দেনাপাওনা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ

দেনাপাওনা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

দেনাপাওনা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উটও এই পোস্টে দেওয়া আছে। গল্পটি বিবাহের লেনা-দেনা নিয়ে উল্লেখিত হয়েছে। মানব সমাজ টাকাপয়সা ছাড়া আর কিছু বুঝে না। বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দানসামগ্রী চাহিয়া বসিল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন; এমন পাত্র কোনোমতে হাতছাড়া করা যায় না।কিছুতেই টাকার জোগাড় আর হয় না।

বাঁধা দিয়া, বিক্রয় করিয়া, অনেক চেষ্টাতেও হাজার ছয়-সাত বাকি রহিল। এ দিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে। অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না। বিবাহসভায় একটা তুমুল গোলযোগ বাধিয়া গেল। রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে-পায়ে ধরিয়া বলিলেন, “শুভকার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।” রায়বাহাদুর বলিলেন, “টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।”

দেনাপাওনা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

এই গল্পের কিছু প্রশ্ন রয়েছে। এগুলো অনুশীলন করার মাধ্যমে সৃজনশীল প্রশ্নের ক নাম্বার সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন বোর্ড প্রশ্নের ধারনা পেয়ে যাবেন। নিচের দিকে দেয়না পাওনা প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন গুলো দিয়েছি। তো যারা প্রশ্ন গুলো পড়তে চান, নিচের দিকে চলে যান।

১। ‘রায়বাহাদুর’ কোন আমলের সরকারি খেতাব?
উত্তর : ‘রায়বাহাদুর’ ব্রিটিশ আমলের সরকারি খেতাব।

২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়?
উত্তর : পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়।

৩। ‘শরশয্যা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘শরশয্যা’ শব্দের অর্থ মৃত্যুশয্যা।

৪। ‘দেনাপাওনা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর : ‘দেনাপাওনা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

৫।  রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন।

৬। ‘দেনাপাওনা’ গল্পে কোন ঘৃণ্য সামাজিক ব্যাধির কথা বলা হয়েছে?
উত্তর : ‘দেনাপাওনা’ গল্পে সামাজিক ব্যাধি-যৌতুকের কথা বলা হয়েছে।

৭। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

৮। কার আত্মবিসর্জনের মধ্য দিয়ে ‘দেনাপাওনা’ গল্পের কাহিনি শেষ হয়?
উত্তর : নিরুপমার আত্মবিসর্জনের মধ্য দিয়ে ‘দেনাপাওনা’ গল্পের কাহিনি শেষ হয়।

৯। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।

১০। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান।

দেনাপাওনা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর

১১।  নিরুপমার বিয়েতে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিল?
উত্তর : নিরুপমার বিয়েতে বরপক্ষ ১০ হাজার টাকা পণ চেয়েছিল।

১২। রায়বাহাদুরবাবু ছেলের দ্বিতীয় বিয়েতে কত টাকা আদায় করেন?
উত্তর : রায়বাহাদুরবাবু ছেলের দ্বিতীয় বিয়েতে বিশ হাজার টাকা আদায় করেন।

১৩। রামসুন্দর মেয়েকে বাড়িতে আনার প্রস্তাব করার আগে কত টাকা সংগ্রহ করেছিলেন?
উত্তর : রামসুন্দর মেয়েকে বাড়িতে আনার প্রস্তাব করার আগে তিন হাজার টাকা সংগ্রহ করেছিলেন।

১৪।‘দেনাপাওনা’ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর : ‘দেনাপাওনা’ গল্পটি লেখকের ‘গল্পগুচ্ছ’ গ্রন্থ থেকে সংকলিত।

১৫। রামসুন্দরের নাতির বহুদিন হতে কিসে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে?
উত্তর : রামসুন্দরের নাতির বহুদিন হতে ঠেলাগাড়িতে হাওয়া খাওয়ার শখ হয়েছে।

১৬। নিরুপমার স্বামী বিয়ের পর কী হয়ে দেশান্তরি হন?
উত্তর : নিরুপমার স্বামী বিয়ের পর ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরি হন।

১৭। নিরুপমার বিয়েতে বরপক্ষ কত টাকা পণ চেয়ে বসল?
উত্তর : নিরুপমার বিয়েতে বরপক্ষ দশ হাজার টাকা পণ চেয়ে বসল।

১৮। সংসর্গদোষে হীনতা শিক্ষা হওয়ার ওজরে কাদের সাথে নিরুপমার সাক্ষাৎকার নিষিদ্ধ করা হয়েছে?
উত্তর : সংসর্গদোষে হীনতা শিক্ষা হওয়ার ওজরে বাপের বাড়ির আত্মীয়দের সাথে নিরুপমার সাক্ষাৎকার নিষিদ্ধ করা হয়েছে।

১৯। নবীনমাধব ও রাধামাধবের মাঝে তুলনা করার সময় রামসুন্দর কার নিন্দা করলেন?
উত্তর : নবীনমাধব ও রাধামাধবের মাঝে তুলনা করার সময় রামসুন্দর নবীনমাধবের নিন্দা করলেন।

২০। নিরুপমার বিয়েতে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিল?
উত্তর : নিরুপমার বিয়েতে বরপক্ষ দশ হাজার টাকা পণ চেয়েছিল।

দেনাপাওনা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

২১। দেনাপাওনা’ গল্পে রামসুন্দর মিত্রের রায়বাহাদুরের সাথে সম্পর্ক করার কারণ কী?
উত্তরঃ দেনাপাওনা’ গল্পে রামসুন্দর মিত্রের রায়বাহাদুরের সাথে সম্পর্ক করার কারণ হচ্ছে বনেদি ঘর।

২২। জেলার মধ্যে রায়চৌধুরীদের কিসের লোকবিখ্যাত প্রতিপত্তি আছে?
উত্তরঃ প্রতিমা বিসর্জনে লোকবিখ্যাত প্রতিপত্তি আছে।

২৩।  ‘দেনাপাওনা’ গল্পে নিরূপমার অন্ত্যেষ্টিক্রিয়াকে কার বিসর্জনের সাথে তুলনা করা যায়?
উত্তরঃ  প্রতিমার সাথে তুলনা করা যায়।

২৪। দেনাপাওনা’ গল্পে কে ঘরে দ্বার দিয়ে অশ্রু বিসর্জন করে?
উত্তরঃ দেনাপাওনা’ গল্পে নিরূপমা কে ঘরে দ্বার দিয়ে অশ্রু বিসর্জন করে।

২৫। রবীন্দ্রনাথকে বিশ্বকপি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য –
উত্তরঃ বীন্দ্রনাথকে বিশ্বকপি বলার ক্ষেত্রে বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্য।

২৬।  রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন।

২৭।  রামসুন্দর প্রথমবার কত টাকা নিয়ে বেহাইর কাছে এসেছিলেন?
উত্তরঃ রামসুন্দর প্রথমবার তিন হাজার টাকা নিয়ে বেহাইর কাছে এসেছিলেন।

২৮।  ‘পঞ্জর’ শব্দের অর্থ কী?
উত্তরঃ  পাঁজর হচ্ছে ‘পঞ্জর’ শব্দের অর্থ

২৯।‘দেনাপাওনা’ গল্পে সময়কালে কে উপস্থিত হলো না?
উত্তরঃ  ঋণদাতা মহাজন ‘দেনাপাওনা’ গল্পে সময়কালে উপস্থিত হলো না।

৩০। নিরূপমার বাবার নাম কী?
উত্তরঃ নিরূপমার বাবার নাম রামসুন্দর।

১৩১। সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে চান না কে?
উত্তরঃ সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে চান না রায়বাহাদুর।

৩২। নিরূপমা নামটিতে কী প্রকাশ পেয়েছে?
উত্তরঃ নিরূপমা নামটিতে বাপ-মায়ের আদর প্রকাশ পেয়েছে।

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে দেনাপাওনা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এস এস সি শিক্ষা সংক্রান্ত আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আরও দেখুনঃ

দেনা পাওনা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর বাংলা ১ম পত্র

দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১ম গদ্য পত্র এস এস সি

বই পড়া mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ- এস এস সি বাংলা ১ম পত্র

বই পড়া প্রমথ চৌধুরী। বাংলা ১ম পত্র বই পড়া অনুচ্ছেদ