নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ প্রশ্ন উত্তর এইচ এস সি সাজেশন

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ

উদ্ভিদ বিদ্যার একটি অধ্যায় হচ্ছে  নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। এই অধ্যায় টি ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য এই অধ্যায়ের সকল বহুনির্বাচনি প্রশ্ন পড়তে হবে। মূল বইয়ে খুব কম পরিমাণে mcq দেওয়া থাকে। তাই অধিক প্রস্তুতির জন্য এই পোস্টে দেওয়া নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ প্রশ্ন উত্তর গুলো পড়ুন।

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ

১.আবৃতবীজী উদ্ভিদে সস্য গঠিত হয় কখন?
ক) নিষেকের আগে
খ) নিষেকের পরে
গ) নিষেকের সময়
ঘ) ফল সৃষ্টি হলে

 উত্তর: (খ)

২.বাংলাদেশে আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কত?
ক) ৩,০০০
খ) ৪,০০০
গ) ৪০,০০০
ঘ) ৪৫,০০০

উত্তর: (খ)

৩.কার্পাস এর বৈজ্ঞানিক নাম কী?
ক) Hibiscus mutabilis
খ) Gossypium herbaceum
গ) Hordeum valgare
ঘ) Taiticum vulgare

 উত্তর: (খ)

৪.ব্যক্তবীজী উদ্ভিদের সস্য কীরূপ?
ক) হ্যাপ্লয়েড
খ) ডিপ্লয়েড
গ) অ্যামফিডিপ্লয়েড
ঘ) ট্রিপ্লয়েড

উত্তর: (ক)

৫.নগ্নবীজী উদ্ভিদের জননাঙ্গে যা নেই –
i. গর্ভাশয়
ii. গর্ভদন্ড
iii. গর্ভমুন্ড

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii

উত্তর: (ঘ)

৬.নিচের কোনটি পাটের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়?
ক) Gossypium herbaceum
খ) Allium cepa
গ) Hibiscus cannabinus
ঘ) Cynodon dactylon

উত্তর: (গ)

৭.দুর্বাঘাস ব্যবহৃত হয় –
i. রক্তপাত বন্ধকালে
ii. ক্ষত নিরাময়ে
iii. চর্মরোগে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii

 উত্তর: (ক)

৮.ড. ক্রনকুইস্টের মতে, আদি উন্নত ধারা অনুযায়ী দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্র কোনটি?
ক) Malvaceae
খ) Poaceae
গ) Asteraceae
ঘ) Winteraceae

উত্তর: (ঘ)

৯.Malvaceae গোত্রের বৈশিষ্ট্য প্রকৃতির?

i. পুংকেশর ৫টি
ii. পরাগধানী বৃক্কাকার
iii. পুংকেশর অসংখ্য

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

 উত্তর: (খ)

১০.কোন উদ্ভিদের পাতা যৌগিক?
ক) সজিনা
খ) আম
গ) জবা
ঘ) জাম

 উত্তর: (ক)

১১.Cycas উদ্ভিদের প্রধান দেহ কোন প্রকৃতির?
ক) গ্যামেটোফাইট
খ) স্পোরোগনি
গ) স্পোরোফাইট
ঘ) থ্যালয়েড

উত্তর: (গ)

১২.উদ্ভিদজগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণুধারী উদ্ভিদ কোনটি?
ক) Cycas
খ) Pinus
গ) Riccia
ঘ) Nostoc

উত্তর: (ক)

১৩.জবা ফুলের অমরাবিন্যাস কোন প্রকৃতির?
ক) গাত্রীয়
খ) শীর্ষদেশীয়
গ) অক্ষীয়
ঘ) মূলীয়

উত্তর: (গ)

১৪.হাইপোগাইনাস ফুলের বৈশিষ্ট্য –

i. পুষ্পাক্ষ উত্তলাকার
ii. গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে
iii. গর্ভাশয় অধোগর্ভ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: (ক)

১৫. মাইক্রোস্পোরোফিরের দৈর্ঘ্য কত?
ক) ২-৩ সে.মি.
খ) ৩-৫ সে.মি.
গ) ৪-৬ সে.মি.
ঘ) ৫-৭ সে.মি.

উত্তর: (খ)

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ প্রশ্ন উত্তর এইচ এস সি সাজেশন

১৬. Malvaceae গোত্রের অমরাবিন্যাস কোন ধরনের?
ক) মূলীয়
খ) অক্ষীয়
গ) গাত্রীয়
ঘ) প্রান্তীয়

উত্তর: (খ)

১৭. কোনটির কচি পাতা সবজি হিসেবে খাওয়া যায়?
ক) Cycas officinalis
খ) Cycas cireinalis
গ) Cycas pectinata
ঘ) Cycas revoluta

উত্তর: (গ)

১৮. দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম কী?
ক) Oryza sativa
খ) Cynodon dactylon
গ) Zea mays
ঘ) Hordeum vulgare

উত্তর: (খ)

১৯. জবা কী ধরনের ফুল?
ক) সমাঙ্গ
খ) একলিঙ্গ
গ) এক প্রতিসম
ঘ) অসম্পূর্ণ

উত্তর: (ক)

২০.বৃতি ও দল দেখতে একই রকম হলে তাদেরকে কী বলা হয়?
ক) পেরিয়্যান্থ
খ) পিটিওল
গ) প্রাপক্যালিক্স
ঘ) স্ট্যামেন

উত্তর: (ক)

২১.দ্বি-নিষেক কোনটিতে ঘটে?
ক) আবৃতজীবী
খ) নগ্নবীজী
গ) ফার্ণ
ঘ) মস

 উত্তর: (ক)

২২.Cycus কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কারণ –
i. এদের অনেক বৈশিষ্ট্য সািইকাডস এর অনুরূপ
ii. এরা আদি প্রকৃতির
iii. এরা পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii

উত্তর: (ঘ)

২৩.সর্পমণি আসলে কী?

ক) সাপের মণি
খ) সর্ব রোগের ওষুধ
গ) Cycas – এর মেগাস্পোরোফিল
ঘ) সাপের মাথা

উত্তর: (গ)

২৪.ধুতুরা ফুলের বৈশিষ্ট্য –
i. উভলিঙ্গিক
ii. বহুপ্রতিসম
iii. গর্ভাশয় অধিগর্ভ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii

উত্তর: (ঘ)

২৫.পৃথিবীতে জীবিত নগ্নবীজী প্রজাতির সংখ্যা কত?
ক) ৫২৫
খ) ৬২২
গ) ৭২৫
ঘ) ৮১৫

উত্তর: (গ)

২৬.Cycas এর র‌্যাকিসে কয় জোড়া পিনা থাকে?
ক) ২০-২৫
খ) ২৫-৫০
গ) ৫০-৭৫
ঘ) ৫০-১০০

উত্তর: (ঘ)

২৭.আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এদের –

i. বীজে একটি বা দু’টি বীজপত্র থাকে
ii. জাইলেম টিস্যুতে সঙ্গীকোষ থাকে
iii. দ্বিনিষেক ঘটে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: (গ)

২৮.সর্ববৃহৎ উদ্ভিদ কোনটি?
ক) Cycus
খ) Sequia
গ) Artocarpus
ঘ) Ficus

উত্তর: (খ)

২৯.‘অপরাজিতার’ পুষ্পপত্রবিন্যাস হলো –
ক) কুইনকানসিয়্যাল
খ) ভ্যাক্সিলারি
গ) ইমব্রিকেট
ঘ) টুইস্টেড

উত্তর: (খ)

৩০.Cycus এর স্ত্রী লিঙ্গধরের প্রথম কোষ কোনটি?
ক) গর্ভাশয়
খ) স্ত্রীরেণু
গ) গর্ভমুন্ড
ঘ) গর্ভদন্ড

উত্তর: (খ)

৩১. বাংলাদেশে সমতলে প্রবর্তিত সাইকাস এর প্রজাতি হলো –
i. C. pectinata
ii. C. revoluta
iii. C. circinalis

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii

উত্তর: (খ)

৩২.একবীজপত্রী উদ্ভিদের গোত্র সংখ্যা কত?
ক) ১৪০টি
খ) ১৫০টি
গ) ১৩০টি
ঘ) ১৬০টি

উত্তর: (গ)

৩৩.পুংলিঙ্গধরের প্রথম কোষ কোনটি?
ক) পুংকেশর
খ) পুংধানী
গ) পুংদন্ড
ঘ) পুংরেণু

উত্তর: (ঘ)

৩৪. জবা ফুলের মাতৃঅক্ষের বিপরীত দিকে কয়টি বৃত্যংশ অবস্থিত?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ১টি

উত্তর: (ঘ)

৩৫.নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য –

i. এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড
ii. দ্বি-নিষেক হয়
iii. ফল হয় না

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: (গ)

৩৬.এক প্রতিসম উদ্ভিদের উদাহরণ কোনটি?
ক) ধুতুরা
খ) মটর
গ) জবা
ঘ) লাউ

উত্তর: (খ)

শেষ কথা

এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আশা করছি এই পোস্ট থেকে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ প্রশ্ন উত্তর এইচ এস সি সাজেশন সংগ্রহ করতে পেরেছেন।  এই রকম আরও সাজেশন ও প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে আমার সাথেই থাকুন।