বাংলাদেশে বর্তমানে ৫৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এই সকল বিশ্ববিদ্যালয় সরকারের অর্থায়নে প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের সেরা বিশ্ব বিদ্যালয়ের মধ্যে একটি হচ্ছে ঢাকা বিশ্ব বিদ্যালয়য়। এছাড়া আরও বেশ কয়েকটি জনপ্রিয় বিশ্ব বিদ্যালয় রয়েছে। তবে এই বিশ্ব বিদ্যালয় গুলোতে আসন সংখ্যা সীমিত তাই সবাই এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় না। এজন্য অনেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় গুলোতে অংশ নিতে চায়। এই পোস্টে গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
২০২৩ সালের এইচ এস সি পরীক্ষা শেষ হয়েছে। তাই সবাই এখন তাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে ব্যাস্ত। সবার মূল্য উদ্দেশ্য হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। ইতোমধ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের GST Admission Circular দিয়েছে। এই পোস্টে গুচ্ছ ভর্তি পরীক্ষা, নিয়ম, আসন সংখ্যা ও বিশ্ববিদ্যালয় তালিকা শেয়ার করা হয়েছে। কিভাবে ভর্তি হবেন এবং পরীক্ষা কবে নেওয়া হবে এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪
প্রায় সকল কলেজের এইচ এস সি পরীক্ষা শেষ হয়েছে। এখন সবাই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও এইচ এস সি পরীক্ষা ফলাফল প্রকাশ করতে দেরি হবে। বাংলাদেশে বর্তমানে ২২ টি গুচ্ছ বিশ্ববিদ্যালয় রয়েছে। এই গুচ্ছ বিশ্ব বিদ্যালয়ের অধীনে অনেক ভালো ভালো পাবলিক বিশ্ব বিদ্যালয় আছে। আপনাকে এখানে একটি ভর্তি পরীক্ষা দিতে হবে। আপনার ফলাফল ভালো হলে তাহলে যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
আগামী মার্চের ২য় সপ্তাহ থেকে প্রাথমি ভর্তি পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে ২০২৩-২৪ সালের জিএসটি ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সকল বিভাগ থেকে মিনিমাম একটি জিপিএ পয়েন্ট লাগবে। আপনারা A,B ও C ইউনিট এ পরীক্ষা দিতে পারবেন। ইউনিট গুলো হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা।
গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪
প্রতি বছর এই পাবলিক বা গুচ্ছ পরীক্ষার নিয়ম কানুন ও নম্বর পদ্ধতি পরিবর্তন করা হয়। তবে কিভাবে পরীক্ষা হয় এবং সিলেবাস এগুলো আগে থেকেই দেওয়া থাকে। শুধু ভর্তি পরীক্ষার ফলাফল বা মানবন্টন প্রতি বছর পরিবর্তিত হয়ে থাকে। আপনারা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা থেকে পাব্লি বা গুচ্ছ পরীক্ষায় অংশ নিতে পারবেন। অংশ নেওয়ার জন্য এস এস সি ও এইচ এস সি জিপিএ কাউন্ট করা হবে। ভর্তি পরীক্ষায় উর্তিন্ন শিক্ষার্থীদের যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স আসবে। তবে তারা পছন্দের সাব্জেট নাও পেতে পারে। এটা তার ভর্তি পরীক্ষা রেজাল্ট এর উপর নির্ভর করবে।
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম
বর্তমানে বাংলাদেশে ২২ টি গুচ্ছ বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোও রয়েছে। নিচের অংশে গুচ্ছের অধীনে থাকা ২২ টি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া আছে।
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
৩. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা)
৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৫. বরিশাল বিশ্ববিদ্যালয়
৬. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
৮. খুলনা বিশ্ববিদ্যালয়
৯. ইসলামী বিশ্ববিদ্যালয়
১০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১১. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১২. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
১৪. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
১৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৭. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৮. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৯. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২১. কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২২. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
জিএসটি ভর্তি পরীক্ষার নোটিশ ২০২৪
গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের স্নাতক(সম্মান)/স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা নিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিশে দেওয়া আছে সকল বিভাগের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নুনতম জিপিএ পয়েন্ট থাকা লাগবে। এস এস সি ও এইচ এস সি মিলিয়ে এই পয়েন্ট যোগ করা হবে। এছাড়া ভর্তি পরীক্ষা শেষে প্রাপ্ত নাম্বার যোগ করে আপনাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনোমোদন দিবে। আপনারা চাইলে একই সাথে A,B ও C ইউনিট এ পরীক্ষা দিতে পারবেন। সাধারণত গুচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে A ইউনিট বেছে নিতে হবে। নিচে ভর্তি সম্পর্কিত নোটিশ গুলো বিস্তারিত দেওয়া আছে।
[জিএসটি] গুচ্ছে ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে
পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময় রয়েছে। এখনো প্রায় ৪ থেকে ৫ মাস রয়েছে জিএসটি ভর্তি পরীক্ষার জন্য। এক এক গ্রুপের পরীক্ষা এক এক সময়ে অনুষ্ঠিত হবে। ক ইউনিট – (বিজ্ঞান) বিভাগের গুচ্ছ পরীক্ষা শুরু হবে —— তারিখে। খ ইউনিট – (মানবিক) বিভাগের পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের ——তারিখে এবং গ ইউনিট বা বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হবে —– মে। তাই আপনারা চাইলে একই সাথে তিন টি ইউনিট এ পরীক্ষা দিতে পারবেন।
- ক ইউনিট – (বিজ্ঞান) [পড়ে যুক্ত করা হবে]
- খ ইউনিট – (মানবিক) [পড়ে যুক্ত করা হবে]
- গ ইউনিট -(বানিজ্য) [পড়ে যুক্ত করা হবে]
গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা
চাইলেই যেকেউ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। তাদের একটি নুনতম জিপিএ পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট আপনার এস এস সি ও এইচ এস সি রেজাল্ট এ থাকলে তাহলেই আপনি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এটি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার জন্য আলাদা আলাদা।
A ইউনিট – বিজ্ঞান গুচ্ছ ভর্তি পরীক্ষার নুনতম যোগ্যতা
মূলত যারা এস এস সি ও এইচ এস সি তে বিজ্ঞান বিভাগে পড়েছেন তারাই A ইউনিট এ পরীক্ষা দিতে পারবেন। এই গুচ্ছ A ইউনিট এ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনার সর্বমোট 8.00 জিপিএ থাকতে হবে। তবে আপনার ৪র্থ বিষয় সহ এস এস সি ও এইচ এস সি তে 3.50 থাকতে হবে। যদি কোনটিতে 3.50 না থেকে থাকে তাহলে আপনারা A ইউনিট এ পরীক্ষা দিতে পারবেন না।
B ইউনিট – মানবিক গুচ্ছ ভর্তি পরীক্ষার নুনতম যোগ্যতা
এই মানিবিক বা B ইউনিট এর জন্যও একটি নুনতম জিপিএ রয়েছে। তবে আপনারা যে শাখায় এইচ এস সি পড়েন না কেনো চাইলে বি ইউনিট এ ভর্তি পরীক্ষা দিতে পারবেন। বি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য সর্বমোট ৬ পয়েন্ট লাগবে। আপনার ৪র্থ বিষয় সহ এস এস সি ও এইচ এস সি ৩.০০ থাকতে হবে।
C ইউনিট – ব্যবসায় শিক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষার নুনতম যোগ্যতা
সি ইউনিট হচ্ছে ব্যবসায় শাখা শিক্ষার্থীদের জন্য। এই ইউনিট এ পরীক্ষায় দেওয়ার জন্য 6 জিপিএ লাগবে। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমােট জিপিএ ৬ পয়েন্ট থাকতে হবে।
জিএসটি ভর্তি পরীক্ষার মানবন্টন
ভর্তি পরীক্ষায় সাবজেক্ট ও ইউনিট ভিত্তিক কিছু মানবণ্টন থাকে। নিচের অংশে এ, বি ও সি ইউনিট এর জিএসটি ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩ সম্পর্কে একটি তালিকা দেওয়া আছে। এই তালিকা থেকে আপনারা সকল ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন দেখেনিন।
বিষয় | বিজ্ঞান | ব্যবসায় | মানবিক |
বাংলা | ১০ | ১৩ | ৪০ |
ইংরেজি | ১০ | ১২ | ৩৫ |
আইসিটি/গণিত/জীববিজ্ঞান (যেকোন ২টি) | ৪০ (ঐচ্ছিক) | ২৫ | ২৫ |
হিসাব বিজ্ঞান | X | ২৫ | X |
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | X | ২৫ | X |
পদার্থ | ২০ | X | X |
রসায়ন | ২০ | X | X |
মোট নাম্বার | ১০০ | ১০০ | ১০০ |
জিএসটি ভর্তি পরীক্ষার আবেদন ফি
পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতি ইউনিট এ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে ১৫০০ টাকা দিয়ে ফরম পুরন করতে হবে। অর্থাৎ জিএসটি ভর্তি পরীক্ষার আবেদন ফি হচ্ছে ১৫০০ টাকা। ১৫০০ টাকা দিয়ে যেকোনো একটি ইউনিট এ ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আরও অন্যান্য ইউনিট এ পরীক্ষা দিতে চাইলে আলাদ আলাদা ভাবে ১৫০০ টাকা দিয়ে ফরম পুরন করতে হবে। ফরম পূর্ণ হলে অনলাইনে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা
পরীক্ষার্থীদের তুলনায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা খুব কম। গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা প্রায় বর্তমানে ১০ হাজারের উপরে। এখানে আবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার সিট রয়েছে। সব চেয়ে বেশি সিট রয়েছে মানবিক বা B ইউনিট এর জন্য।
শেষ কথা
এই পোস্টে জিএসটি ভর্তি সম্পর্কে সকল তথ্য দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ভর্তি আবেদন প্রক্রিয়ার তারিখ ও পরীক্ষা শুরু হওয়ার তারিখ নির্ধারন করা হয়নি। তাই এই পোস্টে আপনাদের সাথে ভর্তি তারিখ শেয়ার করিনি। যখন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু হবে তার তারিখ ও সময় যুক্ত করা হবে। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ২২ টি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪ সম্পর্কে জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪। Medical Admission 2023-24
One Comment on “২২ টি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪। GST Admission 2023-24”