৭ম শ্রেণীর কৃষি শিক্ষা এ্যাসাইনমেন্ট সমাধান ১৪তম সপ্তাহ

৭ম শ্রেণীর কৃষি শিক্ষা এ্যাসাইনমেন্ট সমাধান ১৪তম সপ্তাহ

এসাইনমেন্টের শিরােনামঃ কৃষি প্রযুক্তি

১ নং

মানসম্মত বীজঃ মানসম্মত বীজ ছাড়া সাধারণত কৃষকরা কৃষি কাজ করে লাভবান হয় না। তাই মানসম্মত বীজ সবসময় ব্যবহার করা উচিৎ। বীজ উৎপাদন একটি প্রযুক্তিগত কর্মকাণ্ড। বীজ উৎপাদনে প্রথম কাজ হলাে বীজের গুণাগুণ সংরক্ষণ করা। তাই কৃষি বিজ্ঞানীরা অবিরাম ফসলের জাতের বংশবৃদ্ধি ও গুনাগুন সংরক্ষণের ব্যাপারে চিন্তাভাবনা করছেন এবং নতুন নতুন প্রযুক্তি সংযােগ করছেন।

মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরের পালনীয় শর্তঃ

মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে শর্তগুলাে পালন করতে হবে

সেগুলাে নিম়নে উল্লেখ করা হলােঃ

বীজের বিশুদ্ধতা সংরক্ষণ,
সপ্তম শ্রেণি কৃষি শিক্ষা ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট

1 . বীজ ফসলের পৃথকীকরণ,

2 . বীজ শােধন,

3 .বীজ বপন পদ্ধতি

4 .রগিং,

5. আন্তঃপরিচর্যা,

6. বীজ ফসল কর্তন ও

7. বীজ শুকানাে ও সংরক্ষণ।


১ নং

জহিরের বীজ ফসলের জমি পৃথক রাখার কারণঃ

বীজ ফসলের জমিকে অবীজ ফসলের জমি থেকে নিরাপদ দূরত্বে রাখার নামই পৃথকীকরণ। জহিরের বীজ ফসলের জমিকে অবীজ ফসলের জমি থেকে নিরাপদ দূরত্বে পৃথক রাখার কারণ হচ্ছে এতে পর-পরাগায়নের সম্ভাবনা থাকেনা। নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে বীজ ফসলের চারদিকে বর্ডার লাইন হিসেবে একই ফসলের অতিরিক্ত চাষ করতে হয়।


২ নং

জহিরের রগিং করার কারণঃ

বীজের জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য রগিং করতে হয়। রগিং অর্থ হচ্ছে আনাকাঙ্কিত বীজের গাছ ছাড়া আগাছাসহ অন্য যে কোনাে অনাকাঙ্কিত গাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলা। ফুল আসার আগেই অনাকাঙ্কিত গাছ রগিং করা ভালাে। তাই জহির রগিং করেছেন।


৪ নং

ভালাে ফসল উৎপাদনের জন্য জহিরের ব্যবহারকৃত বীজঃ

ভালাে ফসল উৎপাদনের জন্য জহির প্রত্যয়িত বীজ ব্যবহার করবেন। কারণ কৃষকের প্রত্যয়িত বীজ ছাড়া অন্য কোন বীজ ব্যবহার করা উচিত নয়। জহির যদি ফসল উৎপাদনের প্রত্য়িত বীজ ছাড়া সারহীন বীজ ব্যবহার করে তবে ফসল ভালাে না হওয়ার আশঙ্কা বেশি থাকে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পরই বিশেষজ্ঞরা প্রত্য়িত বীজ ব্যবহারের অনুমােদন প্রদান করেন। এজন্যই জহির প্রত্যয়িত বীজ ব্যবহার করবেন।


৫ নং

মৌল ও ভিত্তি বীজের পার্থক্য কী ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *