পরমাণুর গঠন অষ্টম শ্রেণী mcq প্রশ্ন উত্তর

পরমাণুর গঠন অষ্টম শ্রেণী mcq

এই পরমাণুর গঠন নিয়ে কথা বলতে যাওয়া হলে, সেটি আসলে অত্যন্ত সূক্ষ্ম পদার্থের গঠন ও বিন্যাস সম্পর্কে কথা। পরমাণু সরলতায় অত্যন্ত ছোট একটি অণু যা অত্যন্ত ক্ষুদ্র বিন্দুরূপে বিভক্ত হয়ে থাকে। এই পরমাণু হলো সমষ্টিতে অত্যন্ত মৌলিক বা বিন্দুসমূহ, যা অমূল্যে ছোটদের নিয়ে তার গঠন করে।পরমাণুর অধ্যায়ের গুরুত্ব এই যে, এটি একটি মৌলিক অধ্যায়, অর্থাৎ অন্য কোন অণু বা পরমাণু থেকে আরো ছোটদের দ্বারা গঠিত হয় না। পরমাণু বৈশিষ্ট্যগুলি তাদের বৈশিষ্ট্যের জন্য পরিচিত হতে পারে, যেমন তাদের বিন্যাস, মোট আয়তন, চার্জ, মৌলিক পার্টিকলগুলির প্রকার ইত্যাদি। নিচে পরমাণুর গঠন অষ্টম শ্রেণী mcq প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে।

পরমাণুর গঠন অষ্টম শ্রেণী mcq

পরমাণুর গঠন আসলে খুব সহজ নয়, কারণ এটি কোনও পরিমাণের ছোটদের সমষ্টি। এটির বৈশিষ্ট্যগুলি প্রধানত কোয়ান্টাম মেকানিক্স নামক শাখায় ব্যবহার করে বর্ণিত হয়ে থাকে। পরমাণুর গঠনের বিষয়ে আরও অনেক অনুসন্ধান এবং প্রযুক্তির মাধ্যমে জানা হচ্ছে। এখানে পরমাণুর গঠন অষ্টম শ্রেণী mcq গুলো দেওয়া আছে।

১। কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৯

উত্তরঃ ক 

২। পরমাণুর কেন্দ্রে কোনটি থাকে?

ক) নিউক্লিয়াস .
খ) প্রোটন
গ) নিউট্রন
ঘ) ইলেকট্রন

উত্তরঃ ক 

৩। ‘পদার্থসমূহ নিরবচ্ছিন্ন’—এটা কার মতামত?
ক) অ্যারিস্টটল
খ) মলিকিউস
গ) বোর
ঘ) ডেমোক্রিটাস

উত্তরঃ ক 

৪। পরমাণুর ধনাত্মক কণিকার নাম কী?

ক) নিউট্রন
খ) প্রোটন
গ) এটম
ঘ) ইলেকট্রন

উত্তরঃ খ 

৫। ‘এটম’ শব্দের অর্থ কী?

ক) কণিকা
খ) পরমাণু
গ) অণু
ঘ) অবিভাজ্য

উত্তরঃ ঘ 

৬। পরমাণুর নিউক্লিয়াস—

i. অত্যন্ত হালকা
ii. অত্যন্ত ভারী
iii. ধনাত্মক চার্জযুক্ত

নিচের কোনটি সঠিক?

ক) i ও iii
খ) ii ও iii
গ) i ও ii
ঘ) i, ii ও iii

উত্তরঃ খ 

৭। পরমাণু—
i. বিভাজ্য
ii. অবিভাজ্য
iii. প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন দ্বারা গঠিত

নিচের কোনটি সঠিক?

ক) i ও iii
খ) ii ও iii
গ) i ও ii
ঘ) i, ii ও iii

উত্তরঃ ক 

৮। একটি মৌলের পারমাণবিক সংখ্যা ১৯ এবং ভর সংখ্যা ২৯। এই মৌলের নিউট্রন সংখ্যা কত?

ক) ৪৮
খ) ১৯
গ) ৯৬
ঘ) ১০

উত্তরঃ ঘ 

৯। কার্বন ডাই-অক্সাইডের আণবিক ভর কত?

ক) ৪৩
খ) ৪০
গ) ৪৫
ঘ) ৪৪

উত্তরঃ ঘ 

১০। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা কোনটি?

ক) অণু
খ) পরমাণু
গ) এটম
ঘ) ইলেকট্রন

উত্তরঃ খ 

১১। অক্সিজেনের পরমাণুতে প্রোটনের সংখ্যা কত?

ক) ৬
খ) ৪
গ) ৮
ঘ) ১৬

উত্তরঃ গ  

পরমাণুর গঠন অষ্টম শ্রেণী mcq প্রশ্ন উত্তর

১। পরমাণুর গঠনের একক উপাদান কি?
a) বিশাল বৃহত্তমা
b) অণু
c) তরল
d) দ্রুততা

উত্তরঃ b) অণু

২। পরমাণুর মৌলিক পার্টিকেল কী?
a) প্রোটন
b) নিউট্রন
c) ইলেক্ট্রন
d) সব উপরের সঠিক

উত্তরঃ d) সব উপরের সঠিক

৩। পরমাণুর ব্যাসার্ধ কত?
a) 10^-10 মিটার
b) 10^-15 মিটার
c) 10^-20 মিটার
d) 10^-5 মিটার

উত্তরঃ a) 10^-10 মিটার

৪। পরমাণুর মধ্যবর্তী অংশে অবস্থিত কোন পার্টিকেল?
a) প্রোটন
b) ইলেক্ট্রন
c) নিউট্রন
d) দুইটি

উত্তরঃ d) দুইটি

৫। পরমাণুর বিদ্যুত আয়তন কী?
a) 1
b) 0
c) 1/2
d) -1

উত্তরঃ 

৬। পরমাণুর প্রধান বিদ্যুত কোন পার্টিকেলে অবস্থিত?
a) প্রোটন
b) নিউট্রন
c) ইলেক্ট্রন
d) সব উপরের সঠিক

উত্তরঃ d) সব উপরের সঠিক

৭। পরমাণুর গঠনে নিউক্লিয়াসে অবস্থিত কোন পার্টিকেল?
a) ইলেক্ট্রন
b) নিউট্রন
c) প্রোটন
d) সব উপরের সঠিক

উত্তরঃ a) ইলেক্ট্রন

৮। পরমাণুর ব্যাসার্ধের মধ্যে কি অনুপাত রয়েছে?
a) প্রোটন এবং নিউট্রন
b) প্রোটন এবং ইলেক্ট্রন
c) নিউট্রন এবং ইলেক্ট্রন
d) সব উপরের সঠিক

উত্তরঃ b) প্রোটন এবং ইলেক্ট্রন

৯। পরমাণুর গঠনের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো:
a) গড়মাত্রা
b) সমস্ত উপরের সঠিক
c) প্রতিনিধিত্ব
d) সংখ্যার ভিত্তিতে

উত্তরঃ a) গড়মাত্রা

১০। পরমাণুর নিউক্লিয়াসে কোন পার্টিকেলটি নেই?
a) নিউট্রন
b) প্রোটন
c) ইলেক্ট্রন
d) সব উপরের সঠিক

উত্তরঃ c) ইলেক্ট্রন

১১। পরমাণুর গঠনের সংখ্যা কত?
a) বিভিন্ন
b) প্রতিনিধিত্ব
c) ধাত্রভুক্ত
d) 118

উত্তরঃ d) 118

১২। পরমাণুর গঠনের একটি গুরুত্বপূর্ণ সূত্র কী?
a) আর্নোল্ড সম্পর্ক
b) অকটেট সূত্র
c) বোহর সম্পর্ক
d) সভাবিক সম্পর্ক

উত্তরঃ c) বোহর সম্পর্ক

১৩। পরমাণুর গঠনের ধাত্রভুক্ত অংশ কী?
a) প্রোটন
b) ইলেক্ট্রন
c) নিউট্রন
d) সব উপরের সঠিক

উত্তরঃ a) প্রোটন

১৪। পরমাণুর গঠনের মৌলিক পার্টিকেলগুলি কী?
a) প্রোটন ও নিউট্রন
b) ইলেক্ট্রন ও নিউট্রন
c) প্রোটন ও ইলেক্ট্রন
d) সব উপরের সঠিক

উত্তরঃ a) প্রোটন ও নিউট্রন

১৫। পরমাণুর গঠনে নিউক্লিয়াসে অবস্থিত কোন পার্টিকেলটি সংখ্যামুলক অধ্যায়ে বিবেচনা করা হয়?
a) ইলেক্ট্রন
b) নিউট্রন
c) প্রোটন
d) সব উপরের সঠিক

উত্তরঃ c) প্রোটন

শেষ কথা

পরমাণুর গঠন একটি অত্যন্ত মহত্ত্বপূর্ণ বিষয়, যা সমস্ত প্রাণীজাতের জীবনের মৌলিক ধারণা প্রদান করে। এই ধারণা সম্পর্কে আমরা পরমাণুবিজ্ঞান, যা কোয়ান্টাম মেকানিক্সের অনুসন্ধানে ভিত্তি করে, বেশ কিছু জ্ঞান অর্জন করেছি। পরমাণুর গঠন আমাদের বিশ্বাস্ত ধারণা বৃদ্ধি করে যে সমস্ত পদার্থ অণুবর্গের কোষ্ঠকণাগুলির সংমিশ্রিত সমষ্টি বিন্যাস করা। আশা করছি পরমাণুর গঠন অষ্টম শ্রেণী mcq প্রশ্ন উত্তর গুলো সংগ্রহ করতে পেরেছেন।

আরও দেখুনঃ

পরমাণুর গঠন অষ্টম শ্রেণী

পরমাণুর গঠন ব্যাখ্যা কর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *