এই পোস্টে আমার পরিচয় কবিতার mcq ও বহুনির্বাচনিও প্রশ্ন উত্তর শেয়ার করা হয়েছে।কবি বাংলার মুসলিম ঐতিহ্যের সুমহান নিদর্শনের পরিচয় দিতে গিয়ে সােনামসজিদের কথা বলেছেন। অসাধারণ শিল্প সৌন্দর্যমণ্ডিত এই স্থাপত্যকর্ম হােসেন শাহের রাজত্বকালে (১৪৯৩-১৫১৯ খ্রি.) নির্মিত হয়। এটি চাপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমে অবস্থিত ছােট সােনামসজিদ। একই সঙ্গে কবি আউল-বাউল, মাটির দেউলের কথাও বাঙালির ঐতিহ্য হিসেবে স্মরণ করেছেন। নিচে থেকে প্রশ্ন উত্তর গুলো সংগ্রহ করুন।
আমার পরিচয় কবিতার mcq
১. ‘আমার পরিচয়’ কবিতায় কবি বাংলার আলপথ দিয়ে কত বছর চলেন?
(ক) একশত বছর (খ) তেরোশত বছর
(গ) হাজার বছর (ঘ) লক্ষ বছর
উত্তরঃ গ
২. কবি কোন বিদ্রোহী গ্রাম থেকে আসার কথা বলেছেন?
(ক) কৈবর্তের (খ) পাল যুগের
(গ) তিতুমীরের (ঘ) সাঁওতালদের
উত্তরঃ ক
৩. কবি কোন যুগের চিত্রকলা থেকে এসেছেন?
(ক) সেন যুগের (খ) পাল যুগের
(গ) গুপ্ত যুগের (ঘ) মৌর্য যুগের
উত্তরঃ খ
৪. ‘আমার পরিচয়’ কবিতার কবি চর্যাপদের কী থেকে এসেছেন?
(ক) অক্ষর (খ) ছন্দ
(গ) ভাব (ঘ) আবৃত্তি
উত্তরঃ ক
৫. কবি কার ডিঙার বহর থেকে এসেছেন?
(ক) মাঝির (খ) নাবিকের
(গ) সওদাগরের (ঘ) জেলের
উত্তরঃ গ
৬. ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি কোন বৌদ্ধবিহার থেকে এসেছে বলে উল্লেখ আছে?
(ক) পাহাড়পুর (খ) নালন্দা
(গ) ময়নামতি (ঘ) তক্ষশিলা
উত্তরঃ ক
৭. ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি বরেন্দ্রভূমির কী থেকে এসেছে বলে উল্লেখ আছে?
(ক) বৌদ্ধবিহার (খ) সোনামসজিদ
(গ) জাদুঘর (ঘ) পলিমাটি
উত্তরঃ খ
৮. ‘আমার পরিচয়’ কবিতায় কাদের সার্বভৌম বলা হয়েছে?
(ক) পাল রাজাদের (খ) মুঘলদের
(গ) বারভূঁইয়াদের (ঘ) সেনদের
উত্তরঃ গ
৯. চর্যাপদের পাণ্ডুলিপি কোন দেশ থেকে উদ্ধার করা হয়?
(ক) নেপাল (খ) ইংল্যান্ড
(গ) ভুটান (ঘ) শ্রীলঙ্কা
উত্তরঃ ক
১০. ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি জাতির কোন বীজমন্ত্রটির কথা বলা হয়েছে?
(ক) মানুষ মানুষের জন্য
(খ) এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
(গ) আমরা বাঙালি, আমরা এক জাতি
(ঘ) সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
উত্তরঃ ঘ
১১. ‘আমার পরিচয়’ কবিতায় ব্যবহৃত ‘আলপথ’ শব্দের অর্থ কী?
(ক) সরুপথ (খ) দীর্ঘ পথ
(গ) জমির সীমানা (ঘ) দুর্গম পথ
উত্তরঃ গ
১২. বাংলা ভাষা ও সাহিত্য-ঐতিহ্যের প্রথম নিদর্শন কী?
(ক) গীতাঞ্জলি (খ) চর্যাপদ
(গ) অগ্নিবীণা (ঘ) মহুয়ার পালা
উত্তরঃ খ
১৩. ‘আমার পরিচয়’ কবিতায় কবি পলিমাটি কোমলে কীভাবে চলেন?
(ক) ধীরগতিতে (খ) খুব দ্রæত
(গ) চলার চিহ্ন ফেলে (ঘ) চলার চিহ্ন লুকিয়ে
উত্তরঃ গ
১৪. তেরোশত নদী কবিকে কী শুধায়?
(ক) কোথা থেকে তুমি এলে?
(খ) তোমার নাম কী?
(গ) তুমি কোথায় এসেছ?
(ঘ) তুমি কীভাবে এলে?
উত্তরঃ ক
১৫. চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন কে?
(ক) অবন ঠাকুর (খ) জয়নুল আবেদিন
(গ) হরপ্রসাদ শাস্ত্রী (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ
আমার পরিচয় কবিতার বহুনির্বাচনী প্রশ্ন
১৬. প্রাচীন বাংলার অতি সাধারণ মানুষের প্রাণময় জীবনচিত্র ফুটে উঠেছে কোনটিতে?
(ক) চর্যাপদে (খ) গীতাঞ্জলিতে
(গ) অগ্নিবীণায় (ঘ) মহুয়ার পালায়
উত্তরঃ ক
১৭. ‘আমার পরিচয়’ কবিতায় কবি সওদাগরের ডিঙার বহর বলতে কী বুঝিয়েছেন?
(ক) বাংলার নদ-নদীর ঐতিহ্য
(খ) বাঙালির ব্যবসায়-বাণিজ্যের ঐতিহ্য
(গ) বাংলার মাঝি-মাল্লার ইতিহাস
(ঘ) বিদেশিদের বাংলা আক্রমণের ইতিহাস
উত্তরঃ খ
১৮. চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আছে কিসে?
(ক) মঙ্গল কাব্যে (খ) চর্যাপদে
(গ) শ্রীকৃষ্ণকীর্তনে (ঘ) মহুয়ার পালায়
উত্তরঃ ক
১৯. পাল বংশের রাজত্ব টিকে ছিল কত বছর?
(ক) একশত বছর (খ) দুইশত বছর
(গ) তিনশত বছর (ঘ) চারশত বছর
উত্তরঃ ঘ
২০. ‘আমার পরিচয়’ কবিতায় কবি পাল যুগের চিত্রকলার উল্লেখ করেছেন কেন?
(ক) বাঙালির ব্যবসায়-বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে
(খ) বাঙালির শিল্পের সমৃদ্ধ ঐতিহ্য বোঝাতে
(গ) বাঙালির বিদ্রোহের ইতিহাস বোঝাতে
(ঘ) বাঙালির শোষণের ইতিহাস তুলে ধরতে
উত্তরঃ খ
২১. চর্যাপদ কখন রচিত হয়?
(ক) একশত থেকে তিনশত শতকের মধ্যে
(খ) তিনশত থেকে পাঁচশত শতকের মধ্যে
(গ) পাঁচশত থেকে নয়শত শতকের মধ্যে
(ঘ) ছয়শত থেকে এগারোশ শতকের মধ্যে
উত্তরঃ ঘ
২২. কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে?
(ক) মহীপাল (খ) দিব্য
(গ) তিতুমীর (ঘ) হাজী শরিয়তউল্লাহ
উত্তরঃ খ
২৩. ‘আমার পরিচয়’ কবিতায় কৈবর্ত বিদ্রোহের উল্লেখ করা হয়েছে কেন?
(ক) বাঙালির ব্যবসায়-বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে
(খ) বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য তুলে ধরতে
(গ) বাঙালির শোষণের ইতিহাস তুলে ধরতে
(ঘ) বিদেশি শাসকের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস বোঝাতে
উত্তরঃ খ
২৪. কত সালে বঙ্গে পাল যুগের সূচনা হয়?
(ক) ৬৫০ সালে (খ) ৭৫০ সালে
(গ) ৮৫০ সালে (ঘ) ৯৫০ সালে
উত্তরঃ খ
২৫. বঙ্গে পাল যুগের সূচনা করেন কে?
(ক) গোপাল (খ) মহীপাল
(গ) ধর্মপাল (ঘ) দেবপাল
উত্তরঃ ক
২৬. পাহাড়পুরের বৌদ্ধ-বিহার কোন জেলায় অবস্থিত?
(ক) রাজশাহী (খ) কুমিল্লা
(গ) নওগাঁ (ঘ) বগুড়া
উত্তরঃ গ
২৭. পাহাড়পুরের বৌদ্ধবিহার কত সালে আবিষ্কৃত হয়?
(ক) ১৮৭৯ সালে (খ) ১৮৮০ সালে
(গ) ১৮৮১ সালে (ঘ) ১৮৮২ সালে
উত্তরঃ ক
২৮. ‘আমার পরিচয়’ কবিতায় কবি পাহাড়পুর বৌদ্ধবিহারের উল্লেখ করেছেন কেন?
(ক) বাঙালির ব্যবসায়-বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে
(খ) বাঙালির প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে
(গ) বাঙালির মুসলিম ঐতিহ্যের পরিচয় দিতে
(ঘ) বাঙালির সাহিত্যের ইতিহাস তুলে ধরতে
উত্তরঃ খ
২৯. পাহাড়পুরের বৌদ্ধবিহার আবিষ্কার করেন কে?
(ক) হরপ্রসাদ শাস্ত্রী (খ) স্যার কানিংহাম
(গ) সুফি মোস্তাফিজুর রহমান (ঘ) লুই আই কান
উত্তরঃ খ
৩০. পাহাড়পুর বৌদ্ধবিহার তৈরি করেছিলেন কে?
(ক) গোপাল (খ) মহীপাল
(গ) ধর্মপাল (ঘ) স্যার কানিংহাম
উত্তরঃ গ
শেষ কথা
আশা করছি এই পোস্ট থেকে আমার পরিচয় কবিতার mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
আমার পরিচয় কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ