৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ

অষ্টম শ্রেণির ৭ম অধ্যায় হচ্ছে বাংলাদেশ রসাতরও ও সরকার ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি নিয়ম কানুন , কিভাবে দেশ পরিচালনা করা হয়। সরকারের বিভিন্ন অংশ ইত্যাদি এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় টি গুরুত্বপূর্ণ হওয়ায় অনেক পরীক্ষায় এখান থেকে MCQ বা বহুনির্বাচনি প্রশ্ন তৈরি করা হয়। তাই এখানে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ  প্রশ্ন উত্তর গুলো শেয়ার করা হয়েছে।

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ

১. বর্তমানে দেশে মোট পৌরসভার কয়টি?

ক. ৩২৭টি
খ. ৩৩৫টি
গ. ৪১৫টি
ঘ. ৪১৬টি

উত্তরঃ ক

২. রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কতটি?

ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

উত্তরঃ ঘ

৩. নিচের কোনটি রাষ্ট্রের উপাদান?

ক. রাষ্ট্রপতির কার্যালয়
খ. সরকার
গ. সচিব
ঘ. সচিবালয়

উত্তরঃ ক

৪. রাষ্ট্র পরিচালিত হয় কীভাবে?

ক. মন্ত্রীদের ইচ্ছায়
খ. সাংসদের ইচ্ছায়
গ. প্রধানমন্ত্রীর নির্দেশে
ঘ. সাংবিধানিক নীতিমালার ভিত্তিতে

উত্তরঃ ঘ

৫. বাংলাদেশের সংবিধান গণপরিষদে কবে চূড়ান্ত অনুমোদন পায়?

ক. ১৯৭২ সালের ৪ জুন
খ. ১৯৭২ সালের ২৬ মার্চ
গ. ১৯৭২ সালের ৪ নভেম্বর
ঘ. ১৯৭৩ সালের ১৪ এপ্রিল

উত্তরঃ গ

৬. নিচের কোনটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি?

ক. জনগণ
খ. সার্বভৌমত্ব
গ. সরকার
ঘ. নির্দিষ্ট ভূখণ্ড

উত্তরঃ গ

৭. রাষ্ট্র পরিচালনার সব কাজ কার মাধ্যমে সম্পাদিত হয়?

ক. সরকার
খ. রাষ্ট্রপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ. মন্ত্রী

উত্তরঃ ক

৮. যুগে যুগে রাষ্ট্রের কোনটির পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে?

ক. সরকারের ধরন ও ধারণার
খ. ক্ষমতার
গ. সরকারের ধরন
ঘ. সরকারের ধারণার

উত্তরঃ ক

৯. একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?

ক. একদলের শাসন
খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. রাষ্ট্রপতির শাসন
ঘ. একাধিক ব্যক্তির শাসন

উত্তরঃ ক

১০. গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?

ক. সরকার
খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি
ঘ. জনগণ

উত্তরঃ ঘ

১১. ডেপুটি স্পিকারের কাজ —

i. স্পিকারের কাজে সহায়তা করা
ii. স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনা করা
iii. স্পিকারকে বিভিন্ন কাজে হুকুম দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. ii
খ.iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

উত্তরঃ গ 

১২. পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে —

i. রাঙামাটি
ii. বান্দরবান
iii. খাগড়াছড়ি

নিচের কোনটি সঠিক?

ক. ii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ ঘ 

১৩. সুপ্রিম কোর্টের প্রধানকে কী বলা হয়?

ক. বিচারক
খ. প্রধান বিচারপতি
গ. বিচারপতি
ঘ. আইনপ্রণেতা

উত্তরঃ খ 

১৪. প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?

ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. মন্ত্রী
ঘ. আইনমন্ত্রী

উত্তরঃ খ  

১৫. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?

ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

উত্তরঃ ক 

১৬. যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার করে, তাকে কী বলে?

ক. শাসন বিভাগ
খ. জাতীয় সংসদ
গ. আইন বিভাগ
ঘ. বিচার বিভাগ

উত্তরঃ ঘ 

১৭. বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?

ক. বিচারকদের
খ. সাংসদদের
গ. আইনজীবীদের
ঘ. মন্ত্রীদের

উত্তরঃ ক 

১৮. বর্তমানে দেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে?

ক. ৪৫৫৪টি
খ. ৪৬৫০টি
গ. ৪৪৫০টি
ঘ. ৪৭৫০টি

উত্তরঃ ক 

১৯. বর্তমানে দেশে মোট উপজেলা পরিষদের সংখ্যা কয়টি?

ক. ৪৯২টি
খ. ৪৯৫টি
গ. ৪৯৬টি
ঘ. ৪৯৯টি

উত্তরঃ ক 

২০. বর্তমানে দেশে মোট সিটি করপোরেশনের সংখ্যা কয়টি?

ক. ১১টি
খ. ১২টি
গ. ১৩টি
ঘ. ১৪টি

উত্তরঃ খ 

২১. সরকারের শাসনকাজ পরিচালিত হয় কোথা থেকে?

ক. সচিবালয় থেকে
খ. মন্ত্রণালয় থেকে
গ. সংসদ ভবন থেকে
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে

উত্তরঃ ক 

২২. বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ স্তর কোনটি?

ক. দেওয়ানি আদালত
খ. জজ কোর্ট
গ. সুপ্রিম কোর্ট
ঘ. ফৌজদারি আদালত

উত্তরঃ গ 

২৩. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?

ক. ঐক্য ও সংহতি
খ. মমত্ববোধ
গ. ভ্রাতৃত্ববোধ
ঘ. ধর্মীয় ঐক্য

উত্তরঃ ক 

২৪. বাংলাদেশ সরকারের আইন বিভাগের আরেক নাম কী?

ক. জাতীয় সংসদ
খ. সংসদ ভবন
গ. সচিব
ঘ. মন্ত্রণালয়

উত্তরঃ ক 

২৫. রাষ্ট্রপ্রধান কীভাবে ক্ষমতা লাভ করবেন, তার ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. ২ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৬ ভাগে

উত্তরঃ ক 

২৬. বাংলাদেশের আইনসভা মোট কতজন সদস্য নিয়ে গঠিত?

ক. ৩০০
খ. ৩৪৫
গ. ৩৫০
ঘ. ৩৫১

উত্তরঃ গ 

২৭. সংরক্ষিত আসনে মহিলা সদস্যরা কীভাবে নির্বাচিত হন —

  i. পরোক্ষভাবে নির্বাচিত হন
ii. সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হন
iii. সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হন

নিচের কোনটি সঠিক?

ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ ক 

২৮. জাতীয় সংসদের মেয়াদ কত বছর?

ক. ৪ বছর
খ. ৫ বছর
গ. ৬ বছর
ঘ. ৭ বছর

উত্তরঃ খ 

২৯. জাতীয় সংসদে ক তজন স্পিকার থাকেন?

ক. একজন
খ. দুজন
গ. তিনজন
ঘ. চারজন

উত্তরঃ ক 

৩০. কোন ধরনের শাসনব্যবস্থায় জনগণের অধিকার ও মতামতের কোনো স্থান নেই?

ক. সমাজতন্ত্র
খ. গণতন্ত্র
গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
ঘ. একনায়কতন্ত্র

উত্তরঃ ঘ  

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

৩১. গণতন্ত্রে সব ক্ষমতার উৎস কী?

ক. রাষ্ট্র
খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি
ঘ. জনগণ

উত্তর : ঘ

৩২. বাংলাদেশে নিচের কোনটি নেই?

ক. বিভাগ
খ. জেলা
গ. প্রদেশ
ঘ. সিটি করপোরেশন

 উত্তর : গ

৩৩. বাংলাদেশে কার নেতৃত্বে থাকে মন্ত্রী পরিষদ?

ক. জাতীয় সংসদ
খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি
ঘ. আইন বিভাগ

 উত্তর : খ

৩৪. রাষ্ট্র কী ছাড়া চলতে পারে না?

ক. সরকার
খ. লিখিত শাসনতন্ত্র
গ. অনেক জনসংখ্যা
ঘ. অর্থসম্পদ

উত্তর : ক

৩৫. বাংলাদেশে কয় কেন্দ্রিক শাসনব্যবস্থা প্রবর্তিত আছে?

ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

উত্তর : ক

৩৬. বাংলাদেশের আইনসভা কত স্তরবিশিষ্ট?

ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

উত্তর : ক

৩৭. সংবিধান সংশোধন করতে সংসদ সদস্যের মোট সংখ্যার কত অংশের ভোট লাগে?

ক. এক–তৃতীয়াংশ
খ. দুই–তৃতীয়াংশ
গ. অর্ধেক
ঘ. আশি ভাগ

উত্তর : খ

৩৮. জাতীয় সংসদে কজন স্পিকার থাকেন?

ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

উত্তর : ক

৩৯. অতীত ঐতিহ্য ধরে রাখতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে কোথায়?

ক. ইন্দোনেশিয়া
খ. গ্রেট ব্রিটেন
গ. সৌদি আরব
ঘ. ইরাক

উত্তর : খ

৪০. প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপ্রধান কীভাবে নির্বাচিত হয়?

ক. সাংসদের ভোটে
খ. জনগণের ভোটে
গ. ব্যবসায়ীদের ভোটে
ঘ. প্রধানমন্ত্রীর ভোটে

উত্তর : খ

৪১. সরকারের আয়–ব্যয় নিয়ন্ত্রণ করে কে?

ক. রাষ্ট্রপতি
খ. জনগণ
গ. জাতীয় সংসদ
ঘ. হিসাব বিভাগ

উত্তর : গ

৪২. স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?

ক. থানা
খ. ইউনিয়ন পরিষদ
গ. গ্রাম সরকার
ঘ. উপজেলা পরিষদ

 উত্তর : খ

৪৩. নিচের কোন স্থানীয় সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না?

ক. ইউনিয়ন পরিষদ।
খ. পৌরসভা
গ. উপজেলা পরিষদ
ঘ. জেলা পরিষদ

উত্তর : ঘ

৪৪. বাংলাদেশের জাতীয় তহবিলের অভিভাবক কে?

ক. জনগণ
খ. জাতীয় সংসদ
গ. রাষ্ট্রপতি
গ. প্রধানমন্ত্রী

উত্তর : খ

৪৫. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?

ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

উত্তর : খ

৪৬. বাংলাদেশের গ্রামাঞ্চলে কত স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো চালু আছে?

ক. দুই
খ. তিন
গ. চার ঘ. ছয়

 উত্তর : খ

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর সংগ্রহ করতে  পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

বাাংলাদেশঃ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা বাংলাদেশ ও বিশবপরিচয় ৮ম শ্রেণি

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *