গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম ২০২৪-GST University List

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম

বর্তমানে বাংলাদেশে ২৪ টি গুচ্ছে বা জিএসটি বিশ্ববিদ্যালয় আছে। আগে ২২ টি ছিলো। ১৪/০১/২০২৪ তারিখে আরও ২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছের অধীনে যুক্ত হয়েছে।  এই গুচ্ছে তিন ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় আছে। জিএসটি তে থাকা বিশ্ববিদ্যালয় গুলোও পাবলিক বিশ্ববিদ্যালয়য়। এর গুচ্ছনাম রাখা হয়েছে কারণ, কিছু বিশ্ববিদ্যালয়ে একক পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়, কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ২০ থেকে ২২ টি বিশ্ববিদ্যালয় একত্রে ভর্তি পরীক্ষার আয়োজন করে। এই বছর ২৪ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষায় অংশ নিবে। যার ফলর আবেদনকারীদের ভর্তির জন্য অনেক আসন থাকে। জেনে নেওয়া যাক গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম গুলো।

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গুচ্ছ বিশ্ববিদ্যালয় আছে। GST- General, Science & Technology. এখানে ৯টি সাধারণ, ১৪টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ১টি ডিজিটাল বিশ্ববিদ্যালয় আছে। ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী ২০২৩ সালে গুচ্ছ ভরররতি পরীক্ষায় অংশ নিয়েছিলো। জিএসটি প্রক্রিয়ার বাইরে দেশের ৭টি কৃষি-সংক্রান্ত বিশ্ববিদ্যালয় ও ১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সমন্বয়ে “কৃষি গুচ্ছ” এবং ৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে “প্রকৌশল গুচ্ছ” ভর্তি পরীক্ষা নেওয়া হয়।  গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম ও ঠিকানা দেখুন।

  1. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  2. ইসলামী বিশ্ববিদ্যালয়
  3. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
  4. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
  5. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  6. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  7. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  8. খুলনা বিশ্ববিদ্যালয়
  9. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  10. বরিশাল বিশ্ববিদ্যালয়।
  11. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়
  12. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  13. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  14. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  15. কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  16. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  17. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  18. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  19. বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়
  20. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  21. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  22. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  23. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  24. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কয়টি ইউনিট আছে

গুচ্ছের অধীনে প্রায় ২২ টি বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয় গুলো আলাদা আলাদা বিষয় পরানো হয়। যার কারণে একটি বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের ইউনিট বা অনুষদ মিলবে না। তবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ক বিজ্ঞান, খ-মানবিক ও গ ব্যবসায়  শাখা মোট ৩ টি ইউনিট আছে। এইচ এস সি পরীক্ষায় যে যেবিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে, তাকে সেই ইউনিট এর বিভাগে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে। গুচ্ছে গ্রুপ পরিবর্তন পরীক্ষা নেওয়া হয়না।

নতুন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম ২০২৪

গত বছর ২২ টি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ছিলো। এই বছরেও ২২ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে গুচ্ছের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছিলো। এখন আরও ২ টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। যার ফলে ২০২৪ সালে মোট ২৪ টি বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করেছে। ১৪ই জানুয়ারি, ২০২৪ নতুন ২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছের অধীনে যুক্ত হলো। নতুন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম ৩তি হচ্ছেঃ

  1. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  2. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গুচ্ছ  বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ম

  •  প্রতিটি ইউনিটের ১০০ নম্বরের পরীক্ষা হয়।
  • ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক হয়।
  • পরীক্ষার মোট সময় এক ঘন্টা।
  • পরীক্ষা বহুনির্বাচনী ভিত্তিক।
  • ১০০ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে।
  • প্রতিটি প্রশ্নের মান হিসেবে ০১নম্বর।
  •  প্রতিটি ভুল উত্তরের জন্য মারকিং হিসেবে ০.২৫ মার্ক কাটা যাবে।
  • ৪ টি ভুল উত্তরের জন্য ১ নাম্বার কাটা যাবে।
  • ইউনিটের প্রতিটি শিফট অনুযায়ী গুচ্ছ পরীক্ষা হয়ে থাকে।

শেষ কথা

বাংলাদেশে যতগুলো গুচ্ছ বিশ্ববিদ্যালয় আছে তাদের নাম এখানে দেওয়া আছে। প্রতি বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কম বেশি হয়। নতুন যুক্ত হয় আবার বিভক্ত হয়ে যায়। ২০২৪ সালে ২৪ টি গুচ্ছ বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম গুলো জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা ২০২৪

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ কবে হবে

2 Comments on “গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম ২০২৪-GST University List”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *