পয়লা বৈশাখ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর বাংলা ১ম পত্র

পয়লা বৈশাখ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

এখানে পয়লা বৈশাখ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন গুলো নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্রের গদ্য অংশ থেকে সংগ্রহ করা হয়েছে। এই ধরনের প্রশ্ন সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই রকম প্রশ্ন অনুশীলনের মাধ্যমে সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের উত্তর সম্পর্কে জানতে পারবেন। নিচে পিডিএফ ফাইল সহ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো দেওয়া আছে। তাই আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ে প্রশ্ন উত্তর গুলো সংগ্রহ করেনিন।

পয়লা বৈশাখ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

 ১। সুদূর অতীতে কোন সমাজের সঙ্গে পয়লা বৈশাখের বলে অবিচ্ছেদ্য যােগসূত্র ছিল?
উত্তর : সুদূর অতীতে কৃষি সমাজের সঙ্গে পয়লা বৈশাখের এদেশের অবিচ্ছেদ্য যােগসূত্র ছিল।

২| বাংলা নববর্বের আর একটি প্রধান অনুষ্ঠান কী?
উত্তর: বৈশাখী মেলা।

৩| পূর্ব পাকিন্তানে এ উৎসবটি পালন করতে না দেওয়ার কারণ কী?
উত্তর : পাকিস্তান আমলে পূর্ববাংলার বাঙালিদের এ উৎসবে পালন করতে দেওয়া হয়নি। কারণ এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী ছিল।

৪। কবীর চৌধুরী কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : কবীর চৌধুরী ১৯২৩ সালের ৯ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।১৫। বাঙালির জাতীয় উৎসব কী?
উত্তর : বাঙালির জাতীয় উৎসব হলাে নববর্ষ উৎসব।

৫। কত বছর পূর্বে ‘আইন-ই-আকবরী গ্রন্থ লেখা হয়?
উত্তর : প্রায় সাড়ে তিন শ বছর।

 ৬। বাংলা নববর্ষ উদ্যাপনকে অবলম্বন করে কখন সাম্রাজ্যবাদবিরােধী চেতনা সৃষ্টি হয়েছিল?
উত্তর : বিংশ শতাব্দীর প্রথমার্ধে ।

৭। উপমহাদেশ বিভক্তির ফলে কোন দেশ সৃষ্টি হয়েছিল?
উত্তর : পাকিস্তান।

৮। কাদের ধর্মনিরপেক্ষতার আদর্শ দীর্ঘদিনের?
উত্তর : বাঙালির ধর্মনিরপেক্ষতার আদর্শ দীর্ঘদিনের।

৯। ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তিকে কী শক্তি বলা হয়েছে?
উত্তর : ইংরেজু সাম্রাজ্যবাদী শক্তিকে বেনিয়া শক্তি বলা হয়েছে।

১০। বাংলার শেষ স্বাধীন নবাব কে?
উত্তর : বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ।

১১। সংগ্রামীচেতনার দিক থেকে মীর মদন ও মােহন লাল আমাদের কী?
উত্তর : মীর মদন ও মােহন লাল আমাদের ঐতিহ্য।

১২। ধর্মের নামে কারা নৃশংসতা করেছিল?
উত্তর : ধর্মের নামে পাকিস্তানি শাসকরা নৃশংসতা করেছিল।

পয়লা বৈশাখ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

১৩| কিসের ইতিহাস এখনও সস্পষ্টভাবে জানা যায়নি?
উত্তর: বাংলা সনের ইতিহাস।

১৪। কবীর চৌধুরী কবে মৃত্যুবরণ করেন?
উত্তর : কবীর চৌধুরী ২০১১ সালের ১৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

১৫। প্রায় সব দেশে কী উদ্যাপনের প্রথা প্রচলিত আছে?
উত্তর : প্রায় সব দেশে নববর্ষ উদ্যাপনের প্রথা প্রচলিত আছে।

১৬| সম্রাট আকব্ব কোন কোন সনের সমন্বয় সাধন করে বলা সন চালু করেন?
উত্তর: চন্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় সাধন করে।

১৭| বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদ্যাপনের সাথে সাথে নাৰ ও জমিদাররা আর কী অনুষ্ঠান চালু করেন?
উত্তর: পুণ্যাহ অনুষ্ঠান।

১৮| পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান কী ছিল?
উত্তর: হালখাতা।

 ১৯। স্বাধীন বাংলাদেশের কোন দিনটি উৎসবমুখর হয়ে ওঠে?
উত্তর : স্বাধীন বাংলাদেশের নববর্ষের দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।

২০| হালখাতা অনুষ্ঠানটি কারা করতেন?
উত্তর: হালখাতা অনুষ্ঠানটি ব্যবসায়ীরা করতেন।

২১| কী উপলক্ষে দোকানিরা ঝালর কাটা লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে দেকান সাজাতেন?
উত্তর: হালখাতা।

২২| নববর্ষে চট্টগ্রামে কী,খেলার প্রচলন আছে?
উত্তর : নববর্ষে চট্টগ্রামের নানা জায়গায় বলী বা কুস্তি খেলার প্রচলন আছে।

২৩| ১৯৫৪ সালের নির্বাচনে জয়ী হয় কোন দল?
উত্তর : ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হয়।

২৪। নববর্ষের মধ্যে কোন ধারণাটি প্রচ্ছন্ন থাকে?
উত্তর : নববর্ষের মধ্যে নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা প্রচ্ছন্ন থাকে।

পয়লা বৈশাখ গল্পের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

২৫। কে বাংলা নববর্ষকে এদেশের জনগণের ‘নওরােজ’ বলে অবিচ্ছেদ্য উল্লেখ করেছেন?
উত্তর : ঐতিহাসিক আবুল ফজল বাংলা নববর্ষকে এদেশের জনগণের ‘নওরােজ’ বলে উল্লেখ করেছেন।

২৬। ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলেছেন?
উত্তর : ঐতিহাসিক আবুল ফজল বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরােজ বলে উল্লেখ করেছেন।

২৭। পয়লা বৈশাখে বাঙালির কোন উৎসব হয়?
উত্তর: পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উৎসব হয়।

২৮। যুক্তফ্রন্টের সরকার পরাজিত করে কোন দলকে?
উত্তর : যুক্তফ্রন্টের সরকার পরাজিত করে মুসলিম লীগকে।

 ২৯। বাংলা নববর্ষকে এদেশের নওরােজ বলেছেন কে?
উত্তর : বাংলা নববর্ষকে এদেশের নওরােজ বলেছেন বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তাঁর ‘আইন-ই-আকবরী গ্রন্থে।

৩০। ‘স্বাদেশিকতা’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘স্বাদেশিকতা’ শব্দটির অর্থ দেশপ্রেমিকতা ।

৩১। পয়লা বৈশাখ’ রচনায় সাম্রাজ্যবাদী বেনিয়াশক্তি বলা হয়েছে কাদের?
উত্তর : পয়লা বৈশাখ রচনায় তৎকালীন পাকিস্তানি শাসকদের সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তি বলা হয়েছে।

৩২। ‘এসাে, এসাে, এসাে হে বৈশাখ’ গানটির রচয়িতা কে?
উত্তর : ‘এসাে, এসাে, এসাে হে বৈশাখ’ গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।৩৩। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব কোনটি?
উত্তর : বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হলাে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ।

৩৪। ‘আইন-ই-আকবরী’ গ্রন্থ কার লেখা?
উত্তর : ‘আইন-ই-আকবরী গ্রন্থটি বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজলের লেখা।

৩৫। শামসুজ্জামান খান রচিত রম্যরচনা দুটির নাম কী?
উত্তর: “ঢাকাই রঙ্গরসিকতা” ও “গ্রাম বাংলার রঙ্গরসিকতা”।

৩৬। বাংলা নববর্ষ’ কার লেখা?
উত্তর : বাংলা নববর্ষ শামসুজ্জামান খান এর লেখা।

৩৭। আমাদের প্রধান জাতীয় উৎসব কী?
উত্তর : বাংলা নববর্ষ।

৩৮। “ঢাকাই রঙ্গরসিকতা’ রম্যরচনা প্রথটি কার লেখা?
উত্তর : শামসুজ্জামান খানের।

৩৮। নববর্ষ উৎসব কখন হয়?
উত্তর : পহেলা বৈশাখে।

৩৯। নববর্ষের দিনে আমরা একে অন্যকে কী বলি?
উত্তর : শুভ নববর্ষ।

৪০। কত সালে বলী খেলার প্রচলন হয়েছিল?
উত্তর : ১৯০৭ সালে।

৪১। “দুনিয়া মাতানাে বিশ্বকাপ’ শামসুজ্জামান খানের কী ধরনের রচনা? |
উত্তর : শিশু সাহিত্য।

৪২। নববর্ষে জমিদারদের খাজনা আদায়ের অনুষ্ঠানকে কী বলা হতাে?
উত্তর : পুণ্যাহ।

৪৩। সব সংস্কৃতিতেই কোন উৎসব উদ্যাপনের প্রথা প্রচলিত আছে?
উত্তর : সব সংস্কৃতিতেই নববর্ষ উৎসব উদ্যাপনের প্রথা প্রচলিত আছে।

৪৪। শামসুজ্জামান খান বর্তমানে কোথায় কর্মরত আছেন?
উত্তর : বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে।

শেষ কথা

 আশা করছি  এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এখান থেকে পয়লা বৈশাখ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। শিক্ষা সংক্রান্ত এই রকম আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। নবম-দশম শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন উত্তর এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আরও দেখুনঃ

পয়লা বৈশাখ বাংলা গল্প-কবীর চৌধুরী বাংলা ১ম পত্র পিডিএফ

PDF মমতাদি গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর বাংলা ১ম পত্র

মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ- এস এস সি

PDF মমতাদি গল্পের MCQ। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর