উপনিবেশিকরণ একটি প্রক্রিয়া। সাধারণভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশের উপর প্রভুত্ব স্থাপন করে তাকে নিজের দখলে আনে। অধীনস্থ দেশটির জনগণ, সম্পদ সবকিছুই অধিপতি দেশটি নিজের স্বার্থ অনুযায়ী পরিচালনা করে। এখানে দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। বাংলা প্রায় দুইশ বছর এমনভাবে ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল যা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৪৭ সালে শেষ হয় । নিচে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে।
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম জ্ঞানমূলক প্রশ্ন
১. লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৪০ সালে ২৩শে মার্চ ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়।
২. বাংলার শেষ স্বাধীন নাবাব কে ছিলেন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা।
৩. পাল বংশের পর কোন রাজবংশ বাংলা শাসন করে?
উত্তর: সেন রাজবংশ।
৪. ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন?
উত্তর: ভাস্কো দা গামা পর্তুগালের নাবিক ছিলেন।
৫. দ্বিজাতি তত্ত্ব কাকে বলে?
উত্তর: ১৯৪০ সালের মুসলিম লীগ যে তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির পরিকল্পনা প্রদান করে তাকে দ্বিজাতি তত্ত্ব বলে।
৬. ভাস্কো দা গামা কত সালে কালিকট বন্দরে পৌঁছেন?
উত্তর: ১৪৯৮ সালে ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেন।
৭. মুঘল সম্রাট আকবরের সেনাপতি কে ছিলেন?
উত্তর: মুঘল সম্রাট আকবরের সেনাপতি ছিলেন মানসিংহ।
৮. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে কাশিম বাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তর: ১৬৫৮ সালে।
৯. রাজপুতনা থেকে আগত কারা ক্ষমতাবান বণিক ছিল?
উত্তর: মারওয়াড়ি বণিকরা।
১০. বাংলায় মুঘল অধিকার সম্পন্ন করেন কে?
উত্তর: সুবেদার ইসলাম খান চিশতি।
১১. বাংলায় প্রথম বাঙালি শাসক কে ছিলেন?
উত্তর: বাংলায় প্রথম বাঙালি শাসক ছিলেন রাজা শশাঙ্ক।
১২. মাৎস্যন্যায় যুগের পর বাংলার শাসক ছিলেন কারা?
উত্তর: পাল রাজারা।
১৩. মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়?
উত্তর: মৌর্যদের পর ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়।
১৪. গুপ্তদের পতনের পর বাংলার শাসক কে ছিলেন?
উত্তর: শশাঙ্ক।
১৫. ইংরেজরা কখন আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
উত্তর: ইংরেজরা ১৭৬৫ সালে দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে।
১৬. বাঙালি পাল রাজারা কত সময় ধরে বাংলায় শাসন করেন?
উত্তর: প্রায় চারশ বছর।
১৭. কখন কিভাবে বাংলায় মোঘল শাসনের চুড়ান্ত অবসান ঘটে?
উত্তর: ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌল্লার পতনের মাধ্যমে বাংলায় মুঘল শাসনের অবসান ঘটে।
১৮. কত সাল পর্যন্ত বাংলায় ইংরেজদের শাসন চলে?
উত্তর: ১৯৪৭ সাল পর্যন্ত।
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১৯. কোন ইংরেজ গভর্নর এদেশে শিক্ষা বিস্তারসহ আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার সূচনা করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ও লর্ড হার্ডিঞ্জ।
২০. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহ।
২১. আলিবর্দী খাঁ কত সালে মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: আলিবর্দী খাঁ ১৭৫৬ সালে মৃত্যুবরণ করেন।
২২. লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৪০ সালে ২৩শে মার্চ ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়।
২৩. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা ২২ বছর বয়সে সিংহাসনে বসেন।
২৪. বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে?
উত্তর: বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে ১৫৩৮ সালে।
২৫. নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?
উত্তর: পলাসীর যুদ্ধে।
২৬. বঙ্গভঙ্গ হয় কত সালে?
উত্তর: বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে।
২৭. কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ১৭৫৭ সালের ২৬শে জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ সংঘটিত হয়।
২৮. উইলিয়াম হেজেজ কে ছিলেন?
উত্তর: উইলিয়াম হেজেজ ছিলেন ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর।
২৯. ইউরোপের শান্তি চুক্তি কি নামে পরিচিত?
উত্তর: ইউরোপের শান্তি চুক্তি ‘ওয়েস্টফালিয়ার চুক্তি’ নামে পরিচিত।
৩০. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
৩১. ফখরউদ্দিন মুবারক শাহ কত সালে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৩৩৮ সালে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করে।
৩২. ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে?
উত্তর: লর্ড ক্যানিং।
৩৩. ঢাকার প্রাচীন নাম কি?
উত্তর: জাহাঙ্গীরনগর।
৩৪. ক্ষুব্ধ মুসলমানদের সন্তুষ্ট করার জন্য ওয়ারেন হেস্টিংস কি প্রতিষ্ঠা করেন?
উত্তর: কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর ৮ম শ্রেণি