মংডুর পথে MCQ ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

মংডুর পথে MCQ

এই পোস্টে মংডুর পথে mcq প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলো মূল বইয়ে দেওয়া নেই। গাইড বইয়ে এই প্রশ্ন গুলো দেওয়া আছে। যাদের কাছে গাইড বই নেই তারা এই পোস্ট থেকে সংগ্রহ করুন।

মংডুর পথে MCQ

১. পদাউকের ফুলের রঙ কেমন?
ক) লাল
খ) নীল
গ) বেগুনি
ঘ) সোনালি

সঠিক উত্তর: (ঘ)

২. সুধার ডিয়ার নদীর এপারে মংড়ু। ওপারে কী?
ক) কুমোর পাড়া
খ) তাঁতি পাড়া
গ) সুধার পাড়া
ঘ) হিন্দু পাড়া

সঠিক উত্তর: (গ)

৩. মালকিন বলতে বোঝায়-
i. মহিলা মালিক
ii. মালিকের স্ত্রী
iii. এক ধরনের ফল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii

সঠিক উত্তর: (ক)

৪. বিপ্রদাশ বড়ুয়া ক’বার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার পান?
ক) একবার
খ) দুবার
গ) তিনবার
ঘ) চারবার

সঠিক উত্তর: (খ)

৫. সবদেশের লোক বিদেশিদের চিনতে পারে-
i. পোশাক-পরিচ্ছদ দেখে
ii. চালচলন দেখে
iii. খাবার-দাবার দেখে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii

সঠিক উত্তর: (খ)

৬. মিয়ানমারের বাড়িগুলোর থাম কোন কাঠের তৈরি?
ক) শাল
খ) সেগুন
গ) মেহগনি
ঘ) সোনালু

সঠিক উত্তর: (খ)

৭. মেস্ট্রো সেবাস্টিন মানরিক ছিলেন-
ক) পাদরি
খ) পুরোহিত
গ) ভিক্ষু
ঘ) পরিচালক

সঠিক উত্তর: (ক)

৮. মংড়ুতে লেখক কি রকম চা খেয়েছিলেনস?
ক) দুধ ছাড়া
খ) ঘন দুধ মিশ্রিত
গ) দুধ ও চিনি ছাড়া
ঘ) আদা ও চিনি মিশ্রিত

সঠিক উত্তর: (গ)

৯. মিয়ানমারের পথে পথে সন্ধ্যে বেলা কীরূপ যুবতী-তরুণীরা বেরোয়া?
ক) দোকানি
খ) রঙ্গিলা
গ) কুমারী
ঘ) মুখরা

সঠিক উত্তর: (খ)

১০. মংড়ুতে ভ্রমণে গিয়ে লেখক মাঝবয়সী মহিলা দোকানির সাথে কথা বললেন-
i. ইঙ্গিতে
ii. ইংরেজি ভাষায়
iii. বার্মিজ ভাষায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii

সঠিক উত্তর: (ক)

১২. বর্মীরা সবাই কি পরে?
ক) লুঙ্গি
খ) পায়জামা
গ) প্যান্ট
ঘ) থামি

সঠিক উত্তর: (ক)

১৩. ‘পাদরি’ বলতে বোঝায়-
ক) খ্রিস্টান ধর্মপ্রচারক
খ) ইহুদি ধর্মযাজক
গ) মুসলিম মোল্লা
ঘ) শিখদের গুরু

সঠিক উত্তর: (ক)

১৪. দৌলত কাজি কোন রাজসভার কবি ছিলেন?
ক) মংড়ু
খ) আরাকান
গ) রেঙ্গুন
ঘ) চট্টগ্রাম

সঠিক উত্তর: (খ)

১৫. মিয়ানমারে পদাউকের নাম কী?
ক) সেন্না
খ) শিরীষ
গ) সোনালু
ঘ) সেগুন

সঠিক উত্তর: (ক)

১৬. বার্মার মহিলাদের সম্পর্কে কী বলা যায়? তারা-
ক) গৃহবন্দি
খ) চিরস্বাধীন
গ) নির্যাতিত
ঘ) অসহায়

সঠিক উত্তর: (খ)

১৭. মায়ানমার পূর্বে কী নামে পরিচিত ছিল?
ক) বার্মা
খ) আরাকান
গ) রেঙ্গুন
ঘ) পাইক্যা

সঠিক উত্তর: (ক)

১৮. ফুঙ্গিদের জীবিকা কী?
ক) ভিক্ষাবৃত্তি
খ) চাকরি
গ) ব্যবসা
ঘ) মাছ ধরা

সঠিক উত্তর: (ক)

১৯. কোথায় রঙিন ও সাদা ফুল দেখা যায়?
ক) সেন্নায়
খ) সোনালুতে
গ) অর্কিডে
ঘ) পদাউকে

সঠিক উত্তর: (গ)

২০. ফুঙ্গিদের হাতে থাকা ছাবাইক হলো-
ক) ভিক্ষাপাত্র
খ) ধর্মীয় বই
গ) হাঁটার লাঠি
ঘ) হাতের চীবর

সঠিক উত্তর: (ক)

মংডুর পথে গল্পের বহুনির্বাচনি প্রশ্ন

২১. বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে কোন জিনিসটি প্রবেশ করছে?
ক) শার্ট
খ) প্যান্ট
গ) লুঙ্গি
ঘ) পাঞ্জাবি

সঠিক উত্তর: (গ)

২২. পদাউক ফুলের রঙ-
ক) হলদে
খ) সবুজ
গ) সোনালি
ঘ) রুপালি

সঠিক উত্তর: (গ)

২৩. এক সময়ের আরাকানের মর্যাদা ছিল-
ক) পরাধীন জনপদ
খ) শোষিত অঞ্চল
গ) স্বাধীনতা রাজ্য
ঘ) অধীনস্থ প্রদেশ

সঠিক উত্তর: (গ)

২৪. সারা মিয়ানমারে রিকশার বদলে কী চলে?
ক) পাইক্যা
খ) সিএনজি
গ) মাইক্রোবাস
ঘ) জিপ গাড়ি

সঠিক উত্তর: (ক)

২৫. বাংলাদেশের জনগণের কোন পরিধেয়টি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে?
ক) শার্ট
খ) লুঙ্গি
গ) পাজামা
ঘ) সালোয়ার

সঠিক উত্তর: (খ)

২৬. খ্রিস্টধর্ম প্রচারককে কী বলা হয়?
ক) পাদরি
খ) বৃদ্ধ
গ) ভিক্ষু
ঘ) পুরোহিত

সঠিক উত্তর: (ক)

২৭. মিয়ানমারর কুমারীরা কিসের পসরা নিয়ে বসেছে?
ক) রুটির
খ) মিষ্টির
গ) ফলের
ঘ) পানীয়ের

সঠিক উত্তর: (ঘ)

২৮. মংড়ু শহরে রাত কয়টার পর বিজলি থাকে না?
ক) সাতটা
খ) আটটা
গ) নয়টা
ঘ) দশটা

সঠিক উত্তর: (গ)

২৯. মিয়ানমারের সবাই কী পরিধান করে?
ক) ধুতি
খ) পাজামা
গ) ফুঙ্গি
ঘ) লুঙ্গি

সঠিক উত্তর: (ঘ)

৩০. মিয়ানমারের সবাই কী পরে?
ক) পাঞ্জাবী
খ) শার্ট
গ) লুঙ্গি
ঘ) থ্রি পিছ

সঠিক উত্তর: (গ)

৩১. মংড়ুতে কোন গাছ সর্বত্র পাওয়া যায়?
ক) পদাউক
খ) কৃষ্ণচূড়া
গ) বৃষ্টি শিরীষ
ঘ) নারকেল

সঠিক উত্তর: (ঘ)

৩২. লেখক নানা রকম উৎকট দুর্গন্ধ বোঝাতে কোনটির উদাহরণ দিয়েছেন?
ক) লেপ
খ) তোশক
গ) বালিশ
ঘ) মশারি

সঠিক উত্তর: (ঘ)

৩৩. মংড়ুতে নদঈর উজান দিকে বিলে কি দেকা যায়?
ক) সারি সারি নৌকা
খ) চিংড়ির ঘের
গ) লাল শাপলা
ঘ) বকের সারি

সঠিক উত্তর: (খ)

৩৪. সুধার পাড়ায় থাকে মূলত-
ক) হিন্দুরা
খ) মুসলিমরা
গ) বৌদ্ধরা
ঘ) খ্রিষ্টানরা
সঠিক উত্তর: (খ)

৩৫. বিপ্রদাশ বড়ৃুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক) বাংলা
খ) ইংরেজি
গ) ইতিহাস
ঘ) দর্শন

সঠিক উত্তর: (ক)

৩৬. পলিথিন টাঙ্গানো দোকানে লম্বা বেঞ্চিতে খাবারে বড় বড় কী?
ক) টুল
খ) ডেকচি
গ) বাসন কোসন
ঘ) গ্লাস প্লেট

সঠিক উত্তর: (খ)

৩৭. লেখকের দেখা বাঙালি মেয়েটির নাম কী?
ক) স্বর্ণা
খ) পান্না
গ) ঝরনা
ঘ) বর্ণা

সঠিক উত্তর: (গ)

৩৮. মংড়ুর ব্যবসায় প্রধানত কাদের দখলে?
ক) স্থানীয় মুসলমানদের
খ) স্থানীয় হিন্দুদের
গ) স্থানীয় ভিক্ষুকদের
ঘ) পাইক্যা চালকদের

সঠিক উত্তর: (ক)

৩৯. মংড়ুর ব্যবসা দখলে রয়েছে-
i. মুসলমানদের
ii. হিন্দুদের
iii. বৌদ্ধদের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii

সঠিক উত্তর: (ক)

৪০. ‘যুদ্ধজয়ের গল্প’ কোন ধরনের রচনা?
ক) প্রবন্ধ
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) ছোটগল্প

সঠিক উত্তর: (ঘ)

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে মংডুর পথে MCQ ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষাসংক্রান্ত তথ্য পেতে আমার সাথেই থাকুন। এই ওয়েবসাইটে শিক্ষামূলক পোস্ট শেয়ার করা হয়।

আরও দেখুনঃ

সুখী মানুষ-মমতাজ উদ্‌দীন আহমদ। ৮ম শ্রেণি

আমাদের লোকশিল্প -কামরুল হাসান। বাংলা ১ম পত্র