অভাগীর স্বর্গ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সংগ্রহ করতে এই পোস্ট টি পড়ুন। এই পোস্টে অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়া আছে। ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী সাতদিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তাঁর চার ছেলে, তিন মেয়ে, ছেলেমেয়েদের ছেলে-পুলে হইয়াছে, জামাইরা—প্রতিবেশীর দল, চাকর-বাকর—সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল।
সমস্ত গ্রামের লোক ধূমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আল্তা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল, বধূরা ললাট চন্দনে চর্চ্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ীর দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাঁহার শেষ পদধূলি মুছাইয়া লইল।
অভাগীর স্বর্গ জ্ঞানমূলক প্রশ্ন
এখানে অভাগীর স্বর্গ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো দেওয়া আছে। এই প্রশ্ন গুলো নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র থেকে দেওয়া হয়েছে। তাই বইয়ের গল্প টি পড়ে নিবেন। নিচে গল্পের ঠিকানা টি দেওয়া আছে। সেই ঠিকানা থেকে গল্পটি সংগ্রহ করবেন। যারা জ্ঞানমূলক প্রশ্ন গুলো অনুশীলন করতে চান তারা নিচে থেকে দেখেনিন।
১. কাঙালীর আনা বড়িগুলো অভাগী কোথায় ফেলে দিল?
উত্তর : কাঙালীর আনা বড়িগুলো অভাগী চুলায় ফেলে দিল।
২. সন্ধ্যাহ্নিক শব্দটির অর্থ কী?
উত্তর : ‘সন্ধ্যাহ্নিক’ শব্দটির অর্থ হলাে সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ের নিত্যকরণীয় পূজা।
৩. কাঙালীকে কাছারি থেকে গলাধাক্কা দিল কে?
উত্তর : কাঙালীকে কাছারি থেকে গলাধাক্কা দিল পাঁড়ে।
৪. ‘অভাগীর স্বর্গ’ গল্পে বর্ণিত বেলগাছটি কার হাতের পোঁতা?
উত্তর : ‘অভাগীর স্বর্গ’ গল্পে বর্ণিত বেলগাছটি অভাগীর হাতের পোঁতা।
৫. অভাগী কার পায়ের ধুলো নিতে চায়?
উত্তর : অভাগী রসিক দুলের পায়ের ধুলো নিতে চায়।
৬. রসিক কী গাছ কাটতে যায়?
উত্তর : রসিক বেলগাছ কাটতে যায়।
৭. ‘অভাগীর স্বর্গ’ গল্পে গ্রামের স্থানীয় কাছারির কর্তা কে?
উত্তর : ‘অভাগীর স্বর্গ’ গল্পে গ্রামের স্থানীয় কাছারির কর্তা গোমস্তা অধর রায়।
৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ।
৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে বার্মা যান?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯০৩ সালে বার্মা (মিয়ানমার) যান ।
১০. ‘অন্তরীক্ষ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘অন্তরীক্ষ’ শব্দের অর্থ আকাশ।
১১. অভাগী কোন সম্প্রদায়ের নারী?
উত্তর : অভাগী দুলে সম্প্রদায়ের নারী।
১২. গ্রামে কে নাড়ি দেখতে জানত?
উত্তর : গ্রামে ঈশ্বর নাপিত নাড়ি দেখতে জানত।
১৩. অভাগী কাঙালীকে কার কাছ থেকে আলতা চেয়ে আনতে বলল?
উত্তর : অভাগী কাঙালীকে নাপতে বৌদির কাছ থেকে আলতা চেয়ে আনতে বলল।
১৪. বৈকুণ্ঠের উইল’ শরৎচন্দ্রের কী জাতীয় গ্ৰশ্ব?
উত্তর : বৈকুণ্ঠের উইল’ শরৎচন্দ্রের উপন্যাস জাতীয় গ্রন্থ।
১৫. অধর রায় গাছের দাম কত চায়?
উত্তর : অধর রায় গাছের দাম পাঁচ টাকা চায়।
১৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যয় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন।
অভাগীর স্বর্গ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : শরৎচন্দ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালে জন্মগ্রহণ করেন।
১৮. কার জীবনের ইতিহাস ঘােট?
উত্তর : কাঙালীর মায়ের জীবনের ইতিহাস ছােট।
১৯. কাকে জন্ম দিয়ে তার মা মরেছিল?
উত্তর : অভাগীকে জন্ম দিয়ে তার মা মরেছিল।
২০. রসিক বাঘ কাকে নিয়ে অন্য গ্রামে উঠে গেল?
উত্তর : রসিক বাঘ অন্য বাঘিনীকে নিয়ে অন্য গ্রামে উঠে গেল।
২১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট. উপাধি লাভ করেন কত সালে?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট. উপাধি লাভ করেন ১৯৩৬ সালে।
২২. ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী কয়দিনের জ্বরে মারা গেলেন?
উত্তর : ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন।
২৩. কাঙালীর বয়স কত?
উত্তর : কাঙালীর বয়স পনেরো বছর।
২৪. সৎকারের কোন অংশ কাঙালীর মা দেখতে পেল না?
উত্তর : সৎকারের শেষ অংশ কাঙালীর মা দেখতে পেল না।
২৫. কাঙালীর মায়ের নাম কী?
উত্তর : কাঙালীর মায়ের নাম অভাগী।
২৬. অভাগীর স্বামীর নাম কী?
উত্তর : অভাগীর স্বামীর নাম রসিক দুলে।
১০. কাঙালী কিসের কাজ শিখতে আরম্ভ করেছে?
উত্তর : কাঙালী বেতের কাজ শিখতে আরম্ভ করেছে।
২৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন।
২৮. কার হাতে আগুন পাওয়া সােজা কথা নয়?
উত্তর : ছেলের হাতে আগুন পাওয়া সােজা কথা নয়।
২৯. কাকে বিশ্বাস করা কাঙালীর অভ্যাস?
উত্তর :মাকে বিশ্বাস করা কাঙালীর অভ্যাস।
৩০.কার মতাে সতী-লক্ষ্মী দুলে পাড়ায় নেই?
উত্তর : কাঙালীর মায়ের মতাে সতী-লক্ষ্মী দুলে পাড়ায় নেই।
৩১. বামুন মা কিসে চড়ে স্বর্গে যাচ্ছে?
উত্তর : বামুন মা রথে চড়ে স্বর্গে যাচ্ছে।
৩২.কাঙালীর মায়ের নাম কী?
উত্তর : কাঙালীর মায়ের নাম অভাগী।
৩৩. ‘অভাগীর স্বর্গ’ গল্পে বর্ণিত শ্মশান কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : ‘অভাগীর স্বর্গ’ গল্পে বর্ণিত শ্মশান গরুড় নদীর তীরে অবস্থিত।
৩৪.অভাগীর স্বামীর নাম কী?
উত্তর : অভাগীর স্বামীর নাম রসিক বাঘ।
৩৫. ঠাকুরদাস মুখুয্যের কয় ছেলে?
উত্তর : ঠাকুরদাস মুখুয্যের চার ছেলে।
অভাগীর স্বর্গ প্রবন্ধের সাধারণ প্রশ্ন উত্তর
৩৬. কাঙালীর বাবার নাম কী?
উত্তর : কাঙালীর বাবার নাম রসিক বাঘ।
৩৭. কলকাতা বিশ্ববিদ্যালয় শরশ্চন্দ্র চট্টোপাধ্যায়কে কোন পদক প্রদান করে?
উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘জগত্তারিণী’ পদক প্রদান করে।
৩৮. ‘অভাগীর স্বর্গ’ গল্পে জমিদারের গােমস্তার নাম কী?
উত্তর : ‘অভাগীর স্বর্গ’ গল্পে জমিদারের গােমস্তার নাম অধর রায়।
৩৯. গ্রামের শাশানটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : গ্রামের শাশানটি গরুড় নদীর তীরে অবস্থিত।
৪০. গ্রামের শ্মশানটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : গ্রামের শ্মশানটি গরুড় নদীর তীরে অবস্থিত।
৪১. কাঙালীর বাবা কোন গাছ কাটতে উদ্যত হয়েছিল?
উত্তর : কাঙালীর বাবা বেলগাছ কাটতে উদ্যত হয়েছিল।
৪২. কাঙালী কোন জাতের অন্তর্ভুক্ত?
উত্তর : কাঙালী দুলে জাতের অন্তর্ভুক্ত।
৪৩. অভাগী কাকে রূপকথা বলতে চায়?
উত্তর : অভাগী তার ছেলেকে রূপকথা বলতে চায়।
৪৪. কার হাতের আগুন পেলে অভাগী স্বর্গে যেতে পারবে বলে মনে করে?
উত্তর : কাঙালীর হাতের আগুন পেলে অভাগী স্বর্গে যেতে পারবে বলে মনে করে।
৪৫. কাঙালী ভিন গ্রামের কবিরাজকে কয় টাকা প্রণামী দিল?
উত্তর : কাঙালী ভিন গ্রামের কবিরাজকে এক টাকা প্রণামী দিল।
৪৬. কাঙালী কী বাঁধা দিয়ে কবিরাজকে প্রণামী দিল?
উত্তর : কাঙালী ঘটি বাঁধা দিয়ে কবিরাজকে প্রণামী দিল।
৪৭. গ্রামে কে নাড়ি দেখতে জানত?
উত্তর : গ্রামে ঈশ্বর নাপিত নাড়ি দেখতে জানত।
৪৮. ‘অশন’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘অশন’ শব্দটির অর্থ হলো খাদ্যদ্রব্য।
৪৯. ‘কাঙালী’ কবিরাজকে কত টাকা প্রণামি দিয়েছিল?
উত্তর : কাঙালী কবিরাজকে এক টাকা প্রণামি দিয়েছিল।
৫০. কাঙালীর মা কোন জাতের মেয়ে ছিল?
উত্তর : কাঙালীর মা দুলে জাতের মেয়ে ছিল।
৫১. কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন কয় পয়সা দেওয়া হতাে?
উত্তর : কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন দুই পয়সা দেওয়া হতাে।
৫২. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কয়দিনের অসুখে মারা গেলেন?
উত্তর : ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী সাত দিনের অসুখে মারা গেলেন।
৫৩.সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়”- কথাটি কে বলেছিল?
উত্তর : এ কথাটি বলেছিল মুখােপাধ্যায় মহাশয়ের বড় ছেলে।
অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
কাঙালীর মা কোথায় উঠে অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে লাগল?
উত্তরঃ কাঙালীর মা উঁচু ঢিপিতে উঠে অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে লাগল।
মুখোপাধ্যায় মহাশয়ের কীসের কারবার ছিল?
উত্তরঃ মুখোপাধ্যায় মহাশয়ের ধানের কারবার ছিল।
কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন কয় পয়সা দেওয়া হতো?
উত্তরঃ কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন দুই পয়সা দেওয়া হতো।
প্রজ্বলিত চিতার নীল রঙের ধোঁয়ার মধ্যে কাঙালীর মা কীসের চেহারা দেখতে পেয়েছিল?
উত্তরঃ প্রজ্বলিত চিতার নীল রঙের ধোঁয়ার মধ্যে কাঙালীর মা রথের চেহারা দেখতে পেয়েছিল।
কাঙালীর মা কোন বংশের মেয়ে ছিল?
উত্তরঃ কাঙালীর মা দুলে বংশের মেয়ে ছিল।
কাঙালী কবিরাজকে কয় টাকা প্রণামী দিয়েছিল?
উত্তরঃ কাঙালী কবিরাজকে এক টাকা প্রণামী দিয়েছিল।
গ্রামে কে নাড়ি দেখতে জানত?
উত্তরঃ গ্রামে ঈশ্বর নাপিত নাড়ি দেখতে জানত।
জমিদারের দারোয়ান কাকে চড় মেরেছিল?
উত্তরঃ জমিদারের দারোয়ান রসিককে চড় মেরেছিল।
কাঙালী ঘটি বাঁধা দিয়ে কী করেছিল?
উত্তরঃ কাঙালী ঘটি বাঁধা দিয়ে কবিরাজকে এক টাকা প্রণামী দিলো।
কবিরাজ কাঙালীকে কয়টি বড়ি দিয়েছিল?
উত্তরঃ কবিরাজ কাঙালীকে গোটা চারেক বড়ি দিয়েছিল।
কাঙালীদের ঘরের আঙিনায় কী গাছ ছিল?
উত্তরঃ কাঙালীদের ঘরের আঙিনায় বেলগাছ ছিল।
ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কয়দিনের অসুখে মারা গেলেন?
উত্তরঃ ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী সাতদিনের অসুখে মারা গেলেন।
অভাগীর স্বর্গ গল্পের mcq
১. ‘অভাগীর স্বর্গ’ গল্পের তাৎপর্য হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক) জীবনচিত্র উপস্থাপন
খ) চরিত্র বর্ণনা
গ) ঘটনা বর্ণনা
ঘ) সমাজচিত্র উপস্থাপন
উত্তর: (ঘ)
২. অন্তরীক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) চাঁদ
খ) বিটপ
গ) গগন
ঘ) বীচি
উত্তর: (গ)
৩. ‘শরৎ সাহিত্যসমগ্র’ গ্রন্থের কোন খন্ড থেকে ‘অভাগীর স্বর্গ’ নামক গল্পটি সংকলন করা হয়েছে?
ক) প্রথম খন্ড
খ) দ্বিতীয় খন্ড
গ) তৃতীয় খন্ড
ঘ) চতুর্থ খন্ড
উত্তর: (ক)
৪. কাঙালীর মায়ের শ্মশানের কাছে যাওয়ার সাহস না পাওয়ার কারণ হলো সে –
i. চন্ডাল
ii. ছোট জাত
iii. দুলের মেয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (খ)
৫. ‘অভাগীর স্বর্গ’ গল্পের উঁচু জাতের মানুষদের বৈশিষ্ট্য হলো –
i. অহংকারী
ii. নিষ্ঠুর
iii. উদার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ)
৬. ঈশ্বর নাপিত কাঙালীর মায়ের হাত দেখে কী করল?
ক) মুখ গম্ভীর করল
খ) হেসে ফেলল
গ) খুশির খবর দিল
ঘ) টাকা চাইল
উত্তর: (ক)
৭. বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় কিসের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন হয়েছিলেন?
ক) গমের
খ) ধানের
গ) পাটের
ঘ) কাঠের
উত্তর: (খ)
৮. রোমাঞ্চ শব্দের অর্থ প্রকাশিত হয়েছে নিচের কোনটিতে?
ক) শিহরণ
খ) ব্যথা
গ) কল্পনা
ঘ) অলীক ভাবনা
উত্তর: (ক)
৯. শরৎচন্দ্র কত সালে ডি.লিট উপাধি লাভ করেন?
ক) ১৯৩৩
খ) ১৯৩৬
গ) ১৯৩৯
ঘ) ১৯৪২
উত্তর: (খ)
১০. ‘মুমূর্ষু মাতা সখিনা কিশোর ছেলের ভবিষ্যৎ ভেবে চোখের জল ফেলেন আর ছেলেকে নানা রকম উপদেশ দেন’ – এ দৃশ্যপটে ‘অভাগীর স্বর্গ’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা হলো –
i. অভাগীর সন্তান বাৎসল্য
ii. অপটু হাতে রান্না দেখে অভাগীর চোখ ছলছল করা
iii. ছেলের ভবিষ্যৎ নিয়ে কাঙালীর মায়ের চিন্তিত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ)
অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর
এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাক্রোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম। কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশীয় সব ধরে রাখলেন? কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাব কোথায়? আমাকে পণদশেক বিচুলি না হয় দাও। চালে খড় নেই। বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাখার গৌঁজাগাজা দিয়ে এ বর্ষা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে।
ক. কাঙালীর বাবার নাম কী?
খ. “তোর হাতের আগুন যদি পাই, আমিও সগ্যে যাব – উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে “অভাগীর স্বর্গ” গল্পের যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. কাঙালীর সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙালী সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না _ মন্তব্যটি, যথার্থতা নিরূপণ কর।
উত্তর দেখুন
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে অভাগীর স্বর্গ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এস এস সি শিক্ষা সংক্রান্ত আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
অভাগীর স্বর্গ গল্পের mcq, বহুনির্বাচনি প্রশ্ন উত্তর – Pdf
অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ১ম পত্র এস এস সি
নিয়তি গল্পের mcq প্রশ্ন উত্তর পিডিএফ- এস এস সি বাংলা ১ম পত্র
নিয়তি হুমায়ূন আহমেদ-সম্পূর্ণ গল্প বাংলা ১ম পত্র এস এস সি
দেনা পাওনা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর বাংলা ১ম পত্র