মমতাদি গল্পের MCQ। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর -PDF

মমতাদি গল্পের MCQ

মমতাদি গল্পের mcq প্রশ্ন উত্তর সংগ্রহ করতে এই পোস্ট টি পড়ুন। এখানে মমতাদি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ mcq ও বহুনইর্বাচনি প্রশ্ন উত্তর দেওয়া আছে।আমি মাথা নাড়লাম। সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারি লজ্জা করতে লাগল।তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চলল সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্যে হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত।হঠাৎ মা এলেন। সে দুহাতে আমাকে একরকম জড়িয়েই ধরে ছিল, হাত সরিয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ ব্রিত হয়ে উঠল, দুচোখে ভয় দেখা দিল।

কিন্তু সে মুহূর্তের জন্য। পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল, এত কথা কইতে পারে আপনার ছেলে। তখন বুঝিনি, আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি, নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে। মা যদি বলতেন, খোকা উঠে আয়,- যদি কেবল মুখ কালো করে সরে যেতেন, পরদিন থেকে সে আর আসত না। পনের টাকার খাতিরেও না, স্বামীপুত্রের অনাহারের তাড়নাতেও না। মা হাসলেন। বললে, ও ওইরকম। সারাদিন বকবক করে। বেশি আস্কারা দিও না, জ্বালিয়ে মারবে।

মমতাদি গল্পের MCQ

এখানে মমতাদি গল্পের MCQ গুলো দেওয়া আছে। এই mcq প্রশ্ন উত্তর অনুশীলন করলে বোর্ড প্রশ্নের বহুনির্বাচনি প্রশ্ন সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। সকল বোর্ডের mcq প্রশ্নের সমাধান গুলোও এই পোস্টেই দেওয়া হয়েছে। যাদের প্রশ্ন উত্তর গুলো প্রয়োজন তারা নিচে থেকে সংগ্রহ করে নিন।

১. মমতাদির স্বামীর কয় মাস যাবৎ চাকরি নেই?
ক. এক মাস
খ. দুই মাস
গ. তিন মাস
ঘ. চার মাস

উত্তরঃ ঘ

২. মমতাদি কপালের ক্ষত চিহ্নটি স্কুলপড়ুয়া ছেলেটির কাছে কী মনে হয়?
ক. ভয়ংকর এক গর্ত
খ. চামড়া ওঠা ঘা
গ. আন্দাজে পরা টিপ
ঘ. সাদা রঙের প্রলেপ

উত্তরঃ গ

৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘অতসীমামী’ নামক গল্পটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. বিচিত্রা
খ. বিজলী
গ. শিখা
ঘ. বিশ্বভারতী

উত্তরঃ ক

৪. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৫
খ. ১৯০৬
গ. ১৯০৭
ঘ. ১৯০৮

উত্তরঃ ঘ

৫. মমতাদি কোথায় থাকে?
ক. জীবনময়ের গলিতে
খ. ভুবনময়ের গলিতে
গ. মুখুয্যেবাড়িতে
ঘ. লেখকের বাড়িতে

উত্তরঃ খ

৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?
ক. স্বর্ণকুমারী দেবী
খ. কুসুমকুমারী দেবী
গ. নীরদাসুন্দরী দেবী
ঘ. অন্নদাসুন্দরী দেবী

উত্তরঃ গ

৭. বাসায় মমতাদির কয়টি ছেলেমেয়ে আছে?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি

উত্তরঃ

৮. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে ম্যাট্রিক পাস করেন?
ক. ১৯২৪ সালে
খ. ১৯২৬ সালে
গ. ১৯২৮ সালে
ঘ. ১৯৩০ সালে

উত্তরঃ খ

৯. পনেরো টাকা বেতন ঠিক করায় মমতাদির দুচোখ সজল হয়ে উঠল কেন?
ক. কম বেতন নির্ধারণ করায়
খ. আশাতিরিক্ত বেতন নির্ধারণ করায়
গ. এই বেতনে সংসার চালানো কঠিন ভেবে
ঘ. এই বেতনে তার স্বামী কাজ করতে দেবে না ভেবে

উত্তরঃ খ

১০. সকলে মমতাদির কোন গুণ দেখে খুশি হলো?
ক. কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা
খ. বাকপটুতা
গ. শিশুদের প্রতি মমতা
ঘ. গৃহকর্ত্রীর প্রতি আনুগত্য

উত্তরঃ ক

১১. মমতাদি কাজ করতে গিয়ে কাজের উপদেশ না পেলে কী করতেন?
ক. বসে থাকতেন
খ. নিজের বুদ্ধি খাটিয়ে করতেন
গ. বাড়ির গিন্নির কাছে যেতেন
ঘ. কর্তাকে জিজ্ঞেস করতেন

উত্তরঃ খ

১২. মমতাদি রান্না ছাড়াও আর কী করতে চায়?
ক. শিশুদের দেখাশোনা
খ. ছোট ছোট কাজ
গ. কাপড়-চোপড় ধোয়া
ঘ. গবাদিপশু পালন

উত্তরঃ খ

১৩. মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সাথে বাজি ধরে কোন গল্প রচনা করেন?
ক. মমতাদি
খ. অতসীমামী
গ. প্রাগৈতিহাসিক
ঘ. চিহ্ন

উত্তরঃ খ

১৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
ক. তাম্বুলখানা
খ. চব্বিশ পরগনা
গ. সাঁওতাল পরগনা
ঘ. হুগলি

উত্তরঃ গ

১৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
ক. মহানন্দ বন্দ্যোপাধ্যায়
খ. হরিহর বন্দ্যোপাধ্যায়
গ. প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়
ঘ. গণেশ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ গ

১৬. মমতাদি মর্যদাসম্পন্ন ঘরের নারী হয়েও ঝিয়ের কাজ করতে এসেছে কেন?
ক. স্বামীর অত্যাচারে
খ. টাকার লোভে
গ. অভাবের তাড়নায়
ঘ. স্কুলপড়ুয়া ছেলেটির প্রতি ভালোবাসায়

উত্তরঃ গ

১৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?
ক. হরিহর বন্দ্যোপাধ্যায়
খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. নীলচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ ক

১৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায় ছিল?
ক. জামালপুর
খ. কুমিল্লা
গ. মুন্সীগঞ্জ
ঘ. মেদিনীপুর

উত্তরঃ গ

১৯. মমতাদি কত টাকা বেতন আশা করেছিল?
ক. আট টাকার মতো
খ. দশ টাকার মতো
গ. বারো টাকার মতো
ঘ. চৌদ্দ টাকার মতো

উত্তরঃ গ

২০. মানিক বন্দ্যোপাধ্যায় গণিতে অনার্স নিয়ে কোথায় ভর্তি হন?
ক. আলীগড় বিশ্ববিদ্যালয়ে
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে
গ. কলকাতা প্রেসিডেন্সি কলেজে
ঘ. ফোর্ট উইলিয়াম কলেজে

উত্তরঃ গ

মমতাদি গল্পের  বহুনির্বাচনি প্রশ্ন

২১. মমতাদি প্রাণপণ চেষ্টায় কী জয় করেছেন?
ক. মন
খ. বিশ্ব
গ. স্বপ্ন
ঘ. সংকোচ

উত্তরঃ ঘ

২২. কত দিন হয় মমতাদির স্বামীর চাকরি নেই?
ক. ২০ দিন
খ. ২ মাস
গ. ৩ মাস ঘ.
৪ মাস

উত্তরঃ ঘ

২৩. মমতাদি কেন বাইরে এসেছেন?
ক. বাজারের জন্য
খ. উপার্জনের জন্য
গ. ঝগড়া করার জন্য
ঘ. বই কেনার জন্য

উত্তরঃ খ

২৪. ‘মমতাদি’ গল্পে কোন ঋতুর উল্লেখ আছে?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা
গ. শীত
ঘ. বসন্ত

উত্তরঃ গ

২৫. ‘মমতাদি’ গল্পটি দিনের কোন সময়ে শুরু হয়েছে?
ক. সকালে
খ. দুপুরে
গ. বিকেলে
ঘ. সন্ধ্যায়

উত্তরঃ ক

২৬. মমতাদি কাজ খুঁজতে আসার সময় কোন ঋতু বিরাজ করছিল?
ক. গ্রীষ্মকাল
খ. বর্ষাকাল
গ. শীতকাল
ঘ. বসন্তকাল

উত্তরঃ গ

২৭. ‘মমতাদি’ গল্পে কার মুখ চমকে লাল হলো?
ক. খোকার
খ. মমতাদির
গ. মায়ের
ঘ. প্রতিবেশীর

উত্তরঃ খ

২৮. চড় খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন?
ক. লজ্জা পেয়ে
খ. আত্মসম্মানের জন্য
গ. বিপদের আশঙ্কায়
ঘ. চাকরি যাওয়ার ভয়ে

উত্তরঃ খ

২৯. কোন গল্পের মাধ্যমে লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের নিয়তি নির্ধারিত হয়?
ক. প্রাগৈতিহাসিক
খ. অতসীমামী
গ. মমতাদি
ঘ. বড়দিদি

উত্তরঃ খ

৩০. মানিক বন্দ্যোপাধ্যায়ের অনার্স পাস করা হয়নি কেন?
ক. দারিদ্র্যের কারণে
খ. পরীক্ষায় ফেল করায়
গ. লেখালেখিতে মগ্ন থাকায়
ঘ. পরিবারের চাপে

উত্তরঃ গ

৩১. ‘মমতাদি’ গল্পে সংকোচ একেবারেই হারিয়ে ফেলেছে কে?
ক. স্কুলপড়ুয়া ছেলেটি
খ. মমতাদি
গ. বাড়ির কর্ত্রী
ঘ. মমতার স্বামী

উত্তরঃ খ

৩২. মমতাদির কপালের ক্ষতচিহ্নটি কেমন?
ক. আন্দাজে পরা টিপের মতো
খ. চাঁদের মতো
গ. তারার মতো
ঘ. পাখির মতো

উত্তরঃ ক

৩৩. ‘মমতাদি’ গল্পে বর্ণিত গৃহকর্মীটির নাম কী?
ক. মমতা
খ. মমতাজ
গ. মনি
ঘ. মল্লিকা

উত্তরঃ ক

৩৪. ‘মমতাদি’ গল্পে কাজের খোঁজে আসা মেয়েটি কখন এসেছিল?
ক. সকালে
খ. দুপুরে
গ. বিকালে
ঘ. সন্ধ্যায়

উত্তরঃ ক

৩৫. কে লেখালেখিকেই জীবিকার একমাত্র উপায় হিসেবে গ্রহণ করেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রণেশ দাশগুপ্ত

উত্তরঃ খ

৩৬. লেখকের মা মমতাদির সঙ্গে কেমন স্বরে কথা বললেন?
ক. উচ্চ স্বরে
খ. কঠিন স্বরে
গ. কোমল স্বরে
ঘ. অস্পষ্ট স্বরে

উত্তরঃ গ

৩৭. মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল?
ক. ১০ টাকা
খ. ১২ টাকা
গ. ১৫ টাকা
ঘ. ১৮ টাকা

উত্তরঃ গ

৩৮. মানিক বন্দ্যোপাধ্যায় কতটি উপন্যাস রচনা করেন?
ক. বিশটি
খ. ত্রিশটি
গ. চল্লিশটি
ঘ. পঞ্চাশটির অধিক

উত্তরঃ ঘ

৩৯. মমতাদির বয়স কত বলে অনুমিত হয়?
ক. বিশ
খ. তেইশ
গ. ত্রিশ
ঘ. তেত্রিশ

উত্তরঃ খ

৪০. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৫৪ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৫৭ সালে

উত্তরঃ গ

মমতাদি গল্পের সৃজনশীল প্রশ্ন

বিয়ের ছয় মাস পর নাজমার স্বামী মারা যায়। সন্তানহীনা নাজমা সংসারে অভাব আছে বলেই মর্যাদাসম্পন্ন নারী হয়েও কবির সাহেবের বাড়িতে কাজ নেয়। কবির সাহেবের মাতৃহারা শিশুসন্তান রনি ও রানাকে নাজমা সন্তানের স্নেহে লালন-পালন করে। উচ্চ শিক্ষিত রনি ও রানা এখন নাজমাকে মায়ের মতো সম্মান করে। কবির সাহেবের সংসারে স্বর্গসুখ এনে দিয়েছে নাজমা।

ক. গৃহকর্মে মমতাদির মাইনে কত টাকা ঠিক হয়েছিল?
খ. “বেশী আস্কারা দিও না। জ্বালিয়ে মারবে”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে নাজমা ‘মমতাদি’ গল্পের কোন চরিত্রের প্রতিচ্ছবি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের কবির সাহেবের পরিবারে স্বর্গসুখ এনে দিতে নাজমার যে ভূমিকা ছিল, তা ‘মমতাদি’ গল্পের সমগ্র মূলভাবকে ধারণ করে – যৌক্তিক মতামত দাও।

উত্তর দেখুন 

শেষ কথা

শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি  এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এখান থেকে মমতাদি গল্পের MCQ প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। শিক্ষা সংক্রান্ত এই রকম আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। নবম-দশম শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন উত্তর এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।

আরও দেখুনঃ

মমতাদি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর- PDF

মমতাদি-মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা গল্প নবম-দশম শ্রেণি

বাঁধ গল্প – জহির রায়হান। নবম-দশম শ্রেণি বাংলা ১ম পত্র

উদ্যম ও পরিশ্রম সৃজনশীল প্রশ্ন উত্তর বাংলা ১ম পত্র এস এস সি

উদ্যম ও পরিশ্রম মোহাম্মদ লুৎফর রহমান

আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ এস এস সি