এসএসসি ২০২১ জীববিজ্ঞান এ্যাসাইনমেন্ট সমাধান ৭ম সপ্তাহ
এসাইনমেন্টের শিরােনামঃ হাতে-কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়নের সাথে সম্পর্ক বিশ্লেষণ
হাতেকলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়নের সাথে তার সম্পর্ক বিশ্লেষণঃ
একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশঃ
জবা ফুল হল একটি আদর্শ সমাঙ্গ এবং উভলিঙ্গ ফুল। এই জবা ফুলের অংশগুলি নিম্নে আলােচনা করা হলোঃ
পুষ্প বৃন্তঃ জবা ফুল যে সরু, সবুজ, দন্ডাকার অংশের সাহায্যে কান্ড বা শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে, তাকে পুষ্প বৃন্ত বলে।
পুষ্প বৃত্তের কাজঃ পূষ্প বৃস্ত ফুল ও কান্ড বা শাখাপ্রশাখার সঙ্গে সংযােগ রক্ষা করে।
পুষ্পাক্ষঃ পুষ্প বৃত্তের ওপর যে স্ফীত অক্ষে পুষ্পস্তবকগুলি সাজানাে থাকে, তাকে পুষ্পক্ষ বলে। দলমন্ডল ও পুংস্তবকের মাঝখানের পবর্মধ্যকে অ্যান্ড্রোফোর বা পুংধর বলে। ঝুমকোলতার পুংধর থাকে, পুংস্তবক ও স্ত্রী স্তবকের মাঝখানের মধ্যকে গাইনােফোর বা স্ত্রীধর বলে। শ্বেতহুড়হুড়ের স্ত্রীধর থাকে। বৃতি ও দলমন্ডলের মাঝখানের পবকে অ্যানথােফোর বা দলধর বলে। সাইলিন নামক উদ্ভিদে দলধর থাকে।
পুষ্পাক্ষের কাজঃ পুষ্পাক্ষ ফুলের স্তবকগুলিকে (বৃতি, দলমন্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক) ধারণ করে।
পুষ্পস্তবকঃ পুষ্পাক্ষের ওপর সাজানাে বৃতি, দলমন্ডল, পুংস্তবক স্ত্রীস্তবককে পুষ্পস্তবক বলে। নিম্নে এদের ব্ণনা দেওয়া হলােঃ ।
বৃতিঃ এটি জবা ফুলের প্রথম স্তবক যা একেবারে বাইরের দিকে অবস্থিত। এটি প্রধানত সবুজ বণের। বৃতি কতকগুলি পৃথক ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতাে সবুজ অংশ নিয়ে গঠিত। এদের প্রতিটিকে বৃত্যাংশ বলে। জবা ফুলে পাঁচটি বৃত্যাংশ নিয়ে বৃতি গঠিত হয়েছে। বৃত্যাংশগুলি নীচের দিকে পরস্পর জুড়ে ঘণ্টাকার যুক্তবৃতি গঠন করেছে। বৃতির নীচের দিকে পাঁচটি সবুজ বণের উপবৃত্যাংশ থাকে। এদের একত্রে উপবৃতি বলে। উপবৃত্যাংশগুলি মুক্ত অবস্থায় থাকে।
বৃতির কাজঃ
(i ). কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকগুলিকে রােদ, বৃষ্টি ঠান্ডা বাইরের আঘাত ও কীট-পতঙ্গদের আক্রমণ থেকে রক্ষা করে।
(ii). বৃতি সবুজ হওয়ায় সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
দলমন্ডলঃ এটি ফুলের দ্বিতীয় স্তবক এবং বৃতির ভিতরের দিকে অবস্থিত। দলমন্ডলের প্রত্যেকটি পৃথক অংশকে দলাংশ বা পাপড়ি বলে। জবা ফুলে পাঁচটি লাল বণের পাপড়ি নিয়ে দলমন্ডল গঠিত হয়েছে। পাপড়িগুলির সজ্জারীতি হল পাকানাে বা ট্যইস্টেড। পাপড়িগুলির নীচের দিক সরু এবং ওপরের দিক চওড়া। পাপড়িগুলি নীচের দিকে পুংকেশরীয় নলের সঙ্গে যুক্ত থাকে এবং ওপরের দিকে মুক্ত। পাপড়িগুলি মিউসিলেজ পূর্ণ।।
দলমন্ডলের কাজঃ
i. পুংস্তবক ও স্ত্রীস্তবককে রক্ষা করা।
ii. উজ্জ্বল বণের (লাল) সাহায্যে কীট-পতঙ্গকে আকৃষ্ট করে পরাগযােগে সাহায্য করা।
পুংস্তবকঃ এটি ফুলের তৃতীয় স্তবক এবং দলমন্ডলের ভিতরের দিকে অবস্থিত। পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। পুংকেশর ফুলের পুংজনন অঙ্গ। পুংকেশর অসংখ্য এবং একগুচ্ছ। প্রতিটি পুংকেশর একটি বৃক্কাকার একপ্রকোষ্ঠী পরাগধানী এবং একটি ক্ষুদ্র পুংদন্ড নিয়ে গঠিত। পুংদন্ডগুলি পরস্পর যুক্ত হয়ে একটি নল গঠন করে। পরাগধানীর মধ্যে অসংখ্য হলুদ বর্ণের বৃহৎ ও কণ্টকিত পরাগরেণু থাকে।
পুংস্তবকের কাজঃ
পরাগরেণ ও পৃংজনন কোশ উৎপন্ন করে নিষেকে সাহায্য করে তথা বংশবিস্তারে সাহায্য করে।
স্ত্রীস্তবক : এটি ফুলের চতুর্থ স্তবক এবং পুষ্পক্ষের কেন্দ্রে অবস্থিত। স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে গভ্কেশর বা গভচক্র বলে। গভপত্র উদ্ভিদের স্ত্রীজনন অঙ্গ। জবা ফুলে পাঁচটি গর্ভপত্র পরস্পর যুক্ত হয়ে যুক্তগ্ভপত্রী গঠন করে। জবা ফুলের যুক্তগর্ভপত্রী পাঁচটি গরভরমুন্ড একটি লম্বা গভ্দন্ড এবং একটি স্ফীত গভ্ভাশয় বা ডিম্বাশয় নিযে গঠিত। ডিম্বাশয় অধিগ্ভ, ডিম্বাশয় পাঁচ প্রকোষ্ঠী এবং অমরাবিন্যাস অক্ষীয় প্রকৃতি।
স্ত্রীস্তবকের কাজঃ
জবা ফুলের ডিম্বাশয় থেকে ফল সৃষ্টি হয় না। তাই এক্ষেত্রে স্ত্রীস্তবকের কোনাে নিদিষ্ট কাজ নেই।