জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নিয়োগ প্রকাশ করেছে। অনলাইনে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ১৪ই জানুয়ারি ২০২৪ থেকে আবেদন শুরু হবে। ৩১ই জানুয়ারি ২০২৪ আবেদন শেষ হবে। এই সময়ের মধ্যে ভর্তি ইচ্ছুক পার্থীদের আবেদন সম্পর্ন করতে হবে। আবেদনের জন্য Visit juniv-admission.org. এই ওয়েবসাইট ভিজিট করবেন। কিভাবে আবেদন করবেন তা ওয়েবসাইটে ভিডিও আকারে দেওয়া আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২৪  সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ

ভর্তি পরীক্ষার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে আবেদন ও ভর্তি বিষয়ের সকল তথ্য দেওয়া আছে। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। কিন্তু সম্পূর্ণ ভাবে পরীক্ষার সময় সূচি পাবলিশ করেনি। পরীক্ষা শুরু হওয়ার কিছু দিন পূর্বে প্রবেশ পত্র প্রদান করা হবে। সেই সময়ে জাবি ভর্তি পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হবে।

জাবি কর্তিপক্ষ জানিয়েছে জানুয়ারি মাসের মধ্যে আবেদন শেষ হবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভিন্ন ভিন্ন দিনে প্রতিটি ইউনিট এর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৪  থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। এই ৭ দিনের মধ্যে সকল ইউনিট এর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সময় সূচি প্রকাশিত হলে এখানে শেয়ার করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে শুরু

জাবিতে মোট ৬ টি ইউনিট আছে। এছাড়া কিছু উপ ইউনিট আছে। ২২শে ফেব্রুয়ারি থেকে ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪ ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার সময় মোট ৭ দিন। এই ৭ দিনের ভিতরে ৬ টি ইউনিট এর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬ অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও ৩ ইনস্টিটিউট মিলিয়ে মোট আসন সংখ্যা থাকছে ১ হাজার ৮৪৪ টি। এর মধ্যে ছাত্রের জন্য ৯২২ এবং ছাত্রীদের জন্য ৯২২ টি আসন রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪ ২২,২৫,২৭,২৮,২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। কবে কোন ইউনিট এর পরীক্ষা নেওয়া হবে তা জানা যায়নি। পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে বিষয় গুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪

প্রতিটি ইউনিট এর প্রশ্নের মান ভিন্ন রকমের হবে। এছাড়া জাবি তে যে নিয়মে প্রশ্ন করা হবে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নের মানবন্টনের সাথে মিলবে না। নিচে জাবি সকল ইউনিট এর ভর্তি পরীক্ষার মানবন্টন দেওয়া আছে। ভর্তি পরীক্ষা মোট ৮০ নাম্বারে নেওয়া হবে। বাকি ২০ নাম্বার এসএসসি ও এইচএসসি এর জিপিএ  এর উপর ভিত্তি করে যোগ করা হবে। সব মিলিয়ে মোট নাম্বার ১০০।

জাবি A ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন

  • বাংলা – ৩
  • ইংরেজি – ৩
  • গণিত – ২২
  • জীববিজ্ঞান – ২২
  • পদার্থবিজ্ঞান – ২২
  • আইসিটি – ৮

জাবি B ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন

  • বাংলা – ২৫
  • ইংরেজি – ২৫
  • গণিত – ৫
  • সাধারণ জ্ঞান, আইকিউ- ২৫

জাবি C ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন

  • বাংলা – ১৫
  • ইংরেজি – ১৫
  • সাধারণ জ্ঞান – ৫০

জাবি C1 ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন

  • বাংলা – ১০
  • ইংরেজি – ১০
  • সাধারণ জ্ঞান – ৬০

জাবি D ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন

  • বাংলা ও ইংরেজি – ৮
  • রসায়ন – ২৪
  • উদ্ভিদবিজ্ঞান – ২২
  • প্রাণিবিদ্যা – ২২
  • বুদ্ধিমত্তা – ৪

জাবি E ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন

  • বাংলা – ১৫
  • ইংরেজি – ৩০
  • গণিত – ১৫
  • হিসাববিজ্ঞান ও
  • ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ২০

(অবাণিজ্য শিক্ষার্থীদের জন্য)

  • বাংলা – ১৫
  • ইংরেজি – ৩০
  • গণিত – ১৫
  • সাধারণ জ্ঞান – ২০

জাবি ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৪

সবাইকে ভর্তি পরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হবে না। যারা তাদের ভর্তি যোগ্যতার নিয়ম অনুসরণ করবে তাদের কে আবেদন করতে দেওয়া হবে। নিয়োগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যোগ্যতা উল্লেখ করা আছে। প্রতিটি ইউনিট এর আবেদনের যোগ্যতা সম্পর্কে জেনেনিন।

শিক্ষাগত যোগ্যতা:
২০২০ বা তার পরে আপনার মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন করতে দেওয়া হবে। ২০২২ বা ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।  ও-লেভেল এবং এ-লেভেল প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী আবেদনে সুযোগ দেওয়া হয়েছে। GCE ২০১৮ পর্যন্ত বা তার পরে ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষাগুলি সম্পন্ন করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ও-লেভেলের জন্য, কমপক্ষে ৫টি বিষয়ে পাস করতে হবে, কমপক্ষে ৪টি বিষয়ে একটি “B” গ্রেড এবং ৩টি বিষয়ে ন্যূনতম “C” গ্রেড থাকতে হবে। A-লেভেলে, ও-লেভেলের মতো একই গ্রেডিংয়ের মানদণ্ড সহ ন্যূনতম ২টি বিষয় প্রয়োজন।

মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষার ৪র্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে।

A-ইউনিট (গণিত এবং পদার্থবিদ্যা): এইচএসসি এবং এসএসসিতে ন্যূনতম ৩.৫০ পয়েন্ট।
B-ইউনিট (সামাজিক বিজ্ঞান): HSC এবং SSC তে ন্যূনতম ৩.৫০  পয়েন্ট লাগবে।
সি-ইউনিট (কলা ও মানবিক): এইচএসসি এবং এসএসসিতে ন্যূনতম ৩.০০।
D-ইউনিট (বায়োলজি): HSC এবং SSC তে ন্যূনতম ৩.৫০ পয়েন্ট থাকতে হবে।
E-ইউনিট (বিজনেস স্টাডিজ): এইচএসসি এবং এসএসসিতে ন্যূনতম ৩.৫০ প্রতিটি।
F-ইউনিট (আইন): HSC এবং SSC তে ন্যূনতম ৩.০০ পয়েন্ট প্রয়োজন।
G-ইউনিট (IBA-J): HSC এবং SSC তে ন্যূনতম ৩.৫০লাগবে।
H-ইউনিট (IIT): HSC এবং SSC তে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

শেষ কথা

যারা ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত নিয়ম অনুসরণ করে তারাই আবেদন করার সুযোগ পাবে। ভর্তি পরীক্ষা দিলে হলে নুন্যতম যোগ্যতা থাকতে হবে। প্রতি ইউনিট এর আবেদনের যোগ্যতা প্রকাশ করা হয়েছে। আবেদনের সময় নোটিশ চেক করে নিবেন। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪

One Comment on “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২৪”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *