সপ্তম শ্রেণীর ষষ্ঠ সাপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান
৫ম সাপ্তাহর অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশ করা হয়েছে। আজকের এই আর্টিকেলে আমরা সপ্তম সাপ্তাহর বাংলা অ্যাসইনমেন্টের সমাধান করব। যদি আপনারা বাংলা অ্যাসইনমেন্টের এই উত্তর গুলো অরুসরণ করেন তাহলে ১০০% মার্কস পাবেন। আরো সকল সাপ্তাহর অ্যাসাইনমেন্টে পেতে আমাদের সাথে থাকবেন আশা করি। আমরা সপ্তম শ্রেণীর সকল বিষয়ের উত্তর আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে সাবসক্রাউব করেনে তারা নিচের লিংক থেকে সাবসক্রাইব করে নিন।
সপ্তম শ্রেণীর ষষ্ঠ সাপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট
সপ্তম শ্রেণীর ষষ্ঠ সাপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান
শিরোনামঃ আবেদন পত্র
মনে করো তুমি মাহিন/মোহনা তোমার খেলার সাথী সাজিদ/সাজেদা করোনাভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে নাফিস/নাফিসা কে একটি চিঠি লেখ
১৩ ডিসেম্বর ২০২০
ঢাকা
প্রিয় নাফিস
আমার প্রীতি ও ভালোবাসা নিও। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি সম্প্রীতি জানতে পারলাম আমার খেলার সাথি সাজিদ করোনা ভাইরাসে আক্রান্ত। খবরটি শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল।কিন্তু তার এই অবস্থার জন্য তার অসাবধানতা দায়ী। কারণ করোনা ভাইরাস থেকে রক্ষা পাবার জন্য সেফটি ইকুপমেন্ট যেমন মাস্ক, হ্যান্ডওয়াশ কোন কিছুই সে গ্রহণ করে নি।এইজন্য সে করোনা ভাইরাসে আক্রান্ত। তবে আশার কথা এই যে ওর শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতেই ট্রিটমেন্ট নিচ্ছে। সাজিদের পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি। তা ছাড়া সাজিদের সাথে যোগাযোগ করেছি এবং ওকে সাহস দিয়েছি। শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাবার পরামর্শ দিয়েছি। প্রথমে ওর অসুস্থতার কথা শুনে আমার মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। পরবর্তীতে আমার পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিলেন এবং করোনা পরিস্থিতিতে নিজের শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বন্ধুর জন্য পরম করুনাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বললেন ।আমার বন্ধু সাজিদের জন্য দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ও পরিবারের জন্য দোয়া করিস। মহান আল্লাহ যেন তোকে তোর পরিবারের সকলের সুস্থ এবং করুণা থেকে হেফাজত করেন সেই প্রত্যাশা করি।
ইতি
তোর বন্ধু মাহিন
প্রেরক মাহিন ঢাকা, কিশোরগঞ্জ, কুলিয়ারচর পোষ্টঃ নলবাইদ-২৩৩৮ |
ডাকটিকেট প্রাপক নাফিস ঢাকা, নরসিংদী, বেলাব পোষ্ট: বেলাব-৪২৪০ |