এসএসসি ২০২১ হিসাববিজ্ঞান এ্যাসাইনমেন্ট সমাধান ৬ষ্ঠ সপ্তাহ

এসএসসি ২০২১ হিসাববিজ্ঞান এ্যাসাইনমেন্ট সমাধান ৬ষ্ঠ সপ্তাহ

লেনদেন লিপিবদ্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত

কারবারি বাট্টা: পণ্যের বিক্রয়মূল্য বিক্রেতা নির্ধারণ করে থাকে। অনেকসময় বিক্রেতা বিক্রয় বৃদ্ধির জন্য পুরবনিরধারিত বিক্রয়মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে। একে কারবারি বাট্টা বলে।
কারবারি বাট্টা দুই ধরনের হয়ে থাকে। যেমনঃ

(১) ক্রয় বাট্টা এবং
(২) বিক্রয় বাট্টা।

(১) ক্রয় বাট্টা : পন্য ক্রয়ের সময় যে বাট্টা উল্লেখ থাকে তাকে ক্রয় বাট্টা বলে।

উদাহরন: তমালের নিকট থেকে ৫% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয়। এখানে জাবেদাভুক্ত হবে ৯,৫০০ টাকার লেনদেন। অর্থাৎ ৫০০ টাকা কারবারি বাট্টা বা ক্রয় বাট্টা সেহেতু ৫০০ টাকা হিসাবভুক্ত বা জাবেদাভুক্ত হবে না।

(২) বিক্রয় বাট্টা: পন্য বিক্রয়ের সময় যে বাট্টা উল্লেখ থাকে তাকে বিক্রয় বাট্টা বলে।
উদাহরন: সাদাফের নিকট ১০% বাট্টায় ২০,০০০ টাকার পণ্য বিক্রয়। এখানে জাবেদাভুক্ত হবে ১৮,০০০ টাকার লেনদেন। অর্থাৎ ২,০০০ টাকা কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা সেহেতু ২,০০০ টাকা হিসাবভুক্ত বা জাবেদাভূক্ত হবে না।

নগদ বাট্টাঃ ব্যবসায় ক্রয় বিক্রয় অনেকসময় বাকিতে সংগঠিত হয়। ফলে দেনা-পাওনার সৃষ্টি হয়। ক্রেতা-বিক্রেতার মঝে দেনা-পাওনা দ্রুত নিস্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা চার দেয় তাই নগদ বাট্টা।
নগদ বাট্টা দুই ধরনের হয়ে থাকে। যেমনঃ

(১) প্রদত্ত বাট্টা এবং
(২) প্রাপ্ত বাট্টা।

(১) প্রদত্ত বাট্টা: দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে টাকা পাবার সময় যে পরিমান টাকা কম পাওয়া যায় বা দেনাদারকে ছাড় দেয়া হয় সে পরিমান টাকাকে প্রদত্ত বাট্টা বলা হয়। প্রদত্ত বাট্টা প্রতিষ্ঠানের জন্য খরচ বা ক্ষতি এজন্য প্রদত্ত বাট্টা ডেবিট হয়।

উদাহরন: তমালের নিকট পাওনা ১০,০০০ টাকার পূর্ন নিস্পত্তিতে ৯,৫০০ টাকা পাওয়া গেল। এখানে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট ৫০০ টাকা হবে।

(২) প্রাপ্তবাট্টা: পাওনাদারকে টাকা পরিশােধের সময় যদি প্রদেয় টাকার কম পরিশােধ করা হয় বা সে ছাড় দেয় তাকে প্রাপ্ত বাট্টা বলে। টাকা কম প্রদান করার ফলে ব্যয় কমে যায় সুতারং এটা প্রতিষ্ঠানের আয়। তাই প্রাপ্ত বাট্টা ক্রেডিট হয়।

উদাহরন : সাদাফের নিকট দেনা ২০,০০০ টাকার পূর্ন নিষ্পত্তিতে ১৮,০০০ টাকা প্রদান করা হলাে। এখানে, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট হবে ২,০০০ টাকা

ক্রয় জাবেদা প্রস্তুতকরণঃ

সহায়ক তথ্য ব্যবহার করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হল:

ক্রয় ফেরত জাবেদা প্রস্তুতকরণঃ

সহায়ক তথ্য ব্যবহার করে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হল:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *