আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।পাকিস্তান নামের রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। ১২ আগস্ট প্রকাশিত র্যাডক্লিপ রোয়েদাদে পূর্ব বঙ্গ ও পশ্চিম বঙ্গেঁর মধ্যে সীমানা আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়। পাকিস্তান প্রতিষ্ঠা হলো ১৯৪৭ সালের ১৪ আগস্ট। পূর্ব বাংলা হয় পাকিস্তানের অংশ-পূর্ব পাকিস্তান। পূর্ব থেকে জনগণ আশা করেছিলেন, এবার তাঁদের আশা-আকাঙ্খা পূরণ হবে। তাঁদের প্রত্যাশিত স্বাধীনতা নতুন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। নিচে থেকে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর দেখুন।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ঘরে ঘরে দুর্গ’ গড়ে তোলার ডাক দেন ১৯৭১ এর কত মার্চ?
ক. ২ মার্চ
খ. ৩ মার্চ
গ. ৭ মার্চ
ঘ. ২৫ মার্চ
উত্তরঃ গ
২. মার্ক টালি কোন প্রতিষ্ঠানের সাংবাদিক ছিলেন?
ক. বিবিসি
খ. ভয়েস অব আমেরিকা
গ. আকাশবাণী
ঘ. সিএনএন
উত্তরঃ ক
৩. বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে ১৯৭১ সালের নভেম্বর মাসে কোন বাহিনী গঠিত হয়?
ক. সেনাবাহিনী
খ. যৌথবাহিনী
গ. গেরিলা বাহিনী
ঘ. গোয়েন্দা বাহিনী
উত্তরঃ খ
৪. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
গ. ১৯৭১ সালের ২৫ মে
ঘ. ১৯৭১ সালের ১ জুন
উত্তরঃ খ
৫. বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য মুজিবনগর সরকার কাকে বিশেষ দূত নিয়োগ করেন?
ক. বিচারপতি কামাল আহমেদ
খ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
গ. মোহাম্মদ কামরুজ্জামান
ঘ. তাজউদ্দীন আহমদ
উত্তরঃ খ
৬. জাতিসংঘে বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে কয়টি দেশ?
ক. ২৬টি
খ. ৩১টি
গ. ৪৭টি
ঘ. ৫৯টি
উত্তরঃ গ
৭. জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?
ক. লিবারেশন কনসার্ট
খ. কনসার্ট ১৯৭১
গ. বাংলাদেশ কনসার্ট
ঘ. কনসার্ট মাই কান্ট্রি
উত্তরঃ গ
৮. সাইমন ড্রিং কে ছিলেন?
ক. একজন রাজনীতিবিদ
খ. একজন সাংবাদিক
গ. একজন গায়ক
ঘ. একজন রাষ্ট্রদূত
উত্তরঃ খ
৯. ‘সংবাদ পরিক্রমা’ অনুষ্ঠানটি কোথা থেকে প্রচারিত হতো?
ক. বিবিসি
খ. আকাশবাণী
গ. বাংলা বেতার কেন্দ্র
ঘ. ভয়েস অব আমেরিকা
উত্তরঃ ক
১০. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?
ক. চরমপত্র
খ. সংবাদ পরিক্রমা
গ. বজ্রসাহস
ঘ. চরমপাঠ
উত্তরঃ ক
১১. প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলাযোদ্ধারা কোন সময়ে দেশে প্রবেশ করে যুদ্ধ করেন?
ক. জুন মাসে
খ. জুলাই মাসে
গ. আগস্ট মাসে
ঘ. মে মাসে
উত্তরঃ ক
১২. মুজিবনগর সরকার বাংলাদেশকে কয়টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৭টি
ঘ. ১১টি
উত্তরঃ ঘ
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ যে ভাষণ দিয়েছিলেন, সেটি কেমন ধরনের ভাষণ ছিল?
ক. লিখিত
খ. অলিখিত
গ. মুখস্থ
ঘ. তাত্ক্ষণিক
উত্তরঃ খ
১৪. পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে কে নেতৃত্ব প্রদান করেন?
ক. এ কে খন্দকার
খ. জেনারেল ওসমানী
গ. লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
ঘ. জেনারেল স্যাম মানেকশ
উত্তরঃ গ
১৫. মুজিবনগর সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে?
ক. মনসুর আলী
খ. অধ্যাপক ইউসুফ আলী
গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ. মোজাফফর হোসেন
উত্তরঃ খ
১৬. মুক্তিযুদ্ধের সময় কত তারিখ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরাপদ এলাকা ঘোষণা করা হয়?
ক. ১০ ডিসেম্বর
খ. ১২ ডিসেম্বর
গ. ১৪ ডিসেম্বর
ঘ. ১৫ ডিসেম্বর
উত্তরঃ ক
১৭. মার্ক টালি কে ছিলেন?
ক. একজন রাষ্ট্রদূত
খ. একজন সংবাদিক
গ. একজন গায়ক
ঘ. একজন মুক্তিযোদ্ধা
উত্তরঃ খ
১৮ ভারতের মাটিতে ১৯৭১ সালের কোন মাস থেকে বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং নেওয়া শুরু হয়?
ক. এপ্রিল
খ. মে
গ. জুন
ঘ. জুলাই
উত্তরঃ ক
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১৯. ১৯৭১ সালের ৭ মার্চ আওয়ামী লীগ রেসকোর্স ময়দানে কেন জনসভার আয়োজন করেছিল?
ক কোর্ট-কাচারি, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার জন্য
খ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য
গ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য
ঘ. বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য
উত্তরঃ ঘ
২০. ইয়াহিয়া খান আলোচনার ভান করে পর্যবেক্ষণ করেন-
ক ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল
খ. অপারেশন সার্চলাইটের কর্মসূচি
গ বঙ্গবন্ধুর গতিবিধি
ঘ পূর্ব পাকিস্তানিদের মানসিক অবস্থা
উত্তরঃ খ
২১. যৌথবাহিনী ঢাকার বিভিন্ন সামরিক অবস্থানের উপর বিমান হামলা চালায় কত তারিখে?
ক ১৯৭১ সালের ৯ই ডিসেম্বর
খ ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ১২ই ডিসেম্বর
ঘ ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর
উত্তরঃ গ
২২. ১৯৭১ সালে ৭ই মার্চের ঘোষণাকে কী বলা হয়?
ক. বাঙালির মুক্তির সনদ
খ গণহত্যার কারণ
গ সার্বভৌমত্ব লাভ
ঘ নির্বাচনি প্রচারণা
উত্তরঃ ক
২৩. নৌপথে অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযানে মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোগণ মোংলা বন্দরে কতটি জাহাজ ধ্বংস করে?
ক. ১০
খ. ১৫
গ. ২৬
ঘ. ৫০
উত্তরঃ ঘ
২৪. পাকিস্তানি হানাদার বাহিনীরা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কেন?
ক দেশকে জনশূন্য করার জন্য
খ যুদ্ধে জয়লাভের জন্য
গ অশিক্ষিতের হার বাড়ানোর জন্য
ঘ. দেশকে মেধাশূন্য করার জন্য
উত্তরঃ ঘ
২৫. বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা করেন?
ক ২৫ শে মার্চ ১৯৭১
খ। ২৬ শে মার্চ ১৯৭১
গ ৭ই এপ্রিল ১৯৭১
ঘ ১৭ই এপ্রিল ১৯৭১
উত্তরঃ খ
২৬. ‘ক্র্যাকপ্লাটুন’ কী?
ক জাতীয় সংগঠন
খ রাজাকার বাহিনী
গ মিত্রবাহিনী
ঘ. গেরিলা দল
উত্তরঃ ঘ
২৭. মুজিবনগর সরকার গঠিত হয় কখন?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ ১৯৭১ সালের ১২ এপ্রিল
গ ১৯৭১ সালের ২৫ এপ্রিল
ঘ ১৯৭১ সালের ২৭ এপ্রিল
উত্তরঃ ক
২৮. জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?
ক মার্কিন কনসার্ট
খ. বাংলাদেশ কনসার্ট
গ স্বাধীন বাংলা কনসার্ট
ঘ পূর্ব বাংলা কনসার্ট
উত্তরঃ খ
২৯. মুক্তিযুদ্ধের সময় হেমায়েত বাহিনী কোন এলাকায় গড়ে ওঠে?
ক সিরাজগঞ্জ ও পাবনা
খ বরিশাল ও মাগুরা
গ. বরিশাল ও গোপালগঞ্জ
ঘ ভালুকা ও ময়মনসিংহ
উত্তরঃ গ
৩০. স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি?
ক ঢাকা সম্প্রচার কেন্দ্র
খ চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র
গ আকাশবাণী সম্প্রচার কেন্দ্র
ঘ. কালুরঘাট সম্প্রচার কেন্দ্র
উত্তরঃ ঘ
৩১. ২৫শে মার্চ প্রথম আক্রমণের শিকার হয়-
ক পিলখানা
খ রাজারবাগ
গ. ফার্মগেট
ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ গ
৩২. মুজিব নগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন?
ক তাজউদ্দিন আহমদ
খ এম. মনসুর আলী
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ এ এইচ এম কামরুজ্জামান
উত্তরঃ গ
৩৩. ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ত্রাণসামগ্রী পাঠানোর জন্য এদেশের সংগীত শিল্পীরা কনসার্ট-এর আয়োজন করে। মুক্তিযুদ্ধ চলাকালীন অর্থসংগ্রহের জন্য অনুরূপ কনসার্টের সাথে কার নামটি জড়িত?
ক মাইকেল জ্যাকশন
খ. জর্জ হ্যারিসন
গ রুনা লায়লা
ঘ লতা মঙ্গেশকর
উত্তরঃ খ
৩৪. স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়?
ক. রেসকোর্স ময়দানে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ. মুজিবনগরে
ঘ. গণভবনে
উত্তরঃ খ
৩৫. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. কর্নেল এম. এ. জি. ওসমানী
খ গ্র“প ক্যাপ্টেন এ. কে. খন্দকার
গ মেজর খালেদ মোশাররফ
ঘ মেজর কে. এম. শফিউল্লাহ
উত্তরঃ ক
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর ৮ম শ্রেণি
One Comment on “৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর”