সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ

সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ

সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পোস্ট টি শেষ পর্যন্ত পড়ুন। অনেক শিক্ষার্থী এই কবিতা থেকে সৃজনশীল প্রশ্ন পড়তে চায়। তাই তাদের জন্য কবিতার গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো দেওয়া আছে। আপনার সুবিধার জন্য আমরা  প্রশ্ন গুলো পিডিএফ ফাইলে তৈরি করেছি। তো যাদেরসৃজনশীল প্রশ্ন গুলো প্রয়োজন তারা নিচে থেকে দেখেনিন।

সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন

এই কবিতাটি জীবনানন্দ দাশ লিখেছেন। সুচেতনা কবিতাটি বনলতা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সুচেতনা জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এই কবিতার মাধ্যমে কবি তার চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপসদৃশ একটি ধারনা, যা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়। অনেকে এই কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন। তাদের জন্য প্রশ্ন গুলো নিচে দেওয়া আছে।

সৃজনশীল প্রশ্ন ১ 

 এই পৃথিবীর
পুরোনো শরীরে আসে বসন্তের দস্যুতার ভিড়;
কোনো নিদ্রাহীন রাতে
আমারও শরীর যেন মঞ্জুরিত হতে চায়
আকাশে জ্যোৎস্নাতে।
তুমি কি জানো না
নতুন সৃষ্টির তীব্র উদ্দীপনা
বসন্তের বীজে
পূর্ণ করে দেবে এই শীর্ণ শতাব্দীর শরীর।

ক. ‘সুচেতনা’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
খ. ‘গড়ে দেবো’— কবি কী গড়ে দেওয়ার কথা বলেছেন?
গ. উদ্দীপকটি ‘সুচেতনা’ কবিতার কোন দিকটির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মূলভাব ‘সুচেতনা’ কবিতার মৌল উপজীব্যকে প্রতীকায়িত করেছে— মন্তব্যটির যথার্থতা বিচার কর।

সৃজনশীল প্রশ্ন ২ 

“মানুষের সভ্যতার মর্মে ক্লান্তি আসে;
বড়ো বড়ো নগরীর বুকভরা ব্যথা;”

ক. জীবনানন্দ দাশের কোন ধরনের কবিতা মুক্তিযুদ্ধে সংগ্রামী জনতাকে অনুপ্রাণিত করেছিল?
খ. ‘ক্লান্ত ক্লান্তিহীন নাবিক’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকটি ‘সুচেতনা’ কবিতার কোন দিককে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘কবিতায় সমকালীন জীবন যন্ত্রণার উন্মোচনে জীবনানন্দ দাশ সিদ্ধহস্ত।’— ‘সুচেতনা’ কবিতা ও উদ্দীপকের আলোকে মন্তব্যটির যথার্থতা নির্ণয় করো।

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র

সৃজনশীল প্রশ্ন ৩ 

 “হিংসা মেষ রহিবে না কেহ কারে করিবে না ঘৃণা
পরস্পর বাঁধি দিব প্রীতির বন্ধনে
বিশ্বজুড়ে এক সুরে বাজিবে গো মিলনের বীণা
মানব জাগিবে নব জীবন স্পন্দনে।”

ক. যুদ্ধে রক্তে নিঃশেষিত নয় কী?
খ. “মাটি পৃথিবীর টানে মানবজন্মের ঘরে কখন এসেছি’- চরণটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সঙ্গে “সুচেতনা’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি কী ‘সুচেতনা’ কবিতার সমগ্রভাবকে ধারণ করতে পেরেছে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করো।

সৃজনশীল প্রশ্ন ৪ 

“আজি আমারাত্রির দুর্গত্যেরণ যত
ধূলিতলে হয়ে গেল ভগ্ন।
উদয়-শিখরে জাগে ‘মাভৈঃ মাডৈঃ’ রব
জয় জয় যায় রে মানব-অভ্যুদয়,
নবজীবনের আশ্বাসে।
মন্ত্রি উঠিল মহাকাশে।”

ক. পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালে কী আছে?
খ. কবি মানবসমাজে সুচেতনা প্রত্যাশা করেছেন কেন?
গ. উদ্দীপকের কবিতাংশে ‘সুচেতনা’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের কবিতাংশ ও ‘সুচেতনা’ কবিতার কবিদ্বয়ের প্রত্যাশা মূলত এক ও অভিন্ন।”— বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ 

“অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া ।
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয় ।”

ক. “সুচেতনা” কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?
খ. “পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন’-_ উক্তিটি ব্যাখা কর।
গ. উদ্দীপকটিতে “সুচেতনা* কবিতাটির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকটিতে “সুচেতনা” কবিতার সমথ দিক উন্মোচিত হয় নি।”__ উক্তিটি মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৬   

চিরযুবা তুই যে চিরজীবী
জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে
প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি।
সবুজ নেশায় ভোর করেছিস ধরা,
ঝড়ের মেঘে তোরই তড়িৎ ভরা,
বসন্তেরে পরাস আকুল-করা
আপন গলার বকুল-মাল্যগাছা ।
আয় রে অমর, আয় রে আমার কাঁচা॥

ক. পৃথিবীর মানুষকে কবি কিসের মতো ভালোবাসতে চেয়েছেন?
খ. সুচেতনা কোথায় আলো জ্বালাবে বলে মনে করেন কবি?
গ. উদ্দীপকের ভাব ‘সুচেতনা’ কবিতার কোন ভাবের সমার্থক? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘সুচেতনা’ কবিতার গভীরতাকে ধারণ করতে পারেনি— মন্তব্যটি যথার্থতা বিচার কর।

সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর

আমরা উপরের অংশে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দিয়েছি। আপনারা এগুলো পরীক্ষার জন্য অনুশীলন করতে পারবেন। অনেকে এই কবিতার অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন গুলো চর্চা করতে চান। তারা এগুলো দেখেনিতে পারেন। এই সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো এই পোস্টে দেওয়া হয়নি। এগুলো আপনাদের নিজে করার জন্য দেওয়া হয়েছে। এতে করে আপনাদের সৃজনশীলতা অনেক বৃদ্ধি পাবে। তাই আশা করছি আপনারা নিজে নিজে প্রশ্নের উত্তর গুলো করেনিবেন।

সুচেতনা কবিতার mcq প্রশ্ন ও উত্তর

আমরা আগের পোস্টে এই কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পাবলিশ করেছি। সৃজনশীল প্রশ্ন পড়ার পাশা-পাশি আপনারা চাইলে সুচেতনা কবিতার mcq প্রশ্ন ও উত্তর গুলো দেখেনিতে পারেন। প্রশ্ন গুলো নিচে দেওয়া আছে। আপনারা এগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন। তো আপনি যদি এই mcq গুলো পড়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে নিচের লিঙ্কে ক্লিক করবেন।

পিডিএফ সংগ্রহ

সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ

আপনাদের সুবিধার্থে আমরা সৃজনশীল প্রশ্ন গুলো পিডিএফ ফাইলে তৈরি করেছি। এই পিডিএফ গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করতে পারবেন।

পিডিএফ সংগ্রহ

শেষ কথা

 আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।  আশা করছি এই পোস্ট থেকে আপনারা সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।