ঈদুল আজহার শুভেচ্ছা এবং মেসজ, এস এম এস, স্ট্যাটাস ও পিকচার সংগ্রহ করুন এই পোস্ট থেকে। আপনাদের সবাইকে প্রবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করছি সবাইল ভালো আছেন। দেখতে দেখতে আবারো ঈদুল আযহা চলে এসেছে। তাই আমাদের প্রিয় মানুষের কাছে ঈদুল আযহা শুভেচ্ছা ছড়িয়ে দিতে হবে। এজন্য অনেকে ঈদের শুভেচ্ছা মেসেজ গুলো সংগ্রহ করবেন। তাই আমরা আপনাদের জন্য এই ঈদের সেরা কিছু শুভেচ্ছা বার্তা, মেসেজ, এস এম এস এবং এইচ ডি পিকচার আজকের পোস্টে সংগ্রহ করে দিয়েছি।
এই ঈদকে আরও উপভোগ করতে ও ঈদুল আযহার আনন্দ সবার মাঝে উপস্থাওইত করতে আপনার কাছের মানুষদের কে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিন। আমাদের এই ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, মেসেজ গুলো দেখুন। আপনাদের পছন্দের শুভেচ্ছা মেসেজ গুলো এই পোস্ট থেকে বেছে নিন। আশা করছি এই শুভেচ্ছা গুলো আপনাদের অনেক ভালো লাগবে। তাই আর দেরি না করে নিচে থেকে ঈদের শুভেচ্ছা, স্ট্যাটাস, মেসেজ, এস এম এস গুলো দেখেনিন।
ঈদুল আজহার শুভেচ্ছা, মেসেজ ও এস এম এস ২০২৩
এখানে নতুন নতুন সব ঈদের শুভেচ্ছা, মেসেজ, এস এম এস গুলো দেওয়া আছে। আপনারা অনেকে ঈদের শুভেচ্ছা জানাতে চান। তো তাদের জন্য আমরা ভালো কিছু ঈদের শুভেচ্ছা জানানোর জন্য শুভেচ্ছা স্ট্যাটাস গুলো সংগ্রহ করেছি। তা ছাড়া আপনারা চাইলে আমাদের দেওয়া শুভেচ্ছা মেসেজ গুলো দেখতে পারেন। এই ঈদের মেসেজ গুলো আপনাদের প্রিয়জন কে পাঠাতে পারবেন। আর আপনি যদি ঈদের এম এস এম পেতে চান তাহলে আপনাদের জন্য সেরা এস এম এস গুলো এখানে রয়েছে। তো বুখতেই পারছেন এই এক পোস্ট হতে ঈদের সকল শুভেচ্ছা গুলো পেয়ে যাচ্ছেন। সেগুলো নিচে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে।
ঈদুল আজহার শুভেচ্ছা
এখানে রয়েছে ঈদুল আযহার শুভেচ্ছা স্ট্যাটাস, ঈদের শুভেচ্ছা। যা আপনারা আপনার দূরের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব বা প্রিয় মানুষ কে শুভেচ্ছা জানবতে পারবেন। আমি আপনাদের কে এই এদের জন্য সেরা কিছু শুভেচ্ছা বাণী গুলো শেয়ার করেছি। তাই এখান থেকে আপনার যে শুভেচ্ছা টি পছন্দ হয় তা সংগ্রহ করুন। এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিন।
নীল আকাশে ঈদ উল আজহার চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হলো খুশির দিন,
দাওয়াত রইলো ঈদের দিন।
আনন্দ করো সীমাহীন, ঈদ এর দিন টা তোমার হোক রংয়িন
ঈদ মুবারক
ঈদ মানে, পবিত্র তারিখ
আনন্দ আশা, ঈদ মানে, ভালোবাসা
ঈদ মানে, মিষ্টি মুখ
ঈদ মানে
চাঁদ পান করার চেয়ে দেখার আনন্দ।
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
পড়েছে আজ চাঁদের নজর
তাইতো পেলাম ঈদের খবর। হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ
সবাই পেলো ঈদের বাতাস। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা।
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
শুভেচ্ছা রাশি রাশি
গরু নাকি খাসি? টিক্কা নাকি ঝালফ্রাই?
এনটিবি নাকি চ্যানেল-আই?
রিল্যাক্স নাকি বিজি? শাড়ি নাকি শার্ট?
আমার হৃদয়ের শুভেচ্ছা
ঈদ মোবারক।
আসছে ঈদ,,, লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
আগামীকাল ঈদুল আজহায় মেহেন্দি সাজানো হবে।
আপনার বারোমাসে এই আনন্দময় সময় কাটান
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
চাঁদ মামার উঁকি দেখে
কচি-কাচারা মাকে বলবে
আসছে শুভদিন, নতুন সাজে সাজব আমরা নাচব তা-ধিন-ধিন।
এলোরে এলো খুশির দিন।
সকলকে ঈদ মোবারক।
চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়…
কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়…
মনের গভীর থেকে
সবাই কে জানাই ঈদের শুভেচ্ছা
স্বপ্নগুলো সত্যি হোক, মনের আশাগুলো পুরানো হোক।
কষ্ট দূর হোক, জীবন সুখে ভরে উঠুক।
জীবন হোক মঙ্গলময়
ঈদ মোবারক আপনার জন্য।
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক
ঈদের দাওয়াত তোমার তরে
আসবে তুমি আমার ঘরে
কবুল কর আমার দাওয়াত
না করলে পাবো আঘাত ম
তখন কিন্তু দেবো আড়ি,,,,,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদুল আজহার সেরা শুভেচ্ছা বার্তা
আসছে ঈদ, লাগছে ভালো…
তাইতো তোমায় বলতে হলো…
ঈদ মানে আকাশ ভরা আলো, সবাই থাকবে ভালো…
ঈদ এর শুভেচ্ছা
আমি ঈদ কার্ড দিতে পারিনি, তুমি বলো দূরে।
আমি মুখে বলতে পারলাম না
নাম্বার নেই বলে। তাই আপনাদের ঈদের দিনটি সুন্দর কাটানোর জন্য বলছি
দাওয়াত ছিল কোরবানির দিন।
এই পবিত্র ঈদে,
আল্লাহর অপরিসীম আশীর্বাদ
তোমার ওপর পড়ুক…
তোমার জীবন সুখ, আনন্দে
পরিপূর্ণ থাকুক…
সবাইকে ঈদ মোবারক
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ
দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
মন চাইছে কারো সাথে কথা বলি,
মন চাইছে কোনো প্রিয়জনকে স্মরণ করি,
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি
ঈদ মোবারক
দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল ।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।
ঈদ মানে আকাশে নতুন চাঁদ, নতুন কিছু চাওয়া পাওয়ার স্বাদ,
ঈদ মানে মেহেন্দি রাঙা হাত, খুশিতে মেতে ওঠার রাত….
সকলকে ঈদ মুবারক
ঈদুল আজহার শুভেচ্ছা মেসেজ
ঈদ উপলক্ষে আমরা আমাদের বন্ধু বা প্রিয়জন কে ঈদের মেসেজ পাঠাতে চাই। কিন্তু ভালো কোনো ঈদের মেসেজ না পাওয়ায় পাঠতে পারি না। তাই তাদের জন্য এখানে ঈদের কিছু শুভেচ্ছা মেসেজ দেওয়া আছে। এই মেসেজ গুলো আপনারা বন্দু-বান্ধব বা পরিবারের সদস্যদের কাছে পাঠতে পারবেন। নিচের অংশে মেসেজ গুলো দেখতে পারবেন। সেখান থেকে আপনার পছন্দের মেসেজ টি সংগ্রহ করে নিবেন।
ঈদ এর এই আনন্দ উৎসবে,
আলাহ তোমাকে আনন্দ দিক…
তাঁর আশীর্বাদে সকলের জীবনে শান্তি আসুক
নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
ঈদ মোবারক
কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,}
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন,
ঈদের দিনটা তোমার হোক রঙিন,
ঈদ মোবারাক
তুমি চাঁদ নও, কিন্তু তুমি চাঁদের আলো।, তুমি ফুল নওকিন্তু তুমি ফুলের সুবাস
তুমি নদী নও তবে নদীর ঢেউ, তুমি অচেনা নও, তবে আমার পরিচিত কেউ
ঈদুল আজহার শুভেচ্ছা।
তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি। পাহাড়ের গায়ের ঝরনার পানি।
তুমি বর্ষার এক পরশ বৃষ্টি। মধ্য রাতের পূর্ণিমার চাঁদ।
তোমাকে জানাই ঈদ মুবারক
ঈদুল আজহার শুভেচ্ছা এস এম এস
এখানে আমরা আপনাদের জন্য ঈদের কিছু এস এম এস দিয়েছি। এস এম এস গুলো পড়ে নিতেন পারেন। এই এস এম এস গুলো কাউকে চাইলে পাঠাতে পারেন। তো এস এম রেস গুলো পেতে নিচের দিকে চলে যান।
সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি
কালকে যাবো তোমার বাড়ি
হাঁসের ডিম মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী
ঈদের দিন দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি ।
এই এস.এম.এস. যার কাছে যাবি, যাকে পাবি,
তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে
ঈদ এর দাওয়াত জানিয়ে দিবি আর মিষ্টি করে বলবি-
চেয়ে দেখো, নীল আকাশ
চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
খুশীর বার্তা নিয়ে
সেই খুশিতে মোদের বাড়ি
দাওয়াত দিলাম আসিতে
ভালবাসার তালে .তালে চলব দুজন এক সাথে।
কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে।
শপ্ন দেখ্ব দুজন মিলে, ঘর কর ছি এক সাথে।
আর কি লাগে পৃথিবীতে।
ঈদ মোবারক
ঈদের দাওয়াত তোমার তরে
আসবে তুমি আমার ঘরে
কবুল কর আমার দাওয়াত
না করলে পাবো আঘাত
তখন কিন্তু দেবো আড়ি
যাবো না আর তোমার বাড়ি
ঐ দেখা যায় ঈদের চাঁদ
বাড়ীয়ে দিলাম দুটি হাত
মিস্টি মিস্টি হাসিতে
দাওয়াত দিলাম আসিতে
ঈদ মোবারক।
ঈদুল আজহার শুভেচ্ছা স্ট্যাটাস
এখানে ঈদের জন্য কিছু শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়া আছে। আপনারা যারা যারা ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো পেতে চান তারা নিচে থেকে দেখেনিন।
ঈদ মোবারক। ঈদের অনাবিল আনন্দে ভরে উঠুক সবার জীবন।
কষ্টের আড়ালে সুখের রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক। সবাইকে জানাই ঈদ মোবারক।
ঈদ এলো,,,,, বৃষ্টি এলো,,,,, খুশির দ্বার মুক্ত হলো। ঈদের এখন নতুন রুপ, বৃষ্টি হলো অপরুপ। তুমি আমার আপনজন তাই তোমাকে জানাই নিমন্ত্রন। ঈদ মোবারক
প্রিয়জনদের সাথে আনন্দের সাথে ঈদ কাটুক সবার। তবে অবশ্যই করোনাকালিন সচেতনতার কথা ভুলবেন না।
সবাইকে ঈদ মোবারক
সপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!!
নতুন আলো নতুন ভোর,,,, আসলো আনন্দের প্রহর। পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, তোমাকে জানাই ঈদের প্রীতি।
ঈদের শুভেচ্ছা।
আরও জানতে এখানে ক্লিক করুন
ঈদুল আজহার শুভেচ্ছা পিকচার
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে ঈদুল আজহার শুভেচ্ছা, মেসেজ ও এস এম এস গুলো সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। তো এখন আপনারা ঈদের শুভেচ্ছা আপনাদের প্রিয় জনের কাছে পাঠিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
See More:
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, ঈদের মেসেজ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা
অগ্রিম ঈদের শুভেচ্ছা, মেসেজ, এস এম এস, বার্তা, স্ট্যাটাস ও পিকচার