প্রতিটি জীব কোষ দ্বারা বিভাজিত হয়ে সৃষ্টি হয়। জীব দেশের গঠন ও কাজের একককে কোষ বলে। কোষ টিন প্রকারের। জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় টি অনেক গুরুত্বপূর্ণ। আজকে জীবের বৃদ্ধি ও বংশগতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো শেয়ার করা হয়েছে। সংক্ষিপ্ত ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সংগ্রহ করতে এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।
জীবের বৃদ্ধি ও বংশগতি জ্ঞানমূলক প্রশ্ন
১। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে?
উত্তরঃ টেলাফেজ ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে।
২। সাইটোকাইনেসিসে কোষ পর্দার খাঁজ কোথায় বিস্তৃত হয়?
উত্তরঃ নিরক্ষীয় তলে
৩। প্রকৃতপক্ষে কোন দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়?
উত্তরঃ টেলাফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়।
৪। কোন কোষ বিভাজন দ্বারা বংশগতির ধারা অব্যাহত থাকে?
উত্তরঃ মিয়োসিস কোষ বিভাজন দ্বারা বংশগতির ধারা অব্যাহত থাকে।
৫। কোন বিভাজনের সময় কোষ পরপর দুবার বিভাজিত হয়?
মিয়োসিস বিভাজনের সময় কোষ পরপর দুবার বিভাজিত হয় ।
৬। কোস বিভাজনের কোন ধাপে কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে?
উত্তরঃ টেলাফেজ
৭। বৃদ্ধি ও অযৌন জননের জন্য কোন কোষ বিভাজন অপরিহার্য?
উত্তরঃ মাইটোসিস
৮। দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন হলে তাকে কী বলে?
উত্তরঃ ডিপ্লয়েড
৯। মিয়োসিস কোষ বিভাজনে জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কত?
উত্তরঃ অর্ধেক
১০। মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়?
উত্তরঃ মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে চরটি কোষের সৃষ্টি হয় ।
১১। কোন ধাপে ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে?
উত্তরঃ টেলাফেজ ধাপে ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে।
১২। টেলাফেজে সাইটোকাইনেসিস শুরু হয় কখন?
উত্তরঃ নিউক্লিয়াস বিভাজন শেষ হওয়ার সাথে সাথে
১৩। টেলাফেজ দশায় কোষপ্লেট গঠন করে কীসের অংশ মিলিত হয়ে?
উত্তরঃ এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ
১৪। মাতাপিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তাকে কী বলে?
উত্তরঃ বংশগতি
১৫। টেলাফেজ দশায় কোন পদ্ধতিতে প্রাণিকোষে সাইটোকাইনেসিস ঘটে?
উত্তরঃ ক্লীভেজ বা ফারোয়িং
১৬। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন কোষ বিভাজনে?
উত্তরঃ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় মিয়োসিস বিভাজনে।
১৭। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে?
উত্তরঃ উদ্ভিদ ও প্রাণীর দেহকোষেমাইটোসিস কোষ বিভাজন ঘটে।
১৮। কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন ও মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্য দেখা যায়?
উত্তরঃ জীবের বংশগতি রক্ষা
১৯। সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে?
উত্তরঃ সাইটোকাইনেসিস
২০। মাইটোসিস কোষ বিভাজনে প্রথম পর্যায়ে কীসের বিভাজন হয়?
উত্তরঃ নিউক্লিয়াসের
২১। মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায়ে কীসের বিভাজন হয়?
উত্তরঃ সাইটোপ্লাজমের
২২। কোন কোষ বিভাজন ধারাবাহিক পদ্ধতি?
উত্তরঃ মাইটোসিস
২৩। মাইটোসিস বিভাজনের শুরুতে কোষের পূর্ব প্রস্তুতিমূলক কাজকে কী বলে?
উত্তরঃ ইন্টারফেজ
২৪। মাইটোসিস কোষ বিভাজনটি কয়টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়? কী কী?
উত্তরঃ ২টি ।যথা ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস
২৫। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?
উত্তরঃ ক্যারিওকাইনেসিস
জীবের বৃদ্ধি ও বংশগতি সৃজনশীল প্রশ্ন ও উত্তর – ৮ম শ্রেণি বিজ্ঞান
জীবের বৃদ্ধি ও বংশগতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
২৬। জীবদেহে কত ধরনের কোষ বিভাজন দেখা যায়?
উত্তরঃ ৩ ধরনের
২৭। ব্যাকটেরিয়া,ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে কোন কোষ বিভাজন দেখা যায়?
উত্তরঃ অ্যামাইটোসিস
২৮। জীবের বৃদ্ধি কীসের মাধ্যমে ঘটে?
উত্তরঃ কোষ বিভাজনের মাধ্যমে
২৯। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়?
উত্তরঃ অ্যামাইটোসিস
৩০। এককোষী জীবগুলো কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে?
উত্তরঃ এককোষী জীবগুলো প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে।
৩১। অ্যাঅ্যামাইটোসিস কোষ বিভাজনকে কী বলা হয়?
উত্তরঃ অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়।
৩২। কোন কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়?
উত্তরঃ মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়।
৩৩। মাইটোসিস কোষ বিভাজনে কয়টি অপত্য কোষ সৃষ্টি করে?
উত্তরঃ মাইটোসিস কোষ বিভাজনে অপত্য দুইটি কোষ সৃষ্টি করে।
৩৪। মিয়োসিস কোষ বিভাজনে জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কত?
উত্তরঃ অর্ধেক
৩৫। বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন কে?
উত্তরঃ গ্রেগর জাহান মেন্ডেল
৩৬। বংশগতির জনক কে?
উত্তরঃ গ্রেগর জাহান মেন্ডেল
৩৭। প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ থাকে?
উত্তরঃ ২টি
৩৮। মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়?
উত্তরঃ চারটি
৩৯। কোন কোষ বিভাজন দ্বারা বংশগতির ধারা অব্যাহত থাকে?
উত্তরঃ মিয়োসিস কোষ বিভাজন দ্বারা বংশগতির ধারা অব্যাহত থাকে
৪০। নিউক্লিক এসিড কয় ধরনের?
উত্তরঃ নিউক্লিক এসিড ২ ধরনের
৪১। ডি.এন.এ এর পূর্ণনাম লিখ।
উত্তরঃ ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড
৪২। কোন বিভাজনের সময় কোষ পরপর দুবার বিভাজিত হয়?
উত্তরঃ মিয়োসিস
৪৩। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে?
উত্তরঃ অ্যামাইটোসিস
৪৪। উন্নত শ্রেণির প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
উত্তরঃ মাইটোসিস ।
৪৫। মাতাপিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তাকে কী বলে?
উত্তরঃ বংশগতি
৭২। ক্রোমোজোমে অবস্থিত ডি.এন.এ কে কী বলে?
উত্তরঃ জিন
৪৬। আর.এন.এ এর পূর্ণনাম লিখ।
উত্তরঃ রাইবো নিউক্লিক অ্যাসিড
৪৭। কাকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?
উত্তরঃ ক্রোমোজোমকে
৪৮। মানবদেহে কোমোজোমের সংখ্যা কতটটি
উত্তরঃ ক্রোমোজোমকে
৪৯। মানবদেহে কোমোজোমের সংখ্যা কতটি?
উত্তরঃ ৪৬টি
৫০। মানুষের চুলের রং নিয়ন্ত্রণ করে
উত্তরঃ ডি.এন.এ
৫১। মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে কী?
উত্তরঃ ডি.এন.এ
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভাললেগেছে এবং এখান থেকে জীবের বৃদ্ধি ও বংশগতি জ্ঞানমূলক প্রশ্ন সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষাসংক্রান্ত পোস্ট পেতে এই ওয়েবসাইটের সাথেই থাকুন।
আরও দেখুনঃ
জীবের বৃদ্ধি ও বংশগতি MCQ প্রশ্ন ও উত্তর ৮ম শ্রেণি- বিজ্ঞান