১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কবিতা অনেকে খুজতেছেন। তাই আজকের পোস্টে আপনাদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও শোক দিবসের কবিতা গুলো দিয়েছি। এই কবিতা গুলো আপনারা আবৃতি করতে পারবেন। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। এই দিনে সারা বাঙ্গালাদেশে শোক পালন করা হয়। সেই সাথে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আপনারা এই দিনটিতে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা ও ছবি অংকন করতে পারবেন।
তো আপনারা যারা যারা জাতীয় শোক দিবসের কবিতা ও বঙ্গবন্ধু সম্পর্কে কবিতা আবৃতি পড়তে চান তারা আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। নিচের দিকে ১৫ই আগস্ট এর কবিতা গুলো দেওয়া আছে। আপনি যদি কবিতা প্রতিযোগিতায় অংশ নিতে চান তাহলে আমাদের দেওয়া কবিতা গুলো আবৃতি করুন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস
এক বিশেষ দিন কে কেন্দ্র করে শোক দিবস পালন করা হয়। প্রথমে আপনাদের কে ১৫ই আগস্ট সম্পর্কে বলি। অনেকেই জানে না যে ১৫ই আগস্ট কি? বা এটি কেন পালন করা হয়। ১৫ই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস। এই দিন টি বাংলালি জাতির এক মর্মাহত দিন। এই দিনটির জন্য কোনো বাঙ্গালি জাতি কোনো দিন অপেক্ষা করেনি। বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির জনক। তার নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। ১৯৭৫ সালের আগস্ট ১৫ আগস্ট ভোরে নৃশংসভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেদিন তার পরিবারের ১৮ জনকে এই পৃথীবি থেকে সরিয়ে দেওয়া হয়। এই দিনে মূলত বঙ্গবন্ধু কে রাজাকার বাহিনী তার পরিবার সহ তাকে মেরে ফেলে। যার কারণে ১৫ই আগস্ট কে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কবিতা
এখানে আপনাদের জন্য জাতীয় শোক দিবসের কবিতা দেওয়া আছে। কবিতা প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে আপনারা এই কবিতা গুলো অনুশীলন করুন। নিচে ১৫ই আগস্ট এর কয়েকটি শোক দিবস নিয়ে কবিতা দেওয়া আছে দেখেনিন।
শোক দিবস
শরিফ আহমাদ
ঐতিহাসিক শোক দিবসের
রক্ত ঝরা গল্প
লিখছি ছড়ায় অল্প !
আগষ্ট মাসের পনেরো তারিখ
আধার ঘেরা রাতে
দেশদ্রোহীরা হামলা চালায়
মহান নেতার গা’তে ।
তার আরো যে স্বজন ছিলো
পায় যেখানে যাকে
হত্যা করে তাকে ।
দেশ প্রকৃতির রঙিন স্বপ্ন}
শেষ করেছে তারা
ওদের একদিন বিচার হবে
কেউ পাবে না ছাড়া ।
প্রতি বছর আগষ্টের সেই
দিন করা হয় স্মরণ
বুকের রক্ত ক্ষরণ।
বঙ্গবন্ধুর নামে
শরিফ আহমাদ
স্কুলের এক অনুষ্ঠানে
খুব আনন্দ হাসি-গানে
বলতে হবে ছড়া,
তাই হয়েছে বন্ধ খোকার পড়া ।
কোন ছড়াটা হবে কেমন
আবৃত্তি হয় যেমন যেমন
সবকিছু নেয় শিখে,
ছড়া পাঠে যায় যেন সে টিকে ।
অনুষ্ঠানে হাজার মানুষ
যায় উড়িয়ে কথার ফানুস
সবার সামনে গিয়ে,
হঠাৎ করে খোকার হলো কি-এ ।
কবির মতো চলতে থাকে
নতুন ছড়া বলতে থাকে
বঙ্গবন্ধুর নামে,
হয় বিজয়ী ভালোবাসার খামে ।
শোক দিবস
শরিফ আহমাদ
শোক দিবসের উপলক্ষে
হয় যে কত কিছু
শ্রদ্ধা নিয়ে লেখার জন্য
মাথা করি নিচু ।
প্রধানমন্ত্রীর শোকের বার্তা
পত্রিকাতে আসে
দোয়া-মাহফিল স্মরণ সভা
চোখের পাতায় ভাসে ।
বিদ্যালয় বা ক্লাবগুলোতে
নানান অনুষ্ঠানে
জাতির পিতার গল্প-কথা
সামনে সবাই আনে ।
কাঙালিভোজ জমে ওঠে
উদ্যোগী হয় সরকার
দেশ-দরদীর জন্য এটা
পালন করা দরকার।
বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা
এখানে জাতিয় শোক দিবসের বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা দেওয়া আছে। অনেকে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সম্পর্কে কবিতা আবৃতি করতে চায়। কিন্তু তাদের কাছে ভালো কোনো কবিতা নেই। তাই আপনাদের জন্য এখানে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও জাতিয় শোক দিবসের কবিতা গুলো দিয়েছে। নিচে থেকে কবিতা গুলো দেখেনিন।
আরও দেখুনঃ শোক দিবসের কবিতা
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে। এই পোস্ট টি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করেদিতে পারেন। আশা করছি আপনারা সবাই আজকের পোস্ট থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কবিতা ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।
See More:
ছোটদের বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস
বঙ্গবন্ধুকে নিয়ে ছোটদের কবিতা এবং জাতীয় শোক দিবসের কবিতা আবৃতি