ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য MCQ প্রশ্ন উত্তর

ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য MCQ

এই পোস্টে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য mcq প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রায় দুইশত বছরের ইংরেজ শাসনামলই (১৭৫৭-১৯৪৭) ঔপনিবেশিক যুগ হিসাবে পরিচিত। ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস আদালত ভবন, রেলস্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল।

‘প্রত্ন’ শব্দের অর্থ হলো পুরনো। প্রত্নসম্পদ বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রত্ননিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস-সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। নিচে থেকে বহুনির্বাচনি প্রশ্ন পড়ুন।

ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য MCQ

এই অংশে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য mcq শেয়ার করেছি। এই mcq গুলো মূল বইয়ে দেওয়া নেই। তাই এখান থেকে পড়ে নিবেন। অথবা সংগ্রহ করে রাখবেন।

১. বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি?

ক. ১৫৭৫-১৮৫৭ সাল
খ. ১৭৮১-১৮৫৭ সাল
গ. ১৭৫৭-১৯৪৭ সাল
ঘ. ১৮৫৭-১৯৫৭ সাল

উত্তরঃ গ 

২. ঢাকার পুরনো গির্জা কোনটি?

ক. আর্মেনিয়ান গির্জা
খ. যোসফ গির্জা
গ. হলিক্রস গির্জা
ঘ. সেন্ট টমাস এ্যাংলিকান গির্জা

উত্তরঃ ক 

৩. ভিক্টোরিয়া পার্কের অপর নাম

ক. রমনা পার্ক
খ. আন্টঘর ময়দান
গ. কার্জন হল
ঘ. পল্টন ময়দান

উত্তরঃ খ 

৪. কোনটিকে উত্তরা গণভবন বলে?

ক. নাটোরের দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ
খ. কাঞ্চননগর
গ. পানামনগর
ঘ. শশীলজ

উত্তরঃ ক 

৫. জাতীয় মন্দির কোনটি?

ক. রমনা কালীমন্দির
খ. রামকৃষ্ণ মিশন
গ. ঢাকেশ্বরী মন্দির
ঘ. কান্তজির মন্দির

উত্তরঃ গ 

৬. কোন নগরের অধিবাসীরা প্রাসাদের চারপাশে পরিখা খনন করেছিল?

ক. পানামনগর
খ. রূপনগর
গ. কাঞ্চননগর
ঘ. চট্টগ্রাম

উত্তরঃ ক 

৭. সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোনটি?
ক ইসলামাবাদ
খ জাহাঙ্গীরনগর
গ সোনারগাঁও
ঘ ঢাকা

উত্তরঃ গ  

৮. ময়মনসিংহ জাদুঘর সম্পর্কে যথার্থ
র. ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ
রর. প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পারি
ররর. প্রত্নতত্ত্ব বিভাগ এটি পরিচালনা করে

নিচের কোনটি সঠিক?

ক. র
খ. র ও রর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর

উত্তরঃ ঘ 

৯. সরদার বাড়িতে কয়টি কক্ষ আছে?

ক. ৬০টি
খ. ৭০টি
গ. ৮০টি
ঘ. ৯০টি

উত্তরঃ খ 

১০. তাজহাট জমিদার প্রাসাদ কোন জেলায় অবস্থিত?
ক রংপুর
খ কুমিল্লা
গ নাটোর
ঘ বগুড়া

উত্তরঃ ক  

১১. কোনটিকে উত্তরা গণভবন বলে?
ক পানামনগর
খ মুক্তাগাছার জমিদার
গ ময়মনসিংহের শশীলজ
ঘ নাটোরের দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ

উত্তরঃ ঘ 

১২. মুক্তাগাছার জমিদারদের প্রতœসম্পদগুলো
র. নানা ধরনের অলংকার, পাথরের ফুলদানি, বাঘ ও হরিণের মাথা
রর. ঢাল, তলোয়ার, পালঙ্ক, হাতির দাঁতের নানা কারুকাজ
ররর. কম্পাস, ঘড়ি, হরিণের মাথা ও ইতালির মূর্তি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর
খ. ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর

উত্তরঃ গ 

১৩. ঔপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্য কর্ম কোনটি?
ক ঢাকেশ্বরী মন্দির
খ চিনি টিকরি মসজিদ
গ শশী লজ
ঘ পানাম নগর

উত্তরঃ খ 

১৪. সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল?
ক ১৭৫৭
খ ১৭৮১
গ ১৮৫৭
ঘ ১৯৫৭

উত্তরঃ গ  

১৫. পানাম নগরে কয়টি ইমারত টিকে আছে?
ক ২১
খ ৩১
গ ৪০
ঘ ৫২

উত্তরঃ ঘ 

১৬. প্রত্ন সম্পদ বলতে বোঝায়-
র. পুরানো অট্টালিকা ও শিল্পকর্ম
রর. ভাস্কর্য ও গহনা
ররর. আধুনিক মূল্যবান আসবাবপত্র

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ ক 

১৭. ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোন স্থাপত্যশিল্পটি ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়? (জ্ঞান)
ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
খ হলিক্রস চার্চ
গ জাতীয় জাদুঘর
ঘ হোসেনি দালান

উত্তরঃ ঘ 

১৮. সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ কোন শতকে তৈরি হয়? (জ্ঞান)
ক সপ্তম
খ চতুর্দশ
গ অষ্টাদশ
ঘ উনিশ

উত্তরঃ ঘ 

১৯. মুক্তাগাছার জমিদারদের প্রত্ন সম্পদগুলো হলো-
র. নানা ধরনের অলঙ্কার, পাথরের ফুলদানি, বাঘ ও হরিণের মাথা
রর. ঢাল-তলোয়ার, পালঙ্ক, হাতির দাঁতের নানা কারুকাজ
ররর. কম্পাস, ঘড়ি, হরিণের মাথা ও ইটালির মূর্তি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ খ 

২০. ১৮৫৭ সালে ইংরেজদের হাতে বন্দি বিদ্রোহীদের ফাঁসি দেয়া হয় কোথায়? (অনুধাবন)
ক আন্টাঘর ময়দানে
খ ঢাকা কেন্দ্রীয় কারাগারে
গ দিল্লির কারাগারে
ঘ ব্রিটিশ আদালতে

উত্তরঃ ক  

২১. সোনারগাও-এর পানাম নগরটি ছিল
র. সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল
রর. ইউরোপীয় স্থাপত্যরীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ
ররর. চওড়া পথের ধারে নিরাপত্তার জন্য রক্ষিত পরিখা সমৃদ্ধ

নিচের কোনটি সঠিক?

ক. র
খ. র ও রর
গ. রর
ঘ. র, রর ও ররর

উত্তরঃ খ  

ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

২২. গির্জার অপর নাম কী? (অনুধাবন)
ক চার্চ
খ প্যাগোডা
গ টম্ব
ঘ মন্দির

উত্তরঃ ক  

৫২. ঢাকায় হলিক্রস চার্চ নির্মিত হয় কোন শতকে?
ক সতেরো
খ আঠারো
গ উনিশ
ঘ বিংশ

উত্তরঃ গ 

২৩. রনি অতীত মানুষের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য জানতে চায়। অতীত সংস্কৃতি জানতে তার করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
ক মসজিদ পরিদর্শন
খ মাদরাসা পরিদর্শন
গ প্রত্নতত্ত্ব পরিদর্শন
ঘ মন্দির পরিদর্শন

উত্তরঃ গ 

২৪. প্রত্নতত্ত্ব নিদর্শনের মাধ্যমে কোনটি জানা যায়? (জ্ঞান)
● সেকালের মানুষের সামাজিক অবস্থা
খ বর্তমান মানুষের সাংস্কৃতিক অবস্থা
গ ভবিষ্যৎ মানুষের জীবনযাত্রা
ঘ সামাজিক অনাচারের প্রতিচ্ছবি

উত্তরঃ ঘ 

২৫. ঢাকা ঔপনিবেশিক যুগের মসজিদগুলোর নির্মাণে মোঘল স্থাপত্যরীতির সাথে কোনটি যুক্ত হয়েছিল? (জ্ঞান)
ক পৌরাণিক
খ পারসিক
গ প্রাচ্যের
ঘ ইউরোপীয়

উত্তরঃ ঘ 

২৬. আন্টাঘর ময়দান সম্পর্কে কোন তথ্যটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক সেখানে ইংরেজদের হাতে বন্দি বিদ্রোহীদের ফাঁসি দেয়া হয়
খ সেখানে একটি ঘূর্ণিস্তম্ভ তৈরি করা হয়
গ সেখানে বর্তমানে আহসান মঞ্জিল নির্মিত হয়েছে
ঘ সেখানে প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে

উত্তরঃ ক 

২৭. বাংলাদেশের জাতীয় মন্দির কোনটি? [ক্যান্টমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়]
ক রামচন্দ্র মন্দির
খ জগন্নাথ মন্দির
গ ঢাকেশ্বরী মন্দির
ঘ কালী মন্দির

উত্তরঃগ 

২৮. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে স্থাপিত পার্কটির নাম কী? (জ্ঞান)
ক রমনা পার্ক
খ চন্দ্রিমা পার্ক
গ ইকো পার্ক
ঘ বাহাদুর শাহ পার্ক

উত্তরঃ ঘ 

২৯. কোনটির সাথে জড়িয়ে আছে ১৮৫৭ সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস? (অনুধাবন)
ক আন্টাঘর ময়দান
খ রেসকোর্স ময়দান
গ পলাশীর ময়দান
ঘ ঈদগাহ ময়দান

উত্তরঃ ক  

৩০. ভিক্টোরিয়া পার্কটির নামকরণ করেন কে? [ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক নওয়াব আব্দুল লতিফ
খ নওয়াব হাদি
গ নওয়াব আব্দুল গণি
ঘ শাহ জাফর

উত্তরঃ গ 

৩১. ঔপনিবেশিক যুগের আগে তৈরি কোন স্থাপনাটি ঔপনিবেশিক আমলে নতুন করে নির্মিত হয়েছিল? (জ্ঞান)
ক ঢাকার ঢাকেশ্বরী মন্দির
খ রমনার কালী মন্দির
গ আহসান মঞ্জিল
ঘ কার্জন হল

উত্তরঃ খ 

৩২. ফরিদের ভাই মোগল যুগের স্থাপত্য দেখতে চায়। সে ভাইকে কোথায় নিয়ে যাবে? (প্রয়োগ)
ক নবাব কাটরায়
খ ছোট সোনা মসজিদে
গ লক্ষ্মীবাজার মসজিদে
ঘ লালবাগের কুঠিতে

উত্তরঃ গ  

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভাললেগেছে এবং এখান থেকে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য MCQ প্রশ্ন উত্তর  সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ৮ম শ্রেণি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম শ্রেণি ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *