন্ধর
সঠিক উত্তর: (ক)

২৩. ‘মানুষ এবং প্রাণী অমর নয়’-কে বলেন?
ক) রহমত
খ) মোড়ল
গ) কবিরাজ
ঘ) হাসু মিয়া
সঠিক উত্তর: (গ)

২৪. অচেনা লোকটি প্রাণখোলা হাসি হাসছে। কারণ-
i. তার চুরি যাওয়ার সম্পদ নেই
ii. সে খুব সুখী মানুষ
iii. মোড়লের কষ্ট দেখে সে আনন্দ পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৫. মোড়লের মুখে শরবত ঢেলে দিতে কে বলেন?
ক) হাসু মিয়া
খ) কবিরাজ
গ) রহমত
ঘ) সুখী লোকটি
সঠিক উত্তর: (খ)

২৬. নাটিকার প্রথম দৃশ্যে কাকে মোড়লের নাড়ি পরীক্ষা করতে দেখা যায়?
ক) রহমত আলীকে
খ) অচেনা লোককে
গ) হাসু মিয়াকে
ঘ) কবিরাজকে
সঠিক উত্তর: (ঘ)

২৭. সুখী মানুষ নাটিকায় সোনা-দানা, জামা-জুতার কথা শুনে কে প্রাণ খুলে হেসেছিল?
ক) কবিরাজ
খ) মোড়ল
গ) লোকটি
ঘ) হাসু
সঠিক উত্তর: (গ)

২৮. মোড়ল জোর করে কী জবাই করে খেয়েছে?
ক) হাঁস
খ) মুরগি
গ) ছাগল
ঘ) ভেড়া
সঠিক উত্তর: (খ)

২৯. কবিরাজ মোড়লের কী পরীক্ষা করছে?
ক) চোখ
খ) পেট
গ) নাক
ঘ) নাড়ি
সঠিক উত্তর: (ঘ)

৩০. সুখ একটা আপেক্ষিক ব্যাপার-কথাটি দ্বারা কী বোঝা যায়?
i. অনেক সম্পদে সুখী হওয়া
ii. অনেক সম্পদ না থেকে সুখী হওয়া
iii. ক্ষেত্রবিশেষে সুখের বৈচিত্র্যধর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩১. কোথায় অন্ধকার রাত?
ক) বনের ধারে
খ) নদীর তীরে
গ) পুকুরের পাড়ে
ঘ) মাঠের ধারে
সঠিক উত্তর: (ক)

৩২. মোড়লের জামার জন্য কে পাঁচশ টাকা দিতে চেয়েছে?
ক) হাসু
খ) মোড়ল
গ) কবিরাজ
ঘ) রহমত
সঠিক উত্তর: (ঘ)

৩৩. মানুষের কান্না দেখলে মোড়ল কী করে ?
ক) হাসে
খ) কাঁদে
গ) হাঁটে
ঘ) ঘুমায়
সঠিক উত্তর: (ক)

৩৪. ‘হাস্য লাস্য ভাষ্য’-নাটিকাটির রচয়িতা কে?
ক) মমতাউদ্‌দীন আহমদ
খ) আল মাহমুদ
গ) মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ) গোলাম মোস্তফা
সঠিক উত্তর: (ক)

৩৫. কবিরাজ মোড়লকে কী বলে সম্বোধন করেছেন?
ক) নিষ্ঠুর
খ) বদমেজাজী
গ) অসহায়
ঘ) ভীতু
সঠিক উত্তর: (ক)

৩৬. মোড়লের আত্মীয় কে?
ক) কবিরাজ
খ) হাসু মিয়া
গ) রহমত
ঘ) সুখী লোকটি
সঠিক উত্তর: (খ)

৩৭. কবিরাজ রাতের মধ্যেই কী সংগ্রহ করতে বলেছে?
ক) শার্ট
খ) গেঞ্জি
গ) লুঙ্গি
ঘ) ফতুয়া
সঠিক উত্তর: (ঘ)

৩৮. স্বাধীনতা আমার স্বাধীনতা’ কোন ধরনের রচনা?
ক) প্রবন্ধ
খ) উপন্যাস
গ) ছোটগল্প
ঘ) নাটক
সঠিক উত্তর: (ঘ)

৩৯. ভূতে ধরতে পারলে কীভাবে খাবে বলে রহমত মনে করেছে?
ক) ডিমভাজা
খ) মাংসভাজা
গ) শাকভাজা
ঘ) মাছভাজা
সঠিক উত্তর: (ঘ)

৪০. ‘সুখী মানুষ’ নাটিকার সবচেয়ে বয়স্ক চরিত্র কোনটি?
ক) মোড়ল
খ) কবিরাজ
গ) হাসু
ঘ) রহমত
সঠিক উত্তর: (খ)

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে সুখী মানুষ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সংগ্রহ পেরেছেন। এই রকম শিক্ষাসংক্রান্ত তথ্য পেতে আমার সাথেই থাকুন। এই ওয়েবসাইটে শিক্ষামূলক পোস্ট শেয়ার করা হয়।

আরও দেখুনঃ

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সৃজনশীল প্রশ্ন উত্তর