গুনগত রসায়ন MCQ প্রশ্ন ও উত্তর সাজেশন এইচ এস সি ২০২৩

গুনগত রসায়ন MCQ

রসায়ন ১ম পত্র পরীক্ষায় ২৫ টি বহুনির্বাচনি প্রশ্ন রয়েছে। যার প্রতি প্রশ্নের মান ১ নাম্বার। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় mcq দেওয়া থাকে। এজন্য mcq প্রশ্নের উত্তর অনুশীলন করতে হয়। মূল বইয়ে এই বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া নেই। তাই যারা অতিরিক্ত প্রশ্ন পড়তে চান তারা সম্পূর্ণ পোস্ট টি পড়ুন। নিচে থেকে গুনগত রসায়ন MCQ প্রশ্ন ও উত্তর সাজেশন এইচ এস সি দেখেনিন।

নিচে থেকে গুনগত রসায়ন MCQ

১. শক্তি বৃদ্ধির সঠিক ক্রম নিম্নের কোনটি?
[ক] 5p<4f<6s<5d
খ 5p<6s<4f<5d
[গ] 5p<5d <4f<6s
[ঘ] sp<6s<5d<4s

উত্তরঃ খ 

২. মস্তিষ্কের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?
ক MRI
[খ] X-ray
[গ] IR
[ঘ] UV

উত্তরঃ ক 

৩. নিচের কোন অরবিটাল সর্বনিম্ন শক্তি সম্পন্ন?
[ক] 3d
[খ] 4s
[গ] 4p
ঘ 3s

উত্তরঃ ঘ 

৪. Rf এর মান সর্বোচ্চ কত হতে পারে?
ক ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

উত্তরঃ ক 

৫. জাল টাকা শনাক্তকরণে নিম্নের কোনটি ব্যবহৃত হয়?
[ক] IR
[খ] NMR
[গ] MRI
ঘ UV

উত্তরঃ ঘ  

৬. তৃতীয় শক্তিস্তরে মোট কয়টি অরবিটাল রয়েছে?
ক ৯
[খ] ৭
[গ] ৫
[ঘ] ৩

উত্তরঃ ক

৭. সুগন্ধি ফুল থেকে নির্যাস বের করা হয় কোন পদ্ধতিতে?
[ক] পাতন
খ  বাষ্প পাতন
[গ] উর্ধ্বপাতন
[ঘ] বিধ্বংসী পাতন

উত্তরঃ খ 
 
৮. প্রুসিয়ান ব্রু রঙের দ্রবণ হয় নিম্নের কোন যৌগের জন্য?
ক KFe[Fe(CN)6]
[খ] Fe3[Fe(CN)6]3
[গ] K2[Fe(CN)6]
[ঘ] K3[Fe(CN)6]

উত্তরঃ ক  

৯. দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত (nm)?
[ক] ২০০-৫০০
[খ] ৩০০-৬০০
গ ৪০০-৭০০
[ঘ] ৫০০-৮০০

উত্তরঃ গ  

১০. ১৫০ গ্রাম এর সমপরিমাণ একটি দ্রবণে ৫০ গ্রাম দ্রব দ্রবীভূত আছে। সেই দ্রবণকে শীতল করলে যদি ১০ গ্রাম দ্রব অধঃক্ষিপ্ত হয় তবে শেষোক্ত অবস্থায় দ্রাব্যতা কত হবে?
[ক] ১০
খ ৪০
[গ] ৫০
[ঘ] ১০০

উত্তরঃ খ  

১১. একই উপশক্তি স্তরের যেসব অরবিটালের শক্তি অভিন্ন তাদেরকে বলা হয়-
ক ডিজেনারেট
[খ] নন-ডিজানারেট
[গ] Equivalent
[ঘ] অর্ধপূর্ণ অরবিটাল

উত্তরঃ ক  

১২. অ্যামোনিয়ার লবণে নেসলার বিকারক যোগ করলে কোনটির অধঃক্ষেপ পড়ে?
[ক] HgI2
[খ] Hg2I4
গ NH2[Hg2I3]
[ঘ] [Cu(NH)4]SO4

উত্তরঃ গ  

১৩. নিচের কোন অরবিটালটি অসম্ভব?
[ক] 1s
[খ] 2p
খ 3f
[ঘ] 4d

উত্তরঃ খ 

১৪. ভর সংখ্যার ভিন্নতার কারণে কোনটি উৎপন্ন হয়?
ক আইসোটোপ
[খ] আইসোবার
[গ] আইসোটোন
[ঘ] আইসোমার

উত্তরঃ ক  

১৫. প্রত্যেক d অরবিটালে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে?
[ক] ২
[খ] ৫
[গ] ৬.
ঘ ১০

উত্তরঃ ঘ   

গুনগত রসায়ন MCQ প্রশ্ন ও উত্তর সাজেশন এইচ এস সি ২০২৩

১৬. পানিতে অদ্রবণীয় কিন্তু স্টীম ও উদ্ধায়ী জৈব যৌগ কোন প্রক্রিয়ায় বিশোধন করা হয়-
[ক] বাষ্প পাতন
[খ] উর্ধ্বপাতন
গ। কেলাসন
[ঘ] পাতন

উত্তরঃ গ 

১৭. ক্লোরিন গ্যাসের বর্ণ কীরূপ?
[ক] নীলাভ সাদা
খ।  নীলাভ সবুজ
[গ] লাল
[ঘ] বর্ণহীন

উত্তরঃ খ  

১৮. হাইড্রোজেন বর্ণালির প্যাশ্চেন সিরিজের রেখাগুলি নিচের কোন অঞ্চলে পাওয়া যায়?
ক। অবলোহিত
[খ] দৃশ্যমান
[গ] অতিবেগুনি
[ঘ] মাইক্রোওয়েভ

উত্তরঃ ক 

১৯. রক্তচাপ প্রশমনে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
[ক] অতিবেগুনি
[খ] দৃশ্যমান
গ।  অবলোহিত
[ঘ] এক্সরে

উত্তরঃ গ 

২০. রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিচের কোনটি সম্পকর্কে ধারণা দেয়?
[ক] পরমাণুর
খ। নিউক্লিয়াসের
[গ] ইলেকট্রনের
[ঘ] নিউট্রনের

উত্তরঃ খ 

২১. গাছের পাত ও বাকল হতে অ্যালকালয়েড জাতীয় ঔষধ নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে?
[ক] বাষ্প পাতন
খ। দ্রাবক নিষ্কাশন
[গ] উর্ধ্বপাতন
[ঘ] নিম্নচাপে পাতন

উত্তরঃ খ 

২২. গোলাপের পাপড়ি থেকে গোলাপজল তৈরির প্রক্রিয়া হলো-
[ক] পাতন
[খ] রিফ্লাস্ক
[গ] দ্রাবক নিস্কাশন
ঘ। বাষ্পপাতন

উত্তরঃ ঘ 

২৩. জাল টাকা শনাক্ত করার জন্য টাকায় যুক্ত রয়েছে?
ক।  প্রতিপ্রভা পদার্থ
[খ] অনুপ্রভা পদার্থ
[গ] চৌম্বক পদার্থ
[ঘ] তেজস্ক্রিয় পদার্থ

উত্তরঃ ক 

২৪. নিম্নের কোন সিরিজের বর্ণালি দৃশ্যমান এলাকায় পাওয়া যায়?
[ক] লাইম্যান সিরিজ
[খ] ফান্ড সিরিজ
গ বামার সিরিজ
[ঘ] ব্রাকেট সিরিজ

উত্তরঃ গ  

২৫. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী?
[ক] ক্যালসিয়াম হাইপোক্লোরাইট [খ] ক্যালসিয়াম ক্লোরাইট
[গ] ক্যালসিয়াম ক্লোরো হাইপো ক্লোরাইট
ঘ। ক্যালসিয়াম ক্লোরো হাইপো ব্রোমাইট

উত্তরঃ ঘ 

২৬. সিক্ত পরীক্ষায় Na+ এর বর্ণ?
ক সাদা
[খ] সোনালী হলুদ
[গ] হলুদ
[ঘ] লাল

উত্তরঃ ক  

২৭. প্রধান কোয়ান্টাম সংখ্যা কী নির্দেশ করে?
ক। কক্ষপথের আকার
[খ] কক্ষপথ থেকে কক্ষপথের দূরত্ব
[গ] কক্ষপথের আকৃতি
[ঘ] কক্ষপথের ব্যাস

উত্তরঃ ক   

২৮. MRI এর কোন নিউক্লিয়াসটি সচরাচর ব্যবহৃত হয়?
ক। H
[খ] F
[গ] P
[ঘ] C

উত্তরঃ ক 

২৯. শিখা পরীক্ষায় নিচের কোন আয়নের বর্ণ পোড়া ইটের মতো লাল?
[ক] Na+
[খ] K-
[গ] Cu++
ঘ। Ca++

উত্তরঃ ঘ 

৩০. s-উপস্তরে কয়টি অরবিটাল আছে?
ক। ১টি
[খ] ৪টি
[গ] ৭টি
[ঘ] ১৪টি

উত্তরঃ ক 

৩১. বেরিয়াম শিখা পরীক্ষায় কি বর্ণ দেয়?
[ক] সোনালী হলুদ
[খ] সবুজাভ নীল
গ। হলুদাভ সবুজ
[ঘ] ইটের মতো লাল

উত্তরঃ গ  

৩২. রোগ শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হবে?
[ক] ক্রোমাটোগ্রাফি
খ।  MRI
[গ] IR
[ঘ] NMR

উত্তরঃ খ   

শেষ কথা

এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া আছে। আশা করছি এই পোস্ট থেকে গুনগত রসায়ন MCQ প্রশ্ন ও উত্তর সাজেশন এই রকম আরও সাজেশন ও প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

গুনগত রসায়ন সৃজনশীল প্রশ্ন উত্তর সাজেশন- এইচএসসি। PDF