এই পোস্টে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। যারা সংক্ষিপ্ত প্রশ্ন অনুশীলন করতে চান, তারা সম্পূর্ণ পোস্ট টি পড়ুন। সেদিনের সব স্মৃতিচিহ্ন মুছে দিতে একদল মানুষ যে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে কবি তা জানেন। তারা ঢাকার প্রাণকেন্দ্র সেই মাঠখানির স্মৃতি ম্লান করে দিতে, নানা আয়ােজন করছে। যেদিন মহান কবি সেখানে দাড়িয়ে জাতিকে মুক্তির কবিতা শুনিয়েছিলেন, সেদিন সেখানে শিশুপার্ক ছিল না।
কালাে হাত, সেই স্মৃতি মুছে দিতেই এসব স্থাপনা গড়ে তুলেছে। আজ অশুভ শক্তির যে উত্থান ঘটেছে। তাতে সব ইতিবাচক ভাবনা, সৌন্দর্য ও কল্যাণ ধ্বংস করার প্রয়াস চলছে। শত্রুরা এ ধ্বংসের শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে। তারা আজ শুভ চিন্তার বিরুদ্ধে অশুভ চিন্তাকে দাড় করছে। উন্মুক্ত উদ্যানের বিরুদ্ধে তারা নিজেদের স্বার্থের উদ্যান গড়ে তুলছে। তারা ইতিহাসের সত্যের বিরুদ্ধে মিথ্যার জাল বিস্তার করছে। নিচে থেকে গুরুত্বপূর্ণ অনুধাবন ও সাধারণ প্রশ্নের উত্তর পড়ুন।
স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো জ্ঞানমূলক প্রশ্ন
এখানে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর শেয়ার করা হয়েছে। এই প্রশ্ন গুলো সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। তাই আপনারা প্রশ্ন গুলো সংগ্রহ করে নিন।
প্রশ্ন ১। আগামী দিনের শিশু কোথায় দোল খাবে?
উত্তর : আগামী দিনের শিশু দোল খাবে শিশুপার্কের রঙিন দোলনায়।
প্রশ্ন ২। উদ্যান’ শব্দটির অর্থ কী?
উত্তর : উদ্যান’ শব্দটির অর্থ বাগান, একটু বড় পরিসরের বাগান।
প্রশ্ন ৩। প্রেমাংশুর রক্ত চাই’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর :কবি নির্মলেন্দু গুণ।
প্রশ্ন ৪। কার মতাে দৃপ্ত পায়ে হেঁটে কবি জনতার মঞে এসে দাঁড়ালেন?
উত্তর : রবীন্দ্রনাথের মতাে দৃপ্ত পায়ে হেঁটে কবি জনতার মঞে এসে দাড়ালেন।
প্রশ্ন ৫। কারখানা থেকে মাঠে কে ছুটে এলাে?
উত্তর : কারখানা থেকে মাঠে লােহার শ্রমিক ছুটে এলাে।
প্রশ্ন ৬। কবি তার অমর কবিতাখানি কীভাবে শােনালেন?
উত্তর : কবি তার অমর কবিতাখানি শােনালেন গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে।
প্রশ্ন ৭। লক্ষ বিদ্রোহী শ্রোতা কেন বসে আছে?
উত্তর : লক্ষ বিদ্রোহী শ্রোতা কখন কবি আসবেন সেই অপেক্ষায় বসে আছে।
প্রশ্ন ৮। রােধে’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘রােধে’ শব্দটির অর্থ রােধ করে, বাধা দেওয়া বা বন্ধ করে দেওয়া।
প্রশ্ন ৯। ‘ভবঘুরে’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘ভবঘুরে’ শব্দটির অর্থ যাদের কোনাে আশ্রয় বা কাজ নেই অর্থাৎ বেকার ঘুরে বেড়ায়।
প্রশ্ন ১০। কখন জনসমুদ্রে জোয়ার লাগল?
উত্তর : যখন কবি মঞ্চে এসে দাঁড়ালেন তখন জনসমুদ্রে জোয়ার লাগল।
প্রশ্ন ১১। ‘শােভিত’ শব্দের অর্থ কী?
উত্তর : শােভিত’ শব্দের অর্থ সজ্জিত।
প্রশ্ন ১২। লাঙল-জোয়াল কাঁধে কারা এসেছিল?
উত্তর : লাঙল-জোয়াল কাঁধে উলঙ্গ কৃষক এসেছিল।
প্রশ্ন ১৩। কবির বিরুদ্ধে কে?
উত্তর :কবির বিরুদ্ধে কবি।
স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন ১৪। ‘বজ্রকণ্ঠ বাণী’ অর্থ কী?
উত্তর : বজ্রকণ্ঠ বাণী অর্থ- সহজে উদ্দীপ্ত দ্যুতিময় বঙ্গবন্ধুর বাণী।
প্রশ্ন ১৫। আগামী দিনের কবি কারা?
উত্তর : আগামী দিনের কবি হলাে অনাগত শিশুরা
প্রশ্ন ১৬। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি’ আখ্যা দেয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজউইক’ পত্রিকা বঙ্গবন্ধু শেখ, মুজিবুর রহমানকে রাজনীতির কবি’ আখ্যা দেয়।
প্রশ্ন ১৭। ‘নিউজউইক’ পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে কী বলে আখ্যায়িত করেছিল?
উত্তর : নিউজউইক’ পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ বলে আখ্যায়িত করেছিল।
প্রশ্ন ১৮। চোখে স্বপ্ন নিয়ে কারা এসেছিল?]
উত্তর : চোখে স্বপ্ন নিয়ে মধ্যবিত্ত এসেছিল।
প্রশ্ন ১৯। কারা হাতের মুঠোয় মৃত্যু এবং চোখে স্বপ্ন নিয়ে এসেছিল ভাষণ শুনতে?
উত্তর : মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ-কেরানি; নারী, বৃদ্ধ, ভবঘুরে আর পাতা কুড়ানি শিশুরা হাতের মুঠোয় মৃত্যু এবং চোখে স্বপ্ন নিয়ে এসেছিল ভাষণ শুনতে।
প্রশ্ন ২০। সেই দিন এই মাঠ কেমন ছিল?
উত্তর : সেই দিন এই মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়।
প্রশ্ন ২১। “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর :কবিতাটি ‘চাষাভূষার কাব্য’ থেকে নেওয়া হয়েছে।।
প্রশ্ন ২২। হাতের মুঠোয় মৃত্যু নিয়ে কারা ৭ই মার্চের ভাষণ শুনতে এসেছিল?
উত্তর : হাতের মুঠোয় মৃত্যু নিয়ে মধ্যবিত্তরা এই মার্চের ভাষণ শুনতে এসেছিল।
প্রশ্ন ২৩। প্রাণের সবুজ কী?
উত্তর : প্রাণের সবুজ হলাে আমাদের স্বাধীনতা।
প্রশ্ন ২৪। ছােটদের জন্য লেখা নির্মলেন্দু গুণের গ্রন্থটির নাম কী?
উত্তর : ছােটদের জন্য লেখা নির্মলেন্দু গুণের গ্রন্থটির নাম ‘কালােমেঘের ভেলা’।
স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার অনুধাবনমূলক প্রশ্ন
এখানে জ্ঞানমূলক প্রশ্নের পাশা-পাশী অনুধাবনমূলক বা বর্ননামুলক প্রশ্ন দেওয়া হয়েছে। যা খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন গুলো পড়লে সৃজনশীল এর খ নাম্বার জানতে পারবেন। নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে দেখেনিন।
প্রশ্ন ১। মানুষের ব্যাকুল প্রতীক্ষা কেন ছিল?
উত্তর : মানুষের ব্যাকুল প্রতীক্ষা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শােনার জন্য।
১৯৭১ সালের ৭ই মার্চ বাংলার মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠনিঃসৃত বক্তব্য শােনার জন্য। ঢাকার রেসকোর্স ময়দানে অপেক্ষা করছিল লাখ লাখ মানুষ। তারা ব্যাকুল হয়ে বসেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শােনার অপেক্ষায়। রেসকোর্স মাঠে এসে তিনি কী নির্দেশ দেন, কী আশার বাণী শােনান, তা শােনার জন্যই লাখ লাখ মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিল। কারণ পাকিস্তানি শাসকদের অত্যাচারে বাংলার মানুষ তখন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা তখন সঠিক পথনির্দেশনা চেয়েছিল।
প্রশ্ন ২। গণসূর্যের মঞ’ বলতে কী বােঝ?
উত্তর : গণসূর্যের মঞ’ বলতে তেজীয়ান দ্যুতি ও বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী প্রাণপ্রিয় নেতার গণমানুষের মুক্তির বাণী উচ্চারণের নির্দিষ্ট মঞকে বােঝানাে হয়েছে।
১৯৭১ সালের ৭ই মার্চ বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠনিঃসৃত ভাষণ শােনার জন্য ঢাকার রেসকোর্স ময়দানে অপেক্ষা করছিল লাখ লাখ জনতা। তারা ব্যাকুল হয়ে উঠেছিল তাদের প্রিয় নেতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপেক্ষায়। তাদের প্রিয় নেতার ভাষণের মঞ থেকে কী নির্দেশ আসে, তাদের নেতা কী আশার বাণী শােনান সেজন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তখন উপস্থিত জনতার কাছে চেতনাদীপ্তির দিক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন গণসূর্য। তিনি যে মঞে এসে দাঁড়াবেন, ভাষণ দেবেন তা যেন গণসূর্যের মঞ।
প্রশ্ন ৩। “অতঃপর কবি এসে জনতার মঞে দাঁড়ালেন। কোন কবি, কেন তিনি কবি?
উত্তর : “অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।”— এখানে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি বলা হয়েছে।
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে’ কবিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের মূল বিষয়টি বর্ণিত হয়েছে। এই ভাষণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি স্বৈরশাসনের নিগড় থেকে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। তিনি বর্জকণ্ঠে ঘােষণা করেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ তাঁর ডাকে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের মানুষ। মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করে। বাঙালির শিকড় থেকে জেগে ওঠা এই সংগ্রামী নেতাকে কবি তাই রাজনীতির কবি’ বলেছেন এবং তার কণ্ঠনিঃসৃত বক্তব্যকে ‘অমর কবিতাখানি’।
শেষ কথা
আশা করছি এই পোস্ট থেকে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
পিডিএফ স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো সৃজনশীল প্রশ্ন ও উত্তর