এখানে মনোবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া। এই অধ্যায় টি এইচ এস এস সি ২০২৩ সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। তাই এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এজন্য আপনারা এই অধ্যায়ের সকল সৃজনশীল প্রশ্ন গুলো অনুশীলন করে নিবেন। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে।
মনোবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন
মূল বইয়ে এই সৃজনশীল প্রশ্ন দেওয়া নেই। এগুলো গাইড বই থেকে পড়তে হবে। যাদের কাছে গাইড নেই তারা এই পোস্ট থেকে সংগ্রহ করে রাখুন।
সৃজনশীল প্রশ্ন ১ঃ
মিসেস মাহবুবা সুলতানা সুচ দিয়ে তার একটি জামা সেলাই করছিল। নিবিষ্ট মনে সেলাই করতে থাকলেও হঠাৎ অসতর্কভাবে আঙ্গুলে সুচ ফুটে। তাৎক্ষণিকভাবে তার হাতটি অন্যত্র সরে যায়।
ক. মস্তিষ্ক কী?
খ. হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন?
গ. মিসেস মাহবুবা সুলতানার হাতটি অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনাটি ব্যাখ্যা কর।
ঘ. সুচ ফোটা এবং হাত সরিয়ে নেওয়ার ঘটনায় প্রতিবেদন সৃষ্টিকারী কলাটি না থাকলে কী ঘটতো বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ঃ
লামিয়া এবং জাকিয়া দুই বান্ধবী। লামিয়া বেশ লম্বা কিন্তু কালো। আর জাকিয়া বেটে কিন্তু ফর্সা। অন্যদিকে তাদের আর এক বান্ধবী রূবা গলগণ্ড রোগে ভুগছে।
ক. কোন গ্রন্থিকে জরুরী গ্রন্থি বলা হয়?
খ. থাইরয়েড গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন?
গ. লামিয়া এবং জাকিয়ার মধ্যে যেসব হরমোনের প্রভাব তা আলোচনা কর।
ঘ. রূবার মধ্যে প্রভাব বিস্তারকারী গ্রন্থিটি ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৩ঃ
রাহাতের বয়স ১৫ বছর। সে নবম শ্রেণিতে পড়ে। তার কিছু চুল পেকে গেছে। এজন্য তার বন্ধুরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। সে ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা করে বলেন, যে এক ধরনের রাসায়নিক পদার্থের অভাবের কারণে এ সমস্যার সৃষ্টি হয়।
ক. FSH এর পূর্ণরূপ কী?
খ. থাইরক্সিনের দুটি কাজ লেখ।
গ. রাহাতের সমস্যার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত রাসায়নিক পদার্থটি মানবজীবনে কি ধরনের প্রভাব ফেলে বলে তুমি মনে কর।
সৃজনশীল প্রশ্ন ৪ঃ
আবল স্যার ছাত্রদের মস্তিষ্ক কীভাবে কাজ করে তা সহজভাবে বুঝানোর জন্য একটি রেখাচিত্র বোর্ডে আঁকলেন।
স্নায়ু আবেগ → থ্যালামাস → সেরেব্রাম
ক. মেনিনজেস কী?
খ. মধ্যমস্তিষ্কের দুটি কাজ লেখ।
গ. আবুল স্যারের রেখাচিত্রটি মস্তিষ্কের কোন অংশে সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. রেখাচিত্রের শেষ অংশটি মানব মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গÑউক্তিটির যথার্থতা নিরূপণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ঃ
আলেয়া তার ডা. বাবার সাথে হেঁটে স্কুলে যাচ্ছিল। পথে একজন বয়স্ক লোক দেখে সে অনেক ভয় পেল। কারণ লোকটির হাত ও মুখ অস্বাভাবিকভাবে বড়। তার বাবা বলল, ভয়ের কিছু নেই এটি একটি রোগ, এবং এক ধরনের জৈব রাসায়নিক পদার্থের কারণে এটি হয়েছে।
ক. ক্রিটিনিজম কী?
খ. গলগণ্ড রোগ কেন হয়?
গ. উদ্দীপকে বর্ণিত রোগের আলোকে রাসায়নিক পদার্থটির কারণে মানবদেহে কত ধরনের সমস্যা হতে পারে- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত রাসায়নিক পদার্থটি মানুষের স্বাভাবিকতার জন্য অপরিহার্য উক্তিটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ঃ
সেতুর বয়স ১০। তার শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে বাবা-মা খুব চিহ্নিত। কারণ তার ক্রেটিনিজম রোগ হয়েছে। সেতুর বড় ভাই তীতুর বয়স ১৪ হলেও সে খুব খাটো। এদিকে তাদের মায়ের তৃতীয় সন্তান প্রসব হবে আগামী সপ্তাহে। ডাক্তার তাকে সাবধানে থাকতে বলেন কেননা তার বহুমূত্র রোগ হয়েছে।
ক. হরমোন কী?
খ. ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রভাব বিস্তারকারী হরমোনের প্রভাব ব্যাখ্যা কর।
গ. সেতুর অসুস্থতার জন্য কোন গ্রন্থি দায়ী? ব্যাখ্যা কর।
ঘ. তীতু ও তার মায়ের ক্ষেত্রে একাধিক হরমোনের প্রভাব পড়লেও মূলত তা একই গ্রন্থির – বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ঃ
নবম শ্রেণিতে পড়ুয়া রবি হীনমন্যতায় ভোগে। আকারে ছোট হওয়ায় বন্ধুরা তাকে “বাবু” বলে ডাকে। রবির বড় বানে নাহার ৭ মাসের গর্ভবতী। ডাক্তারের কাছে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারল, তার এমন একটি হরমােেনর স্বল্পতা আছে, যা সন্তান প্রসবে বিঘ্ন ঘটায়। রবির অপর বানে সুমি গলগণ্ড রোগে ভুগছে।
ক. স্নায়ুতন্ত্র কী?
খ. প্রতিবর্তী ক্রিয়া কীভাবে সংঘটিত হয়?
গ. রবির শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোন হরমােেনর প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. নাহার ও সুমির শারীরিক অবস্থার জন্য দায়ী হরমোনগুলো তুলনামূলক বর্ণনা কর।
সৃজনশীল প্রশ্ন ৮ঃ
প্রাণিবিজ্ঞান ক্লাসে শফিক সাহেব তার ছাত্রদের বিভিন্ন অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করেন। সবশেষে তিনি অগ্রমস্তিষ্কে অবস্থিত একটি অন্তঃক্ষরা গ্রন্থিকে অন্য সকল অন্তঃক্ষরা গ্রন্থির নিয়ন্ত্রক হিসেবে বর্ণনা করলেন।।
ক. হরমোন কী?
খ. এনজাইমের তিনটি সাধারণ বৈশিষ্ট্য লেখ।
গ. উদ্দীপকে শফিক সাহেব যে অন্তঃক্ষরা গ্রশ্মিটির কথা বলেছেন তার বর্ণনা দাও।
ঘ. শফিক সাহেবের শেষ উক্তিটির যথার্থতা আছে কী? তোমার মতামত দাও।
শেষ কথা
এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আশা করছি এই পোস্ট থেকে মনোবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর র এইচ এস সি সাজেশন সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও সাজেশন ও প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ