পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এই পোস্টে পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্ন মূল পাঠ্য বইয়ে নেই। আপনারা সৃজনশীল প্রশ্নের ক নাম্বার সম্পর্কে ধারনা নিতে এই জ্ঞানমূলক প্রশ্ন গুলো পড়ে নিবেন। নিচে অনুধাবনমূলক প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে। সাধারণ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংগ্রহ করতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এখানে পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন গুলো শেয়ার করেছি। সৃজনশীল প্রশ্নের ক নাম্বার সম্পর্কে জানতে এই প্রশ্ন গুলো পড়ে নিবেন।

প্রশ্ন-১। ‘সংকল্প’ মানে কী?
উত্তর: ‘সংকল্প’ মানে মনের দৃঢ় ইচ্ছা।

প্রশ্ন-২। ‘শুভ্র’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘শুভ্র’ শব্দের অর্থ সাদা।

প্রশ্ন-৩। ‘হল’ শব্দের অর্থ কী?
উত্তর: হল’ শব্দের অর্থ- ‘ছুতা’।

প্রশ্ন-৪। কী কারণে সংকল্প টলে?
উত্তর: সংশয়ের কারণে সংকল্প টলে।

প্রশ্ন-৫। পাছে লােকে কিছু বলে’ কবিতায় সম্মুখে কী চলে না?
উত্তর: ‘পাছে লােকে কিছু বলে’ কবিতায় সম্মুখে পা চলে না।

প্রশ্ন-৬। “মিয়মাণ’ শব্দের অর্থ কী?
উত্তর: “মিয়মাণ’ শব্দের অর্থ কাতর বা বিষাদগ্রস্ত।

প্রশ্ন-৭। যারা সমাজে অবদান রাখতে চান তাদের কী করলে চলবে না?
উত্তর: যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না।

প্রশ্ন-৮। পাছে লােকে কিছু বলে’ কবিতায় দৃঢ় মনােবল নিয়ে কী উপেক্ষা করতে বলা হয়েছে?
উত্তর: ‘পাছে লােকে কিছু বলে’ কবিতায় দৃঢ় মনােবল নিয়ে লােকলজ্জা ও সমালােচনাকে উপেক্ষা করতে বলা হয়েছে।

প্রশ্ন-৯। কামিনী রায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কামিনী রায় বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-১০। কামিনী রায় কোন কলেজে পড়াশােনা করতেন?
উত্তর: কামিনী রায় কলকাতার বেথুন কলেজে পড়াশােনা করতেন।

প্রশ্ন-১১। কামিনী রায় কোন বিষয়ে অনার্স করেন?
উত্তর: কামিনী রায় সংস্কৃতে অনার্স করেন।

প্রশ্ন-১২। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে কী উপেক্ষা করে এগিয়ে যেতে হবে?
উত্তর: মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়-ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।

প্রশ্ন-১৩। কামিনী রায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: কামিনী রায় ১৮৬৪ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-১৪।  ‘পাছে লােকে কিছু বলে’ কবিতাটি কার লেখা?
উত্তর: পাছে লােকে কিছু বলে’ কবিতাটি কবি কামিনী রায়ের লেখা।

প্রশ্ন-১৫। কে কী সমালােচনা করবে ভেবে বসে থাকলে কী এগােয় না?
উত্তর: কে কী সমালােচনা করবে ভেবে বসে থাকলে কাল এগােয় না।

প্রশ্ন-১৬। পাছে লােকে কিছু বলে কবিতায় শুভ্র’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েহে?
উত্তর: ‘পাছে লােকে কিছু বলে’ কবিতায় ‘শুভ্র’ শব্দটি ‘অমলিন’ অর্থে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন-১৭। প্রশমিতে’ মানে কী?
উত্তর: প্রশমিতে’ মানে নিবারণ করতে।

প্রশ্ন-১৮। আমরা কেন কাজ করতে পারি না?
উত্তর: সদা ভয় ও লাজে আমরা কাজ করতে পারি না।

প্রশ্ন-১৯। আমরা কী কারণে আড়ালে আড়ালে থাকি?
উত্তর: আমরা সমালােচনার ভয়ে আড়ালে আড়ালে থাকি।

প্রশ্ন-২০। কীসে সংকল্প সদা টলে?
উত্তর: সংশয়ে সংকল্প সদা টলে।

পাছে লোকে কিছু বলে কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

প্রশ্ন-২১। হৃদয়ে বুদবুদের মতাে কী উঠে?
উত্তর: হৃদয়ে বুদবুদের মতাে শুভ্র চিন্তা উঠে।

প্রশ্ন-২২। আমাদের হৃদয়ে বুদবুদের মতাে কী উঠে আসে?
উত্তর: আমাদের হৃদয়ে বুদবুদের মতাে শুদ্র চিন্তা উঠে আসে।

প্রশ্ন-২৩। ‘পাছে লােকে কিছু বলে’ কবিতায় সবাই একসঙ্গে মিলে কেন?
উত্তর: ‘পাছে লােকে কিছু বলে’ কবিতায় সবাই একসঙ্গে মিলে মহৎ উদ্দেশ্য সাধনের জন্য।

প্রশ্ন-২৪। শক্তি কীসের কবলে মরে?
উত্তর: শক্তি ভীতির কবলে মরে।

প্রশ্ন-২৫। শুদ্র চিন্তা কোথায় মিশে যায়?
উত্তর: শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায়।

প্রশ্ন-২৬৷ কামিনী রায়ের কবিতায় কার প্রভাব স্পষ্ট?
উত্তর: কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব স্পষ্ট।

প্রশ্ন-২৭। কীসের সহজ-সরল প্রকাশে কামিনী রায়ের কবিতা তাৎপর্য অর্জন করেছে?
উত্তর: আনন্দ-বেদনার সহজ-সরল প্রকাশে কামিনী রায়ের কবিতা তাৎপর্য অর্জন করেছে।

প্রশ্ন-২৮। কামিনী রায়ের লেখা ছােটদের কবিতা সংগ্রহের নাম কী?
উত্তর: কামিনী রায়ের লেখা ছােটদের কবিতা সংগ্রহের নাম ‘গুঞ্জন’।

প্রশ্ন-২৯। কলকাতা বিশ্ববিদ্যালয় কবি কামিনী রায়কে কোন পদকে ভূষিত করে?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় কবি কামিনী রায়কে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে।

প্রশ্ন-৩০। কামিনী রায়ের মৃত্যু হয় কত সালে?
উত্তর: কামিনী রায়ের মৃত্যু হয় ১৯৩৩ সালে।

প্রশ্ন-৩১। একটি স্নেহের কথা কী করতে পারে?
উত্তর: একটি স্নেহের কথা ব্যথা প্রশমিত করতে পারে।

প্রশ্ন-৩২। মহৎকাজ করতে হলে কী উপেক্ষা করতে হবে?
উত্তর: মহকাজ করতে হলে ভয়ভীতি, সংকোচ ও অন্যের সমালােচনা উপেক্ষা করতে হবে।

প্রশ্ন-৩৩। পাছে লােকে কিছু বলে’ কবিতায় সবাই একসঙ্গে মিলে কেন?
উত্তর: ‘পাছে লােকে কিছু বলে’ কবিতায় সবাই একসঙ্গে মিলে মহৎ উদ্দেশ্য সাধনের জন্য।

প্রশ্ন-৩৪। ভীতির কবলে কী মরে?
উত্তর: ভীতির কবলে শক্তি মরে।

প্রশ্ন-৩৫। বিধাতা প্রদত্ত প্রাণ নিয়েও আমরা সর্বদা কেমন হয়ে থাকি?
উত্তরঃ বিধাতা প্রদত্ত প্রাণ নিয়েও আমরা সর্বদা মিয়মাণ হয়ে থাকি।

প্রশ্ন-৩৬। ‘সদা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সদা’ শব্দের অর্থ— সবসময়।

প্রশ্ন-৩৭। কীসে কবির ব্যথা প্রশমিত হয়?
উত্তর: একটি স্নেহের কথায় কবির ব্যথা প্রশমিত হয়।

প্রশ্ন-৩৮। অন্যের ব্যথা উপশমের বিষয় এলে আমরা কী করি?
উত্তর: অন্যের ব্যথা উপশমের বিষয় এলে আমরা উপেক্ষা করে চলে যাই।

প্রশ্ন-৩৯। আঁখি সযতনে শুষ্ক রাখে কখন?
উত্তর: যখন প্রাণ কাঁদে তখন আঁখি সযতনে শুষ্ক রাখে।

প্রশ্ন-৪০। “একটি স্নেহের কথা” -এর পরের চরণটি লেখাে।
উত্তর: “একটি স্নেহের কথা” -এর পরের চরণ “প্রশমিতে পারে ব্যথা।

পাছে লোকে কিছু বলে কবিতার অনুধাবনমূলক প্রশ্ন

এখানে পাছে লোকে কিছু বলে কবিতার অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে। যা খ নাম্বারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন সৃজনশীলের খ নাম্বারে দেওয়া থাকে।

প্রশ্ন-১। ‘উঠে শুদ্র চিন্তা কত’ পঙক্তিটি ব্যাখ্যা করাে। 

উত্তর: মহৎ কাজের জন্য মানুষের মনে উদ্ভূত শুভ চিন্তার বিষয়টি এখানে উঠে এসেছে।অপরের মঙ্গলের জন্য কাজ করার ইচ্ছে প্রত্যেক মানুষের মনে কমবেশি থাকে। ফলে মহৎ কাজে ইচ্ছুক মানুষের মনে বুদবুদের মতাে অসংখ্য শুভবুদ্ধির উদয় হয়। দ্বিধা ত্যাগ করে এই শুভ চিন্তাগুলােকে কাজে লাগাতে পারলে জীবন সার্থক হয়।

প্রশ্ন-২। বিধাতা দিয়েছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মাণ ব্যাখ্যা করাে।

উত্তর: আলােচ্য পর্ভূক্তিটিতে সমালােচনার ভয়ে প্রাণশক্তিহীন হয়ে থাকার দিকটি ফুটে উঠেছে।বিধাতা মানুষকে প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু অনেক সময় মানুষকে নিষ্প্রাণ তথা উদ্যমহীনরূপে দেখা যায়। সমালােচনার ভয়ে, নিন্দার ডয়ে মানসিক শক্তি হারিয়ে মানুয় এমন নিষ্প্রাণ হয়ে পড়ে। আলােচ্য পত্তিতে এই দিকটিই ফুটে উঠেছে।

প্রশ্ন ৩। কবি কেন লােকলজ্জা ও ভয়কে দূর করতে বলেছেন?

উত্তর: মানুষের কল্যাণে মহৎ কাজ সম্পন্ন করার জন্য কবি লােকলজ্জা ও ভয়কে দূরে রাখতে বলেছেন।সমাজের কল্যাণে যারা আত্মনিয়ােগ করতে চায় তাদের দ্বিধা থাকলে চলবে না। মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে সব ভয়ভীতি, সমালােচনা ও সংকোচ উপেক্ষা করে দৃঢ়মনােবল নিয়ে এগিয়ে যেতে হবে।

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সংগ্রহ পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

পাছে লোকে কিছু বলে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর

পাছে লোকে কিছু বলে কবিতা- কামিনী রায়। অষ্টম শ্রেণি

দুই বিঘা জমি কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ