চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। admission.cu.ac.bd ওয়েবসাইটে চবি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার নিয়োগ প্রকাশ করা হয়েছে। সেখানে আবেদনের তারিখ, ভর্তি পরীক্ষার মানবন্টন, সময় সূচি ও অন্যান্য তথ্য নোটিশে দেওয়া আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি ইউনিট এর পরীক্ষা ব্যবস্থা ও তারিখ প্রকাশ করা হয়েছে। ভিন্ন ভিন্ন দিনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪ বিস্তারিত শেয়ার করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

চবি  বাংলাদেশের একটি মর্যাদাপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় যা অধ্যয়নের বিভিন্ন ক্ষেত্রে স্নাতক অনার্স প্রোগ্রামে ভর্তির প্রস্তাব দেয়। ভর্তি প্রক্রিয়া বিভিন্ন বিভাগের সমন্বয়ে চারটি ইউনিটে বিভক্ত। যোগ্য প্রার্থীদের একটি ভর্তি পরীক্ষা এবং  ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির বিজ্ঞপ্তি অ admission.eis.cu.ac.bd বা cu.ac.bd-এ প্রকাশিত হয়। এখানে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারে । যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র প্রদান করা হয়।

তাদের ভর্তি পরীক্ষা  নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হয়। অবশেষে, নির্বাচিত প্রার্থীদের একটি ভাইভা পরীক্ষার জন্য ডাকা হয়। সেখান থেকে ভর্তি পরীক্ষা এবং ভাইভা  পরীক্ষার সম্মিলিত ফলাফলের উপর ভিত্তি করে পার্থি সিলেক্ট করা হয়। প্রতিটি ইউনিটের জন্য যোগ্যতা, আবেদন ফি এবং অন্যান্য বিবরণ নির্ধারন করে দেওয়া হয়।   ভর্তি পরীক্ষার নম্বর বন্টন, প্রশ্নের ধরন, মেধা তালিকা প্রস্তুতি ও ভর্তির সকল তথ্য জানতে পারবেন নিচের অংশ থেকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪

২০২৩ সালে উত্তীর্ণ উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এজন্য ভর্তি যোগ্যতার মাধ্যমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে। আবেদন দুই ধাপে সম্পর্ন হবে। প্রাথমিক আবেদন যারা নির্বাচিত হবে তাদের কে চূড়ান্ত আবেদনের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে।

৪ই জানুয়ারি ২০২৪ থেকে ১৮ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন চলতে থাকবে। আবেদনের জন্য ফি প্রদান করতে হবে। ভর্তি পরীক্ষার আবেদন করার পর ২০ জানুয়ারী ২০২৪ এর মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি ৯০০ টাকা। ইউনিট ভেদে আবেদনের ফি কম বেশি হতে পারে। আবেদনের জন্য admission.cu.ac.bd এই ওয়েবসাইটে চল যাবেন। সেখানে কিভাবে আবেদন করতে হয় শিকল নির্দেশনা দেওয়া আছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২৪

আবেদনের পর যোগ্য পার্থিদের কে ভর্তি পরীক্ষা দিতে হবে। সেখানে উত্ত্রিন হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ভিন্ন ভিন্ন দিনে প্রতি ইউনিট এর পরীক্ষা নেওয়া হবে। ২০২৪ সালের ২ই মার্চ থেকে ১৬ই মার্চ মোট ৬ দিন ভর্তি পরীক্ষা চলবে। সকল ইউনিট এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও সময় সূচি দেখেনিন।

ইউনিট তারিখ
এ ইউনিট ০২ মার্চ ২০২৪
বি ইউনিট ০৮ মার্চ ২০২৪
সি ইউনিট ০৯ মার্চ ২০২৪
ডি ইউনিট ১৬ মার্চ ২০২৪
বি-১ উপ-ইউনিট ০৩ মার্চ ২০২৪
ডি-১ উপ-ইউনিট ০৪ মার্চ ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন

অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে হয়। আবেদনের পর জিপিএ পয়েন্ট অনুযায়ী  সিলেক্ট করা হবে। admission.cu.ac.bd এই ওয়েবসাইট থেকে যেকোনো ইউনিট এর আবেদন করা যাবে। আবেদনের জন্য চার্জ লাগবে। আবেদন শেষ হলে চূড়ান্ত পার্থিদেরকে প্রবেশ পত্র সংগ্রহ করার জন্য নোটিশ দেওয়া হবে।

  • আবেদন শুরুর তারিখ: ০৪ জানুয়ারী ২০২৪
  • আবেদনের শেষ তারিখ: ১৮ জানুয়ারী ২০২৪
  • ফি জমাদানের শেষ তারিখ: ২০ জানুয়ারী ২০২৪
  • আবেদন ফি: ৯০০/- টাকা
  • আবেদন এর ওয়েবসাইট: admission.cu.ac.bd 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইউনিট সমূহ

বাংলাদেশে অনেক গুলো বিশ্ববিদ্যালয় আছে। যাদের সাবজেক্ট, ইউনিট ও অনুষদ এক এক রকমের। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ৩ টি ইউনিট আবার কোথাও চার টি ইউনিট থাকে। তাই ভর্তি পরীক্ষা দেওয়ার পূর্বে ঐ বিশ্ববিদ্যালয়ে কি কি ইউনিট বা অনুষদ আছে তা জেনে নিতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ৪ টি ইউনিট আছে। এই ইউনিট গুলোতে অনেক গুলো অনুষদ আছে। প্রতি ইউনিট এর ভর্তি পরীক্ষা আলাদা আলাদা তারিখে নেওয়া হবে। পরীক্ষার মানবন্টন ও নিয়ম কানুনও আলাদা ভাবে নির্ধারন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের জন্য আলাদা আলাদা ইউনিট রয়েছে

A-ইউনিট: বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, এবং সামুদ্রিক বিজ্ঞান এবং মৎস্যবিদ্যা অনুষদ
B-ইউনিট: কলা ও মানবিক অনুষদ
সি-ইউনিট: ব্যবসায় প্রশাসন অনুষদ
D-ইউনিট: সামাজিক বিজ্ঞান অনুষদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা ২০২৩-২৪

সবাইকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় না। কেবল যোগ্য পার্থিদের চবিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে দিবে। ২০২০ বা ২১ সালে এস এস সি বা সমমান পাস  এবং ২০২২ বা ২৩ সালে এইচ এস সি বা সমমান পাস করা শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে। প্রতিটি ইউনিট এর জন্য ন্যূনতম জিপিএ উল্লেখ করা আছে। আগ্রহী পার্থিদের উক্ত জিপিএ থেকে থাকলে ভর্তি আবেদন করতে পারবে।

  • ইউনিট A: ন্যূনতম মোট GPA ৮.২৫ (4র্থ বিষয় সহ), HSC তে ন্যূনতম GPA ৩.৫০ এবং SSC স্তরে ন্যূনতম GPA 4.00।
  • B ইউনিট: বিজ্ঞান-৭.৫০, বাণিজ্য-৭.৫০, মানবিক-7.00 মোট জিপিএ (4র্থ বিষয় সহ), বিজ্ঞান-৩.৫০, বাণিজ্য-৩.৫০, মানবিক-৩.০০ এইচএসসিতে, বিজ্ঞান-3.50, বাণিজ্য-৩.৫০, মানবিক-৩.০০ জিপিএ এসএসসি।
  • ইউনিট C: ন্যূনতম মোট জিপিএ ৮.০০ (৪র্থ বিষয় সহ), এইচএসসি এবং এসএসসি উভয় স্তরেই ন্যূনতম জিপিএ ৩.০০।
  • ইউনিট D: ন্যূনতম মোট GPA ৭.০০ (4র্থ বিষয় সহ), HSC এবং SSC উভয় স্তরেই ন্যূনতম GPA ৩.০০।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪

এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য সকল ইউনিট এর নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। এই মানবন্টন অনুযায়ী ২০২৩-২৪ এর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। চবি ভর্তি পরীক্ষাটি মোট  ১০০  নম্বরের সাথে পরিচালিত হবে। বহু-নির্বাচনী পদ্ধতি ব্যবহার করে যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। ন্যূনতম  পাস নাম্বার ৪০।  দ্বিতীয়বার ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সামগ্রিক স্কোর থেকে ৫ নম্বর বাদ দেওয়া হবে।  যার মধ্যে MCQ, SSC, এবং HSC ফলাফল রয়েছে।

A-ইউনিট মার্কস বিতরণ:

বাংলা: ১০ নম্বর
ইংরেজি: ১০ নম্বর
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, পরিসংখ্যান এবং আইসিটি (যেকোনো 4টি বিষয়): প্রতিটিতে 20 নম্বর (মোট 80)
মোট: ১০০ নম্বর
পাস মার্কস: ৪০ নম্বর

B-ইউনিট মার্কস বিতরণ:

বাংলা: ৩৫ নম্বর
ইংরেজি: ৩৫ নম্বর
সাধারণ জ্ঞান: ৩০ নম্বর
মোট: ১০০ নম্বর
পাস মার্কস: ৪০ নম্বর
ব্যবহারিক (সম্পর্কিত বিষয়): 20 নম্বর (পাস নম্বর: 8 নম্বর)

সি-ইউনিট মার্কস ডিস্ট্রিবিউশন:

ইংরেজি: ৪০ নম্বর
গণিত: ৩০ নম্বর
সাধারণ জ্ঞান: ১৫  নম্বর
আইসিটি: ১৫ মার্কস
মোট: ১০০ নম্বর
পাস মার্কস: ৪০ নম্বর

শেষ কথা

ভর্তি পরীক্ষা শেষ হওয়ার ১ মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ করা হবে। এই বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করবে। admission.cu.ac.bd থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য বিস্তারিত জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

রাবি ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩-২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় সার্কুলার ২০২৩-২৪

One Comment on “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *