নিয়তি গল্পের mcq প্রশ্ন উত্তর পিডিএফ- এস এস সি বাংলা ১ম পত্র

নিয়তি গল্পের mcq

নিয়তি গল্পের mcq প্রশ্নের উত্তর সংগ্রহ করতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন। আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে। জগদলের দিন আনন্দময় হবার অনেকগুলো কারণের প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি। সেখানে কোনো স্কুল নেই। কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই। মুক্তির মহানন্দ।আমরা থাকি এক মহারাজার বসতবাড়িতে, যে-বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছেন।

বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে। মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা। দোতলাটা তালাবদ্ধ।শুধু দুতলা নয়, কয়েকটা ঘর ছাড়া বাকি সবটা তালাবদ্ধ, কারণ মহারাজা জিনিসপত্র কিছুই নিয়ে যান নি।ঐসব ঘরে তার জিনিসপত্র রাখা। ঐ মহারাজার নাম আমার জানা নেই। মাকে জিজ্ঞেস করেছিলাম, তিনিও বলতে পারলেন না। তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো।

নিয়তি গল্পের MCQ

এখানে নিয়তি গল্পের mcq  গুলো দেওয়া আছে। এগুলো অনুশীলনের মাধ্যমে বিভিন্ন বোর্ডের প্রশ্ন সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। আপনাদের জন্য বিগত বছরের বোর্ড প্রশ্নের mcq গুলো এখানে দেওয়া আছে। নিচে থেকে mcq প্রশ্নের সঠিক উত্তর গুলো দেখেনিন।

১. লেখক ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন কেন?
ক. জঙ্গলে ঘোরাঘুরি করে
খ. বাঘের পেছনে দৌড়ে
গ. না খেয়ে ঘোরার কারণে
ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ক

২. নিচের কোনটি জগদলে কুখ্যাত ছিল?
ক. ম্যালেরিয়া
খ. ফাইলেরিয়া
গ. ডেঙ্গু
ঘ. ডায়রিয়া

উত্তরঃ ক

৩. হঠাৎ একদিন লেখকের কী হয়েছিল?
ক. অজ্ঞান হয়ে গিয়েছিল
খ. পেট ব্যথা হয়েছিল
গ. পায়ে ব্যথা হয়েছিল
ঘ. জ্বর হয়েছিল

উত্তরঃ ঘ

৪. জ্বর দেখে কার মুখ শুকিয়ে গেল?
ক. বাবার
খ. মায়ের
গ. বাবা-মায়ের
ঘ. ছোট ভাইবোনের

উত্তরঃ গ

৫. লেখকেরা কবে কুইনাইন খেয়েছেন?
ক. শনিবারে
খ. রবিবারে
গ. সোমবারে
ঘ. মঙ্গলবারে

উত্তরঃ খ

৬. ম্যালেরিয়া একবার কাউকে ধরলে কী করত?
ক. সতেজ করত
খ. আনন্দিত করত
গ. পঙ্গু করে দিত
ঘ . জীবনীশক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত

উত্তরঃ ঘ

৭. কিসের প্রতিষেধক হিসেবে লেখকেরা কুইনাইন খেয়েছেন?
ক. ম্যালেরিয়া
খ. কলেরা
গ. ফাইলেরিয়া
ঘ. জ্বর

উত্তরঃ ক

৮. রবিবার লেখকেরা কত গ্রেন করে কুইনাইন খেতেন?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়

উত্তরঃ গ

৯. জগদলে বন থেকে কী আসত?
ক. বিচিত্র পাখি
খ. বিচিত্র পশু
গ. বিচিত্র শব্দ
ঘ. বিচিত্র সাপ

উত্তরঃ গ

১০. যখন জ্বর আসে তখন কী হয়?
ক. গান করতে ইচ্ছা করে
খ. গরম লাগে
গ. গোসল করতে ইচ্ছা করে
ঘ. প্রচণ্ড শীত করে

উত্তরঃ ঘ

১১. লেখকসহ তাঁর ভাই-বোনদের জ্বর আসে কীভাবে?
ক. নিয়মিত
খ. সন্ধ্যায়
গ. মোটামুটি
ঘ. সকালে

উত্তরঃ ক

১২. লেখকের দৃষ্টিতে জ্বর যখন বাড়তে থাকে তখন কী হয়?
ক. সামনের প্রতিটি জিনিস আকৃতিতে ছোট হতে থাকে
খ. সামনের প্রতিটি জিনিস আকৃতিতে বড় হতে থাকে
গ. সামনের জিনিসগুলো ঝাপসা লাগে
ঘ. শুয়ে থাকতে ইচ্ছা করে

উত্তরঃ ক

১৩. জ্বরের সময় লেখকের কাছে নিজেকে কিসের মতো মনে হয়?
ক. বাঘ
খ. সিংহ
গ. রাক্ষস
ঘ. দৈত্য

উত্তরঃ ঘ

১৪. ‘লেখকের কাছে জ্বরের অনুভূতি আশ্চর্য মনে হয়’ বলতে কী বোঝ?
ক. সাধারণের থেকে লেখকের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য
খ. জ্বর এর আগে কখনো হয়নি
গ. জ্বরকে ভালোবাসে বলে
ঘ. শুয়ে থাকতে হয় বলে

উত্তরঃ ক

১৫. প্রতিদিন ভোরে তিন ভাইবোন রাজবাড়ির মন্দিরের কোথায় বসে থাকে?
ক. বারান্দায়
খ. বাইরে
গ. চাতালে
ঘ. গাছে

উত্তরঃ গ

১৬. তিন ভাই-বোন কোথায় বসে গায়ে রোদ মাখে? [অনু ১]
ক. উঠোনের ঘাসে
খ. ঘরের বারান্দায়
গ. মন্দিরের চাতালে
ঘ. বৈঠকখানায়

উত্তরঃ

১৭. লেখকের কোন অসুখটা বেশ পছন্দ হলো?
ক. জ্বর
খ. ম্যালেরিয়া
গ. জন্ডিস
ঘ. কলেরা

উত্তরঃ খ

১৮. জ্বর কখন আসবে এটা জানা থাকার ফলে লেখকেরা কী করত?
ক. লেপ-কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ত
খ. ওষুধ আগেই খেয়ে নিত
গ. মাথায় পানি দিত
ঘ. জেগে থাকত

উত্তরঃ ক

১৯. এই সময় লেখকদের সঙ্গ দেয় কে?
ক. ময়না পাখি
খ. বিড়াল
গ. বেঙ্গল টাইগার
ঘ. সাপ

উত্তরঃ গ

২০. বেঙ্গল টাইগার নামের কুকুরটি কাদের?
ক. পাশের বাড়ির
খ. মাস্টারের
গ. লেখকের
ঘ. মহারাজার

উত্তরঃ ঘ

নিয়তি গল্পের বহুইর্বাচনি প্রশ্ন

২১. চারদিকে ঘন অন্ধকারের মধ্যে কী ডাকছে?
ক. তক্ষক
খ. পেঁচা
গ. কাক
ঘ. ব্যাঙ

উত্তরঃ ক

২২. বাড়ির চারপাশে কিসের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে?
ক. বাঁশ বনে
কখ. আম বনে
গ. কাঁঠাল বনে
ঘ. লিচু বনে

উত্তরঃ খ

২৩. অদ্ভুত শব্দের অর্থ কী?
ক. চমৎকার
খ. কুশ্রী
গ. ভয়ংকর
ঘ. বীভৎস

উত্তরঃ ক

২৪. হুমায়ূন আহমেদ কতগুলো গ্রন্থ রচনা করেন?
ক. পঞ্চাশ
খ. একশ
গ. দেড়শ
ঘ. দুইশ

উত্তরঃ ঘ

২৫. লেখকের বাবা কুকুরটিকে মেরেছিলেন কেন?
ক. গলিত মাংসের দুর্গন্ধ আসছে বলে
খ. কুকুরটি সব খাবার খেয়ে ফেলত বলে
গ . কুকুরের কষ্ট সহ্য করতে না পেরে
ঘ. মানুষকে কামড়াত বলে

উত্তরঃ গ

২৬. ছেলের জীবন রক্ষা করেছে। তারপরেও কুকুরটিকে লেখকের বাবা মেরে কী বললেন?
ক. একে বলি নিয়তি
খ. পাপের শাস্তি
গ. উপকারের পুরস্কার
ঘ. দুর্ঘটনা

উত্তরঃ ক

২৭. হুমায়ূন আহমেদের রচিত উল্লেখযোগ্য উপন্যাস কোনটি?
ক. শ্যামল ছায়া
খ. চন্দ্রকথা
গ. শঙ্খনীল কারাগার
ঘ. কৃষ্ণপক্ষ

উত্তরঃ গ

২৮. কত সালে হুমায়ূন আহমেদ উচ্চ মাধ্যমিক পাস করেন?
ক. ১৯৬৬
খ. ১৯৬৭
গ. ১৯৬৮
ঘ. ১৯৬৯

উত্তরঃ খ

২৯. হুমায়ূন আহমেদের কোন গ্রন্থ থেকে ‘নিয়তি’ নামক গল্পটি সংকলিত হয়েছে?
ক. আমার শৈশব
খ . আমার ছেলেবেলা
গ. জগদলের সেই দিনগুলি
ঘ. সেই কুকুরটি

উত্তরঃ খ

৩০. হুমায়ূন আহমেদ কত সালে মাধ্যমিক পাস করেন?
ক. ১৯৬৫
খ. ১৯৬৬
গ. ১৯৬৭
ঘ. ১৯৬৮

উত্তরঃ ক

৩১. হুমায়ূন আহমদ কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ. খুলনা বিশ্ববিদ্যালয়
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়

উত্তরঃ গ

৩২. কিসের জন্য হুমায়ূন আহমদ স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন?
ক. সাহিত্যচর্চা
খ. শারীরিক অসুস্থতা
গ. পাবিরারিক কারণে
ঘ. সামাজিক কারণে

উত্তরঃ ক

৩৩. আবেশ বলতে কী বোঝ?
ক. ভাবাবেগ
খ. ভালোবাসা
গ. এক ধরনের প্রতিক্রিয়া
ঘ. ছদ্মবেশ

উত্তরঃ ক

৩৪. তক্ষক শব্দের অর্থ কী?
ক. এক ধরনের বিষধর সাপ
খ. কুকুর
গ. টিকটিকি
ঘ. পাখি

উত্তরঃ ক

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নিয়তি গল্পের mcq প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এস এস সি শিক্ষা সংক্রান্ত আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আরও দেখুনঃ

নিয়তি হুমায়ূন আহমেদ-সম্পূর্ণ গল্প বাংলা ১ম পত্র এস এস সি

দেনা পাওনা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর বাংলা ১ম পত্র

দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১ম গদ্য পত্র এস এস সি