প্রতিদান কবিতার mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ

প্রতিদান কবিতার mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ

প্রতিদান কবিতার mcq প্রশ্নের উত্তর সংগ্রহ করতে আমাদের সাথেই থাকুন। আজকে এইস এস সি বাংলা ১ম পত্রের প্রতিদান কবিতার mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আগের পোস্টে আমরা এই কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পাবলিশ করেছি। সেগুলো দেখেনিতে পারেন। অনেক শিক্ষার্থীরা প্রতিদান কবিতা থেকে mcq প্রশ্নের উত্তর গুলো পড়তে চায়।

তাই তাদের জন্য নিচের দিকে গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন ও উত্তর শেয়ার করেছি। আপনারা চাইলে এগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন। অনেকে হয়তো এই বহুনির্বাচনি প্রশ্ন গুলো পরীক্ষার জন্য অনুশীলন করতে চান। তারা আজকের পোস্ট থেকে অনুশীলন করতে পারবেন। তো যাদের যাদের mcq প্রশ্নের উত্তর গুলো প্রয়োজন তারা নিচে থেকে দেখেনিন।

প্রতিদান কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ

প্রতিদান কবিতার mcq

এখানে প্রতিদান কবিতার mcq গুলো দেওয়া হয়েছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সাথে শেয়ার করেছি। mcq গুলো অনুশীলন করার জন্য প্রথমে কবিতা ও পাঠ পরিচিতি টি ভালোভাবে পড়ে নিবেন। নিচে থেকে mcq গুলো দেখেনিন।

১. কবিকে কেউ বিষ-ভরা বাণ দিলে কবি তাকে কী প্রতিদান দেন?

ক. উদার স্নেহ
খ. বুকভরা গান
গ. বুকভরা বেদনা
ঘ. বুকভরা গানের সুর

উত্তর : খ

২. কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান?

ক. কবি প্রিয়াকে
খ. যে কবিকে পর করেছে
গ. যে কবিকে ভালোবেসেছে
ঘ. যে কবির মন ভেঙেছে

উত্তর : খ

৩. ‘প্রতিদান’ কবিতা মোট কত চরণের?

ক. ১৬
খ. ১৭
গ. ১৮
ঘ. ১৯

উত্তর : গ

৪. ‘মালঞ্চ’ শব্দের অর্থ কী?

ক. মালি
খ. ফুলের বাগান
গ. গোলাপ ফুলের বাগান
ঘ. রজনীগন্ধা ফুলের বাগান

উত্তর : খ

৫. জসীমউদ্দীন ‘পল্লিকবি’ হিসেবে খ্যাত কেন?

ক. পল্লির রূপবৈচিত্র্য সুনিপুণভাবে তুলে ধরেছেন বলে
খ. পল্লির মানুষের আনন্দ তুলে ধরেছেন বলে
গ. পল্লির মানুষের সমাজচিত্রকে বোঝেন বলে
ঘ. পল্লির মানুষের সঙ্গে বাস করেছেন বলে

উত্তর : ক

৬. ‘প্রতিদান’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

ক. ধানখেত
খ. রঙিলা নায়ের মাঝি
গ. বালুচর
ঘ. সোজন বাদিয়ার ঘাট

উত্তর : গ

৭. কবি অনিষ্টকারীকে প্রতিদানে কী করেছেন?

ক. ঘৃণা
খ. অপমান
গ. উপকার
ঘ. আপন

উত্তর : গ

৮. ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?

ক. সব সময়
খ. সময়
গ. নিয়ত
ঘ. নিরিবিলি

উত্তর : গ

৯. নিচের কোন বানানটি ঠিক?

ক. জসীমউদ্দীন
খ. জসিমউদ্দীন
গ. জসীমউদ্দীন
ঘ. জসিম উদ্দীন

উত্তর : খ

১০. কবি অন্যকে আপন করতে চান, কারণ কী?

ক. কবির আপন কেউ না থাকায়
খ. কবি সবাইকে আপন ভাবেন বলে
গ. কবি অসহায় বলে
ঘ. কবিকে পর করেছে বলে

উত্তর : ঘ

১১. ‘প্রতিদান’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে?

ক. হলুদ ফুল }
খ. সাদা ফুল
গ. লাল ফুল
ঘ. রঙিন ফুল

উত্তর : ঘ

প্রতিদান কবিতার mcq প্রশ্ন ও উত্তর

১২. ‘প্রতিদান’ কবিতায় কবি দীর্ঘ রাতকে কী বলেছেন?

ক. বড় রাত
খ. দীঘল রাত
গ. দীঘল প্রহর
ঘ. শূন্য প্রহর

উত্তর : খ

১৩. কবি দীঘল রজনী জাগেন, কারণ কী?

ক. ঘুম হরণের জন্য
খ. কবিতা লেখার জন্য
গ. শত্রুর ভয়ে
ঘ. জোনাকি পোকা দেখার জন্য

উত্তর : ক

১৪. কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান?

ক. কবি সৌন্দর্যের পূজারি বলে
খ. কবির বাড়িতে ফুলের বাগান রয়েছে বলে
গ. কবিকে কাঁটা দিয়েছে বলে
ঘ. ফুল পবিত্রতার প্রতীক বলে

উত্তর : গ

১৫. কবি ‘বিষে-ভরা বাণ’ বলতে কী বুঝিয়েছেন?

ক. বিষের পেয়ালা
খ. হিংসাত্মক কথা
গ. বিষের ছুরি
ঘ. বিষের বোতল

উত্তর : খ

১৬. কবিকে কেউ বিষ-ভরা বাণ দিলে কবি তাকে কী প্রতিদান দেন?

ক. উদার স্নেহ
খ. বুকভরা গান
গ. বুকভরা বেদনা
ঘ. বুকভরা গানের সুর

উত্তর : খ

১৭. কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান?

ক. কবি প্রিয়াকে
খ. যে কবিকে পর করেছে
গ. যে কবিকে ভালোবেসেছে
ঘ. যে কবির মন ভেঙেছে

উত্তর : খ

১৮. জসীমউদ্দীন কী হিসেবে সমধিক পরিচিত?

ক. বিদ্রোহী
খ. প্রকৃতির কবি
গ. পল্লিকবি
ঘ. মানবতার কবি

উত্তর : গ

১৯. কবি জসীমউদ্দীনের কবিতার প্রধান উপজীব্য বিষয় কী?

ক. মানবপ্রেম
খ. প্রকৃতিপ্রেম
গ. পল্লিজীবন
ঘ. গ্রামীণ জীবন

উত্তর : গ

২০. কোন বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীনকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদান করে?

ক. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
খ. দিল্লি বিশ্ববিদ্যালয়
গ. কলিকাতা বিশ্ববিদ্যালয়
ঘ. করাচি বিশ্ববিদ্যালয়

উত্তর : ক

২১. কেউ কাঁটার আঘাত করলে কবি তার কী প্রতিদান দেন?

ক. গালমন্দ করেন
খ. প্রতিশোধ নেন
গ. ফুল দান করেন
ঘ. পাল্টা কাঁটার আঘাত দেন

উত্তর : গ

২২. জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৭৪
খ. ১৯৭৫
গ. ১৯৭৬
ঘ. ১৯৭৭

উত্তর : গ

২৩. কবি জসীমউদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’ কোন ধরনের রচনা?

ক. উপন্যাস
খ. কাব্য
গ. নাটক
ঘ. ছোটগল্প

উত্তর : খ

প্রতিদান কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪. কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?

ক. বালুচর
খ. সোজন বাদিয়ার ঘাট
গ. রাখালী
ঘ. নক্সী কাঁথার মাঠ

উত্তর : ঘ

২৫. ‘প্রতিদান’ কবিতায় কবি কার জন্য পথে পথে ফেরেন?

ক. যে কবির ঘর ভেঙেছে
খ. যে কবিকে পর করেছে
গ. যে কবিকে পথের বিবাগী করেছে
ঘ. যে কবিকে আঘাত করেছে

উত্তর : গ

২৬. যে কবির ঘর ভাঙে, কবি তার ঘর কী করেন?

ক. পুড়িয়ে দেন
খ. ভেঙে দেন
গ. বেঁধে দেন
ঘ. নিশ্চিহ্ন করেন

উত্তর : গ

২৭. কবি কেমন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছেন?

ক. গোলাপ ফুলের
খ. রজনীগন্ধার
গ. সাদা ফুলের
ঘ. রঙিন ফুলের

উত্তর : ঘ

২৮. ‘প্রতিদান’ কবিতায় কবি কাঁটা পেয়ে কী দান করেছেন?

ক. ফুল
খ. ঘৃণা
গ. বাণ
ঘ. ঘর

উত্তর : ক

২৯. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’—এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?

ক. পরোপকার
খ. আত্মগ্লানি
গ. সর্বংসহা মনোভাব
ঘ. কৃতজ্ঞতাবোধ

উত্তর : ক

৩০. জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক. মুরারিপুর
খ. তাম্বুলখানা
গ. আড়ুডাঙ্গা
ঘ. মোড়াইল

উত্তর : খ

৩১. কবি জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০১
খ. ১৯০২
গ. ১৯০৩
ঘ. ১৯০৪

উত্তর : গ

৩২. কবি জসীমউদ্দীনের বাবার নাম কী?

ক. ফকির আহমেদ
খ. আনসারউদ্দীন মোল্লা
গ. আবদুল বারী
ঘ. হাতেম আলী

উত্তর : খ

প্রতিদান কবিতার mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ

অনেকে প্রতিদান কবিতার mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করতে চান। তারা নিচে থেকে এগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন। নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে সরাসরি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।

 পিডএফ  সংগ্রহ

প্রতিদান কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নিচে আপনাদের জন্য আরও কিছু প্রতিদান কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এগুলো আপনারা পিডিএফ সংগ্রহ করতে পারবেন। যারা যরা এই কবিতা থেকে সকল ধরনের সৃজনশীল প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে চান তারা নিচে দেওয়া প্রশ্ন গুলো দেখেনিবেন।

 পিডএফ  সংগ্রহ

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে ভালোলেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে প্রতিদান কবিতার mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।