এখানে মনোবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই অধ্যায় টি সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। পাঠ্য বইয়ে এই সৃজনশীল গুলো দেওয়া নেই। যারা অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন অনুশীলন করতে চান, তারা এই পোস্টে দেওয়া সাজেশন গুলো পড়ুন।
মনোবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
মনোবিজ্ঞান ১ম পত্রের ১ম অধ্যায় থেকেও সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তাই আপনাদের সকল অধ্যায়ের পাশাপাশি এই অধ্যায় টি পড়তে হবে। এই অধায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন গুলো দেওয়া আছে।
সৃজনশীল ১ঃ
কলেজ বিতর্ক প্রতিযোগিতা চলছিল। প্রথম দলের দলনেতা সৌমেন। সন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। দ্বিতীয় দলের দলনেতা শফিক বক্তব্যের শুরুতে ঘামতে শুরু করলো এবং দ্রুত শ্বাস নিচ্ছিলো। সৌমেন যক্তি সহকারে, হাত নেড়ে, মাথা ঝাকিয়ে চমৎকার বক্তব্য উপস্থাপন করলো। সে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হলো ।
ক. ঐচ্ছিক আচরণ কী?
খ. শিক্ষকের শ্রেণিতে পাঠদান একটি সামগ্রিক আচরণÑ ব্যাখ্যা কর।
গ. শফিকের ক্ষেত্রে কোন ধরনের আচরণ প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সৌমেনের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হবার ক্ষেত্রে সংঘটিত আচরণগুলো বিশ্লেষণ কর।
সৃজনশীল ২ঃ
বিওশালী চৌধুরী সাহেব শহরে থাকেন তাঁরা গ্রামের লোকের শিক্ষার লক্ষ্যে ১০ বছর পূর্বে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু শিক্ষার্থী, শিক্ষক এবং যথাযথ শিক্ষা পরিবেশের অভাবে সেটি আজ বন্ধ হওয়ার পথে। চৌধুরী সাহেবের বন্ধু গাজী সাহেব অসহায় বৃদ্ধা মানুষের কল্যাণের জন্য ঢাকার অদূরে একটি মানসম্পন্ন বৃদ্ধাশ্রম স্থাপন করেন। টিভিতে একটি অনুষ্ঠানে দেখা গেল এক বৃদ্ধ হাত নাড়িয়ে গাজী সাহেবের প্রশংসা করে সাক্ষাৎকার দিচ্ছেন।
ক. মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।
খ. শিশু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন?
গ. চৌধুরী সাহেবের কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. গাজী সাহেবের মানব কল্যাণধর্ম কাজ কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত বিশ্লেষণ করো।
সৃজনশীল ৩ঃ
সাগর এ বছর একাদশ শ্রেণির ছাত্র। কলেজের মনোবিজ্ঞানের শিক্ষক তাকে মনোবিজ্ঞান বিষয় নিতে বলেছেন। মনোবিজ্ঞান বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করলে মনোবিজ্ঞানী হওয়া যায়। তাহলে চিকিৎসা সেবা প্রদান করা যাবে।
ক. মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
খ. মনোবিজ্ঞান শব্দের উৎপত্তি আলোচনা কর।
গ. মনোবিজ্ঞানিগণ কীভাবে সামাজিক কর্মকা-ে অংশগ্রহণ করতে পারেন উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. মনোবিজ্ঞানের শিক্ষক সাগরের পঠিত বিষয় নির্বাচনের ক্ষেত্রে কীভাবে প্রভাব বিস্তার করেছে?
সৃজনশীল ৪ঃ
সমাজে মানুষ গ্রহণযোগ্যতা চায়। একে অন্যের উপর প্রভাব বিস্তার করতে চায়। ব্যক্তির আচরণ ও মানসিক প্রক্রিয়া পর্যালোচনায় মনোবিজ্ঞান কালক্রমে উন্নতি লাভ করে আধুনিক যুগের বর্তমান অবস্থায় এসেছে। মানুষের শিক্ষা, স্মৃতি, প্রেষণা, বৃদ্ধি এসবের প্রায়োগিক দিক সম্পর্কে মনোবিজ্ঞানী তাকে বিজ্ঞানসম্মতভাবে সহায়তা করে থাকেন।
ক. ক্লাইডার এবং সঙ্গীদের প্রদত্ত মনোবিজ্ঞানের সংজ্ঞাটি উল্লেখ কর।
খ. মনোবিজ্ঞানের গবেষণাগার কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?
গ. মনোবিজ্ঞানের ক্রমবিকাশ উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের আলোকে মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান তা ব্যাখ্যা কর।
সৃজনশীল ৫ঃ
ছবি একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপর জোর দেন। অন্যদিকে মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে। তাদের বন্ধু বিজয় ও মানসিক সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য নিয়মিত কাজ করেন।
ক মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
খ. মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে মানুষের সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে?
গ. ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় – ব্যাখ্যা করো।
ঘ. মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
মনোবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল সাজেশন
সৃজনশীল ১ঃ
মনোবিজ্ঞানের প্রাচীন ইতিহাস পড়তে গিয়ে মিতা জানতে পারল, প্রাচীন গ্রিক দার্শনিকরা মনোবিজ্ঞানকে মন বা আত্মা সম্পর্কিত বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। বিজ্ঞানের ছাত্রী হওয়ায় মিতার মনে প্রশ্ন জাগলো যে, মন বা আত্মার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তাহলে দার্শনিকদের ব্যাখ্যাকে বাতিল করা যায় কি না।
ক. কোন দার্শনিক মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলেছেন?
খ. ক্লাইডার ও তার সহযোগীরা মনোবিজ্ঞান সম্পর্কে কী বলেছেন?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রাচীন দার্শনিকদের মতামত তুমি কিভাবে মূল্যায়ন করবে?
ঘ. মিতার প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিবে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল ২ঃ
নাফিস ও ইমন এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি হবে। ভবিষ্যতে তারা মনোবিজ্ঞানী হতে চায়। কলেজের একজন সিনিয়র ও পূর্ব পরিচিত শিক্ষক এদেরকে অন্যান্য বিষয়ের সাথে মনোবিজ্ঞান বিষয় ও নিতে বলেছেন। তিনি তাদের বলেছেন মনোবিজ্ঞান বিষয় পাঠ করলে তোমরা প্রাণী ও মানুষের আচরণ ও তার বিভিন্ন দিক এবং নানা সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানতে পারবে।
ক. মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।
খ. ইংরেজি শব্দটি কোন কোন শব্দ থেকে সৃষ্টি হয়েছে?
গ. নাসিফ ও ইমন ভবিষ্যতে মনোবিজ্ঞানী হতে চায় কেন? উত্তরের সপেক্ষে আলোচনা কর।
ঘ. উদ্দীপকে নাসিফও শিক্ষাকের নির্দেশনা অনুযায়ী যা জানতে পারবে তোমরা বইয়ের আলোকে তা ব্যাখ্যা কর।
শেষ কথা
এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আশা করছি এই পোস্ট থেকে মনোবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর এইচ এস সি সাজেশন সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও সাজেশন ও প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে আমার সাথেই থাকুন।