এইচ এস সি স্তরের পর আমাদের ভর্তি হতে হয় বিশ্ববিদ্যালয়ে। তাই অনেকের স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার। এই লক্ষে সবাই মেডিকেলে চান্স নিতে চায়। বর্তমানে এডমিশন এর কঠিন পর্যায় হচ্ছে মেডিকেল পরীক্ষা। এখানে অনেকে পরীক্ষা দেওয়। কিন্তু শুধুমাত্র মেধাবী কয়েকশ মানুষ ভর্তির সুযোগ পায়। ২০২৩-২৪ এর জন্য মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পোস্টে মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে শেয়ার করা হয়েছে।
চাইলেই যেকেউ মেডিকেলে এডমিশন পরীক্ষা দিতে পারবেন না। এর জন্য তাকে উপযুক্ত জিপিএ পয়েন্ট থাকতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে কি কি লাগবে, ভর্তি যোগ্যতা ও আবেদন যোগ্যতা, ভর্তি ও আবেদন খরচ ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪
ইতোমধ্যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়ার তারিখ ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য প্রকাশ পেয়েছে। ২০২৪ সালের মার্চে বা এপ্রিলে শুরু হতে যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪। ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী মেধা তালিকায় স্থান পাপ্ত শিক্ষার্থীদেরকে শুধু ভর্তির জন্য অনোমোধন দেওয়া হবে। ভর্তির আবেদনের জন্য আপনার নুনুতম জিপিএ বা গ্রেড পয়েন্ট থাকা লাগবে। মেডিকেলে এডমিশন এর জন্য আপনার ৯ পয়েন্ট থাকতে হবে। এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৩
২০২৩ সালের মেডিকেল এফমিশন পরীক্ষা ১৩ ফেব্রুয়ারী ২০২৩ থেকে ২৩ ফেব্রুয়ারী ২০২৩ আবেদনের সময়সীমা ছিলো। আবেদন ফি ছিলো ১০০০ টাকা। মার্চের ১০, ২০২৩ তারিখে ভর্তি পরীক্ষা শুরু হয়েছিলো। ভর্তি পরীক্ষায় সকল বিষয় ভিত্তিক নাম্বার প্রদান করা হবে। সেখানে MCQ ও লিখিত অংশ থাকবে। পরীক্ষার ফলাফলে আপনার এইচ এস সি ও এস এস সি জিপিএ থেকে নাম্বার সংযুক্ত করে ভর্তি পরীক্ষার ফলাফল প্রদান করা হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন
প্রতিবছর সামান্য পরিমাণে মানবন্টন পরিবর্তন হয়ে থাকে। এছাড়া রেজাল্ট দেওয়ার নিয়ম টি একই ভাবে কিছু পরিবর্তন হয় সেই বছরের সর্বচ্চ নাম্বারের উপর। তো সাধারণভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন টি যেভাবে করা হয় তা এখানে শেয়ার করেছি। এই ভাবেই ২০২৩-২৪ মেডিকেল এডমিশন পরীক্ষার নম্বর বিভাজন করা হবে।
বিষয়ের নাম | নম্বর |
জীববিজ্ঞান | ৩০ |
রসায়ন | ২৫ |
পদার্থ | ২০ |
ইংরেজি | ১৫ |
বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ | ১০ |
মোট নম্বর | ১০০ |
মেডিকেল ভর্তি পরীক্ষা নম্বর কর্তন পদ্ধতি
পরীক্ষার সময় আমাদের নানা ভুলে নবর কাটা যায়। তারা নিখুঁত ভাবে পরীক্ষার খাতা চেক করে। সামান্য ভুলেই আপনার ভর্তি পরীক্ষার নম্বর কম পেতে পারেন। আপনার প্রতি ভুল উত্তরের জন্য পাপ্ত নাম্বার থেকে ০.২৫ অর্থাৎ আপনি ৪ টি উত্তর ভুল করলে সেখান থেকে ১ নাম্বার কাটা যাবে। তাই কখনো ভুল উত্তর লেখা যাবে না। যেটি পারবেন, সেটির উত্তর লিখতে হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার পাশ নম্বর কত
মোট ১০০ নাম্বারে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে লিখিত ও mcq থাকবে। এর মধ্যে সর্বনিম ৪০ পেতে হবে। এর নিচে পেলে আপনি পাশ বলে গণ্য হবেন না। তাই আপানকে ৪০০ এর নিচে পাওয়া যাবে না। চান্স পাওয়া আর জন্য অবশ্যই আপনাদেরকে ৬০+ তুলতে হবে। যত বেশি নাম্বার তুলতে পারবেন, চান্স পাওয়ার জন্য তত সুবিধা হবে।
এছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মােট ২০০ নম্বর হিসেবে নির্ধার করে পারপ্ত নাম্বার বিবেচনা করা হয়। এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুণ যা ৭৫ নম্বর এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুণ যা ১২৫ নম্বর।
মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন সময় সীমা
মার্চ বা এপ্রিলের ২০২৪ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আবেদনের জন্য সময়সীমা হচ্ছে——– থেকে———তারিখ পর্যন্ত। চান্স নেওয়া শিক্ষার্থীদেরকে এই তারিখের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে। এর মধ্যে আবেদন না করলে পারলে আপনারা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। আবেদনের জন্য এইচ এস সি বোর্ড রোল ও রেজিস্ট্রেশন নামনার ও আরও কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। আবেদনের ফরম মূল্য ১৫০০ টাকা।
মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু কবে থেকে
মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল পরীক্ষার তারিখ জানাগেছে। এখানে এইচ এস সি ২০২৩ ব্যাচের পাশা-পাশি পূর্বের ব্যাচের শিক্ষার্থীরাও আবেদনের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা শুরু হবে —— তারিখে।
- আবেদন শুরু:
- আবেদন শেষ:
- আবেদন ফি:
- ভর্তি পরীক্ষা :
- প্রবেশপত্র ডাউনেলোড :
- অফিশিয়াল ওয়েবসাইট: dghs.gov.bd
- আবেদন লিংক : dgme.teletalk.com.bd
শেষ কথা
এই পোস্টে মেডিকেল ভর্তি সম্পর্কিত সকল তথ্য শেয়ার করা হয়েছে। কিছু স্থানে পরীক্ষা ও আবেদনের তারিখ দেওয়া হয়নি। এর কারণ এখনো পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয় নি। তাই এই অংশ গুলো খালি রাখা হয়েছে। আপডেট তথ্য পাওয়ার সাথেই সাথেই এখানে তারিখ ও সময় এড করা হবে। আশা করছি এই পোস্ট থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
২২ টি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪। GST Admission 2023-24
One Comment on “মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪। Medical Admission 2023-24”