পাছে লোকে কিছু বলে কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

পাছে লোকে কিছু বলে কবিতার বহুনির্বাচনী প্রশ্ন

এই পোস্টে পাছে লোকে কিছু বলে কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলো পাছে লোকে কিছু বলে কবিতা থেকে তৈরি করা হয়েছে। আপনাদের মূল বইয়ে অতিরিক্ত mcq প্রশ্ন গুলো দেওয়া নেই। নিচে অনেক গুলো বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়া আছে। যাদের বহুনির্বাচনি প্রশ্ন অনুশীলনের প্রয়োজন এখান থেকে অনুশীলন করুন।

পাছে লোকে কিছু বলে কবিতার বহুনির্বাচনী প্রশ্ন

১. কবি কামিনী রায় কোন উদ্দেশ্যগুলোকে মেলাতে পারেন না?

ক. ভালো
খ. মহৎ
গ. শুভ্র
ঘ. মন্দ

উত্তরঃ খ 

২. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠকের প্রাণে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে?

ক.ভয়হীনতা
খ.পরোপকারিতা
গ.সাহসিকতা
ঘ.সংকোচহীনতা

উত্তরঃ ঘ 

৩. মনের দৃঢ় ইচ্ছাগুলো কোন কারণে পূরণ হয় না?

ক.দ্বিধা
খ.চিন্তা
গ.ভীরুতা
ঘ.হতাশা

উত্তরঃ ক 

৪. কামিনী রায়ের কবিতায় কার প্রভাব স্পষ্ট?

ক.জসীমউদ্দীন
খ. সুফিয়া কামাল
গ.রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ জীবনানন্দ দাশ

উত্তরঃ গ 

৫. ভীতির কবলে শক্তি মরে কেন?
ক. প্রাণের ভয়ে
খ.উপেক্ষার ভয়ে
গ. সমালোচনার ভয়ে
ঘ.মন দুর্বল বলে

উত্তরঃ ঘ 

৬. কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

ক.১৮৫৫
খ.১৮৬০
গ.১৮৬৪
ঘ.১৮৬৬

উত্তরঃ গ 

৭. কবি কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম কী?

ক.সংকলন
খ.কূজন
গ.মধুবন
ঘ.গুঞ্জন

উত্তরঃ ঘ

৮. কবি কামিনী রায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক.১৯১৯
খ.১৯৩২
গ.১৯৩৩
ঘ.১৯৩৭

উত্তরঃ গ 

৯. কামিনী রায় বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক.ঢাকা
খ.সিলেট
গ.বরিশাল
ঘ.রাজশাহী

উত্তরঃ গ 

১০. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার রচয়িতা কে?

ক.সুকান্ত ভট্টাচার্য
খ.বুদ্ধদেব বসু
গ. কামিনী রায়
ঘ. মাইকেল মধুসূদন

উত্তরঃ গ 

১১. কামিনী রায়ের কবিতায় কোন কবির প্রভাব স্পষ্ট?

ক.সুকুমার রায়ের
খ.রবীন্দ্রনাথ ঠাকুরের
গ. কায়কোবাদের
ঘ.কাজী নজরুল ইসলামের

উত্তরঃ খ 

১২. কবি কামিনী রায় কোন কলেজে অধ্যাপনা করেন?

ক.ঢাকা কলেজ
খ.বেথুন কলেজে
গ .কলকাতা সিটি কলেজে
ঘ.দিল্লি রামযশ কলেজে

উত্তরঃ খ 

১৩. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কবির মতে, মানুষের কাজ না করতে পারার কারণ কী?

ক.কর্মদক্ষতার অভাব
খ.প্রশিক্ষণের অভাব
গ.লাজ-ভয়ের তাড়না
ঘ.যোগ্যতার অভাব

উত্তরঃ গ 

১৪. কবি কামিনী রায় আড়ালে আড়ালে থাকেন কেন?

ক.পরনিন্দা ও সমালোচনার ভয়ে
খ.অশিক্ষা ও দুর্বলতার ভয়ে
গ.অজ্ঞতা ও সমালোচনার ভয়ে
ঘ.লোকনিন্দা ও জ্ঞানহীনতার ভয়ে

উত্তরঃ ক 

১৫. ‘শুভ্র’ শব্দটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত?

ক.সাদা
খ.পবিত্র
গ.অমলিন
ঘ. দ্বিধা

উত্তরঃ গ 

১৬. ‘পাছে লোকে কিছু বলে’-এমন মনোভাব মানুষকে কী করে?

ক. ব্যথিত করে
খ.সমালোচিত করে
গ.হীনবল করে
ঘ.গুরুত্বহীন করে

উত্তরঃ গ 

১৭. হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই থেকে যায় কেন?

ক. বাধা প্রাপ্তিতে
খ.উপেক্ষা করায়
গ.সংশয়ের কারণে
ঘ. বিষাদগ্রস্ততার জন্য

উত্তরঃ গ 

১৮. কবি নীরবে কী ঢাকেন?
ক. চোখ
খ. মুখ
গ. চুল
ঘ.নিজেকে

উত্তরঃ ঘ 

১৯. ভীতির কবলে কী মরে?
ক.অহংকার
খ.সাহস
গ.শক্তি
ঘ.গর্ব

উত্তরঃ গ 

২০. মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে কোনটিকে উপেক্ষা করতে হবে?

ক.ভয়ভীতি ও সংকোচ
খ.মিথ্যা ও সংকোচ
গ.প্রতারণা ও ভয়ভীতি
ঘ.অসততা ও মিথ্যা

উত্তরঃ ক  

পাছে লোকে কিছু বলে কবিতার MCQ

২১. বিধাতা প্রাণ দিয়েছেন কেন?

ক. ম্রিয়মাণ থাকার জন্য
খ. প্রাণহীন থাকার জন্য
গ. হতাশাগ্রস্ত হওয়ার জন্য
ঘ. উচ্ছ্বল থাকার জন্য

উত্তরঃ ঘ 

২২. কবি কখন উপেক্ষার ছলে চলে যান?

ক. স্নেহের কথায় ব্যথা দূর হতে পারে জেনেও
খ. নির্মল নয়নের জলে কাঁদতে চেয়েও
গ. দুঃখীর জন্যে প্রাণ কাঁদলেও
ঘ. হৃদয়ে অনেক শুভ্র চিন্তা উঠলেও

উত্তরঃ ক 

২৩.ওপরের উদ্দীপকে কামিনী রায় রচিত ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন ভাবটি প্রাসঙ্গিক?

ক. সাহস
খ. সংশয়
গ. সংকল্প
ঘ. উপেক্ষা

উত্তরঃ খ 

২৪. হৃদয়ে কীসের মতো শুভ্র চিন্তা ওঠে?

ক. ফেনার
খ.বুদবুদের
গ.অশ্রুর
ঘ. স্নেহের

উত্তরঃ খ 

২৫. কামিনী রায়ের কাব্যগ্রন্থ কোনটি?

ক.ছাড়পত্র
খ. গুঞ্জন
গ. সোনার তরী
ঘ.অশোক-সংগীত

উত্তরঃ খ 

২৬. ভীতির কবলে শক্তি মরে কেন?

ক.উচ্ছল বলে
খ. শুভ্র বলে
গ.সদাভয় বলে
ঘ.ম্রিয়মাণ বলে

উত্তরঃ ঘ 

২৭. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার প্রথম লাইন কোনটি?

ক.আড়ালে আড়ালে থাকি
খ. করিতে পারি না কাজ
গ.পাছে লোকে কিছু বলে
ঘ.নীরবে আপনা ঢাকি

উত্তরঃ খ 

২৮. কামিনী রায়ের কাব্যগ্রন্থ কোনটি?

ক.ছাড়পত্র
খ. গুঞ্জন
গ.সোনার তরী
ঘ. অশোক-সংগীত

উত্তরঃ খ 

২৯. ভীতির কবলে শক্তি মরে কেন?

ক.উচ্ছল বলে
খ.শুভ্র বলে
গ.সদাভয় বলে
ঘ.ম্রিয়মাণ বলে

উত্তরঃ ঘ 

৩০. মানুষ উপলব্ধি করে ‘পাছে লোকে কিছু বলে’

ক. যখন দ্বিধা দ্বারা আক্রান্ত হয়
খ. যখন মনে সংশয় ও সন্দেহ ভিড় করে
গ. যখন মানুষকে পেছনে কিছু বলতে শোনে
ঘ. ক+খ

উত্তরঃ ঘ 

৩১. কামিনী রায় কোন বিষয়ে বি এ পাস করেন?

ক. দর্শনে
খ.বাংলায়
গ.সংস্কৃতিতে
ঘ.ইতিহাসে

উত্তরঃ গ 

৩২. কারও ব্যথায় কান্না পায় তখন তিনি কী করেন?

ক.চোখ শুষ্ক রাখেন
খ.আড়ালে আড়ালে থাকেন
গ.উপেক্ষার ছলে চলেন
ঘ. নীরবে আপনা ঢাকেন

উত্তরঃ ক 

৩৩. কামিনী রায়ের ছোটদের কবিতা সংগ্রহের নাম

ক.নির্মাল্য
খ. গুঞ্জন
গ. ইতল বিতল
ঘ. আঙুর

উত্তরঃ খ 

৩৪. ‘শুভ্র’ শব্দটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে

ক.সাদা
খ.পরিষ্কার
গ. উদাসীন
ঘ.ক+খ

উত্তরঃ ঘ 

৩৫. ‘সংশয়’ শব্দটি দ্বারা বোঝায়

ক.সন্দেহ
খ.অজানা
গ.দ্বিধা
ঘ. ক+গ

উত্তরঃ ঘ 

৩৬. কারও ব্যথায় কান্না পায় তখন তিনি কী করেন?

ক. চোখ শুষ্ক রাখেন
খ.আড়ালে আড়ালে থাকেন
গ. উপেক্ষার ছলে চলেন
ঘ. নীরবে আপনা ঢাকেন

উত্তরঃ ক 

৩৭. কামিনী রায়ের ছোটদের কবিতা সংগ্রহের নাম

ক.নির্মাল্য
খ. গুঞ্জন
গ. ইতল বিতল
ঘ.আঙুর

উত্তরঃ খ 

৩৮. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার প্রথম লাইন কোনটি?

ক. আড়ালে আড়ালে থাকি
খ. করিতে পারি না কাজ
গ. পাছে লোকে কিছু বলে
ঘ. নীরবে আপনা ঢাকি

উত্তরঃ খ 

৩৯. কামিনী রায় কোন কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন?

ক. হাওড়া
খ.বেথুন
গ.হুগলি
ঘ.লেডি ব্রেবোর্ন

উত্তরঃ খ 

৪০. কামিনী রায় কোন বিষয়ে বি এ পাস করেন?

ক.দর্শনে
খ.বাংলায়
গ.সংস্কৃতিতে
ঘ. ইতিহাসে

উত্তরঃ গ  

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সংগ্রহ পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

পাছে লোকে কিছু বলে কবিতা- কামিনী রায়। অষ্টম শ্রেণি