এই পোস্টে গুনগত রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য জ্ঞানমূলক প্রশ্ন অনুশিলন করতে হয়। তবে মূল বইয়ে এই প্রশ্ন গুলো দেওয়া নেই। যারা যারা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন সংগ্রহ করতে চান, তারা সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
গুনগত রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১. হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্রটি কী?
উত্তর: হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্রটি হল ইলেট্রনের অবস্থান এবং গতিবেগ একত্রে কখনো সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়।
প্রশ্ন-২. কোয়ান্টাম সংখ্যা কাকে বলে?
উত্তর: পরমাণু ইলেকট্রনের কক্ষপথ ও শক্তিস্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস ও ঘূর্ণনের দিক নির্দেশক রাশিসমূহকে কোয়ান্টাম সংখ্যাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে।
প্রশ্ন-৩. বর্ণালী কী?
উত্তর: পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণের ফলে এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গমন করে, এর ফলে বর্ণালী সৃষ্টি হয়।
প্রশ্ন-৪. অরবিটাল কাকে বলে?
পরমাণুর যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা ৯০-৯৫%, ইলেকট্রন মেঘের সে অঞ্চলকে অরবিটাল বলে।
প্রশ্ন-৫. হুন্ডের নিয়মটি কী?
উত্তর: একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে উলেক্ট্রনগুলো এমভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একই মুখী হবে।
প্রশ্ন-৬. ‘ডাল্টনের পরমাণুবাদ’ তত্ত্বটি কী?
উত্তর:মৌলিক পদার্থ মাত্রই অবিভাজ্য পরমাণুর সমষ্টি নিয়ে গঠিত।
প্রশ্ন-৭. ডেমোক্রিটাস কর্তৃত প্রথম প্রস্তাবটি কি ছিল?
উত্তর: সকল বস্ত্ত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নামক অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত।
প্রশ্ন-৮. অবিচ্ছিন্ন বর্ণালী কাকে বলে?
উত্তর: অবিচ্ছিন্ন বর্ণালীতে দৃশ্যমান অঞ্চলের সব কম্পাঙ্কের অংশ বিদ্যমান থাকে তাকে অবিচ্ছিন্ন বর্ণালী বলে।
প্রশ্ন-৯. ডেমোক্রিটাস কে ছিলেন?
উত্তর: একজন গ্রীক দার্শনিক।
প্রশ্ন-১০. উপশক্তিস্তর কাকে বলে?
উত্তর: প্রধান শক্তিস্তরের অন্তুর্ভুক্ত বৃত্তাকারা বা উপবৃত্তাকার শক্তিস্তরগুলোকে উপশিক্তিস্তর বলে।
প্রশ্ন-১১. আউফবাউ শব্দের অর্থ কী?
উত্তর: আউফবাউ জার্মান শব্দটির অর্থ উপর দিকে তৈরি করা।
প্রশ্ন ১২. আলফা কণা (a) কী?
উত্তর : দ্বি-ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়নই আলফা কণা। পাঠ কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা
প্রশ্ন ১৩. কোয়ান্টাম সংখ্যা কী?
উত্তর : কোনো একটি ইলেকট্রন কোন অরবিটালে আছে, অরবিটালটি বৃত্তাকার না উপবৃত্তাকার, ইলেকট্রন নিজ অক্ষের চারিদিকে ঘড়ির কাঁটার ন্যায় না ঘড়ির গটার বিপরীত দিকে পরিভ্রমণ করে, এসব বিষয় প্রকাশের জন্য যে কয়েকটি সংখ্যার অবতারণা করা হয় তাই কোয়ান্টাম সংখ্যা।
প্রশ্ন ১৪. কোয়ান্টাম তত্ত্ব কী?
উত্তর : যে তত্ত্বে আলো বা যেকোনো বিকিরণ অসংখ্য কোয়ান্টাম সমষ্টি হিসেবে বিবেচিত হয় তাই কোয়ান্টাম তত্ত্ব ।
প্রশ্ন ১৫. স্পিন কোয়ান্টাম সংখ্যা কী?
উত্তর : নিজস্ব অক্ষের চতুর্দিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে।
গুনগত রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন এইচ এস সি ২০২৩
প্রশ্ন ১৬। কোয়ান্টাম কাকে বলে?
উত্তর : কোনো বস্তু বিচ্ছিন্নভাবে এক নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকের সমান শক্তি বিকিরণ বা শোষণ করে। শক্তির এ নির্দিষ্ট একক পরিমাণকে কোয়ান্টাম বলে।
প্রশ্ন ১৭। ইলেকট্রন বিন্যাস কাকে বলে? উত্তর : অরবিটালে ইলেকট্রনগুলো নিয়মমাফিক বিতরণ ব্যবস্থার মাধ্যমে সজ্জিত থাকে। অরবিটালে ইলেকট্রনের এই সজ্জাকে ইলেকট্রন বিন্যাস বলে।
প্রশ্ন ১৮। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে?
উত্তর : কোনো একটি ইলেকট্রন যে প্রধান শক্তিস্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে।
প্রশ্ন ১৯। অরবিট কী?
উত্তর : নিউক্লিয়াসের চারিদিকে যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনসমূহ আবর্তন করে সেই বৃত্তাকার কক্ষপথই হচ্ছে অরবিট। প্রশ্ন ৫। অরবিটাল কী? [আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ উত্তর : নিউক্লিয়াসের চারিদিকে যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা ৯০ – ৯৫% সে অঞ্চলকে অরবিটাল বলে।
প্রশ্ন ২০। হুন্ডের নীতি কী?
উত্তর : হুন্ডের নীতিটি হলো- একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে।
প্রশ্ন ২১। তড়িৎ চৌম্বক বিকিরণ কাকে বলে?
উত্তর : সকল প্রকার বিকিরণ শক্তিকে তড়িৎ চৌম্বক বিকিরণ বলে ।
প্রশ্ন ২২। তড়িৎ চুম্বকীয় বর্ণালিতে দৃশ্যমান অঞ্চলের ব্যাপ্তি কত?
উত্তর : 380nm থেকে 780 nm তরঙ্গদৈর্ঘ্য পর্যন্ত।
প্রশ্ন ২৩। পলির বর্জন নীতি কী?
উত্তর : পলির বর্জন নীতিটি হলো— একই পরমাণুতে যেকোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না।
প্রশ্ন ২৪। আউফবাউ নীতি কী? [ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম] উত্তর : আউফবাউ নীতি হলো- পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তিসম্পন্ন অরবিটাল পূর্ণ করতে থাকবে।
প্রশ্ন ২৫। বর্ণালি কী?
উত্তর : বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির সমাহারই বর্ণালি।
প্রশ্ন ২৬। রংধনু কী ধরনের বর্ণালি?
উত্তর : রংধনু বিচ্ছিন্ন বর্ণালি।
প্রশ্ন ২৭। রেডিও কম্পাঙ্ক কীভাবে উৎপত্তি হয়?
উত্তর : রেডিও এন্টেনাতে অত্যন্ত উচ্চ কম্পাঙ্কের পর্যায়ক্রমিক বিদ্যুৎ প্রবাহ দ্বারা রেডিও কম্পাঙ্কের উৎপত্তি হয়।
প্রশ্ন ২৮। কোন রশ্মির সাহায্যে জাল পাসপোর্ট শনাক্তকরণ করা হয়?
উত্তর : অতি বেগুনি (Ultraviolet) রশ্মির সাহায্যে জাল পাসপোর্ট শনাক্তকরণ করা হয়।
প্রশ্ন ২৯। লাইম্যান সিরিজ কাকে বলে?
উত্তর : H পরমাণুর ইলেকট্রন উচ্চশক্তিস্তর, n = 2, 3, 4, 5, 6, 7 থেকে n = 1 নিম্নশক্তিস্তরে ফিরে আসলে বর্ণালীতে যে রেখাসমূহ পাওয়া যায় তাকে লাইম্যান সিরিজ বলা হয়।
প্রশ্ন ৩০। বামার সিরিজ কী?
উত্তর : ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত অবস্থায় তার উচ্চতর যেকোনো শক্তিস্তর হতে এর দ্বিতীয় স্তরে আগমন করলে হাইড্রোজেন বর্ণালির দৃশ্যমান এলাকায় যে সিরিজের উদ্ভব হয় তাকে বামার সিরিজ বলে।
প্রশ্ন ৩১। তড়িৎ চুম্বকীয় বর্ণালি কী?
উত্তর : যে বর্ণালি তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে যথা, অতিবেগুনি অঞ্চল থেকে শুরু করে অবলোহিত অঞ্চল পর্যন্ত উৎপন্ন হয় তাই তড়িৎচুম্বকীয় বর্ণালি।
শেষ কথা
এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এর পাশাপাশি আরও কিছু সৃজনশীল প্রশ্ন অনুশীলন করবেন। এজন্য পাঠ্য বইয়ের সম্পূর্ণ পাঠ গুলো ভালোভাবে পড়তে হবে। এই রকম আরও সাজেশন ও প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ