দেনা পাওনা গল্পের mcq প্রশ্ন উত্তর পিডিএফ বাংলা ১ম পত্র

দেনা পাওনা গল্পের mcq

দেনা পাওনা গল্পের mcq সংগ্রহ করতে পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। এখানে দেনা পাওনা প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলো অনুশীলনের মাধ্যমে বোর্ড প্রশ্ন সম্পর্কে ধারনা পাবেন। নিচে সকল বোর্ডের mcq গুলো সঠিক উত্তর সহকারে দেওয়া আছে। তাই এই পোস্ট টি পড়ুন এবং mcq প্রশ্ন গুলো পিডিএফ সংগ্রহ করে নিন।

দেনা পাওনা গল্পের mcq

এখানে mcq গুলো দেওয়া আছে। এই mcq গুলো পাঠ্য বইয়ের আলোকে তৈরি করা হয়েছে। এজন্য প্রথমে দেনা পাওনা গল্প টি সম্পূর্ণ পড়ে নিবেন। এরপর এই mcq প্রশ্ন গুলো অনুশীলন করবেন। দেনা পাওনা গল্পের mcq নিচে থেকে দেখেনিন।

১. ‘থাক, বেহাই, ওতে আমার কাজ নেই’ – কিসের বিষয়ে বলেছিলেন?
ক) পূজার
খ) পীড়ার
গ) যত্নের
ঘ) টাকার

উত্তর: (ঘ)

২. রামসুন্দর গোপন রাখলেন –
i. বাড়ি বিক্রয়ের কথা
ii. ছেলেদের গৃহহীন করার কথা
iii. নিরূপমার বাড়িতে যাওয়ার কথা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: (ক)

৩. নিরূপমার চিতায় কোন কাঠ ব্যবহার করা হয়েছিল?
ক) কাঁঠাল কাঠ
খ) চন্দন কাঠ
গ) সেগুন কাঠ
ঘ) সুন্দরী কাঠ

উত্তর: (খ)

৪. ‘দেনাপাওনা’ গল্পে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিল?
ক) পাঁচ হাজার
খ) দশ হাজার
গ) পনের হাজার
ঘ) বিশ হাজার

উত্তর: (খ)

৫. ভানুসিংহ কার ছদ্মনাম?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) গোলাম মোস্তফা

উত্তর: (ক)

৬. ‘বাঘের জন্য বাঘিনী ছিল’ – উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক) হিন্দু সমাজের স্বরূপ
খ) বহুবিবাহের ইঙ্গিত
গ) বাঙালির সংস্কার
ঘ) সামন্তবাদের ধারণা

উত্তর: (খ)

৭. ‘সরোদনে’ শব্দের অর্থ কী?
ক) রোদের সাথে
খ) হেসে হেসে
গ) কেঁদে কেঁদে
ঘ) রাগের সাথে

উত্তর: (গ)

৮. ‘দেনাপাওনা’ গল্পে বিবাহসভায় একটা তুমুল যোগাযোগ বেধে গেল কেন?
ক) কনে মূর্ছা যাওয়ায়
খ) পণের টাকা হাতে না পাওয়ায়
গ) বর বিয়ে করতে অস্বীকার করায়
ঘ) বিয়েবাড়ির খানাপিনা ভালো না হওয়ায়

উত্তর: (খ)

৯. রায় বাহাদুর বর সভাস্থ করতে চাইলেন না কেন?
ক) পণের টাকা বাকি থাকায়
খ) কণের অশোভন আচরণে
গ) লগ্ন পরিবর্তন হয়ে যাওয়ায়
ঘ) যৌতুক দিতে অস্বীকার করায়

উত্তর: (ক)

১০. ‘দেনাপাওনা’ গল্পে নিরূপমার অন্ত্যেষ্টিক্রিয়াকে কার বিসর্জনের সাথে তুলনা করা যায়?
ক) সীতা
খ) সরস্বতী
গ) প্রতিমা
ঘ) লক্ষ্মী

উত্তর: (গ)

১১. রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন?
ক) বাল্যকালে
খ) মধ্য বয়সে
গ) পরিণত বয়সে
ঘ) বৃদ্ধ বয়সে

উত্তর: (ক)

১২. ‘নিত্যক্রিয়া’ শব্দ দ্বারা বোঝায় –
ক) নৃত্যের কাজ
খ) প্রতিদিনের কাজ
গ) ভোরের কাজ
ঘ) প্রত্যুষের কাজ

উত্তর: (খ)

১৩. ‘দেনাপাওনা’ গল্পে রামসুন্দর মিত্রের রায়বাহাদুরের সাথে সম্পর্ক করার কারণ কী?
ক) মস্ত এক রায়বাহাদুর
খ) রাজা-মহারাজা
গ) বনেদি ঘর
ঘ) পাত্র ডেপুটি ম্যাজিস্ট্রেট

উত্তর: (গ)

১৪. জেলার মধ্যে রায়চৌধুরীদের কিসের লোকবিখ্যাত প্রতিপত্তি আছে?
ক) অন্ত্যেষ্টিক্রিয়ায়
খ) প্রতিমা বিসর্জনে
গ) অতিথি আপ্যায়নে
ঘ) বনেদী বংশের

উত্তর: (খ)

দেনা পাওনা প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন

১৫. বিশেষত কার আক্রোশ আর কিছুতেই মেটে না?
ক) পিতার
খ) বরের
গ) শ্বশুরের
ঘ) শাশুড়ির

উত্তর: (ঘ)

১৬. ‘দেনাপাওনা’ গল্পে সময়কালে কে উপস্থিত হলো না?
ক) ঋণদাতা মহাজন
খ) কনের মাতুল
গ) বরের পিতা
ঘ) বর স্বয়ং

উত্তর: (ক)

১৭. নিরূপমার বাবার নাম কী?
ক) রামসুন্দর
খ) রায়বাহাদুর
গ) হরমোহন
ঘ) রাধামাধব

উত্তর: (ক)

১৮. নিরূপমার অধীর হয়ে ওঠার কারণ হলো –
i. বাপের বাড়ি যাওয়ার আকাঙ্ক্ষা
ii. ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেওয়া
iii. শাশুড়ির বিরুদ্ধে বিদ্রোহী হওয়া

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: (ক)

১৯. ‘পঞ্জর’ শব্দের অর্থ কী?
ক) পুঁজি
খ) পিঞ্জর
গ) পাঁজর
ঘ) খাঁচা

উত্তর: (গ)

২০. নিরূপমার শবদাহে এমন চন্দন কাষ্ঠের চিতা এ মুলুকে কেহ কখনও দেখে নাই। – এ ধরনের আয়োজনের পেছনে রায়বাবুদের কী উদ্দেশ্য ছিল?
ক) খ্যাতির মোহ
খ) রুচিবোধ
গ) ধর্মীয় বোধ
ঘ) উদারতা

উত্তর: (ক)

২১. নিরূপমা নামটিতে কী প্রকাশ পেয়েছে?
ক) বাঙালিত্বের ঠমক
খ) নিরূপমার জ্যেষ্ঠ ভ্রাতার
গ) ঠাকুর-দেবতার উক্তি
ঘ) বাপ-মায়ের আদর

উত্তর: (ঘ)

২২. কার কাছে বাপের অপরাধের অনুতাপ গোপন করা যেত না?
ক) শাশুড়ির
খ) শ্বশুরের
গ) মেয়ের
ঘ) প্রতিবেশীর

উত্তর: (গ)

২৩. বাঙালি হিন্দুসমাজের পটভূমিতে ‘দেনাপাওনা’ গল্পে লোভী, স্বার্থপর ও সুবিধাবাদী চরিত্রের প্রতীক –
i. নিরূপমার শ্বশুর
ii. নিরূপমার শাশুড়ি
iii. নিরূপমার স্বামী

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: (ক)

২৪. সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে চান না কে?
ক) রামসুন্দর
খ) নবীনমাধব
গ) হরমোহন
ঘ) রায়বাহাদুর

উত্তর: (ঘ)

২৫. রামসুন্দর প্রথমবার কত টাকা নিয়ে বেহাইর কাছে এসেছিলেন?
ক) তিন হাজার টাকা
খ) দুই হাজার টাকা
গ) পাঁচ হাজার টাকা
ঘ) চার হাজার টাকা

উত্তর: (ক)

দেনা পাওনা MCQ

২৬. ‘বিবাহসভায় তুমুল গোলযোগ বাধিয়া গেল।’-কেন?
ক. কনে বিয়েতে অস্বীকৃতি জানানোয়
খ. বর বিয়েতে অস্বীকৃতি জানানোয়
গ. বরের পিতা বিয়েতে অস্বীকৃতি জানানোয়
ঘ. কনের বাবা বিয়েতে অস্বীকৃতি জানানোয়

উত্তরঃ গ

২৭. নিরু নিতান্ত অধীর হয়ে উঠল কেন?
ক. বাপের বাড়ি যাওয়ার জন্য
খ. শ্বশুরবাড়ি যাওয়ার জন্য
গ. স্বামীর কাছে যাওয়ার জন্য
ঘ. পণের টাকা পূরণের জন্য

উত্তরঃ ক

২৮. ‘বর সভাস্থ করা যাইবে না।’-কেন?
ক. পণের সম্পূর্ণ টাকা না পাওয়ায়✓
খ. কনে প্রতিবন্ধী প্রমাণিত হওয়ায়
গ. লগ্ন পার হয়ে যাওয়ায়
ঘ. বর অসুস্থ হয়ে পড়ায়

উত্তরঃ ক

২৯. নিরুপমার শ্বশুরবাড়ির লোকদের কাছে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল?
ক. ছেলের সুখ
খ. অপরের কল্যাণ
গ. নিজের স্বার্থসিদ্ধি
ঘ. সংসারের শান্তি

উত্তরঃ গ

৩০. বরপক্ষ বিপুল অঙ্কের পণ দাবি করলেও নিরুপমার বাবা কোনোরূপ বিবেচনা ছাড়াই রাজি হয়ে গেলেন কেন?
ক. মেয়ের সুখের কথা ভেবে
খ. নিজের সুনামের কথা ভেবে
গ. কন্যার দায়ভার থেকে মুক্তি পেতে
ঘ. অর্থের অভাব ছিল না বলে

উত্তরঃ ক

৩১. বেহাইবাড়িতে রামসুন্দরের প্রতিপত্তি ছিল না কেন?
ক. পণের টাকা শোধ না হওয়ায়
খ. সাধারণ বংশের লোক হওয়ায়
গ. ঘন ঘন যাওয়ায়
ঘ. উপহার নিতে না পারায়

উত্তরঃ ক

৩২. নিরুপমা শ্বশুরবাড়িতে ঠিকমতো যত্ন পায় না কেন?
ক. নিজের স্বভাবের কারণে
খ. শ্বশুরের দারিদ্র্যের কারণে
গ. বাবার দীনতার কারণে
ঘ. স্বামীর অবহেলার কারণে

উত্তরঃ গ

৩৩. ‘অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল।’-কেন?
ক. নিরুপমার বিদায়লগ্ন উপস্থিত হওয়ায়
খ. নিরুপমার অমঙ্গল আশঙ্কায়
গ. নিরুপমা বিয়েতে অস্বীকৃতি জানানোয়
ঘ. নিরুপমা পালিয়ে যাওয়ায়

উত্তরঃ খ

৩৪. নিরুপমার বরের অবাধ্যতার কারণ হিসেবে দু-একজন প্রবীণ ব্যক্তি কোনটিকে চিহ্নিত করলেন?
ক. শাস্ত্র ও নীতি শিক্ষার অভাব
খ. আধুনিক শিক্ষার কুফল
গ. পারিবারিক শিক্ষার অভাব
ঘ. অশিক্ষার কুফল

উত্তরঃ ক

৩৫. ‘কিন্তু ছেলেরা জানিতে পারিল।’- কোন ব্যাপারে?
ক. নিরুপমার বিয়ের ব্যাপারে
খ. বাড়ি বিক্রির ব্যাপারে
গ. পণের অঙ্কের ব্যাপারে
ঘ. রামসুন্দরের ঋণের ব্যাপারে

উত্তরঃ খ

৩৬. রামসুন্দর বসতবাড়ি বিক্রি করলেও তাঁর ছেলেরা গৃহহীন হতো না কেন?
ক. ক্রেতা দেশে থাকতেন না বলে
খ. সে বাড়িই ভাড়া করে থাকতেন বলে
গ. ক্রেতাকে ফাঁকি দিতেন বলে
ঘ. আরেকটি বাড়ি ছিল বলে

উত্তরঃ খ

৩৭. পণের বাকি টাকা জোগাড় করতে রামসুন্দর কী স্থির করলেন?
ক. বসতভিটা বিক্রি করবেন
খ. জমি-জমা বিক্রি করবেন
গ. হীন কৌশল অবলম্বন করবেন
ঘ. সমস্ত সম্পত্তি বন্ধক রাখবেন

উত্তরঃ ক

৩৮. রামসুন্দরকে নানারূপ হীন কৌশল অবলম্বন করতে হতো কেন?
ক. মেয়েকে একনজর দেখার জন্য
খ. পাওনাদারদের কাছ থেকে পালানোর জন্য
গ. বেহাইয়ের দৃষ্টিপথ এড়ানোর জন্য
ঘ. নাতি-নাতনির আবদার পূরণ করতে

উত্তরঃ খ

৩৯. রামসুন্দরের কয়টি ছেলে বিবাহিত?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

উত্তরঃ খ

৪০. রামসুন্দর প্রথমবার বাড়ি বিক্রয় স্থগিত করতে বাধ্য হলেন কেন?
ক. নিরুপমার আপত্তির কারণে
খ. ছেলেদের আপত্তির কারণে
গ. বেহাই জেনে ফেলায়
ঘ. নাতি-নাতনিদের মুখের দিকে চেয়ে

উত্তরঃ খ

দেনা পাওনা গল্পের সৃজনশীল

ঘটনাটি সাম্প্রতিক সময়ের, গ্রামের নয়- আলো ঝলমলে শহরের। বিয়ের তিন মাসের মাথায় অমানবিক নির্যাতনের শিকার হয়ে তৃষা এখন হাসপাতালে আর তার স্বামী বিপ্লব নারী নির্যাতনের মামলায় কারাগারে। বিপ্লব উচ্চশিক্ষিত ও সম্পদশালী- তৃষাও। শ্বশুরের কাছে বিয়ের পর থেকেই বিপ্লব একটি নতুন গাড়িপ্রাপ্তির জন্যে স্ত্রীর উপর ক্রমাগত চাপ দিচ্ছিল। তৃষার ইঙ্গিতে তার বাবা এ হীন চাপকে উপেক্ষা করে আসছিলেন।

ক. ‘দেনাপাওনা’ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলিত?
খ. ‘নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল’- ব্যাখ্যা করো।
গ. সময়ের পরিবর্তন হলেও গ্রাম কিংবা শহরে সমস্যা আজও একই- উদ্দীপক ও ‘দেনাপাওনা’ গল্পের আলোকে সমস্যাটি চিহ্নিত করো।
ঘ. “বিপ্লবের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোই পারে নিরু বা তৃষাদের করুণ পরিণতি থেকে মুক্তি দিতে।”- আলোচনা করো।

উত্তর দেখুন 

শেষ কথা

পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে দেনা পাওনা গল্পের mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এস এস সি শিক্ষা সংক্রান্ত আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে।

আরও দেখুনঃ

দেনা পাওনা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর বাংলা ১ম পত্র

দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১ম গদ্য পত্র এস এস সি

বই পড়া mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ- এস এস সি বাংলা ১ম পত্র

বই পড়া প্রমথ চৌধুরী। বাংলা ১ম পত্র বই পড়া অনুচ্ছেদ