বই পড়া mcq এই পোস্টে দেওয়া আছে। বই জ্ঞানের আধার। মানুষ যুগে যুগে বই পড়ার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছে, নিজের জ্ঞান ও অভিজ্ঞতার জগৎকে করেছে বিস্তৃত। মনীষীদের জীবনী পাঠে তাঁদের বই পড়ার অভ্যাস গঠনে এর প্রভাব সম্পর্কে জানা যায়।নশ্বর এ পৃথিবীতে অপার্থিব আনন্দ কেবল বই পড়াতেই পাওয়া সম্ভব। বই মানুষের দৃষ্টিকে করে উদার, মনকে করে উন্নত। বই মানুষকে সৃষ্টিশীল ও আনন্দপ্রিয় করে তােলে। উন্নত জাতি গঠনে তাই বই পড়ার বিকল্প নেই। এর জন্য মনের প্রসার ঘটানাে চাই।
বই পড়া MCQ
এখানে বই পড়া mcq গুলো দেওয়া আছে। এই প্রশ্ন গুলো অনুশীলন করলে বোর্ড প্রশ্ন সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। বিভিন্ন বহুনির্বাচনি প্রশ্নের উত্তর নিজেরাই লিখতে পারবেন। নিচে থেকে mcq প্রশ্ন উত্তর গুলো দেখেনিন।
১. প্রমথ চৌধুরীর মতে কোন কথাটি শুনলে অনেকে চমকে উঠবেন?
ক। বইপড়া সর্বশ্রেষ্ঠ শখ
খ। ধর্মের চর্চা মন্দিরের বাইরেও চলে
গ। শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয়
ঘ। লাইব্রেরির সার্থকতা স্কুল-কলেজের চাইতে একটু বেশি
উত্তরঃ ঘ
২. ‘ডেমােক্রসির গুরুয়া’ বলতে প্রমথ চৌধুরী কাদের বুঝিয়েছেন?
ক। ফরাসি
খ। ভারতীয়
গ। ইংরেজ
ঘ। আমেরিকান
উত্তরঃ গ
৩. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?
ক। প্রমথ চৌধুরী
খ। পদ্মভূষণ
গ। বীরবল
ঘ। বীরসিংহ
উত্তরঃ গ
৪. ‘দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না’- প্রমথ চৌধুরীর এ মন্তব্যে কী প্রকাশ পেয়েছে?
ক। জাতীয় দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা
খ। স্বাস্থ্য সেবার খণ্ডিত রূপ
গ। মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা
ঘ। শিক্ষাপদ্ধতির সীমাবদ্ধতা
উত্তরঃ গ
৫. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক। ক্ষীণ
খ। শির্ণ
গ। জীর্ন
ঘ। সিরনি
উত্তরঃ ক
৬. আত্মরক্ষা বাংলা সাহিত্যে কাকে “খীরবল’ নামে অভিহিত করা হয়?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে
(খ) কাজী নজরুল ইসলামকে
গ। প্রমথ চৌধুরীকে
ঘ। ড. মুহম্মদ শহীদুল্লাহকে
উত্তরঃ গ
৭. বই পড়া’ প্রবন্ধে লেখকের মতে কোথায় দর্শনের চর্চা করা যায়?
(ক) জাদুঘরে
(খ) গুহায়
(গ) মন্দিরে
(ঘ) লাইব্রেরিতে
উত্তরঃ খ
৮. “বই পড়া’ প্রবন্ধে গুরুকে উত্তরসাধক বলা হয়েছে, কারণ গুরু-
ক। শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন
খ। শিষ্যকে শিক্ষা দান করেন।
গ। শিষ্যের জ্ঞান বৃদ্ধি করেন
ঘ। শিষ্যকে পড়া মুখস্থের তাগিদ দেওয়ায়
উত্তরঃ ক
৯. বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের ওপর স্থান দিয়েছেন?
ক। হাসপাতালের
খ। স্কুল-কলেজের
গ। অর্থ-বিত্তের
ঘ। জ্ঞানী মানুষের
উত্তরঃ খ
১০. বিদ্যার সাধনায় গুরুকে উত্তরসাধক বলা হয়েছে কেন?
ক। শিষ্যকে বিদ্যা শেখান বলে
খ। শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে
গ। শিষ্যকে মানুষ করে তােলেন বলে
ঘ। শিষ্যকে জ্ঞানী করে তােলেন বলে
উত্তরঃ খ
১১. “কেননা দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আন্সার হয় না।” বাক্যটি তােমার পঠিত কোন রচনা থেকে নেওয়া হয়েছে?
ক। নিরীহ বাঙালি
খ। শিক্ষা ও মনুষ্যত্ব
গ। বই পড়া।
ঘ। নিমগাছ
উত্তরঃ গ
বই পড়া বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১২। জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ’— “মন সাপেক্ষ” অর্থ কী
ক। মনােবাঞ্ছিত
খ। মনােনিবিষ্ট
গ। মনােনির্ভরশীল
ঘ। মনােগ্রাহ্য
উত্তরঃ খ
১৩। কোন মৃত্যুর রেজিস্টারি রাখা হয় না?
ক। আত্মার
খ। দেহের
গ। পাখির
ঘ। পশুর
উত্তরঃ ক
১৪। সুশিক্ষিত লােক মাত্রই স্বশিক্ষিত’- উক্তিটি কার?
ক। প্রমথ চৌধুরীর।
খ। মােতাহের হােসেন চৌধুরীর
গ। মুহম্মদ শহীদুল্লাহর
ঘ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
উত্তরঃ ক
১৫। ‘নজির’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. উদাহরণ
খ. আরজি
গ. ভূমিকা
ঘ. নথি
উত্তরঃ ক
১৬। ‘ভাঁড়েও ভবানী’ – কথাটির অর্থ কী?
ক. প্রাচুর্য
খ. পরিশ্রমী
গ. সিক্ত
ঘ. রিক্ত
উত্তরঃ ঘ
১৭। প্রমথ চৌধুরী কত সালে এমএ ডিগ্রি লাভ করেন?
ক. ১৮৮৮
খ. ১৮৮৯
গ. ১৮৯০
ঘ. ১৮৯২
উত্তরঃ গ
১৮। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে দোষ আমাদের-
ক। শিক্ষার
খ। নিজেদের
গ। স্কুল-কলেজের
ঘ। সমাজব্যবস্থার
উত্তরঃ ক
১৯। ‘বই পড়া’ প্রবন্ধের মূল উপজীব্য কি?
ক। দেশের ভুল শিক্ষা পদ্ধতি ব্যাখ্যা করা
খ। সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারোপ
গ। জনগণের প্রতি উদ্বুদ্ধ করা
ঘ। ঘরে ঘরে লাইব্রেরী গড়ে তোলা
উত্তরঃ খ
২০। বই পড়া প্রবন্ধে সাধারণ বিশ্বাসে কাদেরকে অলস বলা হয়েছে ?
ক. যারা অর্থ উপার্জনে বিমুখ
খ. যারা স্বেচ্ছায় বই পড়ে
গ. যারা লেখাপড়ায় উৎসাহী নয়
ঘ. যারা কর্মবিমুখ
উত্তরঃ খ
২১। সাহিত্যচর্চাকে লেখক শিক্ষার কীরূপ অঙ্গ মনে করেন?
ক. সর্বপ্রধান
খ. সর্বশ্রেষ্ঠ
গ. সর্বাধিক
ঘ. সর্বময়
উত্তরঃ ক
২২। ‘ ডেমোক্রেসি ‘ শব্দের বাংলা অর্থ কী ?
ক. রাজতন্ত্র
খ. গণতন্ত্র
গ. একনায়কতন্ত্র
ঘ. কোনোটি না
উত্তরঃ খ
২৩। ‘ বই পড়া ‘ প্রবন্ধের বাহন কী ?
ক. চরিত্র
খ.কাহিনি
গ. সংলাপ
ঘ. বিষয়বস্তু
উত্তরঃ ঘ
২৪। ‘বই পড়া’ প্রবন্ধে কোন দেশের নাম উল্লেখ আছে?
ক. ফ্রান্স
খ. আর্জেন্টিনা
গ. জার্মানি
ঘ. রাশিয়া
উত্তরঃ ক
২৫। ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ দুটির ঐক্য রয়েছে নিম্নোক্ত যে বিবেচনায় –
i. জ্ঞানচর্চা
ii. সাহিত্যচর্চা
iii. গণতন্ত্রের মুক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক
বই পড়া গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন
২৬। ‘ ইনফ্যান্টাইল ‘ শব্দের অর্থ কী ?
ক. অপরিণত
খ. বর্জনীয়
গ. কদর্য
ঘ. অতিরিক্ত
উত্তরঃ k
২৭। বই পড়া ‘ প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের ?
ক. পরীক্ষা পাস
খ. অর্থপ্রাপ্তি
গ. বই পড়া
ঘ. সাহিত্য চর্চা
উত্তরঃ খ
২৮। ডেমোক্রেসি কিসের সার্থকতা বোঝে না ?
ক. শিক্ষার
খ. সাহিত্যের
গ. অর্থের
ঘ. দর্শনের
উত্তরঃ খ
২৯। ‘ বই পড়া ‘ প্রবন্ধেটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ?
ক. গল্প – সংগ্রহ
খ. প্রবন্ধ – সংগ্রহ
গ. প্রবন্ধ – সংকলন
ঘ. নির্আাচিত প্রবন্ধ
উত্তরঃ খ
৩১। প্রমথ চৌধুরীর মতে শিক্ষকের কাজ হলো –
i. শিক্ষা দান করা
ii. মনের সক্ষমতা বাড়ানো
iii. নতুন কিছু জানানো
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ
৩২। প্রমথ চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে M.A ডিগ্রি অর্জন করেন ?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ. সোরবান বিশ্ববিদ্যালয়
উত্তরঃ খ
৩৩। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী ?
ক. পি. চৌধুরী
খ. বীরবল
গ. পদ্মভূষণ
ঘ. বীরসিংহ
উত্তরঃ খ
শেষ কথা
পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে বই পড়া mcq প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এস এস সি শিক্ষা সংক্রান্ত আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে।
আরও দেখুনঃ
সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন
ফুলের বিবাহ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ১ম পত্র পিডিএফ