এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ও নাম্বার পত্র দেখার পদ্ধতি নিয়ে আজকের এই পোস্ট। এই পোস্ট টি পড়ে আপনারা জানতে পারবেন এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম। মোবাইলে খুব সহজে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার পদ্ধতি। এবং যেকোনো সালের এস এস সি রেজাল্ট বের করার নিয়ম। এখানে আপনাদের সাথে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ও সকল পদ্ধতি গুলো ধাপে ধাপেদেখানো হয়েছে।
আপনারা চাইলে মোবাইলে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। তো সম্পূর্ণ নিয়ম জানতে এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। আমাদের দেখানো নিয়ম গুলো সঠিক ভাবে অনুসর করুন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।
এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার আগে করণীয়
প্রথমে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার আগে রেজাল্ট ঘোষণার তারিখ আপনাদের কে জানতে হবে। সাধারণত রি বোর্ড পরীক্ষার রেজাল্ট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে। তাই তাদের রেজাল্ট প্রকাশের একটি সঠিক সময় রয়েছে। আপনারা যদি বিগত বছরের পরীক্ষার রেজাল্ট দেখতে চান তাহলে যেকোনো সময়েই দেখতে পারবেন। তার কারণ সেই রেজাল্ট গুলো অনেক আগেই পাবলিশ করা আছে। আপনারা মোবাইলে ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। নিচে রেজাল্ট দেখার নিয়ম আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
আপনারা মোবাইলে দুই ভাবে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। একটি হচ্ছে মোবাইলে অনলাইনে ওয়েবসাইট থেকে এবং অন্যটি হচ্ছে মোবাইলে এস এম এস এর মাধ্যমে। অনলাইনে রেজাল্ট দেখার জন্য শিক্ষা বোর্ডের দুটি ওয়েবসাইট রয়েছে। তারা এই ওয়েবসাইটে এস এস সি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে থাকে। আপনি এই ওয়েবসাইট থেকে আপনার যেকোনো সালের এস এস সি রেজাল্ট খুব সহজেই দেখতে পারবেন। আর মোবাইলে আপনার এস এস সি রেজাল্ট পেতে চাইলে একটি ডায়াল ক্রিত নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনার রোল, রেজিস্ট্রেশন নাম্বার ও পরীক্ষার সাল দিয়ে এস এম এস পাঠাতে হবে। নিচে থেকে সেই নাম্বার টি দেখেনিন।
অনলাইনে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
আপনারা অনলাইনে সরকারি ওয়েবসাইট থেকে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। এজন্য আপনারা https://eboardresults.com/v2/home ও http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইট দুইটি ভিজিট করতে হবে। তো নিচে অনলাইন থেকে ওয়েবসাইট ব্যবহার করে এস এস সি পরীক্ষার রেজাল্ট বের করার নিয়ম গুলো দেখেনিন। নিচে আপনাদের জন্য ওয়েবসাইট দুটির ঠিকানা দেওয়া থাকবে। এই ঠিকানায় ক্লিক করে আপনারা সরাসরি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
no1. https://eboardresults.com/v2/home
no2. http://www.educationboardresults.gov.bd/
মোবাইলে https://eboardresults.com/v2/home ভিজিট করে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
এখানে https://eboardresults.com/v2/home এই ওয়েবসাইট ব্যবহার করে এস এস সি পরীক্ষার ফলাফল বের করার নিয়ম ও পদ্ধতি দেখানো হয়েছে। এই ওয়েবসাইট ব্যবহার করে রেজাল্ট দেখতে চাইলে আপনারা নিচের দেখনও নিয়ম গুলো ফলো করুন।
01. প্রথমে আপনারা যেকোনো ব্রাউজার এ https://eboardresults.com/v2/homeলিখে সার্চ করুন।
02. তার পর আপনারা নিচে দেখানো একটি ইন্টারফেজ দেখতে পারবেন।
03. এখন Examination এ SSC সিলেক্ট করুন।
04. এখানে Year: অর্থাৎ পরীক্ষার সাল দিন।
05. তারপর আপনার পরীক্ষার বোর্ড সিলেক্ট করুন।
06. এখনা আপনারা Result Type এখানে Individual Results এখানে কিলক করুন।
07. আপনার বোর্ড রোল নাম্বার দিন।
10. এখন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিন।
11. তার পর আপনারা Security Key (4 digits) দেখতে পারবেন। এখানে ক্যাপচা টি পুরন করুন।
12. এটি শেষ ধাপ। এখন আপনারা Get Results এ ক্লিক করুন।
উপরের দেখানো সকল নিয়ম গুলো আপনারা সঠিক ভাবে ফলো করলে খুব সহজেই আপনার এস এস সি পরীক্ষার ফলাফল বের করতে পারবেন। আশা করছি আপনারা এই ওয়েবসাইট হতে পরীক্ষার ফলাফল বের করার নিয়ম বুঝতে পেরেছেন।
মোবাইলে www.educationboardresults.gov.bd/ ভিজিট করে এস এস সি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
আপনারা এই ওয়েবসাইট ব্যবহার করে আপনাদের এস এস সি পরীক্ষার যেকোনো সালের রেজাল্ট দেখতে পারবেন। এজন্য কিছু নিয়ম জানতে হবে। তো চলুন নিয়ম গুলো দেখেনিন।
01. প্রথমে আপনারা ব্রাউজার চলে যান এবং সেখানে http://www.educationboardresults.gov.bd/ লিখে সার্চ করুন।
02. তার পর আপনারা নিচে দেখানো পিকচার এর মতো একটি ইন্তারফেজ দেখতে পারবেন।
03. এখন Examination এ SSC সিলেক্ট করুন।
04. এখানে Year: অর্থাৎ পরীক্ষার সাল দিন।
05. তারপর আপনার পরীক্ষার বোর্ড সিলেক্ট করুন।
06. আপনার বোর্ড রোল নাম্বার দিন।
07. এখন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিন।
08. তার পর আপনারা এখানে ক্যাপচা টি পুরন করুন।
09. এখন আপনারা Submit এ ক্লিক করুন।
এই নিয়ম গুলো আপনারা সঠিক ভাবে ফলো করলে আপনাদের এস এস সি পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন।
মোবাইলে এসএমএস এর মাধ্যমে এস এস সি ফলাফল
- আপনারা প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC/DAKHIL টাইপ করবেন।
- এরপর একটি স্পেস দিবেন।
- আপনার বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর টাইপ করবেন।
- তারপর একটি স্পেস দিবেন।
- এরপর আপনার রোল নাম্বার লিখবেন।
- আবার একটি স্পেস দিতে হবে
- এরপর পরীক্ষার সাল টাইপ করতে হবে
- এই মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন ।
Exam: SSC/DAKHIL <স্পেস> DHA <স্পেস> রোল নাম্বার <স্পেস> পরীক্ষার সাল <স্পেস> 16222
send.
সকল বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লেখার নিয়ম দেখানো হয়েছে। এই অক্ষর গুলো মোবাইলে এস এম এস এর মাধ্যমে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখতে আপনাদের প্রয়োজন হবে।
- বরিশাল বোর্ড BAR
- সিলেট বোর্ড SYL
- দিনাজপুর বোর্ড DIN
- টেকনিক্যাল বোর্ড TEC
- ঢাকা বোর্ড DHA
- কুমিল্লা বোর্ড COM
- মাদ্রাসা বোর্ড MAD
- চট্টগ্রাম বোর্ড CHI
- রাজশাহী বোর্ড RAJ
- জশোর বোর্ড JES
এস এস সি পরীক্ষার মার্কশিট সংগ্রহ করুন এখান থেকে
এখানে আপনাদের সাথে মার্কশিট সংগ্রহ করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক টি থেকে যেকোনো সালের এস এস সি পরীক্ষার মার্কশিট সংগ্রহ করা হয়। আপনারা চাইলে আপনাদের মার্কশিট টি সংগ্রহ করে পিডিএফ ফাইল দেখতে পারেন। তো মার্কশিট টি সংগ্রহ করতে নিচের লিকে ক্লিক করুন।
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরীক্ষার রেজাল্ট দেখার জন্য উক্ত নিয়ম গুলো ভালোভাবে ফলো করতে হবে। আশা করছি আপনারা যেকোনো সালের এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ও সঠিক পদ্ধতি বের করতে পারবেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। শিক্ষা সম্পর্কিত ও পরীক্ষার বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে অনেক ধরনের পোস্ট রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
See More:
এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ All board PDF File here Now
এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০২২ দেখে নাও এস এস সি শেষ মুহূর্তের প্রস্তুতি
এস এস সি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম ও সঠিক পদ্ধতি [Check Now]
এস এস সি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম ও সঠিক পদ্ধতি [Check Now]