৬ষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা এ্যাসাইনমেন্ট সমাধান ১৪তম সপ্তাহ

৬ষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা এ্যাসাইনমেন্ট সমাধান ১৪তম সপ্তাহ

তারিখ : — সেপ্টেম্বর , ২০২১ খ্রি .
বরাবর , প্রধান শিক্ষক

রাকিবুল স্কুল ,ঢাকা।


বিষয় : সূরা আল ফাতিহা অর্থসহ তিলাওয়াত,তাজবিদ পর্যবেক্ষণ চিহ্নিত করণ ও শুদ্ধরূপের পরামর্শ বিষয়ক প্রতিবেদন।

জনাব,
বিনতি নিবেদন এই যে , আপনার আদেশ নং বা.উ.বি.৩৫৫-১ তারিখ ১৩/৯/২০২১ অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিন্মে পেশ করলাম ।

সূচনা: মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী আল-কুরআন। মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ তায়ালা শেষ নবি হযরত মুহাম্মদ (সঃ) এর উপর আল-কুরআন নাজিল করেন। আল-কুরআনে রয়েছে জ্ঞান-বিজ্ঞানের সার কথা। মানুষ কোন পথে চললে ইহকাল ও পরকালে মুক্তি লাভ করবে তা এতে বলে দেওয়া হয়েছ। আর কুরআনের সংরক্ষক স্বয়ংআল্লাহ তায়ালা। কিয়ামত পর্যন্ত আল-কুরআনের কোনরুপ পরিবর্তন হবেনা।

এটি সর্বশেষ ওসর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব।আল- কুরআন জ্ঞানসমূহের ভান্ডার।এতে রয়েছে আল্লাহ তায়ালার পরিচয়, তার গুণাবলির বর্ণনা, তার ক্ষমতা ও নিয়ামত সমূহের বর্ণনা। আল-কুরআনে সমগ্র সৃষ্ঠির সকল কিছু বর্ণিত রয়েছে।এতে সকল কিছুর জ্ঞান সন্নিবেশিত আছে। যার জ্ঞান অর্জন করা সকলের একান্ত কর্তব্য। পবিত্র কুরআন তিলাওয়াত করতে হয় সহীহ শুদ্ধভাবে ও সুন্দর ভাবে।

সূরা ফাতিহা একসঙ্গে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এ সুরাটি মানুষের অন্যতম দোয়া ও শেফা। সূরা ফাতিহার আমলে রয়েছে চমৎকার ফজিলত ও বৈশিষ্ট্য। সুরাটি বিশুদ্ধভাবে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত পাণ্ডির শুরুর দিকেই সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হয় না। তাই সূরা ফাতিহা পড়ার সময় যে ভুলগুলাে হয়। তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হল।

১. মাখরাজ ও সিফাত চিহ্নিতকরণঃ মাখরাজ আরবীশব্দ যার অর্থ হচ্ছে “উচ্চরণের স্থান। সূরা ফাতিহা পড়ার সময় মাখরাজ গুলাে শুদ্ধভাবে পড়তে হবে। তা নাহলে সূরা ফাতিহা পড়া শুদ্ধ হবেনা। সিফাত ও আরবিশব্দ যার অর্থ হল গুণাবলী বা গুণসমূহ।

তাদের কে সঠিক উচ্চারণ শিখাতে একটু সমস্যা হতে পারে তবে শিখাতে হবে। কাজটি সম্পাদন করতে পারলে অনেক বড় শিক্ষা হবে তাদের জন্য। কারণ সুরা ফাতিহা হল সবচেয়ে শুরুত্বপূর্ণ সূরা, এই সূরা ছাড়া নামাজ পড়া যায় না। এ সূরার অনেক ফজিলত। তাই আমাদের সূরা ফাতিহা ভাল ভাবে শিখতে হবে । বাংলা অথ যাতে বুঝতে কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

পবিত্র কুরআন তিলাওয়াত সহীহ শুদ্ধ না হলে গুনাহ হয়। আর আমাদের গুনাহ থেকে পরিত্রাণের জন্য সহীহ শুদ্ধভাবে তাজবিদ সহকারে পবিত্র কুরআন তিলাওয়াত করতে হবে। এবং সে অনুযায়ী আমল করতে হবে। তবেই দুনিয়া ও আখিরাতে সফলকাম হওয়া যাবে।

প্রতিবেদকের নাম : রাকিব হোসেন সজল
রোল নং : ০১
প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক,
প্রতিবেদনের শিরোনাম : সূরা আল ফাতিহা অর্থসহ তিলাওয়াত,তাজবিদ পর্যবেক্ষণ চিহ্নিত করণ ও শুদ্ধরূপের পরামর্শ বিষয়ক প্রতিবেদন
প্রতিবেদন তৈরির স্থান : ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *