পৃথিবী ও মহাকর্ষ ৮ম শ্রেণি সৃজনশীল প্রশ্ন ও উত্তর

পৃথিবী ও মহাকর্ষ ৮ম শ্রেণি সৃজনশীল

মহাকর্ষ হলো একটি প্রাকৃতিক বলীয় শক্তি, যা বস্তুগুলি একে অপরের কাছে আকর্ষণ করে। মহাকর্ষ একটি গুরুত্বপূর্ণ নীতির ফলে পৃথিবীকে গ্রহ সূর্যগ্রহের আশেপাশে বিবেচনা করা যেতে পারে। এটি প্রতিষ্ঠানের চাপের কারণে গতিতে মহাকর্ষ বল প্রয়োগ করা যায় না, তবে প্রাকৃতিক সূত্রের সাথে সাথে ব্যবহার করা হয়। মহাকর্ষের সাথে পৃথিবীর মধ্যের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পৃথিবীর প্রাকৃতিক গতি এবং আকারের নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পৃথিবীর প্রয়োজনীয় ত্বরণ ও আদর্শ গতি প্রদান করে। নিচে পৃথিবী ও মহাকর্ষ ৮ম শ্রেণি সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া আছে।

পৃথিবী ও মহাকর্ষ ৮ম শ্রেণি সৃজনশীল

পৃথিবী এবং অন্য যেকোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষজ বা মাধ্যাকর্ষণ বলে। – মাধ্যাকর্ষণ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলে। – অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ g-এর আদর্শ মান ৯.৮ মিটার/সেকেন্ড২।  পৃথিবী ও মহাকর্ষ নিয়ে অনেক ধরনের সৃজনশীল প্রশ্ন আছে। এই পোস্টে পৃথিবী ও মহাকর্ষ ৮ম শ্রেণি সৃজনশীল গুলো শেয়ার করা হয়েছে।

সৃজনশীল প্রশ্ন ১ঃ 

৫ কেজি ও ১০ কেজি ভরের দুইটি বন্তু একটি উঁচু দালানের ছাদ থেকে ভূপৃষ্ঠের দিকে ছেড়ে দেয়া হলো। বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৫০০ সেন্টিমিটার ।

ক. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কাকে বলে?
খ. লিফট যখন নিচে নামতে শুরু করে, তখন লিফটযাত্রী নিজেকে হালকা অনুভব করে কেন? ব্যাখ্যা কর।
গ. দেখাও যে, বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল F = 200 G নিউটন, এখানে ‘G’ মহাকর্ষীয় ধ্রুবক।
ঘ. বস্তুদ্বয়কে চাঁদে নিয়ে গেলে তাদের ওজনের সমষ্টি ভিন্ন হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ২ঃ 

একজন ব্যক্তি ওজন এবং ওজন অনুভব করা এক কথা নয়। পৃথিবীতে কোনো ব্যক্তির ওপর পৃথিবীর আকর্ষণ বল থাকবেই কিন্তু তিনি সেই ওজন অনুভব করবেন কেবল তখনই যখন তার ওজনের, সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার ওপর প্রযুক্ত হবে।

ক. ভর কাকে বলে?
খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝ?
গ. এ ব্যক্তির ওপর পৃথিবীর কোন আকর্ষণ বল কাজ করছে?
ঘ. নিউটনের তৃতীয় সূত্রের আলোকে উদ্দীপকে উদ্ধৃত ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৩ঃ

দুটি বস্তু P ও Q এর ভর যথাক্রমে ৫০০ গ্রাম ও ২ কেজি। এরা পরস্পর থেকে ২ মিটার দূরে অবস্থিত।

ক. ভর কাকে বলে?
খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝায়?
গ. P বস্তুর ওজন নির্ণয় কর ।
ঘ. P ও Q বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৪ঃ

৯০ কেজি ভরের একটি চিনির বস্তা নিয়ে ৮ম শ্রেণির ছাত্র তমালের মনে অনেক প্রশ্নের উদয় হলো । ভবিষ্যতে সে নাসার বিজ্ঞানী হতে চায়।

ক. মহাকাশ কী?
খ. গ্যালাক্সি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের চিনির বস্তা চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হবে? নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের চিনির বস্তা উত্তর মেরুতে নিয়ে গেলে তার ওজনের কী ধরনের পরিবর্তন হবে? গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর।

শেষ কথা

মহাকর্ষ পৃথিবী ও মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী শক্তি। ৮ম শ্রেণির বিজ্ঞান বিষয়ক পাঠ্যক্রমে মহাকর্ষের ধারণা ও এর প্রভাব ব্যাপকভাবে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মনে আগ্রহ জাগানোর জন্য এই বিষয়ে সৃজনশীল প্রশ্ন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো শুধুমাত্র তথ্যভিত্তিক জ্ঞান পরীক্ষা করে না বরং শিক্ষার্থীদের চিন্তাভাবনার দক্ষতা বৃদ্ধি করে, তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা করতে উৎসাহিত করে এবং মহাকর্ষ সম্পর্কে আরও গভীরভাবে জানতে অনুপ্রাণিত করে।

আরও দেখুনঃ

পৃথিবী ও মহাকর্ষ ৮ম শ্রেণি

One Comment on “পৃথিবী ও মহাকর্ষ ৮ম শ্রেণি সৃজনশীল প্রশ্ন ও উত্তর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *