মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ- এস এস সি

মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সংগ্রহ করতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন। সৃজনশীল প্রশ্নের ক নাম্বার টি জ্ঞানমূলক। তাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্ন গুলো অনুশীলন করলে সকল বোর্ড প্রশ্নের সৃজনশীল সম্পর্কে ধারনা পাবেন। সেই সাথে সৃজনশীল অংশের ক নাম্বার এর উত্তর খুব সহজেই লিখতে পারবেন। নিচের দিকে মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন গুলো পিডিএফ ফাইলে দেওয়া আছে। তাই আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।

মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

এখানে মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই জ্ঞানমূলক প্রশ্ন গুলো পাঠ্য বই থেকে সংগ্রহ করা হয়েছে। তাই প্রথমে পাঠ্য বই থেকে মমতাদি গল্প টি পড়ে নিবেন। গল্প টি পড়ার ঠিকানা পোস্টের শেষের অংশে দেওয়া আছে। সেখান থেকে পড়তে পারবেন অথবা পিডিএফ সংগ্রহ করতে পারবেন।

১. মিথ্যে বললে কী হয়?
উত্তর : মিথ্যে বললে পাপ হয়।

 ২. মমতাদির বয়স কত?
উত্তর : মমতাদির বয়স ২৩ বছর।

৩. মমতাদি জীবনময়ের গলির কয় নম্বর বাড়িতে থাকেন?
উত্তর : মমতাদি জীবনময়ের গলির সাতাশ নম্বর বাড়িতে থাকেন।

৪. ‘মমতাদি’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর : ‘মমতাদি’ গল্পটি ‘সরীসৃপ’ গ্রন্থের অন্তর্ভুক্ত।

৫. সাতাশ নম্বর বাড়িটি কয় তলা?
উত্তর : সাতাশ নম্বর বাড়িটি দোতলা।

৬. স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদিকে প্রথমে কী বলে ডেকেছিল?
উত্তর : স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদিকে প্রথমে বামুনদি বলে ডেকেছিল।

৭. বাড়িতে কুটুমরা কী নিয়ে এসেছিল?
উত্তর : বাড়িতে কুটুমরা একগাদা রসগােল্লা আর সন্দেশ নিয়ে এসেছিল।

৮. জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে কে কমলালেবু কিনেছিলেন?
উত্তর : জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে মমতাদি কমলালেবু কিনেছিলেন।

৯. গৃহকর্মে মমতাদির মাইনে কত টাকা ঠিক হয়েছিল?
উত্তর : গৃহকর্মে মমতাদির মাইনে পনেরাে টাকা ঠিক হয়েছিল।

১০. মমতাদির বাড়িতে চটের বেড়া দিয়ে কী তৈরি করা হয়েছে?
উত্তর : মমতাদির বাড়িতে চটের বেড়া দিয়ে অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছে।

১১. মমতাদি ছোট ছেলেটিকে কোন ঘরে নিয়ে গিয়ে টুলে বসাল?
উত্তর : মমতাদি ছোট ছেলেটিকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসাল।

১২. মমতাদির কপালের ক্ষতচিহ্ন কেমন ছিল?
উত্তর : মমতাদির কপালের ক্ষতচিহ্ন ছিল আন্দাজ করে পরা টিপের মতাে।

১৩. মমতাদির কয় বছর বয়সী একটি ছেলে রয়েছে?
উত্তর : মমতাদির পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

১৪. মমতাদির বাড়িতে ছোট ছেলেটি কয়টি কমলালেবু খেল?
উত্তর : মমতাদির বাড়িতে ছোট ছেলেটি দুটি কমলালেবু খেল।

১৫. ‘মমতাদি’ গল্পে কার ঘরে মুড়ি ছাড়া খাওয়ার জিনিস কিছু নেই?
উত্তর : ‘মমতাদি’ গল্পে মমতাদির ঘরে মুড়ি ছাড়া খাওয়ার জিনিস কিছু নেই।

১৬. মমতাদি ছোট ছেলেটিকে কোথায় মাদুর পেতে বসতে দিল?
উত্তর : মমতাদি ছোট ছেলেটিকে বাইরে রোয়াকে মাদুর পেতে বসতে দিল।

১৭. ‘মমতাদি’ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর : ‘মমতাদি’ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘সরীসৃপ’ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত।

১৮. ‘মমতাদি’ গল্পে স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে।
উত্তর : ‘মমতাদি’ গল্পে স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে।

১৯. মমতাদি কাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামর্থ্য আপ্যায়ন করেন?
উত্তর : মমতাদি স্কুলপড়ুয়া ছেলেটিকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামর্থ্য আপ্যায়ন করেন।

২০. সম্মান ও সহমর্মিতা নিয়ে স্কুল পড়ুয়া ছেলে ও তার পরিবার কার পাশে দাঁড়ায়?
উত্তর : সম্মান ও সহমর্মিতা নিয়ে স্কুলড়ুয়া ছেলে ও তার পরিবার মমতাদির পাশে দাঁড়ায়।

২১. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবােধ কুমার বন্দ্যোপাধ্যায়।

২২. ‘মমতাদি’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর : ‘মমতাদি’ গল্পটি ‘সরীসৃপ’ গ্রন্থের অন্তর্ভুক্ত।

২৩. ‘মমতাদি’ গল্পে কী দেখে থােকার মন খারাপ হয়েছিল?
উত্তর : ‘মমতাদি’ গল্পে মমতাদির বিবর্ণ গালে তিনটি রক্তবর্ণ দাগ ও দেখে থােকার মন খারাপ হয়েছিল।

২৪. মমতাদির শোবার ঘরে কয়টি জানালা আছে?
উত্তর : মমতাদির শোবার ঘরে দুটি জানালা আছে।

২৫. মমতাদির সংসারের প্রায় সমস্ত জিনিস কোন ঘরে ঠাঁই পেয়েছে?
উত্তর : মমতাদির সংসারের প্রায় সমস্ত জিনিস শোবার ঘরে ঠাঁই পেয়েছে।

মমতাদি গল্পের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

২৬. ‘সরীসৃপ’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘সরীসৃপ’ গ্রন্থটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।

২৭. কবে থেকে মমতাদির স্বামীর চাকরি হয়েছে?
উত্তর : ইংরেজি মাসের পয়লা তারিখ থেকে।

২৮. জীবনময় লেনের পরিবেশ কী রকম?
উত্তর : জীবনময় লেনের পরিবেশ বিশ্রী এবং নােংরা ।

২৯. কার ঘরে সব কমদামি শ্রীহীন জিনিস?
উত্তর : মমতাদির ঘরে সব কমদামি এবং শ্রীহীন জিনিস।

৩০. মমতাদি কত টাকা মাইনে (বেতন) আশা করেছিল?
উত্তর : মমতাদি বারাে টাকা মাইনে আশা করেছিল নিয়ে।

৩১. মমতাদির বাড়িতে কে সারারাত পেটের ব্যথায় ঘুমায়নি?
উত্তর : মমতাদির বাড়িতে মমতাদির ছেলে সারারাত পেটের ব্যথায় ঘুমায়নি।

৩২. মমতাদির ঘরে টেবিলের ঊর্ধ্বে দেয়ালের গর্তের তাকে কী রয়েছে?
উত্তর : মমতাদির ঘরে টেবিলের ঊর্ধ্বে দেয়ালের গর্তের তাকে কতকগুলো বই রয়েছে।

৩৩. মানিক বন্দ্যোপাধ্যায় কতটি উপন্যাস রচনা করেন?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় পঞ্চাশটিরও অধিক উপন্যাস রচনা করেন।

৩৪. মমতাদি কোথায় থাকেন?
উত্তর : মমতাদি জীবনময়ের গলিতে থাকেন।

৩৫. মমতাদির স্বামীর কয় মাস ধরে চাকরি নেই?
উত্তর : মমতাদির স্বামীর চাকরি নেই চারমাস।

৩৬. মমতাদির কত টাকা মাইনে ঠিক হলো?
উত্তর : মমতাদির পনেরো টাকা মাইনে ঠিক হলো।

৩৭. মমতাদির কী দেখে সকলে খুশি হলো?
উত্তর : মমতাদির কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে খুশি হলো।

৩৮. ‘মমতাদি’ গল্পে ছোট ছেলেটি কার চুলে বেণী পাকাবার চেষ্টা করে?
উত্তর : ‘মমতাদি’ গল্পে ছোট ছেলেটি মমতাদির চুলে বেণী পাকাবার চেষ্টা করে।

৩৯. কবে থেকে মমতাদির বরের চাকরি হয়েছে?
উত্তর : ইংরেজি মাসের পয়লা থেকে মমতাদির বরের চাকরি হয়েছে।

৪০. মমতাদি কোথায় থাকে?
উত্তর : জীবনময়ের গলির সাতাশ নম্বর বাড়ির এক তলায়।

৪১. মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সাথে বাজি ধরে কোন গল্প রচনা করেন?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সাথে বাজি ধরে ‘অতসীমামী’ নামক গল্প রচনা করেন।

৪২. কে কাজগুলােকে আপনার করে নিল?
উত্তর : মমতাদি কাজগুলােকে আপনার করে নিল।

৪৩. লেখকের কপালে কে চুম্বন করেছিল?
উত্তর : লেখকের কপালে মমতাদি চুম্বন করেছিল ।

৪৪. মমতাদির গালে লেখক কয়টি দাগ দেখতে পেল?
উত্তর : মমতাদির গালে লেখক তিনটি দাগ দেখতে পেল।

৪৫. লেখক কার চুল নিয়ে বেণি পাকানাের চেষ্টা করল?
উত্তর : লেখক মমতাদির চুল নিয়ে বেণি পাকানাের চেষ্টা করল।

৪৬. স্বামীর চাকরি নেই বলে কে কষ্টে পড়েছে?
উত্তর : স্বামীর চাকরি নেই বলে দ্রলােকের মেয়ে কষ্টে পড়েছে।

৪৭. কার উপর লেখকের মায়ের মায়া বসেছে?
উত্তর : মমতাদির উপর লেখকের মায়ের মায়া বসেছে।

৪৮. কে সম্মানে চোখের জল ফেলল?
উত্তর : মমতাদি সম্মানে চোখের জল ফেলল।

৪৯. ‘মমতাদি’ গল্পে বাড়িতে কী নিয়ে কুটুম এসেছিল?
উত্তর : ‘মমতাদি’ গল্পে বাড়িতে রসগোল্লা ও সন্দেশ নিয়ে কুটুম এসেছিল।

৫০. ‘মমতাদি’ গল্পে কার গালে তিনটি আঙুলের দাগ দেখা যায়?
উত্তর : ‘মমতাদি’ গল্পে মমতাদির গালে তিনটি আঙুলের দাগ দেখা যায়।

মমতাদি গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

৫১. মমতাদি গল্পটি কে রচনা করেছেন ?
উত্তর : মমতাদি গল্পটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়।

৫২. মমতাদি ‘ গল্পে মাস্টারের হাতে চড় খেয়েছিল কে ?
উত্তর : মমতাদি ‘ গল্পে মাস্টারের হাতে চড় খেয়েছিল অবনি।

৫৩. স্কুলপড়ুয়া ছেলেটিকে মমতাদি তাকে কী বলে না ডাকতে অনুরোধ করে?
উত্তর : স্কুলপড়ুয়া ছেলেটিকে মমতাদি তাকে ‘ বামুনদি ‘ বলে না ডাকতে অনুরোধ করে।

৫৪. মমতার গালে কীসের দাগ লেগে ছিল ?
উত্তর : মমতার গালের চড়ের দাগ লেগে আছে।

৫৫. মমতাদি গল্পে কাদের প্রতি মানবিক আচরণ প্রাধান্য পেয়েছে ?
উত্তর : ‘ মমতাদি গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে।

৫৬. কে মমতাদিকে নিজের বাড়ির একজন বলে মনে করতে শুরু করে ?
উত্তর : ছেলেটি মমতাদিকে নিজের বাড়ির একজন বলে মনে করতে শুরু করে।

৫৭ . মমতাদির কোন বোধটি সমুন্নত ছিল ?
উত্তর : মমতাদির আত্মমর্যাদাবোধটি সব সময়ই সমুন্নত ছিল।

৫৮. মমতাদি ‘ গল্পে স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদির কাছে কীসের মর্যাদা লাভ করে ?
উত্তর : ‘ মমতাদি গল্পের স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে।

৫৯. লেখকের মায়ের মায়া বসেছে কার ওপর ?
উত্তর : লেখকের মায়ের মায়া বসেছে মমতাদির ওপর।

৬০. গৃহপরিচারিকার কাজটি মমতাদির কততম চাকরি ছিল ?
উত্তর : গৃহপরিচারিকার কাজটি ছিল মমতাদির প্রথম চাকরি।

৬১. মমতাদির মাইনে কত টাকা ঠিক হলো ?
উত্তর : মমতাদির মাইনে ঠিক হলো পনেরো টাকা।

৬২. কাকে আস্কারা দিলে জ্বালিয়ে মারবে?
উত্তর : স্কুলপড়ুয়া ছেলেটিকে আঙ্কারা দিলে জ্বালিয়ে মারবে।

৬৩. পর্দা ঠেলে উপার্জন’- অর্থ কী ?
উত্তর : পর্দা ঠেলে উপার্জন অর্থ অন্তঃপুরে থাকা নারীদের প্রথাভঙ্গ করে আয় – রোজগার করার জন্য বাইরে বের হয়ে আসা।

৬৪. মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল ?
উত্তর : মমতাদি বারো টাকা মাইনে আশা করেছিল।

৬৫. মমতাদির চোখ সজল হয়ে উঠল কেন ?
উত্তর : মাইনে বেশি হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশে মমতাদির চোখ সজল হয়ে উঠল।

৬৬. কুটুম গল্পকথকের বাড়িতে কী নিয়ে এসেছিল ?
উত্তর : কুটুম গল্পকথকের বাড়িতে রসগোল্লা আর সন্দেশ নিয়ে এসেছিল ।

৬৭. লেখকের মিষ্টি খাওয়া মমতাদি কোথা থেকে দেখছিলেন ?
উত্তর : লেখকের মিষ্টি খাওয়া মমতাদি দরজার পাশ থেকে দেখছিলেন।

৬৮. মমতাদি গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত ?
উত্তর : মমতাদি গল্পের উৎস সরীসৃপ গ্রন্থ

৬৯. মমতাদির স্বামী পুনরায় কবে চাকরি ফিরে পায় ?
উত্তর : ইংরেজি মাসের পয়লা তারিখে মমতাদির স্বামী পুনরায় চাকরি ফিরে পায়।

৭০. গল্পকথক মমতাকে প্রথমে কী বলে ডাকল
উত্তর : গল্পকথক মমতাকে প্রথমে ‘ বামুনদি ‘ বলে ডাকল।

মমতাদি-মানিক বন্দ্যোপাধ্যায়

শীতের সকাল। রোদে বসে আমি স্কুলের পড়া করছি, মা কাছে বসে ফুলকপি কুটছেন। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে-মেয়েও রাখব।নিঃসঙ্কোচ আবেদন। বোঝা গেল সঙ্কোচ অনেক ছিল, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। তাই যেটুকু সঙ্কোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই। বয়স আর কত হবে, বছর তেইশ। পরনে সেলাই করা ময়লা শাড়ি, পাড়টা বিবর্ণ লাল।

সীমান্ত পর্যন্ত ঘোমটা, ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ কপালে একটি ক্ষতচিহ্ন-আন্দাজে পরা টিপের মতো। মা বললেন, তুমি বঁধুনী? চমকে তার মুখ লাল হলো। সে চমক ও লালিমার বার্তা বোধহয় মার হৃদয়ে পৌছল, কোমল স্বরে বললেন, বোসো বাছা।সে বসল না। অনাবশ্যক জোর দিয়ে বলল, হাঁ আমি রাঁধুনী। আমায় রাখবেন? আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। মা তাকে জেরা করলেন। দেখলাম সে ভারি চাপা। মার প্রশ্নের ছাঁকা জবাব দিল, নিজে থেকে একটি কথা বেশি কইল না।

সে বলল, তার নাম মমতা। আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি, গলির ভেতরে সাতাশ নম্বর বাড়ির একতলায় সে থাকে। তার স্বামী আছে আর একটি ছেলে। স্বামীর চাকরি নেই চার মাস, সংসার আর চলে না, সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে।এই তার প্রথম চাকরি। মাইনে? সে তা জানে না। দুবেলা বেঁধে দিয়ে যাবে, কিন্তু খাবে না। পনের টাকা মাইনে ঠিক হলো। সে বোধহয় টাকা বারো আশা করেছিল, কৃতজ্ঞতায় দুচোখ সজল হয়ে উঠল। কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করল, কথা কইল না। মা বললেন, আচ্ছা, তুমি কাল সকাল থেকে এসো।

সম্পূর্ণ পড়ুন

শেষ কথা

আশা করছি  এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এখান থেকেমমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। শিক্ষা সংক্রান্ত এই রকম আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। নবম-দশম শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন উত্তর এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আরও দেখুনঃ

PDF মমতাদি গল্পের MCQ। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

মমতাদি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর- PDF

মমতাদি-মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা গল্প নবম-দশম শ্রেণি

বাঁধ গল্প – জহির রায়হান। নবম-দশম শ্রেণি বাংলা ১ম পত্র

উদ্যম ও পরিশ্রম সৃজনশীল প্রশ্ন উত্তর বাংলা ১ম পত্র এস এস সি