এসএসসি গণিত এমসিকিউ সাজেশন (উত্তর সহ)- ১০০% কমন এসএসসি গণিত এসসিকিউ সাজেশন

আপনাদের জন্য নিয়ে আসলাম গণিত এমসিকিউ সাজেশন এই সাজেশন শেষ করতে পারলে আপনার পরিক্ষার জন্য শক্তিশালী একটা প্রস্তুতি হবে। 


এসএসসি পরিক্ষায় যে ৭ টা অধ্যায় থেকে ৭টা সৃজনশীল আসবে।

 

 

 

১. যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, এর পরবর্তী স্থানে 5, 6, 7, 8 বা 9 হলে শেষ স্থানটির সংখ্যার সাথে কত যোগ করতে হবে? 

 

  •  ক) 0
  •  খ) 1
  •  গ) 2
  •  ঘ) কিছুই না 

 

 

 
২. ধনাত্মক সংখ্যা কত অপেক্ষা বড়? 
  •  ক) -2
  •  খ) 0
  •  গ) 1
  •  ঘ) 2 
 
সঠিক উত্তর: (খ) 
 
৩. নিচের তথ্যগুলো লক্ষ কর: i. 7-0.3=5.4
ii. 1-0.5=4
iii. 1.3, 1.03 এবং 1.3 এর মধ্যে বৃহত্তম 1.3 
নিচের কোনটি সঠিক? 
  •  ক) i ও ii
  •  খ) i ও iii
  •  গ) ii ও iii
  •  ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (গ) 
 
৪. 8.269421…. সংখ্যাটির চার দশমিক স্থান পর্যন্ত মান কত? 
  •  ক) 8.2695
  •  খ) 8.2694
  •  গ) 8.269
  •  ঘ) .8269
 
সঠিক উত্তর: (খ) 
৫. 0.3 ÷ 0.6=কত? 
  •  ক) 1.8
  •  খ) 1.18
  •  গ) 0.2
  •  ঘ) 0.02
 
সঠিক উত্তর: (গ) 
 
৬. নিচের কোনটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা? 
  •  ক) 1.234…
  •  খ) 2.423
  •  গ) 3.296…
  •  ঘ) 5.6161… 
সঠিক উত্তর: (ঘ) 
 
৭. নিচের কোন ভগ্নাংশটিকে সসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়? 
Ο ক) 1
          3
 
Ο খ) 3
         11
 
Ο গ) 7
        17
 
Ο ঘ) 627
         100
 
সঠিক উত্তর: (ঘ) 
 
৮. a, b, c বাস্তব সংখ্যা হলে, a(b+c) = কি? 
  •  ক) ab+ac
  •  খ) a+(b+c) 
  •  গ) a-(b+c)
  •  ঘ) a(bc) 
 
সঠিক উত্তর: (ক) 
 
৯. 4 ÷ 0.125 এর সঠিক মান নিচের কোনটি? 
  •  ক) 0.64
  •  খ) 6.4
  •  গ) 3.2
  •  ঘ) 32 
 
সঠিক উত্তর: (ঘ) 
 
১০. নিচের তথ্যগুলো লক্ষ কর:

 

i. প্রত্যেক পূর্ণসংখ্যাই মূলদ সংখ্যা

 

ii. স্বাভাবিক সংখ্যা সেটের বৃহত্তম সদস্য নেই

 

iii. দুইটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা 

 

 

 

নিচের কোনটি সঠিক? 

 

 


  • Ο ক) i ও ii

     


  • Ο খ) i ও iii

     


  • Ο গ) ii ও iii

     


  • Ο ঘ) i, ii ও iii 

     

 

 

 

 

সঠিক উত্তর: (ক)  

 

 
 
 

 

সাজেশন সংগ্রহ করতে লিংক এ ক্লিক করুন।

 

 

১১. 0.7+0.8=কত? 

 

 


  • Ο ক) 1.3

     


  • Ο খ) 2.5

     


  • Ο গ) 1.5

     


  • Ο ঘ) 1.6 

     

 

 

 

 

সঠিক উত্তর: (ঘ) 

 

 

 

১২. নিচের কোনগুরো যৌগিক সংখ্যা? 

 

Ο ক) -3, -2, -14, 0, 1, 2, 3

Ο খ) 4, 6, 8, 9, 10
Ο গ) 1, 3, 5, 7, 11
Ο ঘ) 1, 2, 3, 4, 5 

সঠিক উত্তর: (খ) 

 

 
১৩. গণনাকারী সংখ্যার অপর নাম কী? 
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) অমূলদ সংখ্যা
Ο গ) স্বাভাবিক সংখ্যা
Ο ঘ) ঋণাত্মক সংখ্যা
 
সঠিক উত্তর: (গ) 
 
১৪. 2.324, 7.213…, 10.239…, 7.2315 এর মধ্যে কোনগুলো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা? 
Ο ক) 2.324, 7.213….
Ο খ) 7.213…., 10.239….
Ο গ) 2.324, 7.2315
Ο ঘ) 2.324, 10.239…., 7.2315 
সঠিক উত্তর: (গ) 
 
১৫. 4.3256893…. সংখ্যাটির চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? 
Ο ক) 4.3256
Ο খ) .4325
Ο গ) 4.3257
Ο ঘ) 4.3266 
সঠিক উত্তর: (গ) 
 
১৬. পূর্ণবর্গ নয় এমন যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা? 
Ο ক) স্বাভাবিক সংখ্যা
Ο খ) পূর্ণসংখ্যা
Ο গ) মূলদ সংখ্যা
Ο ঘ) অমূলদ সংখ্যা 
সঠিক উত্তর: (ঘ) 
 
১৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পূর্ণসংখ্যার সেটে ক্ষুদ্রতম সংখ্যা নেই
ii. পূর্ণসংখ্যঅর সেটে বৃহত্তম সংখ্যা নেই
iii. পূর্ণসংখ্যার সেটে যোগ, বিয়োগ এবং গুণ প্রক্রিয়ার ফল পূর্ণসংখ্যাই হয় 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii 
সঠিক উত্তর: (ঘ) 
 
১৮. 3       8      15    ভগ্নাংশগুলো কোন ধরনের ভগ্নাংশ?

 

        5      13     23
Ο ক) প্রকৃত ভগ্নাংশ
Ο খ) অপ্রকৃত ভগ্নাংশ
Ο গ) মিশ্র ভগ্নাংশ
Ο ঘ) কোনোটিই নয় 
সঠিক উত্তর: (ক) 
 
১৯. বিয়োগের ক্ষেত্রে পৌনঃপুনিক বিন্দু যেখানে শুরু সেখানে বিয়োজন সংখ্যা বিয়োজ্য সংখ্যা থেকে ছোট হলে সবসময় সর্ব ডানের অঙ্ক থেকে কত বিয়োগ করতে হয়? 
Ο ক) 0
Ο খ) 1
Ο গ) 2
Ο ঘ) কোনটিই নয় 
সঠিক উত্তর: (খ) 
 
২০. 8      6        3        12
      5      5        8         5
 ভগ্নাংশগুলোর মধ্যে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ? 
Ο ক) 8     5

          5     6

Ο খ)  5     3
          6     8
Ο গ)  8    12
          5     5
Ο ঘ)  8   3     12
          5   8     5
 
সঠিক উত্তর: (খ) 
 
২১. 9.263, 2.4023, 18.613 সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? 
Ο ক) অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο খ) সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο গ) অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο ঘ) অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা 
সঠিক উত্তর: (খ) 
 
২২. আবৃত্ত দশমিককে সব সময় কিসে পরিণত করা যায়? 
Ο ক) ভগ্নাংশে
Ο খ) পূর্ণসংখ্যায়
Ο গ) স্বাভাবিক সংখ্যায়
Ο ঘ) কোনটিই নয় 
সঠিক উত্তর: (ক) 
 
২৩. যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত নয় তাকে কী বলে? 
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) মৌলিক সংখ্যা
Ο গ) অমূলদ সংখ্যা
Ο ঘ) যৌগিক সংখ্যা 
সঠিক উত্তর: (গ) 
 
২৪. কোন সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না? 
Ο ক) মূলদ সংখ্যা
Ο খ) অমূলদ সংখ্যা
Ο গ) পূর্ণসংখ্যা
Ο ঘ) ভগ্নাংশ সংখ্যা 
সঠিক উত্তর: (খ) 
 
২৫. a বাস্তব সংখ্যা এবং a + (-a) = কি? 
Ο ক) 2a
Ο খ) 0
Ο গ) 1
Ο ঘ) -2a 
সঠিক উত্তর: (খ) 
 
২৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. 1.2 � 1.12=1.370
ii. 5.435 একটি বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ
iii. 4. ও 65 পরস্পর সহমৌলিক সংখ্যা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii 
সঠিক উত্তর: (খ) 
 
২৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ঐ ভগ্নাংশটি একটি মূলদ সংখ্যা
ii. √7 একটি অমুলদ সংখ্যা
iii. আবৃত্ত দশমিক ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii 
সঠিক উত্তর: (ক) 
 
২৮. i. শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা
ii. শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা
iii. শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii 
সঠিক উত্তর: (গ) 
 
২৯. সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেট নিয়ে নিচের কোনটি গঠিত হয়? 
Ο ক) বাস্তব সংখ্যার সেট
Ο খ) স্বাভাবিক সংখ্যার সেট
Ο গ) পূর্ণসংখ্যার সেট
Ο ঘ) মৌলিক সংখ্যার সেট 
সঠিক উত্তর: (ক) 
 
৩০. 3.6, 2.65, 4.265 …. সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? 
Ο ক) স্বাভাবিক সংখ্যা
Ο খ) ভগ্নাংশ সংখ্যা
Ο গ) দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο ঘ) পূর্ণ সংখ্যা 
সঠিক উত্তর: (গ) 
 
৩১. নিচের কোনটি মৌলিক সংখ্যা? 
Ο ক) 18
Ο খ) 48
Ο গ) 23
Ο ঘ) 9 
সঠিক উত্তর: (গ) 
 
৩২. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পূর্ণবর্গ সংখ্যা নয় বর্গমূল অমূলদ সংখ্যা
ii. আবৃত্ত দশমিকের গুণফল দশমিক হতেও পারে, নাও হতে পারে
iii. অমূলদ সংখ্যাকে মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল অমূলদ সংখ্যা হয় 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii 
সঠিক উত্তর: (ঘ) 
 
৩৩. নিচের কোনটি মূলদ সংখ্যা? 
Ο ক) √0.25
Ο খ) √0.35
Ο গ) √0.9
Ο ঘ) √0.10 
সঠিক উত্তর: (ক) 
 
৩৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল নির্ণয় করলে মূলদ সংখ্যা পাওয়া যায়
ii. অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাতরূপে দেখানো যায় না
iii. স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii 
সঠিক উত্তর: (গ) 
 
৩৫. দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অবৃত্তাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে, তাকে কি বলে? 
Ο ক) বিশুদ্ধ পৌনঃপুনিক
Ο খ) অবিশুদ্ধ পৌনঃপুনিক
Ο গ) মিশ্র পৌনঃপুনিক
Ο ঘ) পূর্ণসংখ্যা 
সঠিক উত্তর: (ক) 
 
৩৬. কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ঐ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? 
Ο ক) অমূলদ সংখ্যা
Ο খ) মূলদ সংখ্যা
Ο গ) অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
Ο ঘ) উপরের কোনটিই নয় 
সঠিক উত্তর: (খ) 
 
৩৭. √2 ও 4 এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?                                    
Ο ক) অসীম সংখ্যক মূলদ সংখ্যা আছে
Ο খ) সসীম সংখ্যক মূলদ সংখ্যা আছে
Ο গ) একটিমাত্র মূলদ সংখ্যা আছে
Ο ঘ) কোনো অমূলদ সংখ্যা নেই 
সঠিক উত্তর: (ক) 
 
৩৮. মুলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে নিচের কোনটি হবে? 
Ο ক) সসীম বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে
Ο খ) অসীম দশমিক হবে
Ο গ) শুধু সসীম হবে
Ο ঘ) অমূলদ সংখ্যা হবে 
সঠিক উত্তর: (ক) 
 
৩৯. শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়?
Ο ক) ঋণাত্মক সংখ্যা
Ο খ) অঋণাত্মক সংখ্যা
Ο গ) মূলদ সংখ্যা
Ο ঘ) অমূলদ সংখ্যা 
সঠিক উত্তর: (খ) 
 
৪২. 4.3256893…… সংখ্যাটির চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? 
Ο ক) 4.3256 
Ο খ) .4325 
Ο গ) 4.3257 
Ο ঘ) 4.3266 
সঠিক উত্তর: (গ) 
 
৪৩. পূর্ণ বর্গ নয় এমন যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা? 
Ο ক) স্বাভাবিক সংখ্যা 
Ο খ) পূর্ণসংখ্যা 
Ο গ) মূলদ সংখ্যা 
Ο ঘ) অমূলদ সংখ্যা 
সঠিক উত্তর: (ঘ) 
 
৪৪. যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত নয় তাকে কী বলে? 
Ο ক) মূলদ সংখ্যা 
Ο খ) মৌলিক সংখ্যা 
Ο গ) অমূলদ সংখ্যা 
Ο ঘ) যৌগিক সংখ্যা 
সঠিক উত্তর: (গ) 
 
৪৫. √10 নিচের কোন সংখ্যার অন্তর্ভূক্ত? 
Ο ক) মূলত সংখ্যা 
Ο খ) অমূলদ সংখ্যা 
Ο গ) স্বাভাবিক সংখ্যা 
Ο ঘ) পূর্ণসংখ্যা 
সঠিক উত্তর: (খ) 
 
৪৬. a, b, c বাস্তব সংখ্যা হলে – 
i (a+b) + c = a + (b+c) 
ii (a+b) + c = ac + bc 
iii (ab)c = a(bc)
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i ও ii 
Ο খ) ii ও iii 
Ο গ) i ও iii 
Ο ঘ) i, ii ও iii 

সঠিক উত্তর: (গ)
 
 

 

৪৭. a, b বাস্তব সংখ্যা হলে, a + b = নিচের কোনটি হবে? 

 

Ο ক) a – b 

 

Ο খ) b + a 

 

Ο গ) a x b 

 

Ο ঘ) a ÷ b 

 

 

 

সঠিক উত্তর: (খ) 

 

৪৮. 5.12-3.45=কত? 

 

Ο ক) 1.67 

 

Ο খ) 1.66 

 

Ο গ) 2.6 

 

Ο ঘ) 2.67 

 

সঠিক উত্তর: (খ) 

 

৪৯. আবৃত্ত দশমিকে দশমিক চিহ্নের ডান দিকের অঙ্কগুলো বা অংশবিশেষ কতবার থাকে? 


Ο ক) দুই বার 

 

Ο খ) তিন বার 

 

Ο গ) চার বার 

 

Ο ঘ) বারবার 

 

 

 

সঠিক উত্তর: (ঘ) 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *