এই বছর ২৪ টি বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। গত বছর ২২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছের অধীনে ছিলো। ২০২৪ সালে আরও ২ টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে মেধা তালিকা নির্ধারন করা হয়। ভর্তি পরীক্ষার দেওয়ার জন্য প্রতিটি ইউনিট এ মিনিমাম যোগ্যতা দেওয়া আছে। যাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা আছে, তারাই এখানে আবেদন করতে পারবেন।
gstadmission.ac.bd এই ওয়েবসাইটে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য প্রকাশ করা হয়। ওয়ান বিশ্ববিদ্যালয় থেকে অনেক দেরিতে গুচ্ছ পরীক্ষার আবেদন ও ভর্তি পরীক্ষা শুরু হয়। ভর্তি পরীক্ষা ও আবেদনের নুন্যতম যোগ্যতা, পরীক্ষার মানবন্টন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। জিএসটি ভর্তি বিষয়ে সকল কিছু জানতে এই পোস্ট পড়ুন।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়োগ ২০২৩-২৪
GST – Universities Integrated Admission System. গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে https://gstadmission.ac.bd/site/admission-info। এই ঠিকানা থেকে সরাসরি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়োগ ২০২৩-২৪ জানতে পারবেন। জিএসটি তে ভর্তি পরীক্ষা দিতে প্রথমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রতি বিভাগ থেকে মিনিমাম যোগ্যতা থাকতে হবে। বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। ভর্তি নিয়োগে যোগ্যতা, আবেদনের তারিখ, পরীক্ষার মানবন্টন ও পাস ,মার্ক উল্লেখ করা থাকে।
জিএসটি ভর্তি তথ্য ২০২৪
বাংলাদেশে অনেক গুলো বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে বর্তমানে ২৪ টি শাখা বিশ্ববিদ্যালয় আছে। যাদের কে গুচ্ছ বলা হয়। এখানে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে ২৪তি বিশ্ববিদ্যালয়ের আসন পাওয়া যাবে। মেধা তালিকায় যারা এগিয়ে থাকবে, তাদের কে উচ্চমানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিবে। প্রতি বিশ্ববিদ্যালয়ে সাব্জেট এর জন্য নুন্যতম জিপিএ দেওয়া থাকবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়োগ প্রকাশ করা হয়েছে। কিন্তু গুচ্ছ পরীক্ষার আরও দেরিতে হবে। তাই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য গুলো জানিয়েছে, কিন্তু অফিসিয়াল নোটিশ দেওয়া হয়নি।
আবেদনের তথ্য
- আবেদন শুরু: এপ্রিল ২০২৪
- আবেদনের শেষ : এপ্রিল ২০২৪
- ভর্তি পরীক্ষা: মে থেকে জুন ২০২৪
- আবেদন ফি: ১৫০০ টাকা
- ফলাফল : জুন ২০২৪
- ক্লাস শুরু: আগষ্ট ২০২৪
- আবেদন লিংক : gstadmission.ac.bd
গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা
জিএসটি বা গুচ্ছে মোট ৩ টি ইউনিট আছে। ক-বিজ্ঞান, খ-মানবিক ও গ-ব্যবসায়। প্রতিটি ইউনি এর ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা ভিন্ন রকমের। ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য এইচএসসি ও এসএসসি তে নূন্যতম জিপিএ থাকতে হবে। যাদের এই মিনিমান জিপিএ আছে, শুধু তারাই আবেদন করতে পারবে। এরপর ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিয়া আসতে হবে। পরীক্ষার রেজাল্ট এর ভিত্তিত্তে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় সিল্কেট করে দেওয়া হবে। খ ও গ ইউনিট এর গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা দেখেনিন।
জিএসটি ক ইউনিট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২৪
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৮.০০ থাকতে হবে। সাধারন শিক্ষাবাের্ডের বিজ্ঞান শাখাসহ ভােকেশনাল (এইচএসসি) এবং মাদ্রাসা বাের্ড এর বিজ্ঞান শাখার জন্যও এটি প্রযোজ্য।
জিএসটি খ ইউনিট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২৪
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণই শিক্ষার্থীদের ৪র্থ বিষয় সহ নুন্যতম ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। তাহলে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। সাধারন শিক্ষাবাের্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বাের্ড মানবিক শাখা হিসাবে বিবেচনা করা হবে। তো তাড়াও এই ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সুযোগ পাবে।
জিএসটি গ ইউনিট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২৪
গ ইউনিট হচ্ছে ব্যবসায় শিক্ষা। এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মানবিক বিভাগ থেকে ৪র্থ বিষয় সহ নুন্যতম ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৬.৫০ থাকতে হবে। সাধারন শিক্ষাবাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) তার সাথে ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে আবেদন করা যাবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩-২৪
প্রতিটি ইউনিট এ আলাদা আলাদা গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন দেওয়া আছে। এই মানবন্ট অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখানে কোনো লিখিত পরীক্ষা নেই। ১০০ নাম্বারের বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হবে। প্রতিটি ভুলের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে। ৪ টি ভুল করে ১ নাম্বার কাটবে। ক, খ ও গ ইউনিট এর ভর্তি পরীক্ষার মানবন্টন টি দেখেনিন।
বিজ্ঞান বিভাগ (ক ইউনিট) মানবন্টন
বিষয় | নাম্বার |
পদার্থবিজ্ঞান | ২৫. (আব্যশিক) |
রসায়ন | ২৫. (আব্যশিক) |
গণিত | ২৫. |
জীববিজ্ঞান | ২৫. |
বাংলা | ২৫. |
ইংরেজি | ২৫. |
গণিত, জীববিজ্ঞান, বাংলা এবং ইংরেজি যেকোন দুই টি বিষয়ে উত্তর করতে হবে।
মানবিক বিভাগ (খ ইউনিট) মানবন্টন:
বিষয় | নাম্বার |
বাংলা | ৩৫. |
ইংরেজি | ৩৫. |
সাধারণ জ্ঞান | ৩০. |
বাণিজ্য বিভাগ (গ ইউনিট) মানবন্টন:
বিষয় | নাম্বার |
বাংলা | ১৫. |
ইংরেজি | ১৫. |
হিসাববিজ্ঞান | ৩৫. |
ব্যবস্থাপনা | ৩৫ |
শেষ কথা
প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়েছে। ধারানা করা হচ্ছে এপ্রিল মাস থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। এপ্রিল মাসের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জিএসটি ভর্তি নিয়োগ ২০২৩-২৪ প্রকাশ করবে। তবে এই পোস্টে দেওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২৪ ও পরীক্ষার মানবন্টন টি একই থাকবে।
আরও দেখুনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা ২০২৪