আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। এস এস সি

আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এই কবিতার অনেক ধরনের ছোট ছোট প্রশ্ন আছে। এই প্রশ্ন গুলো সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই এই পোস্টে আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সংগ্রহ করে দিয়েছি। কবি বাংলায় জন্মেছেন। বাংলায় কথা বলে তিনি ভাব বিনিময় করেন। তিনি বাংলার আলপথ দিয়ে হাজার বছরের পথ পার হয়ে এসেছেন। প্রাচীনকাল থেকে বড় বড় বাণিজ্যতরিতে করে ব্যবসায়বাণিজ্য করতেন সওদাগরেরা। এখানে মালকাব্যে বর্ণিত চাঁদ সওদাগরের সপ্তডিঙা মধুকরের কথা স্মরণ করা হয়েছে। নিচে জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে পড়ে নিন।

আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এখানে আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন গুলো দেওয়া হয়েছে। এই প্রশ্ন গুলো অনুশীলনের মাধ্যমে সৃজনশীল প্রশ্নের ক নাম্বার সম্পর্কে ধারনা পাবেন। তাই প্রশ্ন কমন পাওয়ার জন্য এই জ্ঞানমূলক প্রশ্ন গুলো পড়ে নিবেন।

১। ‘আমার পরিচয়’ কবিতায় উদ্ধৃত কমলার দীঘি কী?
উত্তর : মৈমনসিংহ গীতিকার একটি পালা।

২। আমার পরিচয়কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর : আমার পরিচয় কবিতা ‘কিশাের কবিতা সমগ্র’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

৩। পালযুগের সূচনা কত খ্রিষ্টাব্দে?
উত্তর : পালযুগের সূচনা ৭৫০ খ্রিষ্টাব্দে।

৪। চর্যাপদের পাণ্ডুলিপি কে উদ্ধার করেন?
উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন।

৫। চাঁদ সওদাগরের বাণিজ্য কোন ধরনের কাহিনি?
উত্তর : চাঁদ সওদাগরের বাণিজ্য হলাে লােককাহিনি।

৬। বড় সােনামসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : বড় সােনামসজিদ ভারতের গৌড়ে অবস্থিত।

৭। তিতুমীর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : তিতুমীর ১৭৮২ সালে জন্মগ্রহণ করেন।

৮। কত খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়?
উত্তর : আনুমানিক ১০৭০-১০৭৭ খ্রিষ্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়।

৯। পাহাড়পুরের বৌদ্ধবিহার কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর : পাহাড়পুরের বৌদ্ধবিহার ১৮৭৯ সালে আবিষ্কৃত হয়।

১০। সােনামসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : সােনামসজিদ রাজশাহীর চাপাইনবাবগঞ্জে অবস্থিত।

১১। সূর্য সেনকে কী বলে ডাকা হয়?
উত্তর : সূর্য সেনকে মাস্টার দা’ বলে ডাকা হয়।

১২। কত সালে সূর্য সেনের ফাঁসি হয়?
উত্তর : ১৯৩৪ সালে সূর্য সেনের ফাঁসি হয়।

১৩। ফরায়েজি আন্দোলনের নেতা কে?
উত্তর : হাজী শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলনের নেতা।

১৪। কত সালে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়?
উত্তর : ১৯০৮ সালে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়।

১৫। আমার পরিচয়’ কবিতায় কোন যুগের চিত্রকলার কথা বলা হয়েছে?
উত্তর : আমার পরিচয়’ কবিতায় পালযুগের চিত্রকলার কথা বলা হয়েছে।

১৬। সৈয়দ শামসুল হক কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : সৈয়দ শামসুল হক ১৯৩৫ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

আমার পরিচয় কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১৭। বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ কে?
উত্তর : বাংলাদেশে শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।

১৮। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?
উত্তর : বাংলা সাহিত্যের আদি নিদর্শন ‘চর্যাপদ’।

১৯। মহুয়ার পালা কী?
উত্তর : ‘মহুয়ার পালা’ মৈমনসিংহ গীতিকার অন্যতম একটি পালা।

২০। কবি কোন যুগের চিত্রকলা থেকে আসার কথা বলেছেন?
উত্তর : কবি পালযুগের চিত্রকলা থেকে আসার কথা বলেছেন।

২১। ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ’ সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা?
উত্তর : বৃষ্টি ও বিদ্রোহীগণ’ সৈয়দ শামসুল হকের একটি উপন্যাস।

 ২২। চর্যাপদ কে আবিষ্কার করেন?
উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন।

২৩। দেউল’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘দেউল’ শব্দের অর্থ ‘দেবালয়।

২৪। বড় সােনামসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : বড় সােনামসজিদ ভারতের গৌড়ে অবস্থিত।

 ২৫। তিতুমীর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : তিতুমীর ১৭৮২ সালে জন্মগ্রহণ করেন।

২৬। পালযুগের সূচনা কত খ্রিষ্টাব্দে?
উত্তর : পালযুগের সূচনা ৭৫০ খ্রিষ্টাব্দে।

২৭। ‘মহুয়ার পালা’ কী?
উত্তর : ‘মহুয়ার পালা’ হলাে মৈমনসিংহ গীতিকার একটি পালা।

২৮। চর্যাপদের পাণ্ডুলিপি কে উদ্ধার করেন?
উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন।

২৯। চাঁদ সওদাগরের বাণিজ্য কোন ধরনের কাহিনি?
উত্তর : চাঁদ সওদাগরের বাণিজ্য হলাে লােককাহিনি।

৩০। ‘কৈবর্ত বিদ্রোহ’ কার বিরুদ্ধে হয়েছিল?
উত্তর : কৈবর্ত বিদ্রোহ হয়েছিল মহীপালের বিরুদ্ধে।

৩১। পায়ের আওয়াজ পাওয়া যায় কী ধরনের গ্রন্থ?
উত্তর : পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত বিখ্যাত কাব্যনাটক।

৩২। পাহাড়পুরের বৌদ্ধবিহার কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর : পাহাড়পুরের বৌদ্ধবিহার ১৮৭৯ সালে আবিষ্কৃত হয়।

৩৩। সােনামসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : সােনামসজিদ রাজশাহীর চাপাইনবাবগঞ্জে অবস্থিত।

 ৩৪। কত খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়?
উত্তর : আনুমানিক ১০৭০-১০৭৭ খ্রিষ্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়।

আমার পরিচয় কবিতার অনুধাবনমূলক প্রশ্নের উত্তর পিডিএফ

১. বাঙালি কীভাবে বর্তমান অবস্থানে এসেছে? ব্যাখ্যা করো।
উত্তর : সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় বাঙালি বর্তমান অবস্থানে এসেছে। আত্মমর্যাদাবোধসম্পন্ন বাঙালি জাতির স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পেছনে আছে এক সমৃদ্ধ ইতিহাস। সহজিয়াপন্থি বৌদ্ধ কবিদের সৃষ্ট চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় মুদ্রিত হয়ে আছে। সেই অসাম্প্রদায়িক চেতনার আলোকে বাঙালিরা যুগে যুগে নানা চড়াই-উৎরাই পার করেছে। এর ফলে নানা আন্দোলন, বিপ্লব-বিদ্রোহ আর মতাদর্শের বিকাশ হতে হতে বাঙালি পৌঁছেছে বর্তমান অবস্থানে।

২. ‘আমার পরিচয়’ কবিতায় কবি কৈবর্ত বিদ্রোহের উল্লেখ করেছেন কেন?
উত্তর : ‘আমার পরিচয়’ কবিতায় কবি বাঙালি জাতির বিদ্রোহের ইতিহাস বোঝাতে কৈবর্ত বিদ্রোহের উল্লেখ করেছেন।
বাঙালি জাতি সংগ্রামী জাতি। তারা যুগ যুগ ধরে অন্যায়ের প্রতিবাদ করেছে। জীবন বাজি রেখে অন্যায়কে রুখে দিয়েছে ঐক্যবদ্ধভাবে। শাসকদলের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বাঙালির এই বিদ্রোহের ঐতিহ্যকে ধারণ করে আছে কৈবর্ত বিদ্রোহ। তাই কবি ‘আমার পরিচয়’ কবিতায় এই কৈবর্ত বিদ্রোহের উল্লেখ করেছেন।

৩. জয়বাংলাকে বজ্রকণ্ঠ বলা হয়েছে কেন?
উত্তর : জয়বাংলার প্রেরণাসঞ্চারী স্লোগানে বাঙালি স্বাধীনতা অর্জনের শক্তি ও সাহস পেয়েছিল বলে জয়বাংলাকে বজ্রকণ্ঠ বলা হয়েছে। বাংলাদেশ ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই যুদ্ধে এক অসাধারণ প্রেরণাদায়ী করেছে। তাই এই স্লোগানকে বজ্রকণ্ঠ বলা হয়েছে।

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকেআমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

আমার পরিচয় কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

আমার পরিচয় কবিতা – সৈয়দ শামসুল হক। বাংলা ১ম পত্র

অবাক সূর্যোদয় – হাসান হাফিজুর রহমান। পিডিএফ

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা MCQ প্রশ্ন উত্তর- পিডিএফ