৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

এই পোস্টে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর দেওয়া আছে। অধ্যায়টির নাম হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এই অধ্যায় থেকে অনেক পরীক্ষায় mcq বা বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া থাকে। নিচে থেকে mcq প্রশ্নের উত্তর গুলো পড়ে নিন।

ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম MCQ

১. সতীদাহ প্রথা বিলোপ সাধনে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?

ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ ক 

২. ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে কী বলে?

ক. ঔপনিবেশিক যুগ
খ. ইংরেজ যুগ
গ. নতুন শাসনামল
ঘ. বাণিজ্য যুগ

উত্তরঃ ক 

৩. ভাস্কো দা গামা কত সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছেন?

ক. ১৪২৫ সালে
খ. ১৪৯৮ সালে
গ. ১৫২৫ সালে
ঘ. ১৫৭৮ সালে

উত্তরঃ খ 

৪. আল বুকার্ক কে ছিলেন?

ক. দক্ষ শাসক
খ. দক্ষ নাবিক
গ. দক্ষ সেনাপতি
ঘ. দক্ষ যোদ্ধা

উত্তরঃ খ 

৫. ব্রিটিশবিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রোপিত হয়েছিল কত সালে?

ক. ১৯০০ সালে
খ. ১৯০৫ সালে
গ. ১৯১৪ সালে
ঘ. ১৯৩২ সালে

উত্তরঃ খ 

৬. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯০৬ সালে
খ. ১৯১৮ সালে
গ. ১৯১৯ সালে
ঘ. ১৯২১ সালে

উত্তরঃ ক 

৭. বাংলায় ১৭৫৭ সালের পর যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে?

ক. ইংরেজ শাসন
খ. ব্রিটিশ শাসন
গ. ঔপনিবেশিক শাসন
ঘ. বণিক শাসন

উত্তরঃ গ 

৮. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?

ক. ২০ বছর
খ. ২২ বছর
গ. ২৫ বছর
ঘ. ২৮ বছর

উত্তরঃ খ 

৯. দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ইংল্যান্ডে স্থাপিত হয়?

ক. ১৬০০ সালে
খ. ১৬৫০ সালে
গ. ১৬৮৫ সালে
ঘ. ১৬৯০ সালে

উত্তরঃ ক 

১০. ফরাসিরা বাংলায় কত সালে প্রবেশ করে?

ক. ১৬৬০ সালে
খ. ১৬৬২ সালে
গ. ১৬৬৪ সালে
ঘ. ১৬৮০ সালে

উত্তরঃ খ 

১১. ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কবে হয়েছিল?

ক. ১৮৫০ সালে
খ. ১৮৫৮ সালে
গ. ১৮৬৯ সালে
ঘ. ১৮৭৫ সালে

উত্তরঃ গ 

১২. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৮৫৭ সালে
খ. ১৮৫৯ সালে
গ. ১৮৬২ সালে
ঘ. ১৮৭২ সালে

উত্তরঃ ক  

১৩. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক নবাব সিরাজউদ্দৌলা
খ নবাব আলীবর্দী খাঁ
গ ফখরুদ্দিন মোবারক শাহ
ঘ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি

উত্তরঃ গ

১৪. শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাৎস্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন-
র. দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত
রর. বড়মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত
ররর. শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ খ

১৫. ইংরেজরা কীভাবে অনুগত শ্রেণি তৈরি করেছিল?
ক দেশ বিভাগের মাধ্যমে
খ কুসংস্কার দূরিকরণের মাধ্যমে
গ ভারত শাসন আইন প্রণয়নের মাধ্যমে
ঘ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে

উত্তরঃ ঘ

১৬. কত সালে ওয়েস্টফালিয়ার চুক্তি হয়?
ক ১৬৪৭
খ ১৬৪৮
গ ১৬৪৯
ঘ ১৬৫০

উত্তরঃ খ

১৭. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় প্রবেশ করে?

ক. ১৬২০ সালে
খ. ১৬৩০ সালে
গ. ১৬৫৫ সালে
ঘ. ১৬৭৫ সালে

উত্তরঃ ক 

১৮. কিসের মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশে-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়?
ক ই-কমার্স
খ  ই-মেইল
গ ফেসবুক
ঘ টুইটার

উত্তরঃ খ

১৯. ‘ভাগ করো, শাসন করো’—এ নীতির প্রবক্তা কারা?

ক. পর্তুগিজরা
খ. ব্রিটিশরা
গ. ভারতীয়রা
ঘ. ফরাসিরা

উত্তরঃ খ  

২০. ‘বর্গী’ কাদের বলা হতো?
ক সেনদের
খ তুর্কীদের
গ আফগানদের
ঘ মারাঠাদের

উত্তরঃ ঘ

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

১. মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
ক মোঘল
● গুপ্ত
গ পাল
ঘ সেন

২. বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে?
ক ১২০৬
খ ১৩৩৮
● ১৫৩৮
ঘ ১৫৭৬

৩. চার শতকে উত্তর বাংলা ও দক্ষিণ-পূর্ব বাংলার কিছু অংশ ‘ক’ নামক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। উক্ত সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল। ‘ক’ নামক সাম্রাজ্যের সাথে নিচের কোন সাম্রাজ্যের সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
ক মৌর্য
● গুপ্ত
গ মোগল
ঘ পাল

৪. এদেশে ইংরেজদের শিক্ষা বিস্তারের ফলে-
● প্রচলিত বিশ্বাস ভঙ্গ হয়
খ মানুষের মনে হিংসা দানা বাঁধে
গ ভ্রাতৃত্ব গড়ে উঠে
ঘ জনমনে অসন্তোষ সৃষ্টি হয়

৫. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
ক ১৬৫৭
খ ১৭৫৭
● ১৮৫৭
ঘ ১৯৫৭

৬. ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন?
ক লর্ড বেন্টিঙ্ক
● লর্ড ক্যানিং
গ লর্ড কার্জন
ঘ লর্ড হার্ডিঞ্জ

৭. সুশাসন প্রতিষ্ঠায় বাংলাকে দুইভাগ করার প্রস্তাব দেন কে?
ক লর্ড বেন্টিক
● লর্ড কার্জন
গ লর্ড হার্ডিঞ্জ
ঘ লর্ড ক্লাইভ

৮. কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে?
ক আর্য
খ মৌর্য
গ পাল
● মুসলিম

৯. কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়?
● ১৮৫৮ সালের ২ আগস্ট
খ ১৮৫৮ সালের ২ সেপ্টেম্বর
গ ১৮৫৮ সালের ২ অক্টোবর
ঘ ১৮৫৮ সালের ২ নভেম্বর

১০. কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন?
ক ১২৩৮
● ১৩৩৮
গ ১৪৪৮
ঘ ১৫৩৮

১১. সতীদাহ প্রথা বিল কে পাস করেন?
ক লর্ড ডালহৌসি
খ লর্ড হার্ডিং
● লর্ড উইলিয়াম বেন্টিংক
ঘ লর্ড ওয়েলেসলি

১২. ইংরেজদের এদেশে শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিলো-
ক বাণিজ্য বিস্তার করা
খ আয় বৃদ্ধি করা
● শাসন স্থায়ী করা
ঘ জনকল্যাণ করা

১৩. ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠিত হয়?
● গবেষণার জন্য
খ মুসলমানদের সন্তুষ্ট করার জন্য
গ হিন্দুদের সন্তুষ্ট করার জন্য
ঘ ব্রিটিশদের শাসন পাকাপোক্ত করার জন্য

১৪. বহিরাগত শাসকদের বাংলার দিকে দৃষ্টি ছিল কেন? (অনুধাবন)
● ধনসম্পদের কারণে
খ খনিজ সম্পদের কারণে
গ মৎস্য সম্পদের কারণে
ঘ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে

১৫. মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
ঘ পাল
খ সেন
● গুপ্ত
ঘ আর্য

১৬. কত শতকে উত্তর বাংলায় প্রথম বাঙালি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
ক চার
খ পাঁচ
গ ছয়
● সাত

১৭. নিচের কোন বংশ বাংলায় কোনো শাসন প্রতিষ্ঠা করেনি? (জ্ঞান)
ক মৌর্য
খ গুপ্ত
● আর্য
ঘ পাল

১৮. কে খ্রিষ্টপূর্ব তিন শতকে বাংলার উত্তরাংশ দখল করেন? (জ্ঞান)
● মহামতি অশোক
খ রাজা শশাঙ্ক
গ রাজা লক্ষণসেন
ঘ সম্রাট হুমায়ুন

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

One Comment on “৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *