সামাজিকীকরণ ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর। ৮ম শ্রেণি

সামাজিকীকরণ ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন

সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে উঠে। এ প্রক্রিয়ায় সমাজের নিয়ম-নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। এই অধ্যায় টি অনেক গুরুত্বপূর্ণ। নিচের অংশে সামাজিকীকরণ ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যারা যারা ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিষব পরিচয় ৫ম অধ্যায়ের প্রশ্ন পড়তে চান , তারা এই পোস্ট সম্পূর্ণ পড়ুন।

সামাজিকীকরণ ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন

এখানে সামাজিকীকরণ ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্ন গুলো গুরুত্বপূর্ণ তাই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। মূল বইয়ে এই প্রশ্ন উত্তর দেওয়া নেই।

সৃজনশীল ১ঃ

মিজান ও রাসেলের বন্ধু শিহাব অষ্টম শ্রেণির ছাত্র। শিহাব আন্তঃহাউজ ইনডোর প্রতিযোগিতায় দাবায় পরপর দুবার প্রথম হয়েছে। রাসেল শিহাবের অনুপ্রেরণায় দাবা শিখে এই বছর দ্বিতীয় স্থান অর্জন করে। মিজান ইদানীং প্রায়ই স্কুলে দেরি করে আসে। বাড়ির কাজ ঠিকমতো করে নিয়ে আসে না। শিক্ষক মিজানের মায়ের কাছে জিজ্ঞেস করে জানতে পারেন মিজান রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়।

ক. গণমাধ্যম কী?
খ. ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো।
গ. রাসেলের দাবায় দ্বিতীয় স্থান অধিকারের ক্ষেত্রে সামাজিকীকরণের কোন প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে? ব্যাখ্যা করো।
ঘ. মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ করা যায় বিশ্লেষণ করো।

সৃজনশীল ২ঃ

রকি অষ্টম শ্রেণির একজন মেধাবী ছাত্র। তার মা-বাবা দুজনেই সরকারি ব্যাংকে চাকরি করেন। চাকরিজীবী হওয়ায় মা-বাবা দুজনের একজনও রকিকে যথাযথ সময় দিতে পারেন না। ফলে তার সামাজিকীকরণে ঘাটতি লক্ষ করে তাঁরা রকিকে সহপাঠী, প্রতিবেশী ও খেলার সঙ্গীদের সঙ্গে মেলামেশার সুযোগ করে দেন।

ক) ই-কমার্স কী?
খ) সামাজিকীকরণে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা বর্ণনা করো।
গ) রকির সামাজিকীকরণে স্থানীয় সমাজের কার্যকর উপাদানগুলো ব্যাখ্যা করো।
ঘ) তুমি কি মনে করো, রকির মতো কিশোরদের সামাজিকীরণে একমাত্র স্থানীয় সমাজের উপাদানই যথেষ্ট? মতামতের সপক্ষে যুক্তি দাও।

সামাজিকীকরণ ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উপরের অংশে দেওয়া সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো এখানে দেওয়া হয়েছে। যারা নিজে নিজে প্রশ্নের উত্তর গুলো লিখতে পারবেন না, তারা সবাই এখান থেকে সংগ্রহ করে নিবেন।

১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর 

ক. যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয়, তাকে গণমাধ্যম বলে।

খ. ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন হলো পরিবার। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছেদ, ধর্মচর্চা, শিক্ষাগ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির ওপর পড়ে।

গ.

রাসেল দাবায় দ্বিতীয় স্থান অধিকারের ক্ষেত্রে সামাজিকীকরণের সমবয়সী বন্ধু বা সঙ্গী প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে। সামাজিকীকরণের মাধ্যমগুলোর মধ্যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখযোগ্য। এই সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি হলো সমবয়সী বন্ধু বা সঙ্গী। শৈশবে শিশুরা সমবয়সীদের সঙ্গে খেলাধুলার প্রচণ্ড আকর্ষণ থাকে। এভাবে খেলার বা পড়ার সাথীরা একে অন্যের কাছ থেকে অনেক কিছু শেখে। একে অন্যের সঙ্গে মিশে তারা বিভিন্ন গুণের অধিকারী হয়। উদ্দীপকে দেখা যায়, মিজান ও রাসেলের বন্ধু শিহাব; তারা অষ্টম শ্রেণিতে পড়ে। শিহাব আন্তঃহাউজ ইনডোর দাবা প্রতিযোগিতায় দুবার প্রথম স্থান পায়। তার অনুপ্রেরণায় রাসেল দাবা খেলা শিখে এবং পরে সেও এক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। তাই বলা যায়, রাসেলের মতো শিশু-কিশোরদের ভালো করার পেছনে সমবয়সীদের প্রভাব লক্ষণীয়।

ঘ.

মিজানের ক্ষেত্রে প্রযুক্তি তথা ইন্টারনেটের অপব্যবহার লক্ষ করা যায়। যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা যায়, তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; যেমন ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি। বর্তমান সময়ের তরুণ সমাজের ওপর তথ্যপ্রযুক্তি তথা ইন্টারনেটের ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনেরই প্রভাব রয়েছে। ইন্টারনেট ব্যবহার পারস্পরিক যোগাযোগকে সহজ করে দিয়েছে। আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের সঙ্গে ভাববিনিময়, ব্যবসা-বাণিজ্যের প্রসার বৃদ্ধি করেছে, আবার যেকোনো বিষয়ে জ্ঞানার্জনের জন্য কার্যকর ভূমিকা পালন করে। তবে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে; যেমনটি আমরা উদ্দীপকের মিজানের ক্ষেত্রে লক্ষ করি।

মিজান ইন্টারনেট শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করে না। বরং রাত জেগে ইন্টারনেটে সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। এতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। ফলে তার পড়াশোনার ক্ষতি হয় এবং সে তার বাড়ির কাজও ঠিকমতো করতে পারে না। রাত জাগার ফলে তার ঘুমের ব্যাঘাত ঘটে এবং এতে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটে। দেরি করে ঘুমানোর কারণে সে সকালে সময়মতো ঘুম থেকে উঠতে পারে না। ফলে স্কুলে যেতেও দেরি হয়। ওপরের আলোচনা থেকে বলা যায়, মিজান যদি প্রযুক্তি তথা ইন্টারনেটের সঠিক ব্যবহার করত, তবে তার পড়াশোনার উন্নতি হতো কিন্তু সে প্রযুক্তির অপব্যবহার করেছে বলে নেতিবাচক প্রভাব পড়াশোনার ওপর পড়েছে।

২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর 

ক) যে পদ্ধতিতে অনলাইনে ক্রেতা-বিক্রেতা পণ্য লেনদেন করে তাই ই-কমার্স।

খ) শিশুর সামাজিকীকরণে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। সাধারণত বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়। ফলে তারা পরস্পরকে প্রভাবিত করে। এ ছাড়া পরিবারে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর আনুষ্ঠানিক শিক্ষার সঙ্গেও তারা এখানে এসে পরিচিত হয়। ফলে তাদের সুষ্ঠু সামাজিকীকরণ হয়।

গ)

রকির সামাজিকীকরণে স্থানীয় সমাজের কার্যকর উপাদানগুলো হলো সহপাঠী, প্রতিবেশী ও খেলার সঙ্গী। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সহপাঠী ও খেলার সঙ্গীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এভাবে খেলার সঙ্গী ও সহপাঠীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখে।

কথাবার্তা, আচার-আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণগুলো বিকশিত হয়। আমাদের পাশাপাশি বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে। প্রতিবেশী দল থেকে শিশু সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য, নেতৃত্ব প্রভৃতি গুণ অর্জন করে। প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠানে শিশুরা অংশগ্রহণ করে আনন্দে মেতে উঠে এবং এর মধ্য দিয়ে শিশু সহিষ্ণুতা, সহনশীলতা, সম্প্রীতি প্রভৃতি গুণ অর্জন করে। তবে প্রতিবেশী, সহপাঠী ও খেলার সঙ্গীরা রকির সামাজিকীকরণে কার্যকর ভূমিকা রাখছে।

ঘ)

রকির মতো কিশোরদের সামাজিকীকরণে একমাত্র স্থানীয় সমাজের উপাদান যথেষ্ট নয়। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের পাশাপাশি স্থানীয় সমাজ ও এর বিভিন্ন উপাদান, যেমন—সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, বিজ্ঞান ক্লাব, সমবয়সী সঙ্গী প্রভৃতি কার্যকর ভূমিকা রাখে। সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে তার বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ জেগে ওঠে। তবে বর্তমান সময়ে শিশু-কিশোরদের জ্ঞানার্জনের সীমানা উন্মুক্ত করতে বিভিন্ন মাধ্যম ও তথ্য-যোগাযোগ প্রযুক্তিও ভূমিকা রাখতে পারে।

টেলিভিশন ও বেতারে প্রচারিত বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, সংবাদপত্রের তথ্যনির্ভর সম্পাদকীয়, দেশ-বিদেশের খবর প্রভৃতি একজন কিশোরের জ্ঞানের পরিধিকে বিস্তৃত করে। কেননা কিশোর বয়সের কৌতূহলী মন অনেক অজানা তথ্য জানতে চায়। তাই এ বয়সে তাকে যদি ইতিবাচক উপায়ে বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত করা হয়, তবে তার চিন্তা, বিবেক ও মূল্যবোধের প্রসারণ ঘটে, যা একজন সুনাগরিক হয়ে গড়ে ওঠার জন্য জরুরি। সেই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন মাধ্যম যেমন—ইন্টারনেট, ফোন প্রভৃতি তাকে স্থানীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিকমণ্ডলে উপস্থিত করতে পারে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমন—ফেসবুক, টুইটার, স্কাইপে প্রভৃতি তাকে দেশ-বিদেশের বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত করে তোলে। এসব কিছুই তার সামাজিকীকরণকে আরো কার্যকর করে।

পরিশেষে বলা যায়, রকির মতো কিশোরদের সুষ্ঠু সামাজিকীকরণের ক্ষেত্রে স্থানীয় ভূমিকা রাখতে পারে, তবে তা যথেষ্ট নয়। বরং এর পাশাপাশি গণমাধ্যম ও তথ্য-প্রযুক্তির সমন্বয় ইতিবাচকভাবে ঘটানো হলে একজন কিশোরের কার্যকর সামাজিকীকরণ হওয়া সম্ভব।

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন ১:

সুমন অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা-মা প্রায়ই তার সামনে ঝগড়া-বিবাদে লিপ্ত হন। সুমন বাবা-মায়ের সঙ্গ না পেয়ে প্রতিবেশী দুষ্ট প্রকৃতির বন্ধুদের সাথে মেলামেশা করে। ফলে তার মাঝে অনেক নেতিবাচক আচরণ লক্ষ করা যায়।

ক. টুইটার কী?
খ. “সামাজিকীকরণ একটি চলমান প্রক্রিয়া” – ব্যাখ্যা করো ।
গ. সুমনের সামাজিকীকরণের ক্ষেত্রে তার বন্ধুদের প্রভাব ব্যাখ্যা করো।
ঘ. সুমনের বাবা মায়ের আচরণের পরিবর্তনই পারে তার সুস্থ সামাজিকীকরণের বিকাশ ঘটাতে – তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ২ :

সেলিম পড়ালেখার ফাকে ফাকে টিভিতে বিভির শিক্ষামূলক অনুষ্ঠান দেখে ও দেশ বিদেশের খবর শোনে। অপরদিকে, ওর চাচাতো ভাই মতিন পড়ালেখায় ফাকি দিয়ে মোবাইলে সারাদিন ভিডিও গেইম খেলে । তাই সে পরীক্ষায় সেলিমের মত ভালো ফল করতে পারছে না।

ক. ই-কমার্সের পূর্ণরূপ কী?
খ. সামাজিকীকরণ বলতে কী বোঝায়?
গ. সেলিমের ক্ষেত্রে সামাজিকীকরণের কোন উপাদানটি কাজ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. মতিনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির নেতিবাচক দিকটি প্রতিফলিত হলেও এর অনেক ইতিবাচক দিক রয়েছে’_ বিশ্লেষণ করো ।

সৃজনশীল প্রশ্ন ৩ : 

রিমি একটি তের বছরের মেয়ে। সে তার বাবা মার সাথে বাস করে। তার বাবা মাসহ পরিবারের সকল সদস্যরা ধার্মিক। তাদের ধর্মীয় কাজ দেখে রিমি সব ভালো জিনিসগুলো শিখেছে। সে ধর্মীয় নিয়মগুলো মেনে চলে ও কখনো খারাপ কাজ করে না।

ক. ফেসবুক কি?
খ. সামাজিকীকরণ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে সামাজিকীকরণের কোন দিকটিকে উল্লেখ করা হয়েছে? তার ব্যাখ্যা দাও।
ঘ. সামাজিক বিকাশে উক্তত মাধ্যম ছাড়া আর কোন কোন মাধ্যম কাজ করে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪:

ছয় বছর বয়সি ইফাজের বাবা মা দুজনই চিত্রশিল্পী । ইফাজের জন্য তারা প্রায়ই বিভিন্ন ধরনের খেলনা, কার্টুন ছবি ও স্টিকার কিনেন। ইফাজ টিভিতে নিয়মিত কার্টুন ছবি দেখে। একদিন হঠাৎ ইফাজ নিজেকে ব্যাটম্যান সাজিয়ে মা বাবাকে চমকে দেয়।

ক. ই-মেইল এর পূর্ণরূপ কী?
খ. সমবয়সি সঙ্গী কীভাবে সামাজিকীকরণে ভূমিকা রাখে?
গ. ইফাজের ব্যাটম্যান সাজাটা সামাজিকীকরণের কোন উপাদানের সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “বাবা-মা’র ধ্যান-ধারণাই ইফাজের মধ্যে প্রতিফলিত হয়েছে।”__ বিশ্লেষণ করো।

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভাললেগেছে এবং এখান থেকে সামাজিকীকরণ ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

সামাজিকীকরণ ও উন্নয়ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৮ম শ্রেণি

ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ৮ম শ্রেণি

One Comment on “সামাজিকীকরণ ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর। ৮ম শ্রেণি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *