এস এস সি গণিত সাজেশন ২০২০ | SSC Math Suggetion 2020

এস এস সি গণিত সাজেশন ২০২০


সাবাইকে সালাম জানাই । আশা করি প্রথম থেকে শেষ অবদি পড়বেন। তা না হলে সাজেশন এর কিছুই বুঝবেন। না । 

এসএসসি পরিক্ষা ২০২০ অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি ২০২০। পরিক্ষা প্রায় চলে এসেছে । যার জন্য আপনাদের অনেক টেনশন হচ্ছে। তাবে আজকে এস এস সি যে গণিত সাজেশন আমি আপনাদের দেব তা আপনাদের গণিত পরিক্ষা যত টেনশন আছে সব দূর করে দিবে। আমি আপনাদের নিশ্চয়তা দিলাম এই গণিত সাজেশন থেকে আপনাদের ১০০% কমন পরবে। 

পরিক্ষায় ভাল রেজাল্ট করতে সাজেশন এর অনেক গুরুত্ব রয়েছে। আপনি যদি এই সাজেশন অনুসরন করেন তাহলে এসএসসি গণিত পরিক্ষায় আপনার ভাল রেজাল্ট করা সহজ হয়ে যাবে। 

আপনাদের কাছে একটি অনুরুদ করছি যদি আপনারা সকল বিষয়ের সাজেশন পেতে চান তহলে সবসময় আমাদের ওয়েবসাইট ভিজিট করেবন। 


এস এস সি পরিক্ষার সকল বিষয়ের সাজেশন । 

এস এস সি গণিত পরিক্ষায় মোট সৃজনশীল আসবে ৯টি । আপনাদের উত্তর দিতে হবে ৭ টি। 

প্রথম আমি আপনাদের ৩ তিনটা গণিত অধ্যায়  সাজেস্ট করব। এই তিনটি অধ্যায় থেকে ৯০% কমন পরবে। 

অধ্যায়গুলো

  • সেট ফাংশন
  • মান নির্ণয়
  • পরিসংখ্যান

বাকি  অধ্যায়গুলো থেকেও অংক আসবে।

আপনাদের সুবিধার জন্য আমি এস এস সি গণিত সাজেশন ২০২০ ভিডিও আকারে দিয়েছি। এখানে এস এস সি গণিত সাজেশন এর  পূর্ণাঙ্গ সাজেশন পাবেন। ভিডিওটি একবার হলেও দেখবেন।ভিডিওটিতে আপনারা দেখবে পাবেন কোন অধ্যায় থেকে কত নাম্বার অংক এবং উদাহারন আসবে। ভিডিওটি মিস করবেন না। 


এস এস সি ইংরেজি ২য় পত্রের সাজেশন

সতর্কতা: শুধু এই সাজেশনের উপর নির্ভর করে পরিক্ষা দিবেন ন। 

এস এস সি গণিত সাজেশন ২০২০

আরো সাজেশন পেতে সাইটটি নিয়মিত ভিজি করুন। ধন্যবাদ সাবাইকে। ভাল থাকবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *