এসএসসি ২০২১ হিসাব বিজ্ঞান এ্যাসাইনমেন্ট উত্তর ২য় সপ্তাহ

এসএসসি ২০২১ হিসাব বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২য় সপ্তাহ

জুন১ মালিক নগদ ২০,০০০ টাকা ও ৩৫,০০০ টাকা আসবাবপত্র ব্যবসায় বিনিয়ােগ করল।

জুন ১ ভাড়া পরিশােধ ৮,০০০ টাকা।

জুন ১৩ মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে নিজে ব্যবহারের জন্য ৩০,০০০ টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনল।

জুন ২০ রাদিফ এন্ড সন্সের কাছ থেকে ধারে এয় ৭,০০০ টাকা।

জুন ২৩ পাওনাদারকে পরিশােধ ৭,০০০ টাকা।

২৬ জুন ৪,০০০ টাকার পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন হলো।

জুন ৩০, ১৮,০০০ টাকা বেতনে ম্যানেজার নিয়ােগ করা হলাে।

এসএসসি ২০২১ হিসাব বিজ্ঞান এ্যাসাইনমেন্ট উত্তর ২য় সপ্তাহ


লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যঃ

ক) আর্থিক অবস্থার পরিবর্তনঃ কোন ঘটনা দ্বারা যদি কোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তখন সেটিই লেনদেন হবে। যেমন- কারবারের জন্য নগদ ১০,০০০ টাকা দিয়ে কম্পিউটার ক্রয় করা হল। এখানে প্রতিষ্ঠানের অফিস সরজ্ঞাম (কম্পিউটার) বৃদ্ধির পাশাপাশি নগদ ১০,০০০ টাকা হ্রাস পাচ্ছে। সুতরাং এই ঘঁনা দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে, সেহেতু এটি লেনদেন। অপরদিকে, আর্থিক অবস্থার পরিবর্তন না হলে সেটি লেনদেন হবে না।যেমন- মালিকের ব্যক্তিগত অর্থ হতে ৫০০ টাকা চুরি হয়েছে। এখানে ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানের কোন ক্ষতি হয়নি, ক্ষতিটি মালিকের নিজস্ব। সুতরাং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোন পরিবর্তন হয়নি।

খ) অর্থের অঙ্কে পরিমাপযােগ্যঃ লেনদেন হতে হলে ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযােগ্য হতে হবে, নতুবা ঘটনাকে লেনদেন বলা যাবে না যেমনকারবারের একজন কর্মচারীর মৃত্যু একটি ক্ষতি, যা অর্থ দ্বারা পরিমাপযােগ্য নয়, তাই এটি কোন লেনদেন নয়। কিন্তু বৃষ্টিতে পণ্য বিনষ্ট হওয়ায় ১০,০০০ টাকা ক্ষতি হলাে- সুতরাং এটি একটি লেনদেন।

গ) দ্বৈত সত্তা ও প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে।একপক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্যপক্ষ সুবিধা প্রদান করবে যেমন- দোকান ভাড়া প্রদান করা হলাে ৬০০০ টাকা। এখানে একটি পক্ষ ভাড়া খরচ হিসাব এবং অপর পক্ষ নগদান হিসাব।

ঘ) স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র ঃপ্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা হবে। যেমন- ৫০০০ টাকার পণ্য বিক্রয় করে ৫দিন পর টাকা পাওয়া গেল। এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং ৫দিন পরে টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন।

ঙ) দৃশ্যমানতা ও দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় ধরনের লেনদেন হতে পারে। যেমন- কলকজা ক্রয় করা হল ২০,০০০ টাকা, এটা একটি দৃশ্যমান লেনদেন। অন্যদিকে মেশিনের অবচয় ৫০০ টাকা এটি একটি অদৃশ্যমান লেনদেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *